আমার জীবন – রাসসুন্দরী দাসী
সাদৃশ্যমূলক উদ্ধৃতিকেন্দ্রিক প্রশ্নোত্তর আলোচনা
১) “আমার কাঁদার বিশেষ কারণ এই যে” – বিশেষ কারণটি কী ছিল ?
◆ যে লেখিকাকে মেরেছে তার কথা লেখিকার বাড়িতে শুনলে তাকে গালি দেবে
২) “মার ঐ কথা শুনিয়া আমার মনে এত ভয় হইল যে” – কোন কথা শুনে লেখিকার মনে ভয় হল ?
◆ ছেলেধরা এসেছে, ছেলে পেলে ছালার মধ্যে পুরে নিয়ে যায়
৩) “মার ঐ কথা আমার মনে মনেই থাকিল” – কোন কথা ?
◆ যে সকল ছেলে দুষ্টুমি করে এবং ছেলেপিলেকে মারে ঐ সকল ছেলেকে ছেলে ধরায় নিয়ে যায়
৪) “মার ঐ কথাতে আমার মনে অনেক সাহস হইল” – কোন কথাতে ?
◆ তোমার যখন ভয় পাইবে তখন তুমি সেই দয়ামাধবকে ডাকিও, দয়ামাধবকে ডাকিলে তোমার আর ভয় থাকিবে না
৫) “ঐ কথা শুনিয়া আমি অত্যন্ত ভাবিত হইলাম, আমার মন এককালে ব্যাকুল হইয়া পড়িল” – কোন কথা শুনে ?
◆ তিনি পদ্মলোচন রায়ের কন্যা
৬) “বিশেষ আমার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল” – কী বিশ্বাস ছিল ?
◆ লেখিকার মায়ের বিয়ে হয়নি
৭) “আমি এই কথা যত ভাবিতে লাগিলাম, ততই আমার মন বিষণ্ণ হইতে লাগিল” – কোন কথা ?
◆ তিনি পদ্মলোচন রায়ের কন্যা
৮) “পিসী আমার কথা শুনিয়া কাঁদিতে লাগিলেন” – লেখিকার কোন কথা শুনে পিসী কাঁদতে লাগলেন ?
◆ পিসি! আমি কাহার কন্যা ?
৯) “ঐ কথা আমার মনের মধ্যে এত যন্ত্রণা দিতে লাগিল যে, আমার মন একেবারে আচ্ছন্ন ও অবসন্ন হইয়া পড়িল” – কোন কথা ?
◆ লেখিকাকে তার মা একজনকে দিবেন, অন্য কোথাও রাখবেন
১০) “আমার ঐ কথা শুনিয়া ও এই প্রকার ব্যবহার দেখিয়া ঐ স্থানের সকল লোক কাঁদিতে লাগিলেন” – কোন কথা শুনে ?
◆ মা!, তুমি আমাকে দিও না
১১) “ঐ কথা মনে ভাবিয়া ভাবিয়া কাঁদিতে লাগিলাম, এই প্রকার কাঁদিতে কাঁদিতে আমার গলা শুকাইয়া গেল” – কোন কথা ?
◆ লেখিকার মা বলেছেন, ভয় হলে পরমেশ্বরকে ডাকিও
১২) “এটা কি সামান্য দুঃখের বিষয়! কিন্তু ইহা ঈশ্বরাধীন কর্ম্ম, এইজন্য ইহা প্রশংসার যোগ্য বটে।” – কোন বিষয় ?
◆ নিজের মা ও পরিবার পরিজনকে ছেড়ে ভিন্ন দেশে গিয়ে বাস এবং যাবজ্জীবন তাদের অধীনতা স্বীকার
১৩) “এই প্রকার ভাবিয়া ভাবিয়া কাঁদিতে লাগিলাম” – কী ভেবে ?
◆ মা পরিবার প্রতিবেশী সকলকে ছেড়ে কোথায় যাচ্ছেন এই ভেবে
১৪) “এজন্য আমি কাঁদিতে লাগিলাম” – কীজন্য ?
◆ যে বাড়িতে গেলেন তাদের কাউকে তিনি চেনেন না তাই
১৫) “আমার মনে আর একটি দৃঢ় বিশ্বাস ছিল” – কী বিশ্বাস ছিল ?
◆ যেন ঐ গ্রামের লোক তাঁহাদিগের নিজ পরিবার অপেক্ষাও আমাকে স্নেহ করেন
১৬) “কিন্তু এইটি ভারি আক্ষেপের বিষয় ছিল যে,” – কোনটি ?
◆ মেয়েছেলে বলিয়া লিখিতে পড়িতে পাইতাম না
১৭) “এই কথাটি আমার মনে ভারী আক্ষেপের বিষয় হইয়া রহিয়াছে” – কোন কথাটি ?
◆ লেখিকা তাঁর মায়ের সেবা করতে পারেননি
১৮) “এটা কি সাধারণ আক্ষেপের বিষয়” – কোনটি ?
