প্রথম প্রতিশ্রুতি উপন‍্যাস – উদ্ধৃতিমূলক প্রশ্ন

১) “এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া” – কোন গল্প ?
◆ সত‍্যবতীর গল্প

২) “একথা যেন মানতেই পারে না বকুল” – কোন কথা?
◆ বকুল যে সত‍্যিই পৃথিবীর একজন

৩) “তাই গ্রামে ওঁর নাম নাড়িটেপা বামুন” – কার নাম ?
◆ রামকালীর

৪) “চাটুয‍্যে বামুনের ঘরে ছেলে হলেও ব্রাহ্মণজনোচিত পেশা তাঁর নয়” – কোন পেশা বেছে নিয়েছিলেন রামকালী ?
◆ কবিরাজি

৫) “রামকালীর ঠাকুমা ঠাকুরঘর মার্জনা করতে এসে টের পেলেন সে ভুল” – কোন ভুল ?
◆ রামকালীর জনার্দনকে পুজোর সময় জল না দেওয়া

৬) “বামুনের ঘরের চাঁড়াল! ঠাকুরের নামে দিব‍্যি” – কাকে বামুনের ঘরের চাঁড়াল বলা হয়েছে ?
◆ রামকালীকে

৭) “প্রথমে সংকল্প করল রামকালী” – প্রথমে কী স‌ংকল্প করেছিল ?
◆ পৃথিবীতে আর থাকবে না

৮) “সকলের শ্রদ্ধা সমীহের‌ও আধার ছিল”- কী ?
◆ চাটুয‍্যেদের বাড়ি

৯) “যুগপৎ উল্টোপাল্টা দুটো খবরে তিনি(জয়কালী) ভুলে গেলেন, আনন্দে হৈহৈকার করতে হবে কি, শোকে হাহাকার করতে হবে!” – দুটো খবর কী কী ?
◆ ১) ছেলের বেঁচে থাকার খবর
২) ছেলের জাত যাবার খবর

১০) “এ তো মৃত‍্যুসংবাদের‌ই শামিল” – কোন ঘটনা ?
◆ ছেলে রামকালী বদ‍্যিবাড়ি ভাত খাচ্ছে, বদ‍্যিবাড়ির আশ্রয় গ্রহণ করেছে

১১) “পৃথিবীটা আপাতত থাক, ওটা তো যখন ইচ্ছেই ছাড়া যাবে। ছাড়বার মতো আর‌ও একটা জিনিস রয়েছে, পৃথিবীর প্রতীক যেটা” – কীসের কথা বলা হয়েছে ?
◆ বাড়ি

১২) “রাগ হল সেই ফাজিল ছোকরাটার ওপর, …যে এত ঝঞ্ঝাট বাধানোর নায়ক” – ফাজিল ছোকরাটা কে ?
◆ গ্রামের যুবক যে রামকালীর খবর দিয়েছে

১৩) “সেই উপলক্ষ‍্যে একদিন গ্রাম ভোজন দেব আশা করে বসে আছি, সে আশা তাহলে পূরণ হবে না” – উপলক্ষ‍্যটা কী ?
◆ পুকুর কাটার ইচ্ছে

১৪) “ইত‍্যবসরে ফেলু বাড়ুয‍্যে এক চাল চেলে বসলেন” – কী চাল ?
◆ রামকালীর সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব

১৫) “বাকি দুজন যোগাড়ে” – এখানে বাকি দুজন কে কে ?
◆ শিবজায়া ও কাশীশ্বরী

১৬) “সত‍্যবতী পিঠের দিকে গোটানো হাতটা ঘুরিয়ে একখানা ছোট মাপের কচি মানপাতা মেলে ধরে চুপিচুপি বলে, “একটা জিনিস দাও না!” – কী জিনিস চায় ?
◆ পান্তাভাত

১৭) “ওইটিই যেন এদের প্রধান ব্রহ্মাস্ত্র” – কোনটা ?
◆ সত‍্যর পরের ঘরে যাওয়ার প্রসঙ্গ আনা

১৮) “ও(সত‍্যবতী) জানে এই নিয়ম” – কোন নিয়মের কথা বলা হয়েছে ?
◆ সন্ধের বা ঝড়ের আগে গরুদের ডাকলে নাকি সুরে ডাকতে হয়

১৯) “এই গরু দুটো বিশেষ সুলক্ষণযুক্ত বলে রামকালীর বড়‌ই প্রিয়” – কোন গরুদুটো ?
◆ শ‍্যামলী ও ধবলী

