প্রথম প্রতিশ্রুতি – শূন‍্যস্থান মূলক প্রশ্ন

(১)
১) “সুবর্ণলতার সংসারে বকুলের ভূমিকা ছিল _ “
● অপরাধীর

২) “নাকে নোলক, কানে সার মাকড়ি, পায়ে ঝাঁজর মল, বৃন্দাবনী ছাপের আটহাতি শাড়ি পরা _ বছরের সত‍্যবতী”
● আট

৩) “অন‍্য শাস্ত্রপালা বেদ বেদান্ত বাদ দিয়ে তিনি(রামকালী) বেছে নিয়েছেন _ “
● আয়ুর্বেদ

৪) “ব্রাহ্মণের ছেলে হয়েও কবিরাজি করেন _ “
● রামকালী

৫) “সে যুগের হিসাবে বিয়ের বয়স একেবারে পার করে ফেলে তবে বিয়ে করেছিলেন রামকালী। _ সেই পার হয়ে যাওয়া বয়সের ফল।”
● সত‍্যবতী

৬) “সেই মুহূর্তে আবিষ্কার করল রামকালী, ঠাকুর মিথ‍্যে, দেবতা মিথ‍্যে, পুজোপাঠ প্রার্থনা – সব‌ই মিথ‍্যে, অমোঘ সত‍্য শুধু _”
● খড়ম

৭) “গ্রামের কোনো এক যুবক একদিন ঘোষণা করল রামকালী আছে। সে _ গিয়েছিল, সেখানে নিজের চোখে দেখে এসেছে”
● মুকশুদাবাদ

৮) “গোবিন্দ গুপ্তর _ পেয়েছে রামকালী। নৌকোয় চাপিয়ে নিয়ে এসেছে।”
● পালকি

(২)
৯) “গঞ্জের মেলায় যেমন লোকে দল বেঁধে _ দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগল _ দেখতে।”
● পাঁচপেয়ে গরু, রামকালী

১০) “বয়োজ‍্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি ও নগদ _ টাকা দিয়ে প্রণাম করল।”
● ২টাকা

১১) “_ কে জাতে ঠেলা! জাতের যিনি মাথা!”
● ফেলু বাড়ুয‍্যে

১২) “এই যে একটি পুকুর কাটাবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষ‍্যে একদিন _ দেব আশা করে বসে আছি, সে আশা তাহলে পূরণ হবে না”
● গ্রামভোজন

১২) “রামকালী নাকি নিজের _ টাকা লুকিয়ে ওর মা দীনতারিণীর হাতে গুঁজে দিয়েছিল ঘটা করতে।”
● পাঁচ পাঁচশ

(৩)
১৩) “_ নিরামিষ ঘরে রান্না করছিলেন, সত‍্যবতী দাওয়ার নীচে ছাঁচতলায় এসে দাঁড়াল।”
● দীনতারিণী

১৪) “রান্নার দায়িত্ব দীনতারিণীর , _ উপর সে রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব।”
● মোক্ষদা

১৫) “সত‍্যবতী দীনতারিণীর _ ছেলের মেয়ে।”
● উপায়ী

১৬) “দীনতারিণী অপ্রতিভের একশেষ, সত‍্যবতী বিরক্ত। আর মোক্ষদা ? তিনি হাতে নাতে চোর ধরে ফেলা _ মতোই উল্লসিত”
● ডিটেকটিভের

১৭) “উঠতে বসতে শাউড়ির ঠোনা খাবি। ওই _ ভাইপো বৌটার মতন টোনা খেতে খেতে গালে কালসিটে পড়ে যাবে।”
● পটলা ঘোষালের

(৪)
১৮) “_ ঘোষণা শুনেই রায়মহাশয়ের নাতিরা যেই মুখ চাওয়াচাওয়ি করল।”
● গঙ্গাযাত্রা

১৯) “বাড়ির কুমারী মেয়েরা শ‍্যামলী ধবলীকে নিয়েই _ ব্রত করে।”
● গোকাল ব্রত

২০) “যদিও সকলেই সত‍্যবতীকে _ আখ‍্যা দেয় এবং সত‍্যিই সত‍্যবতী _ বিশেষ আদরিণী”
● বাপ সোহাগী, রামকালীর

