টার্গেট সেট – ২০২৩
বিষয় – ছন্দ
উত্তরপত্র
১) ‘ছন্দের অর্থ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যের প্রধান উপকরণ কোন বিষয়কে বলেছেন ?
A. কথা B. ছন্দ C. সুর D. রূপক
★ সঠিক উত্তর – A
২) ‘শ্লেষ’ শব্দটি প্রথম ব্যাবহার করেন –
A. ভামহ B. বামন
C. উদ্ভট D. রুদ্রট
★ সঠিক উত্তর – B
৩) “এও যে রক্তের মতো রাঙা দুটি জবা ফুল” – এখানে সাধারণ ধর্ম –
A. রক্ত B. ফুল C. রাঙা D. নেই
★ সঠিক উত্তর – C
৪) অর্ধযতির নির্দিষ্ট ভাগকে কী বলে ?
A. দল B. পদ C. পর্ব D. পঙক্তি
★ সঠিক উত্তর – B
৫) “সংসার সমুদ্রে খেলা করে মৎস্যকন্যা” – কোন অলঙ্কার ?
A. সাঙ্গ রূপক B. নিরঙ্গ রূপক
C. পরম্পরিত রূপক
D. অধিকারূঢ় রূপক
★ সঠিক উত্তর – A
৬) ‘নয়নে নিঠুর চাহনি হৃদয়ে করুণা ঢাকা/
গভীর প্রেমের কাহিনি গোপন করিয়া রাখা’
- মাত্রা কত ?
A. ১২ B. ১৪ C. ১৭ D. ১৯
★ সঠিক উত্তর – C
৭) সত্যেন্দ্রনাথ দত্ত স্বরবৃত্ত ছন্দের নাম দেন –
A. গীতালি B. চৈতালি
C. মানসী D. চিত্রা
★ সঠিক উত্তর – D
৮) “নাম তার কমলা/দেখেছি তার খাতার ওপরে লেখা” – মাত্রা কত ?
A. ১৭ মাত্রা B. ১৯ মাত্রা
C. ২০ মাত্রা D. ২২ মাত্রা
★ সঠিক উত্তর – C
৯) কোন ছন্দে সঙ্গীতের প্রয়োগ বেশি লক্ষ্য করা যায় –
A. অমিত্রাক্ষর B. পয়ার
C. দলবৃত্ত D. মাত্রাবৃত্ত
★ সঠিক উত্তর – D
১০) “হামাগুড়ি দিয়ে হাঁটে শিশুর মতন
অপরূপ রূপনারায়ণ” – কোন অলঙ্কার ?
A. ছেকানুপ্রাস
B. লাটানুপ্রাস
C. যমক
D. শ্লেষ
★ সঠিক উত্তর – A
১১) পদভূমক ছন্দের নামকরণ কে করেন ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. মোহিতলাল মজুমদার
C. প্রবোধচন্দ্র সেন
D. অমূল্যধন মুখোপাধ্যায়
★ সঠিক উত্তর – B
১২) নিশ্চয় অলঙ্কারের বিপরীত অলঙ্কারটি হল –
A. সন্দেহ
B. ব্যতিরেক
C. ভ্রান্তিমান
D. অপহ্নতি
★ সঠিক উত্তর – D
১৩) “ও পারেতে সোনার কূলে / আঁধার মূলে / কোন মায়া গেয়ে গেল / কাজ ভাঙানো গান” – কোন ধরণের ছন্দ ?
A. ছড়ার ছন্দ
B. মুক্তক
C.মাত্রাবৃত্ত
D. অক্ষরবৃত্ত
★ সঠিক উত্তর – B
১৪) কারণ ছাড়াই কার্য ঘটে কোন অলঙ্কারে ?
A. বিভাবনা
B. বিষম
C. অসঙ্গতি
D. সন্দেহ
★ সঠিক উত্তর – A
১৫) কোন ছন্দের পারিভাষিক নাম অমিল প্রবাহমান পয়ার ?
A. মুক্তক
B. অমিত্রাক্ষর ছন্দ
C. গদ্যছন্দ
D. অক্ষরবৃত্ত ছন্দ
★ সঠিক উত্তর – B
১৬) “মরণের ফুল হয়ে ফোটে/জীবনের উদ্যানে” – কোন অলঙ্কার ?
