চর্যাপদ – প্রশ্নোত্তর আলোচনা
১) চর্যাপদ কে আবিস্কার করেন ?
◆ হরপ্রসাদ শাস্ত্রী
২) চর্যাপদ কোথা থেকে আবিস্কার করা হয় ?
◆ নেপালের রাজদরবার থেকে
৩) চর্যাপদ গ্রন্থটি প্রাপ্তিকালে পুঁথির মলাটে কী লেখা ছিল ?
◆ চর্যাচর্য্যবিনিশ্চয়
৪) চর্যাপদ কবে আবিষ্কার করা হয় ?
◆ ১৯০৭ সালে
৫) চর্যাপদ গ্রন্থটি কোন গ্রন্থসংকলনের অন্তর্ভূক্ত ?
◆ হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
৬) সংকলন গ্রন্থটিতে চর্যাপদ ছাড়া আর কোন কোন গ্রন্থ ছিল ?
◆ 1.সরোজব্রজের সটীক দোহাকোষ
2. মেখলাটীকাসহ কাহ্নপাদের দোহাকোষ
3. বৌদ্ধতন্ত্রের পুঁথি ডাকার্ণব
৭) চর্যাপদ গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশিত হয় ?
◆ ১৯১৬ খ্রি:, বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে
৮) চর্যাপদের প্রাপ্ত পুঁথিটি কীসে লেখা ?
◆ তাল পাতায়
৯) প্রাপ্ত পুঁথিটিতে কতগুলি পাতা পাওয়া গেছে ?
◆ ৬৪টি
১০) প্রাপ্ত পুঁথিতে শেষ পাতার নম্বর কত ?
◆ ৬৯
১১) চর্যাপদের কতগুলি পাতা পাওয়া যায়নি ?
◆ ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ও ৬৬
১২) চর্যাপুঁথির নামপত্রে লিখিত তারিখটি কোন অব্দে লেখা ?
◆ সম্বত অব্দে
১৩) চর্যাপদের একদম শুরুতে কী লেখা ছিল ?
◆ নমঃ শ্রীবজ্রযোগিন্যৈ
১৪) চর্যাপদের টীকা কে রচনা করেন ?
◆ মুনি দত্ত
১৫) মুনি দত্ত কৃত চর্যাপদের টীকার নাম কি ?
◆ নির্মলগিরা টীকা
১৬) চর্যাপদের টীকার নাম ‘নির্মল গিরা’ কোথা থেকে জানা যায় ?
◆ সূচনা শ্লোক থেকে
১৭ ) মুনি দত্ত চর্যাপদের টীকা কোন ভাষায় লিখেছিলেন ?
◆ সংস্কৃত ভাষায়
১৮) চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন ?
◆ প্রবোধচন্দ্র বাগচী
১৯) চর্যাপদের তিব্বতি অনুবাদের টীকা কে রচনা করেন ?
◆ কীর্তিচন্দ্র
২০) চর্যাপদের তিব্বতি অনুবাদের টীকা কোন ভাষায় রচিত ?
◆ সংস্কৃত ভাষায়
২১) তিব্বতীতে মূল চর্যাপদ কে অনুবাদ করেন ?
◆ পন্ডিত শীলচরী
২২) তিব্বতী টীকা কে সম্পাদনা করেন ?
◆ শান্তি ভিক্ষু ও প্রবোধচন্দ্র বাগচী
২৩) চর্যাপদের মেখলা টীকা কে রচনা করেন ?
◆ আচার্যদেব
২৪) মেখলা টীকা কোন ভাষায় রচিত ?
◆ সংস্কৃত
২৫) নেপালের রাজদরবারে প্রাপ্ত পুঁথিটির মলাটেকী নাম লেখা ছিল ?
◆ চর্য্যাচর্য্যটীকা
২৬) চর্যাপুঁথির মলাটে লেখা নামটি কোন হরফে লেখা ?
◆ নাগরী হরফে
২৭) হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কী নামকরণ করেন ?
◆ চর্য্যাচর্য্যবিনিশ্চয়
২৮) চর্যাপদের নাম ‘আশ্চর্যচর্যাচয়’ – মন্তব্যটি কে করেন ?