◆ মৃত্যুকালে মাকে দেখতে না পাওয়া
১৯) “আমাদিগের দেশের সকল আচার ব্যবহারই বড় মন্দ ছিল না, কিন্তু এই বিষয়টি ভারী মন্দ ছিল” – কোন বিষয় ?
◆ মেয়েরা বিদ্যার্জনে বঞ্চিত ছিল
২০) “আমি পাকের ঘরে থাকিয়া ঐ কথাটি শুনিলাম” – কোন কথা ?
◆ রাসসুন্দরী দেবীর স্বামী তাঁর বড়ছেলের উদ্দেশ্যে বলছেন – বিপিন আমার চৈতন্যভাগবত পুস্তকখানি এখানে থাকিল, আমি যখন তোমাকে লইয়া যাইতে বলিব, তখন তুমি লইয়া যাইও
২১) “আহা কি আক্ষেপের বিষয়!” – আক্ষেপের বিষয় কী ?
◆ মেয়ে বলে পড়াশোনা করতে না পারা
২১) “সে কি পর্য্যন্ত আহ্লাদিত হইলাম, তাহা বলা যায় না, আনন্দরসে শরীর একেবারে ঢলাঢল হইল” – কোন বিষয়ে ?
◆ বড়ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ এনে লেখিকা যখন শাশুড়ি হলেন
২২) “এ কথাটি আমার বেশ স্মরণ আছে” – কোন কথাটি ?
◆ লেখিকা যে পর্যন্ত নিজের হাতে খেতে শিখেছেন সে পর্যন্ত কখনো অন্যের হাতে খাননি
২৩) “আমি মনের মধ্যে এই কথাটি ভাবিলে আমার মনে ভারি আশ্চর্য্য বোধ হয়” – কোন কথা ?
◆ বাড়ির সমস্ত বই পড়তে পারা
২৪) “পরে সকলে শুনিয়া আমার প্রতি ভারি সন্তুষ্ট হইলেন, আমি ইহা বড় ভাগ্যের কথা বলিয়া মানিয়াছি” – কোন কথা ?
◆ লেখিকা বই পড়ার জন্য অনেক কষ্ট পেয়েছিলেন
২৫) “এই কথাটি আমার নিকটে ভারি কঠিন কর্ম্ম বোধ হইত” – কোন কথা ?
◆ দাও
২৬) “মধ্যে মধ্যে এই কথাটি আমার মনে বিষম যন্ত্রণাদায়ক হইত” – কোন কথাটি ?
◆ লেখিকা লিখতে পারেন না
২৭) “কিন্তু এই কথাটি আমার মনে ভারি আক্ষেপের বিষয় যে” – কোন কথা ?
◆ লেখিকা লিখতে পারেন না
২৮) “আমি এই প্রকার স্বপ্ন দেখিয়া কাঁদিতে কাঁদিতে জাগিলাম” – কোন প্রকার ?
◆ প্যারীলালের মৃত্যু সম্পর্কিত
২৯) “এই কথাটি মনে ভাবিয়া আনন্দ রসে আমার চক্ষের জল ঝর ঝর করিয়া পড়িতে লাগিল” – কোন কথা ?
◆ বিপিনকে নিয়ে সারাদিন মনের মধ্যে যা কান্ড দেখেছেন তাই ঘটেছে
৩০) “তখন আমি এই আশ্চর্য কান্ড দেখিয়া মহা পুলকিত হইয়া আমার ঐ চাকরাণীটিকে বলিলাম, দেখ পরমেশ্বরের কি আশ্চর্য কান্ড” – কী কান্ড ?
◆ স্বর্গ থেকে স্বর্ণচাঁপার পুষ্পবৃষ্টি
৩১) “এ কথাটি আমার বহু ভাগ্যের বিষয় বলিতে হইবে” – কোন কথা ?
◆ জগদীশ্বর আমার একজন্মেই বিলক্ষণ তিন জন্মের ভার বহন করতে দিয়েছেন
৩২) “আজ আমি তোমার একটি আশ্চর্য কান্ড দেখিয়াছি”
অথবা, “তোমার আশ্চর্য্য কান্ড দেখিয়া সেই পাষাণ মন আহ্লাদে গলিয়া পড়িতেছে” – কোন কান্ড ?
◆ হারানো বেশর লেখিকাকে ফিরিয়ে দেওয়া
৩৩) “জগদীশ্বরের আশ্চর্য্য কান্ড দেখিয়া আমার হৃৎকম্প হইতে লাগিল” – কোন কান্ড ?
◆ ২২বৎসর বয়সে হারিয়ে যাওয়া বেশর ৮২ বৎসর বয়সে ফিরে পাওয়া
৩৪) “আমি যেন স্বর্গের চন্দ্র হাতে পাইলাম” – কী পেয়ে ?
◆ বেশর পেয়ে
৩৫) “এই দুই বিগ্রহ সেবা আমার সর্ব্বোপরি শিরোধার্য্য” – কোন দুই বিগ্রহ সেবা ?
◆ মদনগোপাল ও শাশুড়ি
——-