টার্গেট সেট 2023
মকটেস্ট (১ – ১০) – 11
বিষয় – ইউনিট 8
উত্তরপত্র
১) “দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে, কিন্তু পনেরো আনা বাকি থেকে যায়” – কোন গল্প থেকে নেওয়া হয়েছে ?
A. স্ত্রীর পত্র
B. হৈমন্তী
C. নিশীথে
D. দুরাশা
★ সঠিক উত্তর – B
২) “এক সো পদুমা চৌসঠঠী বাপুড়ী / তঁহি চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী” – পদটির পদসংখ্যা কত ?
A. ১০ সংখ্যক
B. ১২ সংখ্যক
C. ৩০ সংখ্যক
D. ৩৩ সংখ্যক
★ সঠিক উত্তর – A
৩) মাহেশের স্নানযাত্রা থেকে গুরুদাসের স্ত্রী যা যা আনতে বলেছিল –
1. হাঁড়ি 2. ঘুন্সি 3. মালা 4. পাখা
A. 1, 3. B. 2, 4. 3. 1, 2. 4. 3, 4
★ সঠিক উত্তর – C
৪) “ককোদর সদা নম্রশির” – ককোদর কথার অর্থ কী ?
A নীল পদ্ম
B. হাতি
C. তীর
D. সাপ
★ সঠিক উত্তর – D
৫) বক্তব্য
a) সার্থক হল আমার নির্বাসন
b) হাজার হোক লোকটা পাকা
c) আচার্যদেবের গায়ে কেউ হাত দেবে না
d) তোমরা নিজেও মরবে, অন্য সকলকেও মারবে
বক্তা
i) মহাপঞ্চক
ii) আচার্য
iii) তৃণাঞ্জন
iv) জয়োত্তম
A. a) – iii. b) – iv. c) – ii. d) – i
B. a) – ii. b) – iii. c) – iv. d) – i
C. a) – ii. b) – iv. c) – i. d) – iii
D. a) – iii. b) – ii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – B
৬) ‘খ্যাতি’ কবিতা অনুযায়ী “এতদিনে বাংলাভাষায় সত্য লেখা পাওয়া গেল” – রতিকান্ত ঘোষ এটি কোন পত্রিকায় লিখেছিলেন ?
A. সন্ধ্যাতারা
B. শুকতারা
C. পাঞ্চজন্য
D. পঞ্চশস্য
★ সঠিক উত্তর – C
৭) ‘মুক্তধারা’ নাটক লেখা কবে শেষ হয় ?
A. পৌষ সংক্রান্তি
B. চৈত্র সংক্রান্তি
C. বড়দিন
D. পয়লা বৈশাখ
★ সঠিক উত্তর – A
৮) রেবতীর সঙ্গে দেখা করতে যাওয়া লীলার সাজগুলির মধ্যে কোনটি শুদ্ধ নয় ?
A. পরনে নীলচে সবুজ বেনারসি
B. কাঁধে ঝুলে পড়া গুচ্ছ খোঁপা
C. কপালে সবুজ টিপ
D. পায়ে কালো চামড়ার ওপর লাল মখমলে কাজ করা স্যান্ডেল
★ সঠিক উত্তর – C
৯) “তুমি দেখছি আমার রাজপুত্র সিদ্ধার্থ” – কে কাকে বলেছে ?
A. সন্দীপ বিমলাকে
B. বিমলা নিখিলকে
C. দামিনী শচীশকে
D. দামিনী শ্রীবিলাসকে
★ সঠিক উত্তর – B
১০) ময়নাকে প্রথমে দেখে যে যা ভেবেছিল –
a) ছদ্মবেশী দস্যু i) হরবল্লভ
b) শোচনীয় সংবাদের বাহিকা ii) জলদ
c) ল্যাম্বো সাহেব iii) যদু
d) পুলিশের চর iv) গোবর
A. a) – iii. b) – iv. c) – ii. d) – i
B. a) – ii. b) – iii. c) – iv. d) – i
C. a) – ii. b) – iv. c) – i. d) – iii
D. a) – iii. b) – i. c) – iv. d) – ii
★ সঠিক উত্তর – D
১১) বিবৃতি 1 – চিত্রা কাব্যের ২য় সংস্করণ প্রকাশ পায় – ২রা মার্চ, ১৯১২
বিবৃতি 2 – চিত্রা কাব্যের একমাত্র সংলাপ কবিতা – আবেদন।
A. বিবৃতি দুটোই শুদ্ধ
B. বিবৃতি 1 শুদ্ধ
C. বিবৃতি 2 শুদ্ধ
D. দুটো বিবৃতিই অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
১২) মুক্তধারা নাটকে ভৈরব মন্দিরে আরতি হয় কোন তিথিতে ?
A. পূর্ণিমা
B. অমাবস্যা
C. সংক্রান্তি
D. একাদশী
★ সঠিক উত্তর – B
১৩) রিকশা কোন ভাষার শব্দ ?
A. আরবি
B. ফারসি
C. চিনা
D. জাপানি
★ সঠিক উত্তর – D
১৪) “মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার _ টুকু পেলাম না” –
A. সুখ
B. শান্তি
C. আনন্দ
D. মুক্তি
★ সঠিক উত্তর – D
১৫) শুদ্ধ কোনটি ?