◆ বিধুশেখর ভট্টাচার্য
২৯) চর্যাপদের নাম চর্যাগীতিপদাবলী কে বলেছেন ?
◆ ড. সুকুমার সেন
৩০) চর্যাপদের ফোটোকপির মুদ্রণ কে করেছিলেন ?
◆ ড. নীলরতন সেন
৩১) নেপাল রাজদরবারের পুঁথিশালার ক্যাটালগে চর্যাপদের কী নাম আছে ?
◆ আশ্চর্যচর্য্যাচয়
৩২) চর্যাগীতির ভাষা নিঃসংশয়ে বাংলা ভাষা কে বলেছেন ?
◆ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৩৩) চর্যাপদের ভাষাকে মৈথিলী ভাষার আদি নিদর্শন কে বলেছেন ?
◆ জয়কান্ত মিশ্র
৩৪) সমকালীন কোন গ্রন্থে চর্যা শব্দটি পাওয়া যায় ?
◆ সংগীতরত্নাকর
৩৫) চর্যা শব্দের অর্থ কী ?
◆ আচরণ
৩৬) চর্যাপদের বিষয় কী ?
◆ বৌদ্ধ ধর্মের সাধন প্রণালী
৩৭) প্রাপ্ত পুঁথিতে মোট কটি গান ছিল ?
◆ ৫০টি
৩৮) প্রাপ্ত পুঁথিতে কতগুলি গান পাওয়া গেছে ?
◆ সাড়ে ৪৬টি
৩৯) চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে কোন কোন পদের গান সম্পূর্ণ লুপ্ত ?
◆ ২৪, ২৫ ও ৪৮
৪০) কোন পদটি প্রাপ্ত পুঁথিতে অর্ধেক পাওয়া যায় ?
◆ ২৩ সংখ্যক পদ
৪১) অর্ধপ্রাপ্ত ২৩সংখ্যক পদের কতগুলি চরণ পাওয়া যায় ?
◆ ৬টি
৪২) চর্যাপদে অর্ধেক প্রাপ্ত ২৩সংখ্যক গানটির রচয়িতা কে ?
◆ ভুসুকু
৪৩ অর্ধ প্রাপ্ত ২৩ সংখ্যক গানের রচয়িতা ভুসুকু কীভাবে জানা যায় ?
◆ পদ থেকে
৪৪) চর্যাপদে ভুসুকু রচিত পদের সংখ্যা কত ?
◆ ৮টি
৪৫) মুনি দত্তের মতে চর্যাপদের আদি সিদ্ধাচার্য কে ?
◆ লুই পাদ
৪৬) চর্যাপদে লুইপাদ রচিত গানের সংখ্যা কত ?
◆ ২টি (১, ২৯)
৪৭) ২৯সংখ্যক চর্যাপদের টীকায় মুনিদত্ত লুইপাদকে কী বলে আখ্যা করেছেন ?
◆ জ্ঞানানন্দ সুন্দর
৪৮) পন্ডিত তারানাথের বিবৃতি অনুযায়ী চর্যাপদের আদি সিদ্ধাচার্য কে ?
◆ সরহ পাদ
৪৯) কোন পদকর্তার ভিক্ষুনাম ছিল রাহুল ভদ্র ?
◆ সরহপাদ
৫০) সরহপাদের শিক্ষাগুরু কে ?
◆ নালন্দার অধ্যাপক ধর্মকীর্তি হরিভদ্র
৫১) চর্যাপদে সবচেয়ে বেশি গান রচনা করেছেন কে ?
◆ কাহ্ন পাদ
৫২) কাহ্ন পাদের মোট কতগুলি গান চর্যাপদে আছে ?
◆ ১৩টি
৫৩) কাহ্ন পা কার শিষ্য ছিলেন ?
◆ বিরুপা ও জলন্ধরী পাদের
৫৪) লুপ্ত হয়ে যাওয়া ২৪ সংখ্যক পদের রচয়িতা কে ?
◆ কাহ্ন পাদ
৫৫) চর্যাপদের লুপ্ত হয়ে যাওয়া ২৫ সংখ্যক পদটির পদকর্তা কে ?