২০) “দৈনন্দিন বৈচিত্র‍্যশূন‍্য জীবননাট‍্যের মধ‍্যে এমন একটা জোরালো দৃশ‍্য দর্শনের সৌভাগ‍্য জীবনে কবার আসে?” – কোন দৃশ‍্য ?
◆ জটার বৌয়ের মৃতপ্রায় অবস্থা
২১) “সত‍্যবতী এ কথার সুর ধরতে পারল না, পারার কথাও নয়, বুঝল এ হচ্ছে বাবার রাগের কথা” – রামকালী কোন কথা ?
◆ “কিছুই পারি নে! মিথ‍্যে অহঙ্কারে কতকগুলো শেকড় বাকড় নিয়ে নাড়ি, আর লোক ঠকাই”

২২) “জমজমাট নাটকের মধ‍্যিখানে যেন হঠাৎ আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল” – আসরের চাঁদোয়া ছিঁড়ে পড়ল মানে কী বলা হয়েছে ?
◆ রামকালীর আগমন

২৩) “হঠাৎ মোক্ষদা একটা সত‍্য আবিষ্কার করে বসলেন” – কোন সত‍্য ?
◆ সারা বছর‌ই তাকে রোদে পুড়ে মরতে হয়

২৪) “ধিঙ্গী অবতার মেয়ের আসপদ্দার ইতিহাস শোনার আগেই ভাজের আসপদ্দায় রে রে করে ওঠেন মোক্ষদা” – ভাজ কে ?
◆ শিবজায়া

২৫) “ছালার মতো মোটা সাতহাতি খেঁটেই তাদের জাতীয় পোষাক” – কাদের ?
◆ পালকি বাহকদের

২৬) “ছালার মতো মোটা সাতহাতি খেঁটেই তাদের জাতীয় পোষাক” – খেঁটে কী ?
◆ ধুতির সংক্ষিপ্ত সংস্করণ

২৭) “তবে সত‍্য আগে আগে চরণ মুদির দোকান থেকে বেশ খানিকটা সংগ্রহ করে আনতে পারত” – কী ?
◆ নুন

২৮) “ছেলেটির চেহারায় আমি শিরঃশূলী সান্নিপাতিকের লক্ষণ দেখতে পাচ্ছি” – ছেলেটি কে ?
◆ পাটলীকে বিয়ে করতে আসা বর রাজু

২৯) “অবিশ‍্যি তুচ্ছ হলেও বস্তুটা সংগ্রহ করতে বালক বাহিনীকে বিশেষ বেগ পেতে হয়” – বস্তুটা কী ?
◆ নুন

৩০) “দুঃসংবাদের সঙ্গে সঙ্গেই অন্দরে কান্নার রোল উঠল” – দুঃসংবাদটা কী ?
◆ বিয়ের দিন যাত্রা করা বরের মৃত‍্যু রোগ নিয়ে বাড়ি ফেরা

৩১) “এ যে সত‍্য রাক্ষসীকন‍্যা” – কন‍্যটি কে ?
◆ পাটলী

৩২) “আয়ুর্বেদ মতে ওটা হচ্ছে জীওজ ব‍্যাধি” – কোন রোগ সম্পর্কে একথা বলা হয়েছে ?
◆ হাঁপানি

৩৩) “বেমালিক সুন্দরী যুবতীর পক্ষে _ মতো উপযুক্ত স্থান আর কোথায় আছে?” – উপযুক্ত স্থানটি কোথায় ?
◆ কাশী

৩৪) “হঠাৎ রাসু দার্শনিকের মত নিজের ব‍্যক্তিগত দুঃখজ্বালা ভুলে একটা বিরাট দর্শনের সত‍্য আবিষ্কার করে বসে” – কোন সত‍্য ?
◆ মানুষ কি অদ্ভূত নির্বোধ জীব

৩৫) “ওরা দুজনেই হচ্ছে একেবারে অখন্ডপোয়াতি” – ওরা কারা ?
◆ নন্দরাণী ও কুঞ্জর বৌ

৩৬) “শুভকর্মে বিধবারা সমস্ত কর্মে অনধিকারী হলেও, এই একটি কর্মে তাদের অধিকার আছে” – কোন কর্মে ?
◆ শাঁখ আর উলু

৩৭) “তার প্রবেশটা যে বৈধ, এ খবরটুকুর একটা পাকা দলিল তো থাকা চাই” – কার প্রবেশ ?
◆ পাটলীর