২১) “সত‍্যবতীও হাঁটায় কিছু কম _ নয়। বাপের সঙ্গে সমান‌ই এগোতে থাকে।”
● দড়

২২) “_ এই আচরণটা যেন ধাষ্টামোর চরম, ক্ষমার অযোগ‍্য।”
● জটার বৌয়ের

২৩) “_ রামকালীর শেষ কুড়োন্তি”
● নেড়ু

২৪) “_ একান্ত আপত্তি সত‍্যবতীর”
● হেরে যেতে

২৫) “চিলেকোঠার ছাদের ওপর সত‍্যবতীর খেলাঘর। প্রধান খেলুড়ি রামকালীর জ্ঞাতিখুড়োর মেয়ে _ “
● পুণ‍্যবতী

(৫)
২৬) “মোক্ষদার _ পিঠটার কতকাংশ ফোস্কাপড়ার মত লাল হয়ে উঠেছে”
● হত্তেলরঙা

২৭) “বদ‍্যি চাটুয‍্যের বাড়ির দুর্গোৎসবের _ একটা বিখ‍্যাত ব‍্যাপার”
● তিলের নাড়ু

২৮) “_ টি সম্পূর্ণ মোক্ষদার ডিটার্টমেন্ট”
● তিলের নাড়ু

২৯) “বছরে _ মণ বড়ি লাগে”
● বারো- চোদ্দ

৩০) “একাদশীর দিন _ কথাটা মনে আনাও পাপ”
● তেষ্টা

৩১) “ওর‌ই মধ‍্যে _ বড়িটা আবার আলাদা রাখতে হয়, মাঘ মাসে পাছে ভুলে খাওয়া হয়ে যায়”
● মুলোর

৩২) “_ এর সন্ধানে কুলুঙ্গীতে তুলে রাখা রঙিন ফুলকাটা ছোট ছোট ছোবা হাঁড়ির একটা পাড়লেন মোক্ষদা”
● রাইসরষের

৩৩) “_ ননদকে খুব ভয় করলেও, তবু ছোট ননদ”
● শিবজায়া

(৬)
৩৩) “_ হচ্ছে ধুতির সংক্ষিপ্ত সংস্করণ”
● খেঁটে

৩৪) “ছেলেটির চেহারায় আমি _ এর লক্ষণ দেখতে পাচ্ছি”
● শিরঃশূলী সান্নিপাতিক

৩৫) ” _ মশাই আমার মাতুলের সতীর্থ, পিতৃতুল‍্য”
● লক্ষ্মীকান্ত বাড়ুয‍্যে

৩৬) “রামকালী _  _ দীপশিখা, – কঠিনহৃদয় বিচারক অপরাধীর প্রতি মৃত‍্যুদন্ডাদেশ দিয়েও যেমন স্থির থাকে, তেমনি অচল অটল স্থির হয়ে দাঁড়িয়ে র‌ইলেন।”
● নিবাত নিষ্কম্প

৩৭) “_ রক্তবর্ণ দুটি চোখ মেলে বলে, না জ‍্যেঠামশাই, শুধু বড্ড শীত করচে”
● রাজু

(৭)
৩৮) “সত‍্য বিহীন খেলা ওদের কাছে _ দক্ষযজ্ঞের শামিল”
● শিবহীন

৩৯) “_ এর পর থেকে পাড়ার সমস্ত ছোট ছেলে মেয়েই তো সত‍্যর পায়ে বাঁধা পড়েছে।”
● পয়ার বাঁধা

৪০) “আমের যে একটা নেশা আছে। গিন্নিরা বলেন _ “
● আমের মদ

৪১) “বাঘা তেঁতুলের বাবা জাতীয় সেই আমগুলি পার করার জন‍্য সহায় হচ্ছে _”
● মুঠো মুঠো নুন

৪২) “_ ভেন্ন এ গেরামে ঘোড়াতেই বা চড়বে কে”
● কবরেজ জ‍্যাঠা

(৮)
৪৩) “ওদিকে _ লক্ষীকান্ত বাড়ুয‍্যে মাথায় হাত দিয়ে পাথরের পুতুলের মত বসে আছেন।”
● চন্ডীমন্ডপে

৪৪) “ওদিকে বড়ছেলে শ‍্যামাকান্ত‌ও বিশুষ্ক মুখে ঘাটের ধারে _ গিয়ে বসে আছে চুপচাপ”
● শিবতলায়

৪৫) “পটলীর মা _ ও মুখ লুকিয়েছে ভাঁড়ার ঘরের কোণে।”
● বেহুলা

৪৬) “_ যমরোগ নয় লক্ষীকান্ত।”
● হাঁপানিটা

(৯)
৪৭) “রামকালী চাটুয‍্যের বাড়ির দরজা কপাট তো আর পাড়ার পাঁচজনের মত আমকাঠের নয় যে ফাটা ফুটো থাকবে, মজবুত _ লোহার পাতমোড়া দরজা।”
● কাঁঠালকাঠের

