ঘরে বাইরে – প্রশ্নোত্তর আলোচনা
১) “তা নিয়ে ছেলেবেলায় একদিন আয়নার ওপর রাগ করেছি” – কী নিয়ে ?
◆ বিমলাকে তার মায়ের মতো দেখতে তা নিয়ে
২) “মনে হতো আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়” – কী ?
◆ আমার গায়ের রঙ
৩) “এ মেয়েটি সুলক্ষণা সতীলক্ষী হবে” – বিমলা সম্পর্কে এই মন্তব্য কে করেছিল ?
◆ দৈবজ্ঞ
৪) “এ বংশে এটা এত খাপছাড়া যে সকলে এতটা পছন্দ করত না” – কোন বিষয় ?
◆ নিখিলেশ মদ খান না, তার শরীরে কোনো চঞ্চলতা নেই
৫) “আমার স্বামী তাঁর বক্ষের হার, তাঁর চক্ষের মণি” – কার ?
◆ বিমলার দিদিশাশুড়ির
৬) “তিনি যখন _ কে আমার সঙ্গিনী ও শিক্ষক নিযুক্ত করলেন…” – কাকে ?
◆ মিস গিলবিকে
৭) তিনি যখন মিস গিলবিকে আমার সঙ্গিনী ও শিক্ষক নিযুক্ত করলেন…” – কার ?
◆ বিমলার
৮) “তিনি যখন মিস গিলবিকে আমার সঙ্গিনী ও শিক্ষক নিযুক্ত করলেন…” – কে নিযুক্ত করলেন ?
◆ নিখিলেশ
৯) “একটি _ বাক্সের মধ্যে আমি তাঁর চিঠিগুলি রাখতুম” – কীসের বাক্স ?
◆ চন্দনকাঠের
১০) “একটি চন্দনকাঠের বাক্সের মধ্যে আমি (বিমলা) তাঁর চিঠিগুলি রাখতুম” – কার চিঠি ?
◆ নিখিলেশের
১১) “তাঁর পায়ের কাছে আমার(বিমলার) যথার্থ স্থান” – কার ?
◆ নিখিলেশের
১২) “আমার (বিমলার) মনের মধ্যে আমার মায়ের সেই জিনিসটি ছিল” – কোন জিনিস ?
◆ ভক্তি করবার ব্যগ্রতা
১৩) “তাঁর একমাত্র অবশিষ্ট নাতির জন্যে তিনি আর রূপসীর খোঁজ করবেন না” – অবশিষ্ট নাতিটি কে ?
◆ নিখিলেশ
১৪) “তাঁর বয়স অল্প – তিনি সাত্ত্বিকতার ভড়ং করতেন না” – কে ?
◆ বিমলার মেজো জা
১৫) “আমার স্বামী যে অকলঙ্ক আমার এই বিশেষ সৌভাগ্য তাঁর কাছে অসহ্য” – কার কাছে অসহ্য ?
◆ মেজো জায়ের কাছে
১৬) “আমার(বিমলার) একটু অসুখ বিসুখ হলে তিনি ভয়ে কাঁপতেন” – তিনি কে ?
◆ বিমলার দিদিশাশুড়ি
১৭) “এতদিনের পরিচয়েও কি ঐ নামের বেড়াটা ঘুচবে না ? ও যে তোমাকে ভালোবাসে” – কার সম্পর্কে বলা হয়েছে ?
◆ মিস গিলবি
১৮) “এই কথাটা নিয়ে নানা ডালপালা দিয়ে কাগজে যখন গাল দিলে আমার মনে হল, এই শাস্তি ওঁর পাওনা ছিল” – কার ?
◆ নিখিলেশের
১৯) “এই কথাটা নিয়ে নানা ডালপালা দিয়ে কাগজে যখন গাল দিলে আমার মনে হল, এই শাস্তি ওঁর পাওনা ছিল” – কোন কথা নিয়ে ?
◆ মিস গিলবিকে নিজে গাড়ি করে স্টেশনে নিয়ে গাড়িতে তুলে দেওয়া
২০) “এ ছাড়া সংসার খরচের জন্য নিয়মিত তাঁর মাসিক বরাদ্দ আছে” – কার ?
◆ সন্দীপের
২১) “বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথায় যেন _” – কী ?
◆ ঝড়ের দমকা হাওয়া
২২) “সব জায়গাতেই আপন আসনটি অবিলম্বে জিতে নেওয়াই যেন তাঁর অভ্যাস” – কার ?
◆ সন্দীপের
২৩) “তিনি (সন্দীপ) বুঝেছিলেন কথাটা আমার মনে বাজবে” – কোন কথা ?
