টার্গেট সেট 2023
মকটেস্ট (১ – ১০) – 13
বিষয় – ইউনিট 9
উত্তরপত্র
১) কোন অলঙ্কারের কথা বলা হয়েছে ?
1. শব্দটি প্রথম বামন ব্যবহার করেছেন।
2. একে মন্মট ব্যাজোক্তি বলেছেন।
3. ভামহ একে স্বীকার করেননি।
4. যমকের অনিবার্য পরিণতি এই অলঙ্কার।
A. অনুপ্রাস
B. বক্রোক্তি
C. শ্লেষ
D. পুনরক্ত বদাভাস
★ সঠিক উত্তর – C
২) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে হাসপাতাল নির্মাণের ঘটনা কোন পরিচ্ছেদে আছে ?
A. ৬ঠ
B. ৭ম
C. ৮ম
D. ৯ম
★ সঠিক উত্তর – D
৩) মন্তব্য – প্রবোধচন্দ্র সেন অমিত্রাক্ষর ছন্দকে অমিত বলতে চান না।
যুক্তি – এর ধ্বনি পরিমাণ সুপরিমিত।
A. দুটোই শুদ্ধ
B. দুটোই অশুদ্ধ
C. মন্তব্য শুদ্ধ
D. যুক্তি শুদ্ধ
★ সঠিক উত্তর – A
৪) “ছাড়ো মন বিষয়েরি ভাবনা অসার/ শুধু বাধানাথো পদো করো চিন্তা অনিবার”
– কোন নাটকে গানটির উল্লেখ আছে ?
A. দ্বিজ
B. হৃদয়েশ্বর মুখুজ্জ্যে
C. কুড়ানো মেয়ে
D. শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড
★ সঠিক উত্তর – C
৫) ছদ্ম, ছল, ব্যাজ ইত্যাদি সত্য গোপনবাচক শব্দ কোন অলঙ্কারে ব্যবহৃত হত ?
A. সমাসোক্তি
B. অপহ্নতি
C. ব্যাজস্তুতি
D. ভ্রান্তিমান
★ সঠিক উত্তর – B
৬) “অন্তে যেন এই হয় আমার কপালে
গালে এসে বাস কোরো মরণের কালে”
– কোন কবিতার লাইন ?
A. পাঁঠা
B. তপসে মাছ
C. আনারস
D. বড়দিন
★ সঠিক উত্তর – C
৭) “নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা” – মাত্রা কত ?
A. 5 + 5 + 6 + 2
B. 4 + 4 + 6
C. 5 + 6 + 5 + 2
D. 6 + 6 + 4
★ সঠিক উত্তর – C
৮) ‘অচলায়তন’ নাটকের কোন ছাত্র জলের পিপাসায় প্রাণ ত্যাগ করেছে ?
A. কুল দত্ত
B. ব্রতশীল
C. উপতিব্য
D. কুশলশীল
★ সঠিক উত্তর – D
৯) ‘রবীন্দ্রনাথ’ শব্দে কয়টি রুদ্ধদল আছে ?
A. 2
B. 3
C. 4
D. 5
★ সঠিক উত্তর – A
১০) মন্তব্য – প্রমথ চৌধুরীর মতে, এ যুগের সাহিত্য মাত্রই রোমান্টিক অর্থাৎ তাতে আর্টের ভাগ কম, আত্মার ভাগ বেশি।
যুক্তি – এ যুগের কবিরা কাব্যে আত্মপ্রকাশ করেন।
A. দুটোই শুদ্ধ
B. দুটোই অশুদ্ধ
C. মন্তব্য শুদ্ধ
D. যুক্তি শুদ্ধ
★ সঠিক উত্তর – D
১১) “তার উপদ্রবে গয়লানির স্নেহ উঠে ঢেউ খেলিয়ে” – কোন অলঙ্কার ?
A. বিরোধ
B. বিষম
C. বিভাবনা
D. ব্যতিরেক
★ সঠিক উত্তর – B
১২) ‘চৈতন্য ভাগবত’ অবলম্বনে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও –
1.নিমাইএর যজ্ঞ সূত্র ধারণ
2. লক্ষীপ্রিয়ার সঙ্গে নিমাইএর বিবাহ
3. মুকুন্দ নিমাই তর্ক
4. বিশ্বরূপের সন্ন্যাস যাত্রা
A. 4 – 1 – 2 – 3
B. 3 – 1 – 4 – 2
C. 2 – 4 – 1 – 3
D. 1 – 4 – 3 – 2
★ সঠিক উত্তর – A
১৩) “অপরূপ রূপ কেশবে” – কোন অলঙ্কার ?
A. আদ্যযমক
B. মধ্যযমক
C. সভঙ্গ শ্লেষ
D. অভঙ্গ শ্লেষ
★ সঠিক উত্তর – C
১৪) “রঘুর অঙ্গ অঙ্গজ বিখ্যাত ভুবনে” – কাকে বোঝানো হয়েছে ?
A. রাম
B. লক্ষণ
C. ইন্দ্রজিৎ
D. দশরথ
★ সঠিক উত্তর – D
১৫) 1. আনুনাসিক স্বরধ্বনি রক্ষিত আছে।
2. ‘এ’ স্থানে ‘অ্যা’ ব্যবহৃত হয়।
3. অধিকরণে ‘ত’ বিভক্তির প্রয়োগ দেখা যায়।
4. গৌণকর্মে ‘কে’, ‘ক’ বিভক্তি প্রযুক্ত হয়।
– কোন উপভাষার কথা বলা হয়েছে ?