৪৮) “আর এত বড় উঠোনটায় যেমন তেমন করে একটু আলপনা ঠেকাতেও _ চাল না ভিজোলে চলবে।”
● এক সের পাঁচ পো

৪৯) “সেই পাঁচ পো চাল‌ই ভিজিয়ে দিয়েছিলেন রামকালীর খুড়ি _”
● নন্দরাণী

৫০) “সংসারে যতকিছু নিয়মলক্ষণ নিতকিতের কাজের ভার _ আর _ এর ওপর”
● নন্দরাণী , কুঞ্জর বৌ

৫১) “এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে _”
● মোক্ষদা

৫২) “রামকালীর মুখের ওপর হক কথা শুনিয়ে দেবার ক্ষমতা একা _ রাখেন”
● মোক্ষদা

৫৩) “সতীনকে কাঁটা না ভেবে _ বলে ভাবা যায় না?”
● বোন

৫৪) “বড় বৌ নাকি ও বাড়ির _ কে বলেছে, অত ধন্দয় কাজ নেই, চাটুয‍্যেপুকুরে অনেক জায়গা আছে, তাতেই আমার ঠাঁই হবে।”
● সাবি পিসি

(১০)
৫৫) “_ বলে মানুষকে তাড়ানো যায়, চিন্তাকে তাড়ানো যায় না। তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে।”
● যাও

৫৬) “_ বিধবা নাতবৌ শঙ্করী।
● কাশীশ্বরীর

(১২)
৫৭) “_ আর _ কাটোয়া গিয়েছিল যজ্ঞির নিমন্ত্রণ করতে।”
● নাপিত বৌ আর রাখু

৫৮) “খুব সম্ভব বাটিটা জলে ডুবে গিয়েছিল, কিন্তু বাগদী বৌকে চোর অপবাদ দিয়ে ন ভূতো ন ভবিষ‍্যতি করেছিলেন _ আর _।”
● শিবজায়া, দীনতারিণী

৫৯) “_ ঘরে বাড়ির সব কটা ‘সোমত্ত’ মেয়ের শোবার ব‍্যবস্থা।”
● দীনতারিণীর

৬০) “এই বয়স্থা মেয়েদের মধ‍্যে _ বছরের সত‍্যবতীই সবচেয়ে বড়।”
● নয়

৬১) “সারদার ঘরে অবশ‍্য _ নেই।”
● ঘুলঘুলি

৬২) “_ থেকে মিস্ত্রী আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘরদালান বানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালীর নিজের স্পেশাল।”
● বর্ধমান

৬৩) “বহুবিধ কারুকার্য করা পালঙ্ক। ওর জন‍্যে _ ছুতোরদের ভাত যোগাতে হয়েছিল মাস _ ধরে।”
● চন্দননগরের, দেড়েক

৬৪) “_ তো আজকের নাটকের নাট‍্যকার।”
● মেজখুড়ি

৬৫) “তা এই ধরণের স্বভাব‌ই বটে _ এর, নিতান্ত দুঃখের সময়‌ও হাসির কথা বলে হেসে ফেলা।”
● সারদা

৬৬) “আগে মা _ র নামে দিব‍্যি কর, আমি বেঁচে থাকতে ছুটকিকে ছোঁবে না।”
● সিংহবাহিনী

(১৩)
৬৭) “যজ্ঞির জন‍্য _ ভাজা হচ্ছে।”
● ছানাবড়া

৬৮) “এ গ্রামে হালুইকর ঠাকুর এনে রাঁধানোর প্রথা প্রবর্তন করেন _ “। _ অঞ্চলে দেখেছিলেন এ প্রথা।
● রামকালীই , মুর্শিদাবাদ

৬৯) “শুধু মিষ্টির ভিয়েনে শেকড় গেড়ে বসে থাকবার ভারটা দিয়েছেন _ কে।
● বড়দা কুঞ্জকে।

৭০) “বলিস কি রে তুষ্টু, ওই _ মণ বৈ দ‌ই দিয়ে উঠতে পারছিস না! তাহলে আমার উপায় ?”
● পাঁচ

৭১) “_ মতো কান্ডজ্ঞানহীন গুরুজন সম্পর্কে সকলপ্রকার সমীহনীতি মেনে চলাও শক্ত”
● মোক্ষদার

