টার্গেট সেট ২০২৩
বিষয় – ইউনিট ০২

উত্তরপত্র

১) “মন্দির বাহির কঠিন কপাট / চল‌ইতে শঙ্কিল পঙ্কিল বাট” – পদকর্তা কে ?
A. গোবিন্দদাস           B. চন্ডীদাস
C. বিদ‍্যাপতি               D. জ্ঞানদাস
★ সঠিক উত্তর – A

২) অর্জুনকে কিরীটি নাম কে দিয়েছিল ?
A. শিব    B. কৃষ্ণ    C. পান্ডু    D. ইন্দ্র
★ সঠিক উত্তর – D

৩) বিজয়গুপ্তের পদ্মপুরাণ সর্বপ্রথম কে প্রকাশ করেন ?
A. প‍্যারীমোহন দাশগুপ্ত
B. কেদারনাথ ভট্টাচার্য
C. সুরেশচন্দ্র ঘোষ
D. দীনেশচন্দ্র সেন
★ সঠিক উত্তর – A

৪) শিবকে চাষের জন‍্য মহিষ কে দিয়েছিল ?
A. ইন্দ্র      B. কুবের     C. যম    D. বিষ্ণু
★ সঠিক উত্তর – C

৫) কোনটি কমলাকান্ত ভট্টাচার্য্যের পদ নয় ?
A. ওরে নবমী নিশি না হ‌ইও রে অবসান
B. ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার
C. আমার গৌরীরে লয়ে যায় হর আসিয়ে
D. কি হল নবমী নিশি হ‌ইল অবসান গো
★ সঠিক উত্তর – B

৬) চর্যাপদের তিব্বতি অনুবাদটি কে আবিস্কার করেছিলেন ?
A. হরপ্রসাদ শাস্ত্রী
B. প্রবোধচন্দ্র বাগচী
C. সুকুমার সেন
D. বিধূশেখর শাস্ত্রী
★ সঠিক উত্তর – B

৭) ‘লোরচন্দ্রাণী’ ও ‘সতীময়না’ কাব‍্যের কোন মাসের বর্ণনায় দৌলত কাজী ও সৈয়দ আলাওলের যৌথ প্রয়াস রয়েছে ?
A. চৈত্র   B. বৈশাখ   C. জ‍্যৈষ্ঠ    D. ভাদ্র
★ সঠিক উত্তর – C

৮) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব‍্যে বড়ু চন্ডীদাস ভণিতাটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
A. ৩বার   B. ৫বার   C. ৭বার 
D. একবারো নয়
★ সঠিক উত্তর – D

৯) “সকালবেলা চলে ক‌ইন‍্যা ল‌ইয়া ঘুঘুরী” – ‘ঘুঘুরী কথার অর্থ কী ?
A. কলসি . B. ঘুঙুর . C. ঘুঘু পাখি   D. বাঁশি
★ সঠিক উত্তর – A

১০) চৈতন‍্যদেব কত সালে কত বয়সে সন্ন‍্যাস গ্রহণ করেছিলেন ?
A. ২২বছর, ১৫১২ খ্রি:
B. ২৪বছর, ১৫২০ খ্রি:
C. ২২বছর, ১৫২২খ্রি:
D. ২৪বছর, ১৫১০খ্রি:
★ সঠিক উত্তর – D

১১) শাম্ব কে ?
A. কৃষ্ণের পৌত্র       B. প্রদ‍্যুম্নের পুত্র
C. কৃষ্ণের পুত্র          D. প্রদ‍্যুম্নের পৌত্র
★ সঠিক উত্তর – C

১২) কৃষ্ণদাস কবিরাজ চৈতন‍্য চরিতামৃত গ্রন্থটি কোথায় বসে লিখেছিলেন ?
A. বৃন্দাবন          B. নীলাচল 
C. বারাণসী          D. নবদ্বীপ
★ সঠিক উত্তর – A

১৩) খুল্লনার মায়ের নাম কী ?
A. জাম্ববতী             B. রম্ভাবতী
C. লীলাবতী            D. পদ্মাবতী
★ সঠিক উত্তর – B

১৪) “সোনে ভরিতী করুণা নাবী” – পদটি কোন রাগে রচিত ?
A. বলাড্ডি                B. পটমঞ্জুরী
C. দেশাখ                 D. দেবকী
★ সঠিক উত্তর – D

১৫) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. চৈতন‍্যমঙ্গল কাব‍্যে কৃত্তিবাসের উল্লেখ আছে।
B. বৃন্দাবন দাসের জন্ম ১৪১৯ শকের কৃষ্ণ দ্বাদশীতে।
C. চৈতন‍্যজীবনী কৃষ্ণদাসকে ‘কবিভূপতি’ আখ‍্যা দেন সনাতন গোস্বামী।
D. মহুয়াপালায় ৭৫০টি ছত্র আছে।
★ সঠিক উত্তর – A

