টার্গেট সেট 2023
মকটেস্ট (১ – ১০) – 10
বিষয় – ইউনিট 7
উত্তরপত্র
১) মন্তব্য – বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ৭টি পরিচ্ছেদে ছাপা হয়ে বন্ধ হয়ে যায়।
যুক্তি – বঙ্কিমচন্দ্র স্বীয় সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ বন্ধ করে দেন।
A. মন্তব্য ও যুক্তি দুইই শুদ্ধ।
B. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ।
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
★ সঠিক উত্তর – D
২) “মন্বর্থবিপরীতা যা সা স্মৃতির্ন প্রশস্যতে” – এই বক্তব্য কে রেখেছেন ?
A. বিষ্ণু ঋষি
B. মনু
C. বৃহস্পতি
D. হারীত
★ সঠিক উত্তর – C
৩) “ভারতবর্ষীয়েরা সুখী হইলেন। সুখী এবং কৃতী। এই সুখ ও কৃতিত্বের ফল – ” শূন্যস্থান পূরণ করো।
A. লক্ষী ও সরস্বতী
B. ভক্তিশাস্ত্র ও দর্শনশাস্ত্র
C. ধর্ম ও সাহিত্য
D. মহাকাব্য ও গীতিকাব্য
★ সঠিক উত্তর – B
৪) “এঁর কাছে রবীন্দ্রনাথ পেলেন দেশ কালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত” – কার কাছে ?
A. রামমোহন রায়
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. স্বামী বিবেকানন্দ
D. সিস্টার নিবেদিতা
★ সঠিক উত্তর – A
৫) মৃত্যুর সময় বয়স অনুযায়ী রাসসুন্দরী দেবীর পুত্রদের ক্রম –
1. রাধানাথ 2. চন্দ্রনাথ 3. প্যারীলাল 4. মুকুন্দলাল
A. 3 – 2 – 4 – 1
B. 4 – 3 – 2 – 1
C. 3 – 1 – 4 – 2
D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D
৬) “বুঝলাম এ সংস্কার না সৎকার” – ‘শিল্পে অনধিকার’ প্রবন্ধে কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই উপলব্ধি ?
A. তাজমহল সংস্কার
B. অজন্তা গুহা সৎকার
C. জগন্নাথদেবের মাসির বাড়ি সংস্কার
D. জগন্নাথ দেবের মন্দির সংস্কার
★ সঠিক উত্তর – C
৭) বিশিষ্টতা কবি
a) স্বভাব কবি i) সুধীন্দ্রনাথ দত্ত
b) ছন্দোরাজ ii) জীবনানন্দ দাশ
c) মননপ্রধান কবি iii) গোবিন্দদাস
d) দৃশ্যগন্ধস্পর্শময় iv) সত্যেন্দ্রনাথ দত্ত
A. a) – ii. b) – iii. c) – iv. d) – i
B. a) – iii. b) – iv. c) – i. d) – ii
C. a) – ii. b) – iv. c) – i. d) – iii
D. a) – iv. b) – iii. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – B
৮) ‘প্রবাসী’ পত্রিকার বিভাগগুলি চালু হবার ক্রম উল্লেখ করো –
1. পঞ্চশস্য 2. কষ্টিপাথর 3. হারামণি 4. পুস্তক পরিচয়
A. 2 – 4 – 1 – 3
B. 4 – 3 – 2 – 1
C. 3 – 1 – 4 – 2
D. 2 – 3 – 1 – 4
★ সঠিক উত্তর – A
৯) ‘নূতন কথা গড়া’ প্রবন্ধটি শুরু হয়েছে যে উদাহরণ দিয়ে –
A. হিমালয় প্রদেশ
B. দুন
C. কম্পিটিশন
D. অবজারভেটরি
★ সঠিক উত্তর – C
১০) নারী পুরুষ কয়েকদিন একত্রে থাকলে স্বামী স্ত্রী হতে পারা যায় কোথায় ?
A. আমেরিকায়
B. বর্মায়
C. ইংল্যন্ডে
D. আরবে
★ সঠিক উত্তর – B
১১) “যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও” – উদ্ধৃতাংশটি ‘প্রাচ্য ও পাশ্চাত্যে’র কোন অধ্যায় থেকে গৃহীত ?
