টার্গেট সেট 2023
বিষয় – ছোটগল্প

উত্তরপত্র

১) ‘সংসার সীমান্তে’ গল্পে রজনীর ঘরে কোনটা ছিল না ?
A. নোংরা বিছানা      
B. কালী ঠাকুরের ছবি
C. লন্ঠন
D. ভাঙা তোরঙ্গ
★ সঠিক উত্তর – D

২) ‘কুড়ানো মেয়ে’ গল্পে সীতানাথের বাড়ির ভৃত‍্য কে ছিল ?
A. তাঁতির ছেলে        
B. নাপিতের ছেলে
C. বামুনের ছেলে       
D. জেলের ছেলে
★ সঠিক উত্তর – A

৩) ফুলবানু গুড় পুড়িয়েছিল বলে মোতালেফ ফুলবানুকে –
A. বাড়ি থেকে বের করে দিয়েছিল
B. চড় মেরেছিল
C. কঞ্চি দিয়ে মেরেছিল
D. এদের কোনোটাই নয়
★ সঠিক উত্তর – C

৪) পাদরির চোখে ভামরের শিশুপুত্রটি কীসের মতো ছিল ?
A. কচি পেয়ারা
B. গোলাপী বেদানা
C. রাঙা আপেল
D. সিদুঁরে আম
★ সঠিক উত্তর – B

৫) দোপদি মেঝেন কখন ধরা পড়েছিল ?
A. ৫.৩৫ মিনিটে        
B. ৭.২৭ মিনিটে
C. ৬.৩৫ মিনিটে        
D. ৬.৫৭ মিনিটে
★ সঠিক উত্তর – D

৬) শ্রীপতি সামন্ত যার সঙ্গে স্টেশনে আসেনি –
A. শ‍্যামাপদ            
B. কালীশঙ্কর
C. হরিচরণ             
D. বাঞ্ছা
★ সঠিক উত্তর – C

৭) কৃষ্ণদাস কবিরাজ কাকে চৈতন‍্যলীলার ব‍্যাস বলেছেন ?
A. বৃন্দাবন দাস
B. রঘুনাথ দাস
C. রঘুনাথ ভট্ট
D. রূপ গোস্বামী
★ সঠিক উত্তর – A

৮) ‘গিরগিটি’ গল্পে মায়াকে দেখলে ভুবনের কোন চারাগাছের কথা মনে পড়ে ?
A. পেয়ারা              
B. ডালিম
C. মাদার               
D. পেঁপে
★ সঠিক উত্তর – B

৯) ডাকাতের দল পদিপিসির যে জিনিসটা চুরি করেছিল –
A. গয়নার বাক্স          
B. পানের ডিবা
C. নস‍্যির কৌটা         
D. মশলার বাক্স
★ সঠিক উত্তর – C

১০) কোনটি শুদ্ধ ?
A. তিনকড়িবাবু রিটায়র্ড সার্জেন্ট।
B. তিনকড়িবাবুবিপিনের পিসতুতো ভাই শরতের খুড়শ্বশুর।
C. তিনকড়িবাবু অম্বলে ভোগেন।
D. তিনকড়িবাবু খুব সন্দিগ্ধ ব‍্যক্তি।
★ সঠিক উত্তর – D

১১) ঠাকুমা মরণের ঘোরে বড়দিকে কীসের গল্প শুনিয়েছিল ?
A. রাম সীতা                
B. রাধা কৃষ্ণ
C. রাম লক্ষণ              
D. পঞ্চপান্ডব
★ সঠিক উত্তর – B

১২) শীতলপটির মতো গায়ের চামড়া কার ?
A. মুকুন্দ                  
B. গৌরাঙ্গ
C. মনু                       
D. শিপ্রা
★ সঠিক উত্তর – D

১৩) ‘শহীদের মা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ?
A. আনন্দবাজার পত্রিকা 
B. চতুরঙ্গ
C. উত্তরসূরী     
D. দেশ
★ সঠিক উত্তর – A

১৪) ‘গোঘ্ন’ গল্পে কার বাড়ি ছিল ভট্টমাটি ?
A. হারাই            
B. ইসমাইল    
C. বদরহাজি      
D. গো বদ‍্যি
★ সঠিক উত্তর – C