◆ সন্দীপের কুষ্টিতে আছে অল্প বয়সে মারা যাবে।
২৪) “এই শেষ কটি কথা তিনি যে কাকে বললেন তা ঠিক বোঝা গেল না” – কোন কথা ?
◆ তুমি আজ আমাদের সকলকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও, আমাদের অন্যায়কে সুন্দর করো
২৫) “হঠাৎ চমক ভেঙে দেখি, সৌম্যমূর্তি বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে ঘরে ঢুকবেন কি না ভাবছেন” – কে দেখল ?
◆ বিমলা
২৬) “সেই লক্ষ্মীর হাতের অন্ন একবার খেয়ে আসবার জন্যে আমার সমস্ত প্রাণ আজ কাঁদছে” – কার প্রাণ ?
◆ নিখিলেশের
২৭) “সেই লক্ষ্মীর হাতের অন্ন একবার খেয়ে আসবার জন্যে আমার সমস্ত প্রাণ আজ কাঁদছে” – কোন লক্ষ্মীর কথা বলা হয়েছে ?
◆ নিখিলেশের পিসতুতো বোন মুনু
২৮) “এই অহংকার আমার(নিখিলেশের) মনে ছিল” – কোন অহংকার ?
◆ সত্যের সম্পূর্ণ অনাবৃত রূপ সহ্য করবার শক্তি নিখিলেশের আছে
২৯) “সহজে তিনি চঞ্চল হন না” – কে ?
◆ চন্দ্রনাথবাবু
৩০) “এই হল জগতের শিক্ষা” – সন্দীপের মতে কী ?
◆ যা আমি কেড়ে নিতে পারি সেইটেই যথার্থ আমার
৩১) “সে সমস্তই আমি পড়তুম এবং আমার মত না নিয়ে তার কোনোটার জবাব যেত না” – কীসের কথা বলা হয়েছে ?
◆ দেশের চারদিক থেকে নানা কথা নিয়ে সন্দীপের কাছে যে চিঠি আসত
৩২) “ওর ঐ লম্বা গড়নটাই আমাকে মুগ্ধ করে” – কার লম্বা গড়ন ?
◆ বিমলার
৩৩) “ওর ঐ লম্বা গড়নটাই আমাকে মুগ্ধ করে” – কাকে মুগ্ধ করে ?
◆ সন্দীপকে
৩৪) “এই কথাটিকে যে আমার (নিখিলেশের) জীবনের যা কিছু মধুর, যা কিছু পবিত্র, সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি” – কোন কথাটি ?
◆ স্ত্রী
৩৫) “বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র” – আমি কে ?
◆ নিখিলেশ
৩৬) “বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলাতে পারে সে হচ্ছে – ” – কে ?
◆ সন্দীপ
৩৭) “এই কথা সেদিন প্রথম আবিষ্কার করেছিলুম” – কোন কথা ?
◆ নিজের সর্বনাশ করাই নিজের সবচেয়ে আনন্দ
৩৮) “সন্দীপের মধ্যে যে জিনিসটাকে পৌরুষ বলে ভ্রম হয় সেটা তার _ মাত্র” – কী ?
◆ চাঞ্চল্য
৩৯) “একদিন আমার মেজো জা এসে হেসে বললেন, আমাদের ছোটোরানীর অনেক গুণ আছে” – কোন গুণের কথা বলেছেন ?
◆ অতিথিকে যত্ন করা
৪০) “ওর উচিত ছিল অতিথি হয়ে এ বাড়িতে আসা, তাহলে কিছুকাল টিঁকতে পারত – এখন বড় সন্দেহ” – কার অতিথি হয়ে আসা উচিত ছিল ?
◆ নিখিলেশের
৪১) “আমি বললুম, হরিমতীকে বের করে নিতে বল” – কী বের করে নেবার কথা ?
◆ ভাঁড়ার
৪২) “চিঠি খুলে দেখি, তাতে কোনো সম্ভাষণ নেই, কেবল এই কটি কথা আছে” – কী কথা আছে ?
◆ বিশেষ প্রয়োজন | দেশের কাজ | সন্দীপ
৪৩) “সকালবেলায় _ রাগিণীর যে সুর এমন জমে উঠেছিল তার উপরে যেন _ জল ঢেলে দিল” – কোন জল ?
◆ দীপক রাগিণী, বাসন মাজার
৪৪) “আমার চিরকালের অন্তঃপুরের অভ্যস্ত আদর্শে এমনি সৃষ্টিছাড়া বলে মনে হল যে আমি কোনো উত্তর না দিয়ে ঘরে চলে এলুম” – কোনটা সৃষ্টিছাড়া বলে বিমলার মনে হল ?