১৬) অন্নদামঙ্গল কাব‍্যে ব‍্যাসদেব প্রস্তরমূর্তিতে পরিণত হয় কার ক্রোধ দৃষ্টিতে ?
A. শিবের   B. নন্দীর  C. ব্রহ্মার  D. বিষ্ণুর
★ সঠিক উত্তর – B

১৭) মহুয়া পালা কার রচনা ?
A. দ্বিজ বংশীদাস
B. চন্দ্রাবতী
C. দ্বিজ কানাই
D. নয়নচাঁদ
★ সঠিক উত্তর – C

১৮) “রয়নি কাজর বম ভীম ভুজঙ্গম” – পদটির পদকর্তা কে ?
A. বিদ‍্যাপতি
B. চন্ডীদাস
C. গোবিন্দদাস
D. জ্ঞানদাস
★ সঠিক উত্তর – A

১৯) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব‍্যে কোন অসুর গাধারূপে বধ করতে এসেছিল কৃষ্ণকে ?
A. ব‍্যোমাসুর
B. অঘাসুর
C. তৃণাবর্ত অসুর
D. ধেনুকাসুর
★ সঠিক উত্তর – C

২০) ‘চর্যাপদ অনুযায়ী ‘বারুণী’ শব্দটির প্রকৃত অর্থ কী ?
A. জ্ঞানমুদ্রা
B. সংবৃত্ত বোধিচিত্ত
C. সহজানন্দ
D. চিত্ত
★ সঠিক উত্তর – B

২১) আঠারো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে কততম দিনে ভীষ্মের পতন হয় ?
A. ১৫ B. ১৩ C. ১১ D. ১০
★ সঠিক উত্তর – D

২২) ‘চন্ডীমঙ্গল’ কাব‍্যে সিংহল রাজপুরোহিতের নাম কী ?
A. পুরন্দর
B. অগ্নিশর্মা
C. শালবাহন
D. বীরশল‍্য
★ সঠিক উত্তর – B

২৩) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব‍্যে পাহাড়ীআ রাগটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
A. ৫৭ B. ৪৩ C. ৩৭ D. ২৩
★ সঠিক উত্তর – A

২৪) নীলাচলে মহাপ্রভুর যাত্রাকালে রূপ গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর দেখা হয় –
A. রামকেলি
B. বারাণসীতে
C. প্রয়াগে
D. মথুরায়
★ সঠিক উত্তর – C

২৫) কোনটি চন্ডীদাসের পদ নয় ?
A. বঁধূ, কি আর বলিব আমি
B. বঁধূ, কি আর বলিব তোরে
C. বঁধূ, তুমি সে আমার প্রাণ
D. বঁধূ, তোমার গরবে গরবিনী আমি
★ সঠিক উত্তর – D

২৬) কুম্ভকর্ণের পুত্রের নাম কী ?
A. মকরাক্ষ               B. অতিকায়
C. তরণীসেন             D. কালনেমি
★ সঠিক উত্তর – A

২৭) যে মন্ডপে পদ্মাবতীর রূপ দর্শন করে যোগীবেশী রত্নসেন চেতনা হারিয়েছিল –
A. হরপার্বতীর B. মহাদেবের
C. রাধাকৃষ্ণের D. পার্বতীর
★ সঠিক উত্তর – B

২৮) কোন পদকর্তা নিজেকে অচল সেন নামে পরিচয় দিয়েছিলেন ?
A. লুই পা B. কাহ্ন পা C.ভুসুকু পা D. চাটিল পা
★ সঠিক উত্তর – C

২৯) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো
A. “কুসুমিত তরুগণ বসন্ত সম‌এ” পদটি শ্রীকৃষ্ণকীর্তন কাব‍্যের তাম্বুল খন্ডের।
B. “জন্মিলেন নীচকূলে ঈশ্বর অজ্ঞাতে” – হরিচাঁদ ঠাকুর সম্পর্কে বলা হয়েছে।
C. “বল মা তারা দাঁড়াই কোথা” পদটি কমলাকান্ত ভট্টাচার্যের পদ নয়।
D. “মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার” পদটি অভিসার পর্যায়ের।
★ সঠিক উত্তর – B

৩০) “তবে আমি বেদব‍্যাস এই দিনু শাপ
কাশীবাসী লোকের অক্ষয় হবে পাপ
অন‍্যত্র যে পাপ হয় তাহা খন্ডে কাশী
কাশীতে যে পাপ হবে, হবে অবিনাশী”
বেদব‍্যাস অভিশাপ দিয়েছিলেন কারণ –
A. শিব বেদব‍্যাসকে তিরস্কার করেছিল
B. ব‍্যাস শিবনিন্দা করেছিল
C. কাশী থেকে ব‍্যাসকে বহিষ্কার করেছিল
D. কাশীতে ব‍্যাসের ভিক্ষাবারণ ছিল
★ সঠিক উত্তর – D