৩৮) “এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে _ ” – কে?
◆ মোক্ষদা

৩৯) “কথাটা নতুন নয়, বহু ব‍্যবহৃত” – কোন কথা ?
◆ এই মেয়ে হতেই তোমার(রামকালীর) ললাটে অশেষ দুঃখু আছে

৪০) “এটা যেন একটা অদৃষ্টপূর্ব দৃশ‍্য মনে হচ্ছে” – কোন দৃশ‍্য ?
◆ সত‍্যবতীর চোখে জল

৪১) “পিসঠাকুমা তো এ বছর থেকে আমাকে ফেন্তুকে আর পুণ‍্যিকে ধরিয়েছে” – কী ধরিয়েছে?
◆ সেঁজুতি ব্রত

৪২) “ঘরের লক্ষ্মী বলে সৌজন‍্য দেখালে কি হবে, এক একটি মহা অলক্ষ্মী! ন‌ইলে রেসোর ওই বৌটা, কি বা বয়স, তার কিনা এত বড় বড় কথা!” – বড় বড় কথাটা কী ?
◆ জলে ডুবে মরবার সংকল্প

৪৩) “এক‌ই ভিটেয় বাস করলে উভয়ে ভিন্ন আকাশের তারা” – উভয়ে কে কে ?
◆ নারী ও পুরুষ

৪৪) “তোমাদের পাপের প্রাচিত্তির আমাকেই করতে হবে, ভগবান যখন আমাকে তোমাদের ঘরের মেয়ে করে পাঠিয়েছে।” – সত‍্য কোন প্রসঙ্গে একথা বলেছে ?
◆ বাগদি বৌএর বাটি হারিয়ে ফেলা প্রসঙ্গে

৪৫) “এই গন্ধটা তার(সত‍্য)র ভারি বিশ্রী লাগে” – কোন গন্ধ ?
◆ সাজিমাটির গন্ধ

৪৬) “ওর জন‍্য চন্দননগরের ছুতোরদের ভাত যোগাতে হয়েছিল মাস দেড়েক ধরে” – কীসের জন‍্য ?
◆ জোড়াপালঙ্ক তৈরি

৪৭) “গ্রামে এখন‌ও তার গল্প ফুরোয়নি” – কীসের গল্প ?
◆ রাসুর প্রথম বিয়ের

৪৮) “এ গ্রামে হালুইকর ঠাকুর এনে রাঁধানোর প্রথা প্রবর্তন করেছেন রামকালীই” – কোন গ্রামে ?
◆ নিত‍্যানন্দপুর গ্রামে

৪৯) “মুর্শিদাবাদ অঞ্চলে দেখেছিলেন এ ব‍্যবস্থা” – কোন ব‍্যবস্থা ?
◆ হালুইকর ঠাকুর এনে রাঁধানোর প্রথা

৫০) “সংসারে এই একটা মানুষকে কিছুতেই এঁটে উঠতে পারলেন না রামকালী” – কাকে ?
◆ মোক্ষদাকে

৫১) “আর‌ও একজনের কাছেও কি মাঝে মাঝে জব্দ হয়ে পড়েন না রামকালী?” – কার কথা বলা হয়েছে ?
◆ সত‍্যবতী

৫২) “অথচ এত বড় ভয়ানক কথা রামকালীকে না জানিয়ে করবেন কি মুখ‍্যু দুটো মেয়েমানুষ?” – মুখ‍্যু মেয়েমানুষ দুটো কে কে ?
◆ মোক্ষদা ও কাশীশ্বরী

৫৩) “অথচ এত বড় ভয়ানক কথা রামকালীকে না জানিয়ে করবেন কি মুখ‍্যু দুটো মেয়েমানুষ?” – ভয়ানক কথাটা কী ?
◆ শঙ্করীকে খুঁজে পাওয়া যাচ্ছে না

৫৪) “একটা নিতান্ত তুচ্ছ মেয়েমানুষ যেন রামকালীর তুচ্ছতাকে ব‍্যঙ্গ করে গেল” – তুচ্ছ মেয়েমানুষটা কে ?
◆ শঙ্করী

৫৫) “এ দুটোর চেহারা যমজ ভাইয়ের মত, প্রায় এক সূক্ষ আত্মবিচারের দ্বারা এদের তফাৎ বোঝা যায়” – কাদের ?
◆ আত্মমর্যাদাবোধ ও অহমিকাবোধ

৫৬) “লেখাপড়ার ব‍্যাপারে বুদ্ধি না থাকলেও কূটতর্কের ব‍্যাপারে ওস্তাদ” – কে ?
◆ নেড়ু

