টার্গেট সেট – ২০২৩
বিষয় – ইউনিট ০১
উত্তরপত্র
১) ‘আর্য’ নামটি এসেছে ‘অর’ থেকে – এমন অভিমত কে পোষণ করেন ?
A. সুকুমার সেন
B. বিধূশেখর শাস্ত্রী
C. ঋষি অরবিন্দ
D. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
★ সঠিক উত্তর – C
২) বরেন্দ্রী উপভাষা কোন এলাকায় লক্ষ্য করা যায় ?
A. রাজশাহী B. কাছাড়
C. ফরিদপুর D. চট্টগ্রাম
★ সঠিক উত্তর – A
৩) উজবুক > উজবেগ – উজবেগ কোন ভাষার শব্দ ?
A. আরবি B. ফারসি
C. ওলন্দাজ D. তুর্কি
★ সঠিক উত্তর – D
৪) উত্তম পুরুষের সর্বনামের প্রথমার একবচনের বিশিষ্ট রূপ হল – হকং। এটি কোন প্রাকৃতে দেখা যায় ?
A. প্রাচ্যা B. প্রাচ্যামধ্যা
C. উত্তর পশ্চিমা D. দক্ষিণ পশ্চিমা
★ সঠিক উত্তর – A
৫) ক্লাসিক্যাল সংস্কৃতে কতগুলি উপসর্গ ছিল ?
A. ১০টি B. ১৫টি C. ২০টি D. ২৫টি
★ সঠিক উত্তর – C
৬) ‘অপভ্রংশ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
A. পাণিনি B. পতঞ্জলি
C. পুরুষোত্তম D. বিশ্বনাথ
★ সঠিক উত্তর – B
৭) হালের গাথা সপ্তশতী কোন প্রাকৃতে লিখিত ?
A. শৌরসেনী B. পৈশাচী
C. মাগধী D. মহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – D
৮) কোন সমাসে ব্যাসবাক্য তৈরি করতে অন্য পদের প্রয়োজন হয় ?
A. দ্বন্দ্ব সমাস B. নিত্য সমাস
C. অলোপ সমাস D. দ্বন্দ্ব সমাস
★ সঠিক উত্তর – B
৯) উচ্চমধ্য, অর্ধসংবৃত, সম্মুখ স্বরধ্বনি কোনটি ?
A. অ B. আ C. অ্যা D. এ
★ সঠিক উত্তর – D
১০) দুধ > দুদ – কোন উপভাষার দৃষ্টান্ত ?
A. ঝাড়খন্ডী B. বঙ্গালী
C. রাঢ়ী D. রাজবংশী
★ সঠিক উত্তর – C
১১) কোনটি স্বরভক্তির উদাহরণ ?
A. সাধু > সাউধ B. মুক্তি > মুকতি
C. পিশাচ > পিচাশ D. স্কুল > ইস্কুল
★ সঠিক উত্তর – B
১২) অর্ধমাগধী প্রাকৃত থেকে কোন ভাষার উৎপত্তি হয়নি ?
A. অবধী B. বাঘেলী
C. ছত্তিশগড়ী D. মৈথিলী
★ সঠিক উত্তর – D
১৩) কোনটি ঘৃষ্ট ব্যঞ্জন ধ্বনির উদাহরণ ?
A. ঝ B. ঞ C. র D. ল
★ সঠিক উত্তর – A
১৪) চুনকালি = চুন ও কালি – এটি কোন শ্রেণির দ্বন্দ্ব সমাস ?
A. একশেষ দ্বন্দ্ব
B. দুটি বিশেষণ পদের দ্বন্দ্ব
C. প্রায় সমার্থক পদের দ্বন্দ্ব
D. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব
★ সঠিক উত্তর – C
১৫) আনারস শব্দটি কীসের উদাহরণ ?