◆ সকালবেলার ঘরকন্না ফেলে সন্দীপের সঙ্গে বৈঠকখানায় আলাপ আলোচনা করতে যাওয়া
৪৫) “আমার স্বামীর একটি ছবি হাতির দাঁতের ফ্রেমে বাঁধিয়ে ঐ কুলুঙ্গির মধ্যে রেখে দিয়েছিলুম” – কত বছর আগে ছবিটি বাঁধিয়েছিল ?
◆ চার বছর আগে
৪৬) “ওর দিকে দৈবাৎ যখন আমার চোখ পড়ে আর চোখ তুলতে পারিনে” – কার দিকে ?
◆ নিখিলেশের বাঁধানো ছবির দিকে
৪৭) “ঐ যে আমার গয়নার বাক্সের মধ্যে আর এক ছবি আছে” – কোন ছবি ?
◆ নিখিলেশ ও সন্দীপের একটি ছবি
৪৮) “এই বাণীই হচ্ছে সৃষ্টির মূল বাণী” – কোন বাণী ?
◆ আমরা চাই! আমি চাই
৪৯) “এই কথাটাকেই নিঃসঙ্কোচে অবাধে অন্তরে বাহিরে সমস্ত শক্তি দিয়ে বলতে পারাই হচ্ছে আপনার পূর্ণ প্রকাশ” – কোন কথাটাকে ?
◆ আমি চাই
৫০) “আমাদের দলের মধ্যে সকলের চেয়ে যে লোক নিষ্ঠুর সে এই দৃশ্য দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল” – কোন দৃশ্য দেখে ?
◆ সন্দীপের জ্যান্ত ছাগলের একটা পা দা দিয়ে কেটে আনার দৃশ্য দেখে
৫১) “সেজন্য আমার কোনো মিথ্যে লজ্জা নেই” – কোন বিষয়ের জন্য ?
◆ বিমলা সন্দীপের কামনার বিষয় হয়ে উঠেছে
৫২) “এ হল খুব স্পষ্ট কথা, খুব সংক্ষেপ রাস্তা” – কোনটা ?
◆ আমি চাই, হাতের কাছে এসেছে, ছিঁড়ে নেব
৫৩) “আমি রামায়ণের প্রধান নায়ক বলে শ্রদ্ধা করি সেও এমনি করেই মরেছিল” – কাকে সন্দীপ রামায়ণের প্রধান নায়ক বলে মনে করে ?
◆ রাবণকে
৫৪) “তারই জন্যে সমস্ত লঙ্কাকান্ডটা ব্যর্থ হয়ে গেল” – কীসের জন্যে ?
◆ সীতাকে অন্তঃপুরে না রেখে অশোকবনে রাখার সঙ্কোচের জন্য
৫৫) “তাকে রাবণ চিরদিন দয়া এবং অবজ্ঞা করলে, আর মোলো নিজে” – কাকে ?
◆ বিভীষণকে
৫৬) “নিখিল যে এমন অদ্ভূত, তাকে দেখে যে এত হাসি, তবু ভিতরে ভিতরে এও কিছুতে অস্বীকার করতে পারিনে যে -” – কী অস্বীকার করতে পারে না সন্দীপ ?
◆ নিখিলেশ সন্দীপের বন্ধু
৫৭) “ঐখানে ওর সঙ্গে আমার মিল আছে” – কোথায় ?
◆ উভয়েই কপটতা সহ্য করে না
৫৮) “প্রতি বৎসর _ মাসে পৃথিবীর এই ভরা যৌবনে আমরা দুজনে শুক্লপক্ষে আমাদের শ্যামলদহের বিলে বোটে করে বেড়াতে যেতুম” – কোন মাসে ?
◆ ভাদ্র মাসে।
৫৯) “কালিদাসের _ কাব্যের উপর বরাবর আমার(নিখিলেশের) একটা ঘৃণা আছে” – কোন কাব্যের ওপর ?
◆ ঋতুসংহার
৬০) “মাস্টারমশায়ের যোগে তার সঙ্গে আমার(নিখিলেশের) পরিচয়” – কার সঙ্গে ?
◆ পঞ্চুর সঙ্গে
৬১) “এ সম্বন্ধে তাঁর একমাত্র উৎসাহদাতা ছিলেন মেজোরাণী” – কোন সম্বন্ধে ?
◆ নিখিলেশের স্বদেশিদ্রব্য ব্যবহার সম্বন্ধে
৬২) “তোমাদের বাড়িতে এসে অবধি ঐ এক অভ্যেস হয়ে গেছে” – কোন অভ্যেস ?