৫৭) “যুগপৎ নারী ও পুরুষ দুই কন্ঠে উচ্চারিত হয় এই সর্পাহত কন্ঠবৎ শব্দ” – কোন শব্দ ?
◆ লিখতেও পারিস

৫৮) “যুগপৎ নারী ও পুরুষ দুই কন্ঠে উচ্চারিত হয় এই সর্পাহত কন্ঠবৎ শব্দ” – নারী ও পুরুষ কে কে ?
◆ পুণ‍্যি ও নেড়ু

৫৯) “তালপত্রখন্ডের একখানা টেনে নিয়ে দোয়াত কলম ডুবিয়ে পরিপাটি করে লিখে ফেলল সত‍্য” – কী লিখল সত‍্য ?
◆ কর, খল, ঘট

৬০) “কাঠগড়ায় এসে দাঁড়াবার সময় এটাই পদ্ধতি সত‍্যর” – কী পদ্ধতি ?
◆ হেঁটমুন্ডে দাঁড়ানো

৬১) “সত‍্যর মুখ দিয়ে মাত্র এই দুটি অক্ষর সম্বলিত শব্দটা বেরোয়। আর ভুবনেশ্বরীর দুচোখে শ্রাবণ নামে” – দুটি অক্ষর সম্বলিত শব্দটা কী ?
◆ বাবা

৬২) “এ কথা গল্পকথা নয়, বাংলার অন্তরে সত‍্য বিশ্বাসের কথা” – কোন কথা ?
◆ মা দুর্গা আসছেন বাপের বাড়ি, কৈলাস থেকে মর্ত‍্যলোকে

৬৩) “বারুইপুরের বাঁড়ুয‍্যে গিন্নির একটিমাত্র ছোট্ট প্রশ্নে ধ্বনিত হল বিশ্বের সমস্ত বিস্ময় আর সমস্ত ধিক্কার বাণী” – প্রশ্নটা কী ?
◆ পাঠাল না

৬৪) “পথশ্রান্ত নাপিত বৌ শুধু এই একটি শব্দ উচ্চারণ করে পা ছড়িয়ে বসল” – কোন শব্দ ?
◆ না

৬৫) “কথাটা অর্থবহ এবং সে অর্থ বাড়ুয‍্যে গিন্নির অন্তরে ছুঁচের মত গিয়ে বেঁধে” – কথাটা কী ?
◆ শুধু পয়সা থাকলেই হয় না, নজর থাকা চাই

৬৬) “পরের লাইনটা কিছুতেই মনে পড়ে না…তবু ওই অসমাপ্ত গানটাই অপূর্ব সুরে গুঞ্জরিত হতে থাকে সমস্ত রাস্তাটা” – অসমাপ্ত গানটি কী ?
◆ মুখখানি বেশ ঢলঢলে, মুখখানি বেশ

৬৭) “হয়তো এ জগতে একমাত্র ওইটুকুই ওর(সদু) নিজের এক্তারে আছে বলে আনায়”  – কীসের কথা বলা হয়েছে ?
◆ হাসি

৬৮) “গাঁয়ের ছোঁড়াগুলোকে ক্ষ‍্যাপানোর গুরু” – কে ?
◆ ভবতোষ মাস্টার

৬৯) “এই জ্বলন্ত আগুনের মত সংবাদটাই আগুনের মত‌ই এখান থেকে ওখানে, এঘর থেকে ওঘর, দাউ দাউ করে জ্বালিয়ে দিয়ে গ্রামসুদ্ধ সবাইকে টেনে এনেছে এই বুড়ো বটতলায়” – সংবাদটা কী ?
◆ রঘুর মৃত‍্যু

৭০) “সে ভয়কেও জয় করেছে সত‍্য কোন নির্ভয় মন্ত্রের জোরে?” – কোন ভয় ?
◆ শ্বশুরবাড়ি যাবার ভয়

৭১) “বাঁড়ুয‍্যে গিন্নিও সেই নিষেধাজ্ঞা শিরোধার্য করে নিঃশব্দে ডুকরোচ্ছেন” – নিষেধাজ্ঞাটা কী ?
◆ মৃত‍্যুর দন্ডকাল অতীত না হ‌ওয়া পর্যন্ত ডাক ছেড়ে কাঁদা চলবে না

৭২) “এলোকেশী যেন পণ করেছেন আজ তাঁর জীবনের শ্রেষ্ঠ শিল্পকীর্তি দেখিয়ে ছাড়বেন” – শ্রেষ্ঠ শিল্পকীর্তি কীসে দেখাবেন ?
◆ সত‍্যর চুল বেঁধে দেওয়ায়