A. বাড়ুয্যেদের মেয়ে চাটুয্যে পরিবারভূক্ত হল – পাটলী
B. মানুষ কি অদ্ভূত নির্বোধ জীব এই সত্য আবিষ্কার করেছে – সারদা।
C. যার সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা অসম্ভব – নবকুমার
D. নিজেকেই তার সবচেয়ে বেশি অপরাধিনী মনে হচ্ছে – সত্য
★ সঠিক উত্তর – A
১৬) মন্তব্য – পদ্মার গর্ভেতে নাগ হইল যখন
সেই গর্ভে জন্মিয়াছে নাগ সপ্তজন।
যুক্তি – স্বর্গে না রাখিলে শিব চন্ডিকার ডরে
তেকারণে দিলা স্থান জয়ন্তী নগরে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১৭) রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা পড়ে জনৈক পাঠকের মনে হয়েছিল – “এ তো ছেলেমেয়েদের পড়বার যোগ্য কবিতা নয়” –
A. প্রথম পূজা
B. শ্রেষ্ঠ ভিক্ষা
C. স্নান সমাপন
D. শাপমোচন
★ সঠিক উত্তর – B
১৮) ‘ঘরে বাইরে’ উপন্যাসে চন্দ্রনাথ বাবুর স্কুলে তিনদিন ছুটির কারণের ক্রম –
A. জগদ্ধাত্রী পুজো – মহরম – রবিবার
B. কালীপুজো – রবিবার – ভাইফোঁটা
C. ভাইফোঁটা – রবিবার – ঈদ
D. শাবেবরাত – বড়দিন – রবিবার
★ সঠিক উত্তর – A
১৯) প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধে উবু হয়ে বসে মাটিতে থালা পেতে খেত –
A. চিন
B. গ্রিক
C. বর্মি
D. উড়ে
★ সঠিক উত্তর – C
২০) পত্রিকায় প্রথম প্রকাশ অনুযায়ী কবিতার ক্রম –
1. অবর্জিত 2. ভূমিকম্প 3. প্রজাপতি 4. হিন্দুস্তান
A. 3 – 1 – 4 – 2
B. 4 – 2 – 1 – 3
C. 3 – 2 – 1 – 4
D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – D
২১) জমিদারের প্রথমা স্ত্রী যেদিন বাগানে গিয়ে বসতে চেয়েছিলেন –
A. কৃষ্ণপক্ষ দ্বাদশীর রাতে
B. চৈত্র শুক্লপক্ষের সন্ধ্যায়
C. মাঘী পূর্ণিমার রাতে
D. প্রথম শরতের সন্ধ্যায়
★ সঠিক উত্তর – B
২২) কল্লোলের পাবলিশিং হাউসকে “একগাদা প্রাণভরা একমুঠো ঘর” বলতেন –
A. কাজী নজরুল ইসলাম
B. প্রেমেন্দ্র মিত্র
C. শিবরাম চক্রবর্তী
D. বুদ্ধদেব বসু
★ সঠিক উত্তর – A
২৩) ‘জননী’ গল্পে কথকের বাবা বৃন্দাবন থেকে যে গাছটা এনেছিল –
A. বাদাম
B. শিমূল
C. কদম
D. অশ্বত্থ
★ সঠিক উত্তর – C
২৪) “মেলিয়া করুণ দৃষ্টি চিন্তিত সদাই / যাহারে পেয়েছি তারে কখন হারাই”
– কোন কবিতার লাইন ?
A. অন্তর্যামী
B. আবেদন
C. দিনশেষে
D. স্বর্গ হইতে বিদায়
★ সঠিক উত্তর – D
২৫) ‘ঘরে বাইরে’ উপন্যাস অনুযায়ী গান বা কবিতার ক্রম উল্লেখ করো –
1. আমার ঘর বলে তুই কোথায় যাবি ?
2. বঁধূর লাগি কেশে আমি পরব এমন ফুল
3. রাই আমার চলে যেতে ঢলে পড়ে
4. যখন দেখা দাওনি রাধা
A. 4 – 2 – 1 – 3
B. 3 – 1 – 4 – 2
C. 2 – 4 – 1 – 3
D. 4 – 3 – 2 – 1
★ সঠিক উত্তর – B
২৬) দারার মৃত্যু হয়েছে সাজাহান নাটকের কোন অঙ্কে ?
A. ২য়
B. ৩য়
C. ৪র্থ
D. ৫ম
★ সঠিক উত্তর – C
২৭) সঞ্জয় অভিজিতের জন্য যে ফুল নিয়েছিল –
A. কাঁঠালচাঁপা
B. চন্দ্রমল্লিকা
C. শ্বেতকরবী
D. শ্বেতপদ্ম
★ সঠিক উত্তর – B
২৮) ‘বাঁশি’ কবিতার হরিপদ কেরানীর মাইনে কত ?
A. ১২টাকা
B. ১৫টাকা
C. ২০ টাকা
D. ২৫ টাকা
★ সঠিক উত্তর – D
২৯) ‘চতুরঙ্গ’ উপন্যাসে জগমোহনের বন্ধুর নাম কী ?
A. শিবতোষ
B. ভবতোষ
C. অন্নদা
D. ভুবন
★ সঠিক উত্তর – B
৩০) মুকতা > মুকুতা – কীসের উদাহরণ ?
A. স্বরসঙ্গতি
B. স্বরভক্তি
C. বিপ্রকর্ষ
D. মধ্যস্বরাগম
★ সঠিক উত্তর – B, C, D
– – – –