◆ সাবান মেখে স্নান করা
৬৩) “সেইটের কেবল জবাব দেবার জন্য উনি(মেজো জা) এই কান্ডটি করতেন” – কোনটির ?
◆ নিখিলেশের স্বদেশিকতায় বিমলা আগ্রহ দেখায়নি
৬৪) “মেজোরাণীর সেই কথাটি ভুলব না” – কোন কথা ?
◆ নিখিলেশের একটি নেশা বিমলা, আর এখানেই সে মজবে
৬৫) “সমাজ হিসাব করে বলেছে, খরচ লাগবে সাড়ে তেইশ টাকা” – কীসের ?
◆ যক্ষায় পঞ্চুর স্ত্রীর মৃত্যুর প্রায়শ্চিত্তস্বরূপ
৬৬) “তার ছেলেমেয়েরা যে খেতে পাচ্ছে না, সেইটেই ভুলে থাকবার একটা নেশায় সে ডুবে রইল” – কোন নেশায় ?
◆ সন্ন্যাসী সাধুর চেলাগিরি
৬৭) “আমাদের ভাগ্যকবি _ এর মতো একটা এপিক লেখবার সংকল্প করছেন” – কীসের মতো ?
◆ প্যারাডাইস লস্ট
৬৮) “স্বামীর মৃত্যুর পর প্রবল বৈরাগ্যে সে বৃন্দাবন চলে যায়” – কে ?
◆ পঞ্চুর নকল মামী
৬৯) “আজ দেখি এ সস্তা দামে বিকোবার জন্য প্রস্তুত” – কী ?
◆ বিমলার বিলিতি খোঁপা
৭০) “এই লোকটাকে যদি এখন দু হাজার টাকা দেওয়া যায় তাহলে একে কিনে রাখতে পারি” – কোন লোকটাকে ?
◆ মিরজানকে
৭১) “ছটা রিপু আছে তার মধ্যে…মাঝখানের দুটো হচ্ছে কাপুরুষের” – কোন দুটো ?
◆ লোভ ও মোহ
৭২) “চাঁদ সদাগরের মতো ও অবাস্তবের শিবমন্ত্র নিয়েছে” – কে ?
◆ নিখিল
৭৩) “বাঙালির যে একটা বড় ঐশ্বর্য আছে, সেটা হয়তো নিখিলের ছিল” – কীসের কথা বলা হয়েছে ?
◆ কল্পনাবৃত্তি
৭৪) “এই প্রথম বিমলা আমাকে(সন্দীপকে) ‘আপনি’ না বলে ‘তুমি’ বললে” – কোন কথায় ?
◆ তোমার কথা খুব স্পষ্টই বুঝতে পেরেছি
৭৫) “এই রইল আমার উদ্ধারের শেষ সম্বল, আমার ভাইফোঁটার প্রণামী” – কী ?
◆ পিস্তল
৭৬) “সবকটা নিয়েই আমার আঁচলে বাঁধলুম” – কী নিয়ে ?
◆ কুড়িটি গিনি ভরতি মোড়ক
৭৭) “ওদের সমস্ত এলাকা ঝাঁট দিয়ে আজ এক ছটাক বিলিতি নুন পাবার জো নেই” – কাদের ?
◆ হরিশ কুন্ডু ও সানকিডাঙার চক্রবর্তীদের
৭৮)”চুরি করে সব খোয়ালুম” – বিমলা কী খোয়াল ?
◆ নিজের ঘরের প্রতি অধিকার
৭৯) “সে খাসা তর্জমাটি করেছিল” – কে ?
◆ দক্ষিণাচরণ
৮০) “সে খাসা তর্জমাটি করেছিল” – কীসের ?
◆ ব্রাউনিং এর কবিতার
৮১) “তুমি কী খেতে ভালোবাসো অমূল্য” – বিমলার প্রশ্নের উত্তরে অমূল্য কী বলেছিল ?
◆ পিঠে
৮২) “অর্ধেক রাত্রে ডাকাতের দল বন্দুক পিস্তল নিয়ে মালখানা লুটেছে” – কোথায় ?
◆ চকুয়ার কাছারিতে
৮৩) “অর্ধেক রাত্রে ডাকাতের দল বন্দুক পিস্তল নিয়ে মালখানা লুটেছে” – কত টাকা লুটেছে ?
◆ ছয় হাজার টাকা
৮৪) “দিদি এ আমি তোমাকে ফিরিয়ে এনে দিয়েছি, এ তুমি আর কাউকে দিতে পারবে না” – কোন জিনিসের কথা বলেছে অমূল্য ?
◆ গয়নার বাক্স