টার্গেট সেট 2023
বিষয় – ইউনিট ১০
উত্তরপত্র
১) কোন নায়িকার লক্ষণ ক্রোধ, দীর্ঘনিঃশ্বাসমোচন ও মৌনতা ?
A. বাসকসজ্জিকা
B. কলহন্তরিতা
C. প্রোষিতভর্তৃকা
D. খন্ডিতা
★ সঠিক উত্তর – D
২) কাব্যানুশাসন গ্রন্থটির রচয়িতা কে ?
A. ক্ষেমেন্দ্র
B. রুয্যক
C. হেমচন্দ্র
D. জগন্নাথ
★ সঠিক উত্তর – C
৩) মেদেয়া নাটকের রচয়িতা কে ?
A. সোফোক্লিস
B. ইউরিপিদিস
C. অয়দোপাউস
D. ইস্কাইলাস
★ সঠিক উত্তর – B
৪) পূজা > পুজো – কীসের উদাহরণ ?
A. প্রগত স্বরসংগতি
B. পরাগত স্বরসংগতি
C. পূর্ণ স্বরসংগতি
D. অন্যোন্য স্বরসংগতি
★ সঠিক উত্তর – A
৫) ট্রাজেডির অন্তরঙ্গ উপাদান কোন দুটি ?
A. ভাষা ও সঙ্গীত
B. কাহিনি ও চরিত্র
C. কাহিনি ও ভাষা
D. সঙ্গীত ও দৃশ্য
★ সঠিক উত্তর – B
৬) যে নায়িকা অপরাধী প্রিয়কে উপহাসসহ বক্রোক্তি করেন –
A. ধীরা
B. অধীরা
C. ধীরামধ্যা
D. অধীরামধ্যা
★ সঠিক উত্তর – C
৭) বাচিতর সিং এর বাড়ি ছিল –
A. রাজপুতটোলায়
B. রামগড়ে
C. রাজপারডাঙায়
D. আজাদদস্তায়
★ সঠিক উত্তর – A
৮) অলঙ্কারশাস্ত্রে মোট কয়টি রীতির উল্লেখ আছে ?
A. ৩টি B. ৫টি C. ৭টি D. ৯টি
★ সঠিক উত্তর – D
৯) দ্রোণর শিক্ষাদানে যুধিষ্ঠির যে বিষয়ে শ্রেষ্ঠ হয়েছিলেন –
A. অসিযুদ্ধ
B. রথচালনা
C.গুপ্ত অস্ত্র প্রয়োগ
D. মল্লযুদ্ধ
★ সঠিক উত্তর – B
১০) ভরতের নাট্যশাস্ত্রে কোন সাহিত্য প্রাকৃতের উল্লেখ নেই ?
A. মাগধী
B. অর্ধমাগধী
C. মহারাষ্ট্রী
D. শৌরসেনী
★ সঠিক উত্তর – C
১১) সুভাষ মুখোপাধ্যায়ের কোন কবিতার প্রচ্ছদ অঙ্কন করেছিলেন পূর্ণেন্দু পত্রী ?
A. পাথরের ফুল
B. প্রস্তাব : ১৯৪০
C. মিছিলের মুখ
D. কাল মধুমাস
★ সঠিক উত্তর – A
১২) অ্যারিস্টটলের মতে কমেডি উন্নততর শিল্প যখন –
A. চরিত্র প্রধান
B. উন্নত নায়ক
C. হাস্যরস সমৃদ্ধ
D. কাহিনি প্রধান
★ সঠিক উত্তর – D
১৩) যুধিষ্ঠির কোন প্রকার নায়কের অন্তর্গত ?
A. ললিত
B. শান্ত
C. উদাত্ত
D. উদ্ধত
★ সঠিক উত্তর – B
১৪) “শব্দার্থৌ তে শরীরং” – এর প্রবক্তা কে ?
A. আনন্দবর্ধন
B. কুন্তক
C. রাজশেখর
D. রুদ্রট
★ সঠিক উত্তর – C
১৫) “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী” – পঙক্তিটি কত মাত্রার ?