৭২) “কাল সন্ধ‍্যায় ঘাটে যে নারীমূর্তিটি দেখেছিলেন রামকালী, সে মূর্তি তা হলে সারদার নয়, _ এর।”
● কাশীশ্বরীর নাত বৌয়ের

(১৪)
৭৩) “জীবনে যখন‌ই কোন সমস‍্যা সমাধানের জরুরি প্রয়োজন পড়ে, তখন রামকালী _ দরবারে এসে হাজির দেন।”
● বিদ‍্যারত্নের

৭৪) “একখানা গ্রাম পার হয়ে তবে _। বিদ‍্যারত্নের গ্রাম।”
● দেবীপুর

৭৫) “বিদ‍্যারত্ন বললেন, “তুমি ব্রাহ্মণ, _ তোমার জন‍্য নয়।”
● রজোগুণ

(১৫)
৭৬) “লেখাপড়ার ব‍্যাপারে বুদ্ধি না থাকলেও কূটতর্কের ব‍্যাপারে _ ওস্তাদ।”
● নেড়ু

৭৭) “সত‍্য ঝোঁকের মাথায় তার গোপন কথাটি প্রকাশ করে বসে, _ পাতার ঠুলি গড়ে, তার মধ‍্যে পুঁই মেটুলির রস গুলে কালির মতন করি।”
● বট

৭৮) “কাল থেকে _ এই সময় আমার কাছে পড়বে।”
● দুপুরবেলা

(১৬)
৭৯) “স‌ইয়ের বাড়িতে বসেছি কি না বসেছি রাখাল ছোঁড়া _ নিয়ে গিয়ে হাজির।”
● রণপা

(১৭)
৮০) “আমিও _ , বাচাল বৌকে কেমন করে ঢিট করতে হয় তা আমার জানা আছে।”
● এলোকেশী বামনী

৮১) “যেমন তেজী, তেমনি বিশ্বাসী, আর তেমনি জোরমন্ত ডাকাবুকো। একটা মদ্দজোয়ানের ধাক্কা ধরে _।”
● নাপিত বৌ

৮২) “নবকুমারের বয়স _ হলেও, মায়ের কাছে সে দুগ্ধপোষ‍্যের সমগোত্র।”
● আঠারো উনিশ

৮৩) “বৌ এল না বলে মনের দুঃখে নবু অমন _ টাই ভালো করে খেল না।”
● সরল পুঁটির টক

৮৪) “গাঁ সুদ্ধ সবাই তো ধিক্কার দেয় _ ভাগ‍্যকে।”
● সদুর

৮৫) “আসল নষ্টের গোঁড়া তো ওই _। কলকেতা থেকে ইংরিজি শিখে এসে গাঁয়ে এখন ইস্কুল খোলা হয়েছে বাবুর।” 
● ভবতোষ বিশ্বাসটা

৮৬) “মাতৃ সন্নিধানে নবকুমারের সর্বদাই _ ভূমিকা।”
● চোরের

(১৮)
৮৭) “আশ্বিনের আখের ক্ষেত রসে ভরভর, ছেলেগুলোর তাই দ্বিপ্রাহরিক খেলা _”
● আখ চুরি

৮৮) “উৎসাহী কোন এক ব‍্যক্তি ‘সাপের বিষ’ শোনামাত্র‌ই _ ছুটে গিয়ে ডেকে এনেছে বিন্দে ওঝাকে।”
● হাড়িপাড়ায়

৮৯) “বাইরের কোনো হুজুগে এ বাড়ির অন্তঃপুরিকাদের উঁকি দেবার অধিকার নেই, বাদে _ “
● মোক্ষদা

৯০) “_ এই শোচনীয় মৃত‍্যুটা বড় লেগেছে রামকালীর।”
● রঘুর

৯১) “মৃত‍্যুকে যে একটু শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধার লক্ষণ যে _ , এ বোধের কণামাত্র‌ও তো নেই এদের মধ‍্যে।”
● নীরবতা

৯২) “হাল ছেড়ে পালিয়ে যাওয়া _ কোষ্ঠীতে লেখা নেই”
● সত‍্যর

৯৩) ” _ শব্দটাই তো মেয়েদের কাছে ‘সাপখোপ বাঘ ভাল্লুক ভূত চোর’ সব কিছুর চাইতেও ভয়ের। সে ভয়কেও জয় করেছে সত‍্য কোন নির্ভয় মন্ত্রের জোরে?”
● শ্বশুরবাড়ি