A. জোড়কলম B. কৃতঋণ
C. সঙ্কর D. বিমিশ্রণ
★ সঠিক উত্তর – D
১৬) অঞ্জলি > অঞ্ঞলি – কোন প্রাকৃতের নিদর্শন ?
A. পৈশাচী B. মাগধী
C. অর্ধমাগধী D. শৌরসেনী
★ সঠিক উত্তর – B
১৭) সন্ধি বিচ্ছেদ করো – অহরহ
A. অহ: + অহ B. অহ: + অহ:
C. অহ + রহ D. অহ্ + রহ
★ সঠিক উত্তর – A
১৮) বাংলা ভাষায় কোন পদের লিঙ্গভেদে রূপভেদ লক্ষ্যনীয় ?
A. সর্বনাম পদ B. বিশেষণ পদ
C. বিশেষ্য পদ D. অব্যয় পদ
★ সঠিক উত্তর – C
১৯) আদি মধ্য বাংলার বিস্তৃতি কত ?
A. ১২০০ – ১৩৫০ B. ১৩৫০ – ১৫০০
C. ১৫০০ – ১৭৬০ D. ৯০০ – ১২৫০
★ সঠিক উত্তর – B
২০) সুতনুকা প্রত্নলেখ কোন গুহায় আবিস্কৃত হয়েছে ?
A. অজন্তা B. সতাবেঙ্গা
C. ইলোরা D. যোগীমারা
★ সঠিক উত্তর – D
২১) কোনটি দ্বিগু সমাস ?
A. দ্বীপের সদৃশ B. তিন মাথার সমাহার
C. অন্যদিন D. ত্রিলোচন যার
★ সঠিক উত্তর – B
২২) ঔষধ > ওসঢ – কোন প্রাকৃতের দৃষ্টান্ত ?
A. শৌরসেনী B. মাগধী
C. অর্ধমাগধী D. পৈশাচী
★ সঠিক উত্তর – C
২৩) ‘জাহাজ’ কোন ভাষার শব্দ ?
A. আরবি B. তুর্কি C.ওলন্দাজ D. ফারসি
★ সঠিক উত্তর – D
২৪) নাগরক অপভ্রংশ নামে পরিচিত কোন অপভ্রংশ ?
A. শৌরসেনী B.মাগধী C. পৈশাচী D. অর্ধমাগধী
★ সঠিক উত্তর – A
২৫) তোমার > তুমার – কোন উপভাষার দৃষ্টান্ত ?
A. রাঢ়ী B. বরেন্দ্রী
C. কামরূপী D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – C
২৬) ‘অনুতাপ’ অব্যয়ীভাব সমাসটি কোন অর্থে প্রযুক্ত ?
A. যোগ্যতা অর্থে
B. সম্মুখ অর্থে
C. সাদৃশ্য অর্থে
D. পশ্চাৎ অর্থে
★ সঠিক উত্তর – D
২৭) প্রথম যৌগিক কালের প্রয়োগ দেখা যায় –
A. বেদে
B. চর্যাপদে
C. মঙ্গলকাব্যে
D. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে
★ সঠিক উত্তর – D
২৮) অল্পপ্রাণীভবন কোন প্রকার উপভাষায় পরিলক্ষিত হয় ?
A. বঙ্গালী
B. বরেন্দ্রী
C. রাঢ়ী
D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – A
২৯) ‘ল’ কোন প্রকার ব্যঞ্জন ধ্বনি ?
A. তরল B. পার্শ্বিক C. কম্পনজাত D. ঘৃষ্ট
★ সঠিক উত্তর – B
৩০) আত্মন > অত্তা
- কোন দুই সাহিত্যিক প্রাকৃতের নিদর্শন ?
A. মাহারাষ্ট্রী ও পৈশাচী
B. মাগধী ও পৈশাচী
C. শৌরসেনী ও মাগধী
D. মাহারাষ্ট্রী ও শৌরসেনী
★ সঠিক উত্তর – C