◆ তন্ত্রী পাদ
৫৬) চর্যাপদের লুপ্ত হয়ে যাওয়া ৪৮ সংখ্যক পদের পদকর্তা কে ?
◆ কুক্কুরী পাদ
৫৭) চর্যায় মহিলা কবি বলে পরিচিত কোন পদকর্তা ?
◆ কুক্কুরী পা
৫৮)”অপণা মাংসেঁ হরিণা বৈরী” পদটির রচয়িতা কে ?
◆ ভুসুকু
৫৯) কোন পদকর্তা চর্যার গানে নিজেকে অনুত্তর স্বামী বলেছেন ?
◆ চাটিল
৬০) চাটিল পা কত সংখ্যক পদে নিজেকে অনুত্তর স্বামী বলেছেন ?
◆ ৫ সংখ্যক
৬১) চর্যার যে পদে বুদ্ধ নাটকের কথা আছে তার রচনাকার কে ?
◆ বীণাপাদ
৬২) চর্যাপদের কোন কবিকে চিত্রধর্মী বলা হয় ?
◆ ভুসুকু পা
৬৩) চর্যার কোন পদটি টীকাকার দ্বারা ব্যাখ্যা হয় নি ?
◆ ১১ সংখ্যক
৬৪) “সোনে ভরিতী করুণা নাবী” পদটির রচয়িতা কে ?
◆ কামলি / কম্বলাম্বর পা
৬৫) চর্যায় “সোনে ভরিতী করুণা নাবী” পদটির সংখ্যা কত ?
◆ ৮
৬৬) “সোনে ভরিতী করুণা নাবী” পদটির অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ কোন কবিতা লিখেছিলেন ?
◆ সোনার তরী
৬৭) কোন চর্যাপদের প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুর নিরুদ্দেশ যাত্রা কবিতাটি লিখেছিলেন ?
◆ ১৪ সংখ্যক চর্যাগান
৬৮) ঢেণ্ঢণ পা রচিত পদটির প্রথম চরণ কী ?
◆ টালত ঘর মোর নাহি পড়বেষী
৬৯) “টালত ঘর মোর নাহি পড়বেষী” পদটির পদসংখ্যা কত ?
◆ ৩৩
৭০) “টালত ঘর মোর নাহি পড়বেষী” পদটি কোন রাগে রচিত ?
◆ পটমঞ্জুরী
৭১) চর্যাপদে মোট কতগুলি রাগ ব্যবহৃত হয়েছে ?
◆ ১৯টি
৭২) চর্যাপদে ব্যবহৃত মিশ্ররাগের সংখ্যা কয়টি ?
◆ ২টি মালসী গবুড়া ও কহ্ন গুঞ্জরী
৭৩) মালসী গবুড়া রাগে রচিত হয়েছে কোন চর্যাপদ ?
◆ ৪০সংখ্যক
৭৪) কহ্ন গুঞ্জরী রাগে কত সংখ্যক চর্যাপদ রচিত হয়েছে ?
◆ ৪১ সংখ্যক
৭৫) চর্যাপদের কতগুলি রাগে একটি করে চর্যাপদ রচিত হয়েছে ?
◆ ৯টি
৭৬) চর্যাপদে সবচেয়ে বেশি কোন রাগ ব্যবহৃত হয়েছে ?
◆ পটমঞ্জুরী
৭৭) চর্যাপদে পটমঞ্জুরী রাগটি কতবার ব্যবহৃত হয়েছে ?
◆ ১১ বার
৭৮) চর্যাপদের কোন পদের পূর্বে রাগের উল্লেখ থাকলেও পদকর্তার নাম নেই ?
◆ ১০ সংখ্যক
৭৯) চর্যাপদের কোন পদটিতে রাগের উল্লেখ নেই, সোজাসুজি আছে “ভৈরবী কৃষ্ণপাদানাং” ?
◆ ১২সংখ্যক পদে
৮০) চর্যাপদে ‘অরু’ রাগে রচিত পদটির প্রথম লাইন উল্লেখ করো
◆ তিঅড্ডা চাপী জোইণি দে অঙ্কবালী
৮১) ভৈরবী রাগে কতগুলি চর্যাপদ রচিত হয়েছে ?
◆ ৪টি
৮২) চর্যাপদের শেষ পদটি কোন রাগে রচিত ?