৯৪) ” _ বলে হেয় করবেন, এমন সংস্কারাচ্ছন্ন রামকালী নন”
● ম্লেচ্ছ বিদ‍্যা

(১৯)
৯৫) “উঠোনে _ নীচে লক্ষ্মীকান্তের শেষ শয‍্যা বিছানো হয়েছে”
● তুলসীমঞ্চের

৯৬) “কিন্তু নিকট আত্মীয় না হয়েও একজন এ (লক্ষ্মীকান্ত) মৃত‍্যুতে দুঃখের সাগরে ভাসে, সে হচ্ছে _ “
● সারদা

৯৭) “শ্রাদ্ধ উপলক্ষে নতুন কুটুম্বকে নিমন্ত্রণ জানিয়েছে বাড়ুয‍্যের ছেলেরা আর _ অবধি থাকার আবেদন জানিয়ে রাসুকে নিতে লোক পাঠিয়েছে।”
● নিয়মভঙ্গ

৯৮) “এলোকেশী আজ বদ্ধপরিকর, সাতগুছির বাঁধনে বেঁধে _ করে দেবেন বৌকে।”
● কল্কাখোঁপা

৯৯) “মা হয় বৌকে _ ঘাটে পাঠাবে, নয় জন্মের শোধ বাপের বাড়ি বিদেয় করে দেবে।”
● মড়িপোড়ার ঘাটে

(২১)
১০০) ” _ ঘাটে এসেছিলেন রামকালী। রোগী দেখতে নয়, যোগে গঙ্গাস্নান করতে।”
● ত্রিবেণীর

১০১) “ঘাটে নেমেই প্রথম যার সঙ্গে চোখাচোখি হল রামকালীর, সে হচ্ছে _ “
● রানার গোকুল দাস

১০২) “ভুবনেশ্বরীর একমাত্র অন্তরের সুহৃদ অসমবয়সী এবং অসমসম্পর্ক হলেও ভাসুরপো বৌ _ “
● সারদা

১০৩) “নিতাই এগিয়ে এসে বলে, “আজ্ঞে আমি ভাগিনেয়, শ্রীযুক্ত _ আমার মাতুল।”
● কৃষ্ণধন দত্ত

(২২)
১০৪) ” _ এ প্রস্তাব তোলামাত্র‌ই নীলাম্বর অমায়িক হাস‍্যে বলেছেন, “বিলক্ষণ, এ তো অতি উত্তম কথা”
● মেয়ে নিতে এসেছেন

১০৫) “রামকালী বলেছিলেন, “পঞ্জিকা আমি দেখেই এসেছি। আগামীকাল _ । বার‌ও ভাল। কাল‌ই নিয়ে যাব।”
● সর্বশুদ্ধা ত্রয়োদশী

১০৬) “পুণ‍্যির বিয়ে _ , তাই তোমাকে নিয়ে যাবার সংকল্প করে এসেছি।”
● ষোল‌ই বোশেখ

(২৩)
১০৭) “সত‍্যর _ কথা জানতে আর বাকি থাকে না কারো এ তল্লাটে।”
● বেহায়াপনার

১০৮) “সত‍্যর জীবনে কি সেই _ টা দেখা দিয়েছিল আনন্দের মূর্তি নিয়ে ?”
● বৈশাখের মাঝামাঝিটা

১০৯) “পুণ‍্যির বিয়েতে যাওয়া হয়নি তার। ঠিক সেইসময় এলোকেশী _ পড়ে মরতে বসেছিলেন।”
● রক্ত আমাশায়

(২৪)
১১০) “বৌকে তো সে চেনে। ভাল মেজাজ আছে তো _ , মেজাজ বিগড়ে গেল তো _ ।”
● গঙ্গাজল, আগুনের খাপরা

১১১) “সকালবেলা জল মুখে দেবার আগে _ সত‍্যর নিত‍্য কর্ম পদ্ধতির একটা অঙ্গ।”
●শ্বশুর শাশুড়ির পদবন্দনা

১১২) “অনেক গুণ আছে বৌয়ের, কিন্তু ওই এক মহৎ দোষ _”
● জেদ

(২৫)
১১৩) ” _ _ এই বলে বুক চাপড়াতে উদ‍্যত হয়েছিল, “ওগো এ সর্বনাশ যে আমিই ডেকে আনলাম।”
● বোকা তরু

১১৪) পক্ষাঘাত _ রোগ, দীনতারিণীর তা অজানা নয়।”
● পাতক

১১৫) “দিন _ পরেই মারা গেলেন দীনতারিণী।”
● তিনেক

১১৬) “_ বছর পরে এই প্রথম বপের বাড়ি যাওয়া”
● সাড়ে তিন

১১৭) “অনেকের মধ‍্যে একজন হলেও _ পোস্টটা বাড়ির গিন্নির ছিল বৈকি।”
● দীনতারিণীর

১১৮) “তোমার বাবাকে – ইয়ে শ্বশুরঠাকুরকে দেখলে আমার এমনি _ কথা মনে আসে।”
● বটবৃক্ষের