১৫) ঈশ্বর গুপ্ত ‘বড়দিন’ কবিতায় কোন শাকের কথা বলেছেন ?
A. কলমি
B. পুঁই
C. নটে
D. বেতো
★ সঠিক উত্তর – B

১৬) “নির্যাতিত মানুষের পক্ষে নিয়ে আমরা চিরকাল লড়ে এসেছি” – এ কথা বলেছেন –
A. গিবসন
B. মুখার্জি
C. দুলাল মাহাতো
D. মহারাজা
★ সঠিক উত্তর – A

১৭) ‘সুন্দরম’ গল্পে সত‍্য দাসের মেয়ের নাম কী ?
A. দেবপ্রিয়া             
B. মমতা
C. অনুপমা              
D. বনলতা
★ সঠিক উত্তর – B

১৮) শ্রীপতি সামন্তের চশমা সম্পর্কে কোন তথ‍্যটি অশুদ্ধ ?
A. কাচ ফাটা          
B. নিকেলের ফ্রেম
C. ডানদিকে ডান্ডা নেই
D. বাম দিকে সুতো বাঁধা
★ সঠিক উত্তর – D

১৯) নিশিকান্তদের কারখানায় কে হিন্দি গান করে ?
A. যদু
B. মধু
C. সিধু
D. নিধু
★ সঠিক উত্তর – B

২০) পদিপিসির বর্মিবাক্স থেকে সেজদাদামশাই পেয়েছিল –
A. সোনার হার
B. পান্নার আংটি
C. বালা জোড়া
D. হীরের আংটি
★ সঠিক উত্তর – D

২১) গুণাঢ‍্যের বৃহৎকথা রচিত কোন প্রাকৃতে ?
A. শৌরসেনী
B. মাগধী
C. পৈশাচী
D. অর্ধমাগধী
★ সঠিক উত্তর – C

২২) ‘বিয়ে’ কে বাদশা শুদ্ধভাবে বলে –
A. বিভাহ
B. বিয়া
C. শাদী
D. নিকাহ
★ সঠিক উত্তর – A

২৩) ‘গোঘ্ন’ গল্পে ঈশানদেবের চত্বরে কীসের মেলা হত ?
A. মাঘী পূর্ণিমার
B. পীর গাজির
C. শিব চতুর্দশীর
D. চড়কের
★ সঠিক উত্তর – C

২৪) ইলিশ মাছের গন্ধ সরাতে মায়া কী খেয়েছে ?
A. লেবুর জল
B. চা
C. তেঁতুল
D. পান
★ সঠিক উত্তর – D

২৫) ‘পাখির মা’ গল্পে ধান সেদ্ধ করার জন‍্য কোন গাছের কাঠ কাটা হয়েছিল ?
A. কাঁঠাল
B. জারুল
C. আম
D. শিমূল
★ সঠিক উত্তর – B

২৬) ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্পটি রচিত হয়েছে –
A. আষাঢ়, ১৩০২
B. মাঘ, ১৩১৯
C. বৈশাখ, ১৩৩১
D. আশ্বিন, ১৩৪৭
★ সঠিক উত্তর – C

২৭) আহিরীটোলা কোন গল্পে উল্লেখ আছে ?
A. কানাকড়ি
B. ইঁদুর
C. শবাগার
D. জননী
★ সঠিক উত্তর – A

২৮) “সতীনের ছোটছেলেটা নাকি বড়মাকে ন‌ইলে ঘুমোয় না” – বড়মা কে ?
A. সারদা B. পুণ‍্যি
C. সদু D. মুক্তকেশী
★ সঠিক উত্তর – C

২৯) ‘স্বীকারোক্তি’ গল্পে কথকের জীবনের প্রথম প্রেম ছিল –
A. রেবা    B. নীরা    C. প্রতিমা    D. অলকা
★ সঠিক উত্তর – D

৩০) “মনে হয় এরা দুজনেই মধ‍্যযুগীয় কোন স্থাপত‍্যের আহ্লাদিত ফ্রিজের অংশ” – কারা দুজন ?
A. তুলসী ও তার সন্তান      B. যুথী ও লতি
C. ভামর ও তার ছেলে       D. ধনা – মনা
★ সঠিক উত্তর – B