◆ রামক্রী
৮৩) চর্যাপদে রামক্রী রাগে রচিত অপর পদ কোনটি ?
◆ ১৫ সংখ্যক
৮৪) চর্যাপদের প্রথম পদের শেষ চরণ উল্লেখ করো
◆ ধমণ চমন বেণি পান্ডি বইঠা
৮৫) চর্যাপদের শেষ গানটির প্রথম লাইন উল্লেখ করো
◆ গঅণত গঅণত তইলা বাডহী হেঞ্চে কূরাঢ়ী
৮৬) “দশমী দুআরত চিহ্ন দেখইআ।
আইল গরাহক অপণে বহিআ” – পদটির প্রথম লাইন কী ?
◆ এক সে শুন্ডিণী দুই ঘরে সান্ধঅ
৮৭) “অপণা মাংসেঁ হরিণা বৈরী / খনহ ন ছাড়অ ভুসুকু অহেরী” – পদটির প্রথম লাইন কী ?
◆ কাহেরে ঘিণি মেলি অচ্ছহু কীস
৮৮) “এক সো পদুমা চৌসঠঠী পাখুড়ী / তহিঁ চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী” – পদটির প্রথম লাইন কী ?
◆ নগর বাহিরি রেঁ ডোম্বি তোহোরি কুড়িআ
৮৯) “আজি ভুসু বঙ্গালী ভইলী”- পদটির শেষ লাইটি লেখ
◆ জীবন্তে মইলেঁ নাহি বিশেষ
৯০) “অপণা মাংসেঁ হরিণা বৈরী / খনহ ন ছাড়অ ভুসুকু অহেরী” – অহেরী কথার অর্থ কী ?
◆ ব্যাধ
৯১) “দুলি দুহি পিটা ধরণ ন জাই” – দুলি কথার অর্থ কী ?
◆ স্ত্রী কচ্ছপ
৯২) “দুআন্তে চিখিল মাঝেঁন থাহী” – চিখিল কথার অর্থ কী ?
◆ পিচ্ছিল
৯৩) “করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল” – ‘নয়বল’ কথার অর্থ কী ?
◆ দাবা
৯৪) “কাঅ ণাবড়ি খান্টি মণ কেড়ুআল। সদগুরু বঅণে ধর পতবাল” – কেড়ুয়াল কথার অর্থ কী ?
◆ দাঁড়
৯৫) “রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ” – রুখের কথার অর্থ কী ?
◆ গাছের
৯৬) “মোরঙ্গি পীচ্ছ পরিহণ সবরী গিবত গুঞ্জরী মালী” – ‘গিবত’ শব্দের অর্থ কী ?
◆ গলা
৯৭) “এক সো পদুমা চৌসঠঠী পাখুড়ী / তহিঁ চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী” – পদটি চর্যার কত সংখ্যক পদ ?
◆ ১০
৯৮) “নাচন্তি বাজিল গান্তি দেবী। বুদ্ধ নাটক বিসমা হোই” – পদটি কত সংখ্যক পদ ?
◆ ১৭
৯৯) “যে তই বোলো তেতবি টাল। গুরু বোব সে সীস কাল” – পদটি কত সংখ্যক পদ ?
◆ ৪০
১০০) “আজি ভুসু বঙ্গালী ভইলী”- পদটি সংখ্যা কত ?
◆ ৪৯
১০১) “জীবন্তে মঅলেঁ নাহি বিশেসো” – পদটির পদসংখ্যা কত ?
◆ ২২
১০২) কত সংখ্যক চর্যাপদে বিবাহ প্রসঙ্গ আছে ?
◆ ১৯ সংখ্যক চর্যাপদে
১০৩) ইঁদুরের রূপকে চর্যাতত্ত্ব প্রকাশ পেয়েছে কোন পদে ?
◆ ২১ সংখ্যক কবিতায়
১০৪) ৬ নং চর্যা ব্যতীত হরিণ শিকারের চিত্র প্রকাশ পেয়েছে কত সংখ্যক পদে ?
◆ ২৩ সংখ্যক পদে
১০৫) কত সংখ্যক চর্যাপদে অগ্নিকান্ডের চিত্র আছে ?