A. ৭ + ৭
B. ৮ +৮
C.৭ + ৫
D. ৮ + ৬
★ সঠিক উত্তর – D
১৬) নাটকের দৈর্ঘ্যবোধ বলতে বোঝায় –
A. আইসথেসিস
B. আইথেস
C. মুথোস
D. মাইটোসিস
★ সঠিক উত্তর – A
১৭) সংলক্ষ্যক্রম ধ্বনি কোন প্রকার ধ্বনির অন্তর্গত ?
A. গুণীভূত ব্যঙ্গকাব্য
B. বিবক্ষিতান্য পরবাচ্য
C. অর্থান্তর সংক্রমিত
D. অত্যন্ত তিরস্কৃত
★ সঠিক উত্তর – B
১৮) “আমার পাপের শাস্তি আমি পাচ্ছি” – বক্তা কে ?
A. সাজাহান
B. ঔরঙ্গজেব
C. মহম্মদ
D. মোরাদ
★ সঠিক উত্তর – D
১৯) অনেক নায়িকাতে যার সমানভাব এমন পুরুষকে কী বলে ?
A. অনুকূল
B. দক্ষিণ
C. শঠ
D. ধৃষ্ট
★ সঠিক উত্তর – B
২০) অ্যারিস্টটলের মতে অকারণ মন্দ চরিত্রের উদাহরণ দাও
A. ওদুসসেউস
B. ইফিগেনিয়া
C. মেনেলাওস
D. মেলানিপ্প
★ সঠিক উত্তর – C
২১) কোন চর্যাকবি চর্যাপদে নিজেকে অনুত্তর স্বামী বলে উল্লেখ করেছেন ?
A. চাটিল পা
B. ভুসুকু পা
C. শান্তি পা
D. লুই পা
★ সঠিক উত্তর – A
২২) কত প্রকার দর্শনে পূর্বরাগ সঞ্চার হয় ?
A. ২ প্রকার
B. ৩ প্রকার
C. ৪ প্রকার
D. ৫ প্রকার
★ সঠিক উত্তর – B
২৩) যন্ত্রণার ট্রাজেডি হিসাবে অ্যারিস্টটল কোন নাটকের উদাহরণ দিয়েছেন ?
A. প্রোমিথিউস
B. পেলেউস
C. ইকজিওন
D. পথিওতিদেস
★ সঠিক উত্তর – C
২৪) ‘নবান্ন’ নাটকে প্রথম অভিনয়ে শম্ভু মিত্র কোন চরিত্রটি অভিনয় করেছিল ?
A. দয়াল
B. প্রধান
C. হারু
D. কুঞ্জ
★ সঠিক উত্তর – A
২৫) অলঙ্কারশাস্ত্রে মোট কয়টি রীতির উল্লেখ আছে ?
A. ৩টি B. ৫টি C. ৭টি D. ৯টি
★ সঠিক উত্তর – D
২৬) কোরাসের গানের পরবর্তী ট্রাজেডির অংশটুকুকে কী বলে ?
A. প্রোলোগ
B. পারোদ
C. এক্সোদ
D. কোমমোস
★ সঠিক উত্তর – C
২৭) যেখানে বাচ্যার্থ নিজ অর্থ ত্যাগ করে নতুন অর্থের প্রতিধ্বনিত করে তাকে বলে –
A. অর্থান্তর সংক্রমিত
B. অত্যন্ত তিরস্কৃত
C. সংলক্ষ্যক্রম
D. অসংলক্ষ্যক্রম
★ সঠিক উত্তর – B
২৮) ‘রাধাবিরহ’ কে প্রক্ষিপ্ত বলেছেন –
A. সুকুমার সেন
B. আশুতোষ ভট্টাচার্য
C. বিমানবিহারী মজুমদার
D. শঙ্করীপ্রসাদ বসু
★ সঠিক উত্তর – C
২৯) প্রেমরসে প্রিয়তমকে আক্রমণ ও আজ্ঞানুবর্তী করা নায়িকাকে বলা হয় –
A. রসাক্রান্তবল্লভা
B. রতিপরাঙ্মুখী
C. সব্রীড়রতপ্রযত্না
D. মোহন্তসুরতক্ষমা
★ সঠিক উত্তর – A
৩০) ‘কাব্যমীমাংসা’ গ্রন্থটির রচয়িতা কে ?
A. রুদ্রট
B. মন্মট
C. কুন্তক
D. রাজশেখর
★ সঠিক উত্তর – D