৭৩) “সাপের মত ঠান্ডা চোখে শুধু তাকিয়ে র‌ইলেন সেই দুঃসাহসের প্রতিমূর্তির দিকে” – কে ?
◆ এলোকেশী

৭৪) “সাপের মত ঠান্ডা চোখে শুধু তাকিয়ে র‌ইলেন সেই দুঃসাহসের প্রতিমূর্তির দিকে” –
দুঃসাহসের প্রতিমূর্তিটি কার ?
◆ সত‍্যবতীর

৭৫) “একজন সাপিনীর মতো ফুঁসছে, আর একজন বাঘিনীর মতন গজরাচ্ছে” – সাপিনু ও বাঘিনী কে কে ?
◆ সাপিনী – এলোকেশী, বাঘিনী – সত‍্যবতী

৭৬) “ঠিক যেন কি একটা লোকসানের দুঃখে বুকটা টনটন করে ওঠে নবকুমারের” – লোকসানটা কী ?
◆ তার বৌ রাগী, লজ্জাবনত নয়

৭৭) “ঘাটে নেমেই প্রথম যার সঙ্গে চোখাচোখি হল রামকালীর সে হচ্ছে _”
◆ রানার গোকুল দাস

৭৮) “সত‍্যর শ্বশুর সম্পর্কে যে তাঁর ওই প্রবাদটা সহজেই মনে আসতে পারল, এটাও তো কম গ্লানিল কথা নয়” – কোন প্রবাদ ?
◆ কুকুরের কামড় হাঁটুর নীচে

৭৯) “সদুকে বলে বলে এ অধিকার অর্জন করেছে সে” – কোন অধিকার ?
◆ রাত্রে রান্নার দায়িত্ব

৮০) “এলোকেশীই শিখিয়েছেন সদু মারফত” – কী শিখিয়েছেন ?
◆ সকালবেলা জল মুখে দেবার আগে শ্বশুর শাশুড়ির পদবন্দনা

৮১) “কিন্তু আজ সত‍্যর ভয়ানক এক দুঃসাহসিক সংকল্প” – কী সংকল্প ?
◆ শ্বশুরকে প্রাণাম করবে না

৮২) “অনেক গুণ আছে বৌয়ের(সত‍্যর), কিন্তু ওই এক মহৎ দোষ” – দোষটা কী ?
◆ সত‍্যর জেদ

৮৩) “আর এই এতদিনের মধ‍্যে কখনো যা করেনি নবু, আজ তাই করে বসল” – নবকুমার কী কাজ করে বসল ?
◆ দিনের বেলায় বৌয়ের সঙ্গে কথা বলে ফেলল

৮৪) “সত‍্যর বেহায়াপনার কথা জানতে আর বাকি থাকেনা কারো এ তল্লাটে” –  বেহায়াপনাটা কী ?
◆ বাবা নিতে এসেছিল, শ্বশুর শাশুড়ি মত দিয়েছিল, সত‍্য যায়নি

৮৫) সদুকে বলে বলে সে অধিকার অর্জন করেছে সে” – কোন অধিকার ?
◆ রাতের রান্নাটায়করার অধিকার

৮৬) “এলোকেশী শিখিয়েছেন সদু মারফত” – কী কাজ ?
◆ সকালবেলা জল মুখে দেবার আগে শ্বশুর শাশুড়ির পদবন্দনা

৮৭) “কিন্তু আজ সত‍্যর ভয়ানক এক দুঃসাহসিক সংকল্প” – কী ?
◆ অপবিত্র শ্বশুরের পায়ের ধুলো মাথায় নেবে না সে

৮৮) “রামকালীর ওপর ভাগ‍্যের মারটা সেই প্রথম” – কী হয়েছিল ?
◆  রামকালীর আটচালায় আগুন লাগা

৮৯) “কাছাকাছি প্রায় প্রতিটি বাড়ির‌ই এই নিয়ম” – কী নিয়ম ?
◆ রামকালীর বাড়ি থেকে আগুন সংগ্রহ করা

৯০) “অগ্নিদেবতার জোড়া নৈবেদ‍্য হল সে দুখানা” – কোন দুটো ?
◆ রামকালীর দুখানা খড়ের আটচালা

৯১) “খুব গিয়েছে বুড়ি। ভুগল না ভোগাল না, এমন মৃত‍্যুই তো কাম‍্য” – বুড়ি কে ?
◆ রামকালীর মা দীনতারিণী