১১৯) “পাগল ! ঘটে লজ্জা নেই বুঝি ? _ বস্তুটা শ্বশুরবাড়িতেই ভালো লাগে বুঝলে?”
● বর
১২০) “আমি তো সামনের _ চলে যাবো”
● বুধবারে

১২১) “এক নতুন চক্রের চক্রান্তে পড়ে অন‍্য আর এক রাজ‍্যের প্রজা হয়ে গেছে _ ।
সে রাজ‍্য _ রাজ‍্য, সে চক্রান্ত বিধাতার চক্রের।”
● সত‍্য, প্রমীলা

(২৬)
১২২) “আবার _ কে যেতে হল শ্বশুরবাড়ি, কেঁদে কেঁদে চোখ ফোলানো ম্রিয়মাণ সত‍্যকে নিয়ে”
● রাসুকে

১২৩) কোনোখানে কিছু নেই, _ নামক নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, যেমন করে একদিন রামকালী হারিয়ে গিয়েছিলেন।”
● নেড়ু

১২৪) “ঘন্টাকয়েকের _ ভুবনেশ্বরী মারা গেল”
● ভেদবমিতে

১২৫) “মুহূর্তের জন‍্য রোগিণীর ভিতরকার সেই আকুলতার জয় হল। ঠোঁটটা নড়ে উঠল। উচ্চারিত হল _ ।
● ছিঃ

(২৭)
১২৬) ” _ পটলীর কোষ্ঠী দেখে তার পতিগৃহে যাত্রা সম্পর্কে বিধিনিষেধ আরোপ করেছিলেন।”
● জ‍্যোতিষার্ণব

১২৭) “একঘাট করতে যে যেখানে জ্ঞাতিগোত্র ছিল সবাই এসে জড়ো হল, বাকি ছিল শুধু _ , যে নাকি সর্বপ্রধানের প্রধান।”
● পটলী

১২৮) “আঠারো বছরে পদার্পণ করেছে পটলী। কুঞ্জগৃহিণী _ ব‍্যস্ত হয়ে উঠেছেন নতুন বৌকে আনতে।”
● অভয়া

১২৯) “সংসারে _ শূন‍্যস্থানটা কেমন করে কে জানে আস্তে আস্তে _ দখলে এসে গেছে।”
● ভুবনেশ্বরীর, সারদা

১৩০) “মোক্ষদা _ নীতিতেই সেই চির অস্পৃশ‍্যার জলস্পর্শ করেন”
● হাতি হাবড়ে পড়ার নীতিতে

১৩১) “সমগ্র সংসারটা অনেকটা বেলা পর্যন্ত _ হাতেই থাকে। সঙ্গে থাকেন অবশ‍্য শিবজায়া।
● সারদা

১৩২) “বৌয়ের এই প্রতাপ, এই দপদপা আর সহ‍্য করতে পারছেন না _”
● অভয়া

১৩৩) “অতি বড় সুন্দরী না পায় বর, শাস্তরের এই কথাটা নতুন করে প্রেমাণ করছিস _ তুই”
● পটলী

১৩৪) “বড় ছেলে বনু বা বনবিহারী তো ছোটকাকা _ প্রাণপুতুল ছিল।”
● নেড়ুর

১৩৫) “একটা _ দিলেই রাসুর শ্বশুরের ষোলকলা দেওয়া হত!”
● ঢেঁকি

১৩৬) ” _ যদি তখন আমার ঘর না ভাঙতেন, তা হলে বরং আজ ওনার ভাঙা ঘর ভরত”
● খুড়োঠাকুর

(২৮)
১৩৭) “বিহিত করতে ভাজকে নিয়ে এজলাসে এসে আসামীকে তলব করলেন _ “
● শশীতারা

১৩৮) “ওই _ দিক থেকে রাসুর মন একেবারে ঘুরিয়ে দিতে পারি, এমন ওষুধ আমার জানা আছে বৌ”
● কালনাগিনীর

