SET – 2023


১) তিন ‘স’-কারের স্থানে সাধারণত একটি ধ্বনির ব‍্যবহার ভারতীয় আর্যভাষার যে স্তরের বৈশিষ্ঠ‍্য –
A. প্রাচীন ভারতীয় আর্য
B. মধ‍্য ভারতীয় আর্য
C. নব‍্য ভারতীয় আর্য
D. প্রত্ন নব‍্য ভারতীয় আর্য
★ সঠিক উত্তর – A


২) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন‍্যাসের উৎসর্গপত্রে যে সম্বোধন ও নাম ছিল –
A. শ্রীমান প্রমথনাথ চৌধুরী
B. স্নেহভাজন প্রমথ চৌধুরী
C. শ্রী প্রমথ চৌধুরী
D. শ্রীযুক্ত প্রমথ চৌধুরী
★ সঠিক উত্তর – A


৩) “ন হি রসাদৃতে কশ্চিদপ‍্যর্থ: প্রবর্ততে” বলেছেন –
A. আচার্য ভামহ
B. আচার্য ভরত
C. আচার্য কুন্তক
D. আচার্য মন্মট
★ সঠিক উত্তর – B


৪) সংযোজক অব‍্যয় হিসাবে ‘ও’ এর ব‍্যবহার বাংলা ভাষার যে স্তরের বৈশিষ্ঠ‍্য –
A. প্রাচীন
B. আদি মধ‍্য
C. অন্ত‍্য মধ‍্য
D. আধুনিক
★ সঠিক উত্তর – D


৫) অভিশ্রুতি বাংলা ভাষার যে স্তরের বৈশিষ্ঠ‍্য –
A. প্রাচীন
B. আদি মধ‍্য
C. অন্ত‍্য মধ‍্য
D. আধুনিক
★ সঠিক উত্তর – D


৬) নীচের দশাগুলির মধ‍্যে যেটি পূর্বরাগের অন্তর্গত নয় সেটি হল –
A. লালসা
B. উদ্বেগ
C. জাগর্যা
D. মলিনাঙ্গতা
★ সঠিক উত্তর – D


৭) ