টার্গেট সেট – 2023
বিষয় – নাটক
উত্তরপত্র
১) ‘একেই কি বলে সভ্যতা?’ নাটকটি প্রথম অভিনীত হয় –
A. বেলগাছিয়া থিয়েটার
B. শোভাবাজার থিয়োট্রিক্যাল সোসাইটি
C. গ্রেট ন্যাশানাল থিয়েটার
D. বিদ্যোৎসাহিনী মঞ্চ
★ সঠিক উত্তর – B
২) ‘সাজাহান’ নাটকে সাজিহানের প্রথম উপস্থাপন কেমন ছিল ?
A. যমুনার দিকে চেয়েছিল
B. জানলা দিয়ে সূর্যাস্ত দেখছিল
C. আলবোলা টানছিল
D. প্রাসাদ কক্ষে পায়চারি করছিল
★ সঠিক উত্তর – C
৩) ফোনিম কথাটি আবিস্কার কে করেন ?
A. গ্রিয়ার্সন B. সোস্যুর
C. ব্রুজস্কি D. লুই আভে
★ সঠিক উত্তর – D
৪) ‘প্রথম পার্থ’ নাটকের কাহিনির সময়কাল –
A. কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি
B. শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি
C. কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি
D. শুক্লপক্ষের চতুর্দশী তিথি
★ সঠিক উত্তর – A
৫) “আমি তো রাণীর বাড়ির পোষা ভিখারি” – বক্তা কে ?
A. দূর্গশাসক
B. চিত্রকর
C. পল্লীসেবক
D. জীবনলাল
★ সঠিক উত্তর – D
৬) বাসন্তী শরদিন্দুকে কোন প্লটের কথা বলেনি ?
A. পাকিস্তানের শরণার্থী
B. জাপানের ভূমিকম্প
C. মোহনবাগানের জয়লাভ
D. পাটের বাজারদর
★ সঠিক উত্তর – A
৭) “ছিলে বীর হয়্যা গেলে সামান্য গৃহস্থ” – কে চাঁদকে বলেছে ?
A. সনকা
B. লখিন্দর
C. করালী
D. বনমালী
★ সঠিক উত্তর – B
৮) ‘নবান্ন’ নাটকে গাঁতায় খাটা প্রস্তাব কে সমর্থন করেনি ?
A. দয়াল
B. বরকত
C. বুধে
D. ফকির
★ সঠিক উত্তর – D
৯) ‘আন্তিগোনে’ কবিতাটি উৎসর্গ করা হয় –
A. কেয়া ঘোষকে
B. ফাল্গুনী রায়কে
C. কেয়া চক্রবর্তীকে
D. ফাল্গুনী চক্রবর্তীকে
★ সঠিক উত্তর – C
১০) “আমি এসেছি এসেছি বঁধূ হে” গানটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে ?
A. সাজাহান
B. জনা
C. জমীদার দর্পণ
D. চাঁদ বণিকের পালা
★ সঠিক উত্তর – A
১১) ‘জনা’ নাটকের প্রান্তর মধ্যস্থ শুষ্ক অশ্বত্থ তলটি কোন অঙ্কে আছে ?
A. প্রথম অঙ্কের পঞ্চম গর্ভাঙ্ক
B. পঞ্চম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক
C. দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্ক
D. চতুর্থ অঙ্কের সপ্তম গর্ভাঙ্ক
★ সঠিক উত্তর – B
১২) ‘জমিদার দর্পণ’ নাটকে কৃষ্ণমণি বলে –
A. জয় রাধে কৃষ্ণ বলে মন
B. জয় রাধে গোবিন্দ বলে মন
C. রাধে গোবিন্দ বলে মন
D. রাধে কৃষ্ণ বলে মন
★ সঠিক উত্তর – A
১৩) কর্ণ কুন্তীকে সম্বোধন করেছিলেন কী বলে ?
A. পান্ডবমাতা কুন্তী
B. অর্জুন্মাতা
C. কৃষ্ণস্বসা
D. অর্জুন্মাতা পৃথা
★ সঠিক উত্তর – D
১৪) প্রিয়নাথের লেখা নাটকের কত সংখ্যক পাতা বসুন্ধরার হাতে ছিল –
A. 312.
B. 315.
C. 320.
D. 322
★ সঠিক উত্তর – C
১৫) ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনে ‘অকালের বাদল’ কাকে বলা হয়েছে ?
A. বাবাজীকে
B. নবকুমারের বাবাকে
C. পয়োধরীকে
D. নবকুমারকে
★ সঠিক উত্তর – B
১৬) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসে ‘মুরবালিয়া’ হল –
A. কন্ধকাটা ভূত
B. পেত্নী বিশেষ
C. যাদুর দেবী
D. জলে ডোবা ভূত
★ সঠিক উত্তর – A
১৭) ‘নবান্ন’ নাটকে নিরঞ্জন নিজের নাম বদলে রেখেছিল –
A. রাসবিহারী
B. রামহরি
C. রামবিহারী
D. রাখহরি
★ সঠিক উত্তর – D
১৮) বেণিমাধব বাংলা মদ খেয়েছিল কত বছর বয়সে ?
A. ১৩ বছর B. ১৪ বছর
C. ১৫ বছর D. ১৬ বছর
★ সঠিক উত্তর – A
১৯) বাসুদেব কোন বিষয়ের অধ্যাপক ছিল ?
A. কেমিস্ট্রি
B. এডুকেশন
C. দর্শন
D. বাংলা
★ সঠিক উত্তর – C
২০) “কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি” – প্রিয় কথাটি হল –
A. সব যুদ্ধই অন্যায়। সব হত্যাই ভ্রাতৃহত্যা
B. সম্ভব নয় অর্জুনের হাতে কর্ণের পরাভব
C. পরাজয় তোমার চিরকালের সঙ্গী
D. যৌবন জীবনের চেয়েও অনিত্য
★ সঠিক উত্তর – B
২১) ‘সাজাহান’ নাটকে “অধর্ম্মকে কখনও বরণ করতে পারিনা” সংলাপটির বক্তা কে ?
A. মহম্মদ
B. যশোবন্ত সিংহ
C. দারা
D.সাহানাবাজ
★ সঠিক উত্তর – D
২২) “আমি কায়েত, যার তার সঙ্গে অভিনয় করি না” – বক্তা কে ?
A. ময়না
B. জলদ
C. যদু
D. নটবর
★ সঠিক উত্তর – B
২৩) বৈজ্ঞানিকের আবিস্কৃত যন্ত্রটি দেখতে কেমন ?
A. সচিত্র বেতারের মতো
B. ডানা সহ দানবের মতো
C.উদ্ভট ভয়ঙ্কর প্রাণীর মতো
D. লেজবিশিষ্ট ভয়ঙ্কর মানুষের মতো
★ সঠিক উত্তর – A
২৪) ‘জমিদার দর্পণ’ নাটকে কয়টি স্ত্রী চরিত্র আছে ?
A. ৩টি B. ২টি C. ৫টি D. ৪টি
★ সঠিক উত্তর – A
২৫) ‘চাঁদ বণিকের পালা’ নাটক মঞ্চস্থ হবার পরিকল্পনায় বেহুলা চরিত্রে কে অভিনয় করবে বলে ঠিক হয়েছিল ?
A. তৃপ্তি মিত্র
B. শোভা সেন
C. সৌমিত্র বসু
D. শাঁওলী মিত্র
★ সঠিক উত্তর – D
২৬) বল্লভাচার্যের স্ত্রী কোন রোগে আক্রান্ত ?
A. যক্ষা
B. কর্কট
C. কলেরা
D. প্লীহা
★ সঠিক উত্তর – A
২৭) ‘নবান্ন’ নাটকে কতগুলি মৃত্যুর উল্লেখ আছে ?
A. ৪টি
B. ৫টি
C. ৬টি
D. ৭টি
★ সঠিক উত্তর – C
২৮) প্রহসনে কোন মনিষীর উল্লেখ আছে ?
A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
C. স্বামী বিবেকানন্দ
D. রামমোহন রায়
★ সঠিক উত্তর – D
২৯) ‘শবাগার’ গল্পে মুকুন্দ খবরের কাগজে যার মৃত্যু সংবাদ দেখেননি –
A. বিদেশী মন্ত্রী
B. বিহারের আইনজীবী
C. বাঙালী ডাক্তার
D. কেরলের এম.পি
★ সঠিক উত্তর – B
৩০) “আর অন্ধ থেকো না কর্ণ, চিনতে শেখো নিজেকে” – বক্তা কে ?
A. কর্ণ
B. কৃষ্ণ
C. কুন্তী
D. দ্রৌপদী
★ সঠিক উত্তর – C