A. ধর্ম ও মোক্ষ
B. শরীর ও জাতিতত্ত্ব
C. স্বধর্ম ও জাতিধর্ম
D. বেশভূষা
★ সঠিক উত্তর – C
১২) কোন কবিতার রচনাকাল ২৪শে চৈত্র, ১৩৩২, কলকাতা ?
A. সব্যসাচী
B. বিদ্রোহী
C. পূজারিণী
D. সর্বহারা
★ সঠিক উত্তর – D
১৩) বিবৃতি 1 – অক্ষয়চন্দ্র সরকার এশিয়াটিক সোসাইটির পথ অনুসরণ করে প্রবন্ধ নির্বাচনী সভা সংস্থাপন করেছিলেন।
বিবৃতি 2 – প্রবন্ধ নির্বাচনী সভাটি ১৮৬০ খ্রি: বন্ধ হয়ে গিয়েছিল।
A. বিবৃতি দুটোই মিথ্যে।
B. বিবৃতি দুটোই সত্য।
C. কেবল বিবৃতি 1 সত্য।
D. কেবল বিবৃতি 2 সত্য।
★ সঠিক উত্তর – A
১৪) “জগদীশ্বরের আশ্চর্য কান্ড দেখিয়া আমার হৃৎকম্প হইতে লাগিল” – কোন কান্ড ?
A. স্বর্ণবৃষ্টির স্বপ্ন
B. লিখতে পারা
C. বড়ছেলেকে নিয়ে অলৌকিকতা
D. বেশর খুঁজে পাওয়া
★ সঠিক উত্তর – D
১৫) ‘বইপড়া’ প্রবন্ধে কামসূত্রে বর্ণিত গৃহসজ্জার বর্ণনার ক্রম –
1. তাহার পার্শ্বে থাকিবে প্রতিশয্যিকা
2. বাহিরের বাসগৃহে অতিশুভ্র চাদর পাতা শয্যা একটি থাকিবে।
3. তাহার শিরোভাগে কূর্চস্থান ও বেদিকা স্থাপিত করিবে।
4. তাহার উপরে অতি সুন্দর বালিশ থাকিবে।
A. 4 – 2 – 3 -1
B. 3 – 2 – 4 – 1
C. 2 – 4 – 1 – 3
D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – C
১৬) ‘রামায়ণ’ প্রবন্ধে যাদের রামায়ণ রচনার উল্লেখ করেছেন তাদের ক্রম –
1. কৃত্তিবাস 2. রাজশেখর বসু 3. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 4. বাল্মীকি
A. 2 – 1 – 3 – 4
B. 3 – 1 – 4 – 2
C. 2 – 4 – 1 – 3
D. 4 – 1 – 3 – 2
★ সঠিক উত্তর – B
১৭) শুদ্ধ কোনটি ?
A. প্রাচীন ভারতীয় আর্যে বচনভেদে ধাতুরূপ ও শব্দরূপের পার্থক্য হত।
B. প্রাচীন ভারতীয় আর্য লিঙ্গভেদে অনুসারে ক্রিয়ারূপে পৃথক হত।
C. বৈদিক দ্বিবচনের ব্যবহার ছিল না।
D. পালিভাষায় দ্বিবচন বলতে জোড়া জিনিস বোঝাত।
★ সঠিক উত্তর – A
১৮) ‘বাংলা ভাষা’ প্রবন্ধে কবি ও পাঁচালীকারের ভাষা –
A. বাংলা + উর্দু
B. বাংলা + পারসি
C. বাংলা + উর্দু + সংস্কৃত
D. বাংলা + পারসি + উর্দু
★ সঠিক উত্তর – C
১৯) বিবৃতি 1 – ছেলেধরার কথা লেখিকাকে লেখিকার পিসি বলেছিলেন।
বিবৃতি 2 – লেখিকা গোবৈদ্যকে ছেলেধরা ভেবেছিলেন।
A. বিবৃতি দুটোই শুদ্ধ।
B. বিবৃতি 1 অশুদ্ধ বিবৃতি 2 শুদ্ধ
C. বিবৃতি দুটোই অশুদ্ধ
D. বিবৃতি 1 শুদ্ধ, বিবৃতি 2 অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
২০) “এ সংসারে জলবুদ্বুদও নিষ্কারণ বা নিষ্ফল নহে” – কোন প্রবন্ধের শেষ লাইন ?