৯২) “খুব গিয়েছে বুড়ি। ভুগল না ভোগাল না, এমন মৃত‍্যুই তো কাম‍্য” – কীভাবে মৃত‍্যু হয়েছিল ?
◆ পক্ষাঘাতে পড়ে তিন দিন পরেই মারা গেলেন

৯৩) “সেই সমারোহে সত‍্য এল। নবকুমার‌ও এল।” – কোন সমারোহে ?
◆ দীনতারিণীর শ্রাদ্ধে

৯৪) “সাড়ে তিন বছর পর এই প্রথম বাপের বাড়ি যাওয়া” – কার ?
◆ সত‍্যর

৯৫) “এইখানেই সত‍্যদের শৈশবের খেলাঘর” – কোথায় ?
◆ বটগাছের তলায়

৯৬) “এ চিন্তা তাদের মনে উদয় হবার কথা নয়। উদয় হচ্ছে এক ভুবনেশ্বরীর” – কোন চিন্তা ?
◆ সত‍্যর বরকে দেখতে ইচ্ছে হবে

৯৭) “পিসঠাকুমা তো সেই মোক্ষম কথাটা বলে বসেছে” – কোন কথা ?
◆ সত‍্য সন্তানসম্ভবা

৯৮) “গ্রামসুদ্ধ মহিলা খবরটা জেনে ফেললেন একটা বেলার মধ‍্যেই। মহিলাদের মারফত পুরুষরাও” – কোন খবর ?
◆ সত‍্য সন্তানসম্ভবা

৯৯) “এই মধুর সুন্দর ভয়ঙ্কর রমণীয় খবরটি ধীরে ধীরে একটা উপহারের মতো ধরে দেবে স্বামীকে এই বাসনায় মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী” – কোন খবর ?
◆ সত‍্য সন্তানসম্ভবা

১০০) “সত‍্যর শ্বশুরবাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায়, তাই ভাবতে ভাবতে চন্ডীমন্ডপে গিয়ে বসেন রামকালী” – কাকে নির্বাচন করেন ?
◆ গিরি তাঁতিনী আর রাখু

১০১) “এ দৃশ‍্য দেখলেই ঘটনাটা বুঝতে পারবে সত‍্যর শাশুড়ি, মুখ ফুটে বলতেও হবে না” – কোন দৃশ‍্য ?
◆ মস্ত একটা পেতলের হাঁড়িতে একহাঁড়ি ঘানিভাঙা তেল, আর মস্ত একটা মটকিতে বোঝাই কাঁচাগোল্লা

১০২) “সংসারসুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে, দীনতারিণীর মৃত‍্যুশোক এ আহ্লাদকে পরাভূত করতে পারছে না” – কোন আহ্লাদ ?
◆ সত‍্যর সন্তার সম্ভাবনার আহ্লাদ

১০৩) “ঐ বচন হজম করতে হল রামকালীকে” – কোন বচন ?
◆ আহ্লাদে মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদেপনা করেই দুর্ঘটনা ঘটিয়েছেন

১০৪) “এ নির্দেশ মানতেই হল” – কোন নির্দেশ ?
◆ শরীর স্বাস্থ‍্য ভালো হলেই যেন মেয়েকে পালকি চড়িয়ে পাঠিয়ে দেন

১০৫) “রাত্রিশেষের ছায়াচ্ছন্ন আলো আঁধারি মুহূর্তে সে তার প্রধান মারের খেলা দেখিয়ে গেল” – কী হয়েছিল ?
◆ ভেদবমিতে ভুবনেশ্বরী মারা গেল

১০৬) “নেহাৎ নাকি ওর বাপের পূর্বজন্মের পুণ‍্যি ছিল তাই সেই বিয়ের বর রামকালী কবরেজের দৃষ্টিপথে পড়েছিল” – কার কথা বলা হয়েছে ?
◆ পটলীর

১০৭) “আশা আর আশঙ্কা, স্বপ্ন আর আতঙ্ক, এই নিয়ে দিন কাটাতে কাটাতে অবশেষে একদিন পটলীর জীবনের সেই পরম দিনটি এসে পড়ে” – কোন দিন ?
◆ পটলীর শ্বশুরবাড়ি যাত্রার দিন

১০৮) “ওই আর একটা বস্তু মনে আছে পটলীর” – কোন বস্তু ?
◆ সত‍্য

১০৯) “সর্বেসর্বা প্রথম নাতিটিকে অভয়া যেন তেমন দেখতে পারেন না” – কেন ?
◆ ছেলেটি মা ঘেঁষা