১৩৯) “আজ মনে হচ্ছে রামকালী সম্পূর্ণ বিচার করেনি _ ওপর।”
● স্ত্রীর

১৪০) “মৃত‍্যুর মহিমায় _ যেন অনেক বড় হয়ে উঠেছে।”
● ভুবনেশ্বরী

(২৯)
১৪১) “_ ব‍্যবস্থাপনায় পেটে পচা পুকুরের শ‍্যাওলার প্রলেপ দেওয়া হচ্ছিল”
● নুটু স‍্যাকরার মার

১৪২) “এলোকেশী _ বসে কাঁদছেন।”
● ঢেঁকিঘরে

১৪৩) “গোপনে _ কারবার করে থাকেন এলোকেশী”
● সুদী

১৪৪) “আসলে এলোকেশী এ বিশ্বাস রাখেন না বৌয়ের বাপ _ “
● ধন্বন্তরী

১৪৫) “নাপিত খুড়িকে আমি রাহাখরচ বলে আমার _ দিয়েছি।”
● মলজোড়াটা

(৩০)
১৪৬) “বাড়ুয‍্যের _ _ বৌয়ের গুণপনা জানতে কার‌ও বাকি ছিল না, শুধু ভেবে পেত না বৌকে ওরা এখন‌ও ঘরে ঠাঁই কেন দিচ্ছে!”
● লক্ষ্মীছাড়া, রণচন্ডী

১৪৭) “ঘাটের পথে নিতাইয়ের হাতে _ খুলে দিয়ে বলেছে সত‍্য, “আমার যেমন স্বামী তোমার‌ও তেমন বন্ধু। সেই বুঝে কাজ করবে।”
● গলার হার

(৩১)
১৪৮) “নেহাত বাড়িটা ভবতোষের একবন্ধুর বাড়ি বলেই _ টাকায় পাওয়া যাচ্ছে।”
● আট

১৪৯) “নবকুমার তো তেমন মাইনেও পাচ্ছে _ টাকা!”
● আটান্ন

১৫০) “_ একটা সাঙ্কেতিক শব্দ। মূল অর্থ জলখাবারের ব‍্যবস্থা করা।”
● হাত মুখ ধোওয়াটা

১৫১) “একাল সেকাল সবাইয়ের বাংলা _ চলল, বেশি বিদ‍্যান হল তো _ “
● সমস্ক্রিত, ফার্সি

১৫২) “তুষ্টু গয়ালা _ হয়ে বিছানায় পড়ে, তুষ্টুর বৌ কেঁদে কেঁদে লোকের দোর দোর ঘুরছে”
● পক্ষাঘাত

১৫৩) ” _ না থাকলে বাপের বাড়ি এসে সুখ নেই। নিংশ্বাস ফেলে ভাবল সত‍্য।”
● মা

১৫৪) “_ যে রামকালী ভালোবেসেছেন ওইটাই পরম তৃপ্তি”
● নবকুমারকে

(৩২)
১৫৫) “আপিসের ভাত যে কী বস্তু জানেন না তো। দেখে এসেছিলাম সেবার _ আমার পিসতুতো ভায়ের বাড়ি গিয়ে।”
● কালীঘাটে

১৫৬) “আপিসের ভাতকে ভয় করে না সত‍্যর, ভয় করে না ‘একা হাত’কে। সত‍্যর ভয় _ “
● অপরিচয়ের ভয়

১৫৭) “নীলাম্বর নাম দিয়েছিলেন _ , সেই থেকে তুড়ু”
● তুড়ুক সোয়ার

১৫৮) “কাল _ মাধ‍্যমে কয়লার উনুন জ্বালার পদ্ধতিটাও শিখিয়ে দিয়ে গেছেন সত‍্যকে”
● নবকুমারের

১৫৯) “উঠোন বলতে সত‍্যর পরিচিত জিনিস নয়। শান বাঁধানো চারচৌকো খানিকটা জায়গা মাত্র। পাড়াগাঁয়ে একে _ বলে।”
● চাতাল

(৩৩)
১৬০) “_ এ বাসা ঝি পঞ্চুর মা ই জোগাড় করে দিয়েছে।”
● মুক্তারাম স্ট্রীটের

১৬১) “কলিকালে পয়সাই মোক্ষ। ন‌ইলে _ নম্বর বাসার চক্কোত্তিগিন্নি অমন করে দত্ত গিন্নির পায়ে তেল দেয়?”
● এগারো

১৬২) “_ মানুষটা ভাল। লাগানে ভাঙানে নয়। আর বোধ করি সত‍্যর এই তেজস্বিতাকে সে সমীহ‌ই করে।”
● পঞ্চুর মা

১৬৩) “যদি বা _ টাকায় এমন মনের মত বাসাটি পাওয়া গেল, তার সঙ্গে জুটল _ কামড়”
● পাঁচ, পিঁপড়ের