A. মালা রূপক
B. নিরঙ্গ রূপক
C. পরম্পরিত রূপক
D. অধিকারূঢ় বৈশিষ্ঠ্য রূপক
★ সঠিক উত্তর – C
১৭) কাকু বক্রোক্তি অলঙ্কারের কথা প্রথম কে বলেন ?
A. ভামহ
B. রুদ্রট
C. বামন
D. দন্ডী
★ সঠিক উত্তর – B
১৮) রবীন্দ্রনাথের গদ্যছন্দে লেখা প্রথম কাব্যগ্রন্থ কী ?
A. মানসী
B. লিপিকা
C. কথা ও কাহিনী
D. পুনশ্চ
★ সঠিক উত্তর – D
১৯) “অপরূপ রূপ কেশবে” – কোন অলঙ্কার ?
A. আদ্যযমক
B. মধ্যযমক
C. সভঙ্গ শ্লেষ
D. অভঙ্গ শ্লেষ
★ সঠিক উত্তর – C
২০) ‘ছন্দ সরস্বতী’ প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
A. প্রবাসী
B. বিচিত্রা
C. ভারতী
D. সবুজ পত্র
★ সঠিক উত্তর – B
২১) “তার উপদ্রবে গয়লানির স্নেহ উঠে ঢেউ খেলিয়ে” – কোন অলঙ্কার ?
A. বিষম B. বিভাবনা
C. বিরোধ D. ব্যতিরেক
★ সঠিক উত্তর – A
২২) ছন্দ নিয়ে লেখা রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
A. প্রবাসী
B সবুজপত্র
C. ভারতী
D. পরিচয়
★ সঠিক উত্তর – C
২৩) “আমি নইলে মিথ্যা হত সন্ধ্যাতারা ওঠা” – কোন অলঙ্কার ?
A.অতিশয়োক্তি
B. সন্দেহ
C.নিশ্চয়
D. রূপক
★ সঠিক উত্তর – A
২৪) রবীন্দ্রনাথ ছয় মাত্রার মিশ্রবৃত্তকে কলাবৃত্তে রূপান্তরিত করেন কোন কাব্য রচনাকালে ?
A.কবি কাহিনী
B. বলাকা
C. মানসী
D. কড়ি ও কোমল
★ সঠিক উত্তর – C
২৫) “বসুন্ধরা দিবসের কর্ম অবসানে
দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি
দিগন্তের পানে” – কোন অলঙ্কার ?
A. রূপক
B. সমাসোক্তি
C. অতিশয়োক্তি
D. স্বভাবোক্তি
★ সঠিক উত্তর – B
২৬) মধুসূদনের সনেটের মাত্রাসংখ্যা কত ছিল ?
A. ৮ + ৬
B. ৮ + ১০
C. ৬ + ৬ + ৮
D. ৬ + ৬ + ২
★ সঠিক উত্তর – A
২৭) বলবৃত্ত ছন্দের নামকরণ কে করেছেন ?
A. প্রবোধচন্দ্র সেন
B. অমূল্যধন মুখোপাধ্যায়
C. কালিদাস রায়
D. তারাপদ ভট্টাচার্য্য
★ সঠিক উত্তর – D
২৮) “নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা” – মাত্রা কত ?
A. 5 + 5 + 6 + 2
B. 4 + 4 + 6
C. 5 + 6 + 5 + 2
D. 6 + 6 + 4
★ সঠিক উত্তর – C
২৯) অমূল্যধন মুখোপাধ্যায় যতিকে কয়ভাগে ভাগ করেছেন ?
A. 4
B. 2
C. 5
D. 3
★ সঠিক উত্তর – B
৩০) কোনটি ব্যতিরেক অলঙ্কার ?
A. দূরে বালুচরে রোদ কাঁপে থরথর / ঝিঁঝির পাখার চেয়ে সে তীব্রতর
B. দূরে বালুচরে কাঁপে থরথরে রৌদ্র ঝিল্লীপাখা
C. দূরে বালুচরে কাঁপিছে রৌদ্র ঝিঁঝির পাখার মত
D. বোশেখী দুপুরে দূরে বালুচরে কাঁপিছে ঝিঁঝিঁর পাখা
★ সঠিক উত্তর – A