১১০) “অভয়া ভাবেন, এ ওই অপয়া ছেলেটার বাক‍্যির ফল” – কোন ঘটনা ?
◆ নেড়ুর নিরুদ্দেশ হ‌ওয়া

১১১) “অভয়া ভাবেন, এ ওই অপয়া ছেলেটার বাক‍্যির ফল” – ছেলেটা কে ?
◆ রাসুর বড় ছেলে

১১২) “বৌ এসে দাঁড়াতেই একটা ধন‍্যি ধন‍্যি রব উঠল। উঠল দুকারণেই” – কী কী কারণে ?
◆ বৌয়ের রূপ আর সঙ্গে পাঠানো ঘর বসতীর সামগ্রীর বহর

১১৩) “ঘরবসতে বৌমার বেহাই ওইটেই বাকি রাখল কেন?”- কোন জিনিসটা দেয়নি পটলীর বাবা ?
◆ ঢেঁকি

১১৪) “শশীতারা এত বছর পর পিত্রালয়ে এসেছেন” – কত বছর পর ?
◆ তিরিশ বছর পর

১১৫) “দু দুটো গিন্নীকে পাথর করে দিয়ে চলে যায় সারদা” – গিন্নী দুজন কে কে ?
◆ অভয়া ও শশীতারা

১১৬) “বিছানায় শুয়ে শুয়েই সংকল্প করলেন রামকালী” – কী সংকল্প ?
◆ তীর্থযাত্রা করবেন

১১৭) “বাড়ির বড়বৌ, একটা ভিক্ষে চাইছে” – কী ভিক্ষে চেয়েছিল সারদা রামকালীর কাছে ?
◆ রামকালীর সঙ্গে তীর্থযাত্রা করার

১১৮) “আসলে এলোকেশী এ বিশ্বাস রাখেন না” – কী ?
◆ বৌয়ের বাপ ধন্বন্তরী

১১৯) “স্বামীসেবার একটা অংশ তার ভাগে আছে” – কোন অংশ ?
◆ ওষুধের অনুপান প্রস্তুত

১২০) “এ তল্লাটে এ ইতিহাস এই প্রথম” – কোন ইতিহাস ?
◆ সাহেব ডাক্তার ডাকার ইতিহাস

১২১) “এই তেরোস্পর্শের যোগে এ ইতিহাসের সৃষ্টি” – তেরোস্পর্শ কে কে ?
◆ সত‍্য, নিতাই এবং ভবতোষ মাস্টার

১২২) “কালী দুর্গা চন্ডী শিব, এত সব জানে না তো সত‍্য, জীবনের সাক্ষাৎ দেবতাদের কাছেই বার বার আশীর্বাদ প্রার্থনা করে।” – সত‍্যর জীবনের সাক্ষাৎ দেবতা কারা ?
◆ সত‍্যর মা বাবা

১২৩) “ভবতোষ মাস্টারের চেষ্টায় নিতাই আর নবকুমারের এক একটা চাকরি যোগাড় হয়েছে কলকাতায়” – কার কী চাকরি যোগাড় হয়েছে ?
◆ নবকুমারের সরকারী দপ্তরে, নিতাইয়ের রেলি ব্রাদার্সে

১২৪) “এ ন‌ইলে তো আর অফিসে যাওয়া যাবে না” – কী নাহলে ?
◆ কামিজ আর জুতো

১২৫) “এত বড় মোটা মাইনের চাকরের পক্ষে ওতে কাতর হ‌ওয়া ঠিক নয়” – কীসে কাতর হ‌ওয়া ঠিক নয় ?
◆ আট টাকার বাড়ি ভাড়ায়

১২৬) “এত বড় মোটা মাইনের চাকরের পক্ষে ওতে কাতর হ‌ওয়া ঠিক নয়” – নবকুমারের মাইনে কত ?
◆ আটান্ন টাকা

১২৭) “রামকালী বলেন, ‘অন্দরে গিয়ে বল গে বাবাজীর হাতমুখ ধোয়ার ব‍্যবস্থা করতে” – হাত মুখ ধোয়ার অর্থ কী ?
◆ জলখাবারের ব‍্যবস্থা করা

১২৮) “হঠাৎ আজ ধরা পড়েছে, সেই একজন ছাড়া সমস্ত অনেকেই অর্থহীন” – সেই একজন কে ?
◆ ভুবনেশ্বরী