◆ ৪৭
১০৬) তুলা ধুনার প্রসঙ্গ কত সংখ্যক চর্যাপদে আছে ?
◆ ২৬
১০৭) বেশিরভাগ চর্যাপদের পঙক্তি সংখ্যা কত ?
◆ ১০
১০৮) কোন কোন চর্যাপদের পঙক্তি সংখ্যা ১৪ ?
◆ ১০, ২৮ ও ৫০
১০৯) কোন কোন চর্যাপদের পঙক্তি সংখ্যা ১২ ?
◆ ২১, ২২
১১০) কত সংখ্যক চর্যাপদের পঙক্তি সংখ্যা ৮ ?
◆ ৪২
১১১) “কাআ তরুবর পঞ্চ বি ডাল” – পদটিতে ‘পঞ্চবি ডাল’ কথার অর্থ কী ?
◆ পঞ্চস্কন্ধ – রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান
১১২) “হণু বিণু মাসেঁ ভুসুকু পদ্মবণ পইসহিণি” – পদ্মবণ বলতে কী বোঝানো হয়েছে ?
◆ মহাসুখচক্র
১১৩) “তইলা বাড়ির পাসেঁ রে জোহ্না বাড়ি ভাএলা” – জোহ্না বাড়ি বলতে কী বোঝানো হয়েছে ?
◆ মহাসুখচক্র
১১৪) “গঙ্গা জউনা মাঝে রে বহই নাই” – গঙ্গা জউনা(যমুনা) বলতে কী বোঝানো হয়েছে ?
◆ দেহের দুই নাড়ী ললনা (ইড়া) ও পিঙ্গলা (রসনা)
১১৫) চর্যাপদে ব্যবহৃত ‘হরিণা’ শব্দের গূঢ় অর্থ কী ?
◆ চিত্ত বা মন
১১৬) কোন চর্যাপদে সিদ্ধাচার্য পদকর্তা নিজেকে নৈরাত্মা বলে কল্পনা করেছেন ?
◆ ৩৩ সংখ্যক
১১৭) কোন সিদ্ধাচার্য পদকর্তা নিজেকে নৈরাত্মা বলে কল্পনা করেছেন ?
◆ ঢেন্ঢন পাদ
১১৮) দাবা খেলার বর্ণনা আছে কত সংখ্যক চর্যাপদে ?
◆ ১২ সংখ্যক
১১৯) কোন পদকর্তা নৈরাত্মাদেবীকে নিরাসী এবং তার স্বামীকে খ মন বলে বর্ণনা করেছেন ?
◆ কুক্কুরী পাদ, ২০ সংখ্যক চর্যায়
১২০) রসরসায়নের তত্ত্ব প্রকাশ পেয়েছে কোন চর্যাপদে ?
◆ ২২ সংখ্যক, সরহ পা রচিত
১২১) মহাসুখচক্রকে অমণ ধাম বলা হয়েছে কোন চর্যায় ?
◆ ২১ সংখ্যক চর্যায়
১২২) মহাসুখচক্রকে কে অমণধাম বলেছে?
◆ ভুসুকু পা
১২৩) কাহ্ন পার কামচন্ডালী গীত গাওয়ার প্রসঙ্গ কত সংখ্যক চর্যায় আছে ?
◆ ১৮ সংখ্যক
১২৪) কত সংখ্যক চর্যার পঙক্তির বৈষ্ণব পদের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় ?
◆ ৩২ সংখ্যক
১২৫) কোন পঙক্তির প্রভাবে পরবর্তীকালে বৈষ্ণব পদ রচিত হয়েছে ?
◆ হাথেরে কাঙ্কাণ মা লোউ দাপণ
১২৬) চর্যার পঙক্তির সঙ্গে কোন বৈষ্ণবকর্তার পঙক্তির সাদৃশ্য আছে ?
◆ গোবিন্দদাসের
১২৭) গোবিন্দদাসের বৈষ্ণব পদের পঙক্তিটি কী ?
◆ হাথক কঙ্কণ কিএ দরপণে হেরিও
১২৮) চর্যাপদের কোন পঙক্তির সঙ্গে শ্রীকৃষ্ণকীর্তনের সাদৃশ্য পাওয়া যায় ?