১৬৪) “বামুনের মেয়ে _ আর _ মস্ত আভরণ!”
● শাঁখা, লালপাড় শাড়ি

১৬৫) “_ থালা সামনে নিয়ে ক্রন্দনরত ছেলেটাকে কোলে চেপে ধরে বসেছিল মোক্ষদা _ এর মত চেহারাখানি নিয়ে”
● মুখদেখানি, কালো মোষ

১৬৬) “সত‍্য গুণে ফেলল চকমিলানো দালানের চার কোণায় চারটে , আর মাঝামাঝি একটা করে সবসুদ্ধ _ ঝাড়”
● আটটা

১৬৭) “সেই পালঙ্কের উপর চারিদিকে গির্দে তাকিয়া সাজিয়ে _ মতো বিপুল বপুখানি নিয়ে বসে আছেন দত্তবাড়ির বড়গিন্নি”
● শ্বেত হস্তীর

১৬৮) ” _ নামক জিনিসটা যে নিজে থেকে দেওয়া যায় এ হেন অভিনব কথা সত‍্য জীবনে এই প্রথম শুনল।”
● পায়ের ধুলো

১৬৯) “সুরের জন‍্য যত না হোক _ জন‍্য‌ই মানদা ঢপি বিখ‍্যাত”
● গলার

১৭০) “ছেলেবেলায় _ সঙ্গে কখনো কখনো হরিসভায় কেত্তনগান শুনতে যেত, সে অন‍্যরকম।”
● সেজঠাকুর্দার

১৭১) “আর একটা উৎসব ছিল বিশেষ আকর্ষণীয়। সেটা হচ্ছে _ “
● আটকৌড়ে

১৭২) “দত্তগিন্নীর ছোট যা _ বত্ত সারল, তিন চারশ লোক খেল”
● অনন্ত চতুর্দশী

১৭৩) “_ তো সেদিন লুকিয়ে গরম মাছভাজা খেতে গিয়ে জিভে কাঁটা ফুটিয়ে হাতে নাতে ধরা পড়ল।”
● ঘেঁচার মা

(৩৪)
১৭৪) “আপিসের বন্ধু রামরতনবাবু তার পরিবারকে নিয়ে নাকি থিয়েটার দেখতে গেছল, _ পালা”
● নিমাই সন্ন‍্যাস

(৩৫)
১৭৪) “_ এসেছিল পানসাজুনি বামুনদিদি। আর সে দর্শন তার মিলেছিল।”
● দেবীদর্শন

১৭৫) “_ শব্দটা শুনেই শঙ্করী সহসা দুহাত জোড় করে কপাল ঠেকায়”
● বাবা

(৩৬)
১৭৬) “_ _ _ এ তিনটি মাসে পোষা বিড়ালটাকেও বিদেয় দিতে নেই মা, দিলে গেরস্তের অকল‍্যাণ”
● চৈৎ, পোষ, ভাদ্দর

(৩৭)
১৭৭) “_ হয়েই ছোঁড়াগুলো সাপের পাঁচ পা দেখছে, লজ্জাশরমের মাথা খেয়ে বৌ নিয়ে বাসায় যাচ্ছে।”
● রেলের চাকরি

১৭৮) ” _ ধরেছে আজকাল নিতাই আর নবকুমার ফি রবিবার”
● মাছধরা

১৭৯) “_ শুনেই ভাবিনীর মাথায় বজ্রাঘাত হয়।”
● রুটি

(৩৮)
১৮০) “_ করা তো সত‍্য বামনীর জন্মগত পেশা গো।”
● মাস্টারি

১৮১) “আমার মেয়ে যে _ হবার জন‍্যে জন্মায় নি, সে আমি তার শৈশবকালেই বুঝেছি”
● ঝাঁকের কৈ

১৮২) “নাতির ফার্স্ট হ‌ওয়া _ কথা, কিন্তু নতুন কথা নয় দিদি, নাতনীর ফার্স্ট হ‌ওয়াটাই নতুন কথা”
● আহ্লাদের

(৩৯)
১৮৩) “সারদা যেন স্বামীর সঙ্গে রেষারেষি করে ছেলেকে _ করে তুলতে বদ্ধ পরিকর।”
● বাবু

১৮৪) “দুর্গোৎসবের সমস্ত ভার _ একা মাথায় তুলে নিতে ভয় পায় না, দিয়েও নিশ্চিন্ত হন রামকালী।”
● সারদা

১৮৫) “সারাজ