A. মনুষ্যফল
B. বড়বাজার
C. বিদ্যাপতি ও জয়দেব
D. বঙ্গদর্শনের পত্র সূচনা
★ সঠিক উত্তর – D
২১) বুদ্ধদেব বসুর মতে, জীবনানন্দ দাশ গৌরবের অধিকারী কারণ –
A. তিনি এমন সব কথা বসিয়েছেন কবিতায় যা পূর্বে কেউ বসায়নি
B. তিনি নিজের ব্যবহারের জন্য একটা আলাদা ভাষা তৈরি করতে পেরেছেন
C. তাঁর কবিতায় কথা শেষ হয়েও যেন শেষ হয়নি।
D. তাঁর কবিতা থেমে থেমে পড়তে হয়।
★ সঠিক উত্তর – B
২২) “যদিও পরিবেশ গুণে তিনি ছিলেন রোমান্টিসিজমের সন্তান, কিন্তু স্বভাবগুণে তাঁকে হতে গেল রোমান্টিসিজমের শত্রু” – বোদলেয়র সম্পর্কে কে একথা বলেছেন ?
A. এলিয়ট
B. র্যাঁবো
C. আইয়ূব
D. পোল ভালেরি
★ সঠিক উত্তর – A
২৩) ‘নিয়মের রাজত্ব’ প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয় ?
A. সাধনা, মাঘ, ১২৯৯
B. ভারতী, ভাদ্র, ১৩০০
C. ভারতী, অঘ্রান, ১৩০৬
D. সাধনা, চৈত্র, ১৩০০
★ সঠিক উত্তর – C
২৪) ‘আমার জীবন বৃত্তান্ত এই পর্যন্তই লিখিত হইল। অপর বৃত্তান্ত প্রাণান্ত পরিচ্ছেদ হইলে লিখিত হইবেক” – কত নম্বর রচনায় উল্লেখ আছে উদ্ধৃতিটি ?
A. ১৪ নং, ১ম ভাগ
B. ১৬নং, ১ম ভাগ
C. ১৪ নং, ২য় ভাগ
D. ১৬, ২য় ভাগ
★ সঠিক উত্তর – A
২৫) মন্তব্য – ইহুদীদের মাছ মাংস ইত্যাদি ভাত বা রুটি সংযোগে খাবার নিয়ম নেই।
যুক্তি – ইহুদীদের প্রত্যেক খাবারের জন্য থালা বদলাতে হয়।
A. উভয়েই শুদ্ধ
B. কেবল মন্তব্য অশুদ্ধ
C. কেবল যুক্তি অশুদ্ধ
D. উভয়েই অশুদ্ধ।
★ সঠিক উত্তর – D
২৬) ভারতচন্দ্রের জীবনী অনুসরণে –
A B
a) সংস্কৃত অধ্যয়ন i) ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয়ে
b) পারস্য ভাষা অধ্যয়ন ii) শিবভট্টের আশ্রয়ে
c) জেল থেকে পালিয়ে iii) মাতুলালয়ে
d) সংসারী হয়ে iv) রামচন্দ্র মুনশির আশ্রয়ে
অর্থ উপার্জন
A. a) – ii. b) – iii. c) – iv. d) – i
B. a) – iii. b) – iv. c) – ii. d) – i
C. a) – ii. b) – iv. c) – i. d) – iii
D. a) – iv. b) – iii. c) – ii. d) – i
★ সঠিক উত্তর – B
২৭) রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করে নিয়ে যায় –
A. সরফরাজ খাঁ
B. মুর্শিদকুলি খাঁ
C. আলিবর্দি খাঁ
D. সুজা খাঁ
★ সঠিক উত্তর – C
২৮) ‘সৌন্দর্যতত্ত্ব’ প্রবন্ধ অনুযায়ী ডারউইনের যৌন নির্বাচন মতের বিরোধিতা করেছেন –
A. ওয়ালাস
B. হার্টম্যান
C. শোপেনহাওয়ার
D. স্পেনসার
★ সঠিক উত্তর – A
২৯) “মিল্টন স্বয়ং তাঁকে শেক্সপীয়র ও স্পেনসারের তুল্যজ্ঞান করতেন” – কাকে ?
A. ডাইড্রেন
B. পিপস
C. কাউলি
D. পালগ্রেভ
★ সঠিক উত্তর – C
৩০) ‘বিষবৃক্ষ’ উপন্যাসে ‘বিষবৃক্ষ’ কথাটি কতবার আছে ?
A. ৫বার
B. ৭বার
C. ৯বার
D. ১১বার
★ সঠিক উত্তর – D
– – – – –