◆ অপণা মাংসেঁ হরিণা বৈরী , ৬ সংখ্যক চর্যা
১২৯) পঙক্তিটি দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীকালে কোন আধুনিক কবি কবিতা লেখেন ?
◆ কবিতা সিংহ , কবিতা – হরিণা বৈরী
১৩০) কত সংখ্যক চর্যাপদে দ্বাদশভূমির কথা আছে ?
◆ ৩৪ সংখ্যক
১৩১) গুরু লুই পাদের কথা বলেছেন কোন পদকর্তা ?
◆ দারিক পাদ
১৩২) বুড়িলী মাতঙ্গীর প্রসঙ্গ আছে কত সংখ্যক চর্যাপদে ?
◆ ১৪ সংখ্যক
১৩৩) এবংকার বন্ধনের কথা কোন পদকর্তা বলেছেন ?
◆ কাহ্ন পা
১৩৪) দেহের দশটি দ্বার এর প্রসঙ্গ কত সংখ্যক চর্যায় আছে ?
◆ ৩ সংখ্যক চর্যায়
১৩৫) ভুসুকু নিজেকে ব্যাধ বলেছেন কত সংখ্যক চর্যায় ?
◆ ৬সংখ্যক
১৩৬) চর্যাপদে ব্যবহৃত ‘হরিণী’ শব্দের গূঢ় অর্থ কী ?
◆ নৈরাত্মামণি
১৩৭) নৈরাত্মামণি বোঝাতে চর্যায় আর কোন কোন রূপক ব্যবহৃত হয়েছে ?
◆ ডোম্বী, শবরী, মাতঙ্গী
১৩৮) চর্যাতত্ত্বে মহাসুখচক্র কী ?
◆ সাধকের সাধনার অন্তিম লক্ষ্য, সহজানন্দের আধার।
১৩৯) চর্যাতত্ত্বে কত প্রকার আনন্দের কথা বলা আছে ?
◆ ৪ প্রকার, আনন্দ, পরমানন্দ, বিরামানন্দ, সহজানন্দ
১৪০) চর্যাতত্ত্ব অনুযায়ী দেহে কতগুলি চক্র বা কায়া আছে ?
◆ ৪টি, নির্বাণ চক্র, সম্ভোগ চক্র, ধর্ম চক্র, মহাসুখচক্র
১৪১) চর্যাতত্ত্ব অনুযায়ী আনন্দ দেহের কোথায় অনুভূত হয় ?
◆ নাভিতে
১৪২) চর্যাতত্ত্ব অনুযায়ী সহজানন্দ কোথায় অনুভূত হয় ?
◆ মস্তকে
১৪৩) চর্যাতত্ত্ব অনুযায়ী দেহের প্রধান নাড়ী কতগুলি ?
◆ ৩টি, ললনা, রসনা ও অবধূতী
১৪৪) চর্যার রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী বলে কে মনে করেছেন ?
◆ সুকুমার সেন ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৪৫) রাহুর সংকৃত্যায়নের মতে চর্যার রচনা কবে হয়েছিল ?
◆ ৮ম – ১২শ শতাব্দীর মধ্যে
১৪৬) চর্যার ভাষা প্রধানত বাংলার কোন উপভাষার ওপর প্রতিষ্ঠিত বলে মনে করা হয় ?
◆ রাঢ়ী
১৪৭) সমগ্র চর্যাপদে কতবার গুরু প্রসঙ্গ আছে ?
◆ ১৩ বার
১৪৮) চর্যাপদে ব্যবহৃত প্রধান ছন্দরীতিটি কী ?
◆ পাদাকুলক
১৪৯) চর্যার মূল তত্ত্ব কী ?
◆ সাধারণ চিত্ত বা সংবৃত চিত্ত থেকে সহজ চিত্ত বা পারমার্থিক বোধিচত্তে যাওয়া
১৫০) সাধারণ চিত্ত বা সংবৃত চিত্ত থেকে সহজ চিত্ত বা পারমার্থিক বোধিচত্তে যাওয়ার যাত্রাপথকে সহজিয়া সাধকরা কী বলেন ?
◆ অবধূতী মার্গ
– – – – – –