১২৯) “এরাই জোর, এরাই ইমারতের ভিত” – সত‍্যর ইমারতের ভিত কারা ?
◆ দুই ছেলে – সাধন ও সরল

১৩০) “বুঝলি তুড়ু, তোর দাদামশাইয়ের সংসারে এ হেন জিনিস মজুত থাকতে তোর মার রুচি পছন্দ ছিল” – সত‍্যর কী পছন্দ ছিল ?
◆ পুঁইমেটুলি ভাজা, শসাপাতার বড়া, তেতো পুঁটির টক

১৩১) “তার সঙ্গে তো কথাই ক‌ইতে ইচ্ছে হয়নি সত‍্যর” – কার সঙ্গে ?
◆ রাসুর সঙ্গে

১৩২) “কথা নেই বার্তা নেই সহসা নিতাই এক হাস‍্যকর কাজ করে বসে” – কী কাজ ?
◆ সত‍্যকে প্রণাম করে বসে

১৩৩) “যার জন‍্য এত কান্ড করে কলকেতায় আসা” – কীসের জন‍্য ?
◆ সত‍্যর ছেলেদের বড় স্কুলে পড়ানোর জন‍্য

১৩৪) “বিনি দোষে নিরপরাধ মানুষটাকে বাড়ি থেকে বিদেয় করে দিতে মনটা একবার কাঁদল‌ও না” – নিরপরাধ মানুষটা কে ?
◆ নিতাই

১৩৫) “সত‍্যকে একদিন বড়বাড়ির চৌকাঠ ডিঙোতে হল” – কী উপলক্ষে ?
◆ দত্তগিন্নীর নাতির অন্নপ্রাশন উপলক্ষে

১৩৬) “শেষ পর্যন্ত সেই মস্ত আভরণেই সজ্জিত হয়ে ও বাড়িতে হাজির হল সত‍্য পঞ্চুর মার সঙ্গে” – মস্ত আভরণটা কী ?
◆ শাঁখা আর লাল পাড় শাড়ি

১৩৭) “গিন্নির পরের পদটাই তার” – কার ? 
◆ মোক্ষদার

১৩৮) “বাড়ির বৌ ঝিরা পর্যন্ত তার ভয়ে তটস্থ” – কার ভয়ে ?
◆ মোক্ষদার ভয়ে

১৩৯) “দত্তগিন্নির প্রার্থিত বস্তু, তাও সোনা নয়, দানা নয়, নেহাত‌ই তুচ্ছ বস্তু। সেই বস্তুর প্রার্থনা যে এভাবে অগ্রাহ‍্য করা যায়, এ তো অভাবনীয় কথা” – দত্তগিন্নির প্রার্থিত বস্তুটা কী ?
◆ সত‍্যর পায়ের ধুলো

১৪০) “তিনতলার ওপর প্রকান্ড হলে সে আসর বসেছে” – কীসের আসর ?
◆ ঢপ কীর্তনের আসর

১৪১) “তীব্র তীক্ষ্ণ সরু গলার আওয়াজ এ বাড়ি থেকেও শোনা যাচ্ছে” – কার গলা ?
◆ মানদা ঢপির গলা

১৪২) “বামুনের মেয়ে একদা কাজের দরবার নিয়ে এসেছিল দত্তবাড়িতে” – বামুনের মেয়েটা কে ?
◆ শঙ্করী

১৪৩) “এক যুগ ধরে মনকে এই প্রশ্ন‌ই করে চলেছে নবকুমার” – কোন প্রশ্ন ?
◆ কেন যে সত‍্য এরকম

১৪৪) “বোধ করি এই প্রথম সে সত‍্যর নির্দেশ ব‍্যতীত‌ই একটা কাজ করে ফেলে” – কোন কাজ ?
◆ নিতাইয়ের সমস‍্যা নিয়ে ভবতোষ মাস্টারের কাছে যাওয়া

১৪৫) “ভয়ানক একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাস্টারমশাই!” – কী বিপদ ?
◆ নিতাইয়ের চরিত্রদোষ ঘটেছে

১৪৬) “সংসারে আর দুজন মানুষ বাড়ল, একটু জানিয়ে রাখছি তোমার” – আর দুজন মানুষ কে ?
◆ শঙ্করী ও তার মেয়ে

১৪৭) “সে খবরটা নবকুমার নিজেই গিয়ে পৌঁছে দিল নিতাইকে” – কোন খবর ?
◆ নবকুমার মাস্টারমশাইকে ত‍্যাগ করেছেন

১৪৮) “হঠাৎ আরো একদিনের মতো