A. বরেন্দ্রী
B. বঙ্গালী
C. রাঢ়ী
D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – A
১৬) তাৎমাদের পঞ্চায়েতে তিন নায়েব, নায়েব তিনজন কে কে ?
A. ধনুয়া, বাসুয়া, তেতর
B. বাসুয়া, নাল্লু, তেতর
C. ধনুয়া, বাবুলাল, নাল্লু
D. বাবুলাল, রতিয়া, তেতর
★ সঠিক উত্তর – B
১৭) “ত্রিযামা যামিনী একা বসে গান গাহি” – কোন অলঙ্কার ?
A. যমক
B. ছেকানুপ্রাস
C. পুনরুক্ত বদাভাস
D. শ্লেষ
★ সঠিক উত্তর – C
১৮) “ইংরাজী পড়লে কি লোকে এত বেহায়া হয় গা” – বক্তা কে ?
A. প্রসন্নময়ী
B. কমলা
C. হরকামিনী
D. নৃত্যকালী
★ সঠিক উত্তর – D
১৯) “মরণের ফুল হয়ে ফোটে / জীবনের উদ্যানে” – কোন অলঙ্কার ?
A. মালা রূপক
B. পরম্পরিত রূপক
C. নিরঙ্গ রূপক
D. অধিকারূঢ় বৈশিষ্ঠ্য রূপক
★ সঠিক উত্তর – B
২০) A. B
a) যে কেউ i) সাকল্যবাচক
b) আপনারা ii) অনির্দেশক
c) যিনি তিনি iii) আত্মবাচক
d) উভয়ে iv) সাপেক্ষবাচক
A. a) – ii. b) – iii. c) – iv. d) – i
B. a) – iii. b) – iv c) – i d) – ii
C. a) – ii. b) – iv. c) – i d) – iii
D. a) – iv b) – iii. c) – ii d) – i
★ সঠিক উত্তর – A
২১) উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয় কোন অলঙ্কারে ?
A. নিশ্চয়
B. সন্দেহ
C. উৎপ্রেক্ষা
D. অপহ্নতি
★ সঠিক উত্তর – D
২২) কোনটি রামপ্রসাদ সেনের পদ নয় ?
A. এমন দিন কি হবে তারা
B. আমি কি দুখেরে ডরাই
C. চরণ ধরে আছিস পড়ে
D. অভয় পদে সব লুটালে
★ সঠিক উত্তর – C
২৩) প্রথম প্রকাশ অনুযায়ী পত্রিকাগুলিকে ক্রমানুসারে সাজাও –
1. বঙ্গদর্শন 2. কল্লোল 3. সবুজ পত্র 4. প্রবাসী
A. 4 – 1 – 3 – 2
B. 2 – 4 – 3 – 1
C. 3 – 2 – 4 – 1
D. 1 – 4 – 3 – 2
★ সঠিক উত্তর – B
২৪) “মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্যালের মুখ” – কত মাত্রা ?
A. ১৪ মাত্রা
B. ১৬ মাত্রা
C. ২০ মাত্রা
D. ২২ মাত্রা
★ সঠিক উত্তর – D
২৫) “থেটারি অ্যাক্টো ছাড়ো” – কে কাকে বলেছে ?
A. বাচস্পতি বেণিমাধবকে
B. বেণিমাধব প্রিয়নাথকে
C. বীরকৃষ্ণ ময়নাকে
D. মুদি বসুন্ধরাকে
★ সঠিক উত্তর – A
২৬) “তুমি হইলে নেশার কালে তাড়ি আর নাশতার কালে গুড়” – কার সম্বন্ধে বলা ?
A. মোতালেফ
B. ফুলবানু
C. মাজু খাতুন
D. নাদির শেখ
★ সঠিক উত্তর – C
২৭) কোন ছন্দে সঙ্গীতের প্রয়োগ বেশি লক্ষ করা যায় ?
A. দলবৃত্ত
B. মাত্রাবৃত্ত
C. অমিত্রাক্ষর
D. পয়ার
★ সঠিক উত্তর – B
২৮) চিরদিন মহাপাপ করেছি অপার / বৈষ্ণব শাস্ত্রে আমায় করহ সংহার”
– রামচন্দ্রকে একথা বলেছে ?
A. বীরবাহু
B. তরণীসেন
C. মকরাক্ষ
D. কুম্ভকর্ণ
★ সঠিক উত্তর – A
২৯) শুদ্ধ মন্তব্য কোনটি ?
A. বাংলা ভাষায় রচিত ছন্দের প্রথম গ্রন্থ – নরহরি ভট্টাচার্যের ছন্দঃসমুদ্র।
B. বাংলা আদি ছন্দের প্রসূতি – অর্বাচীন অপভ্রংশ
C. অক্ষরবৃত্ত ছন্দে অতিপর্ব সম্ভব নয়।
D. পয়ার ছন্দের উৎস – লাচাড়ি।
★ সঠিক উত্তর – B
৩০) “বাম দাহিণ চাপী মিলি মিলি মাগা
বাটত মিলিল মহাসুখগঙ্গা”
– চর্যাপদটির প্রথম লাইন কী ?
A. ভবনই গহণ গম্ভীর বেগেঁ বাহী
B. কাহেরে ঘিণি মেলি অচ্ছহু কীস
C. ভব নিব্বাণে পন্ডহ মাদলা
D. সোনে ভরিতী করুণা নাবী
★ সঠিক উত্তর – D
– – – – –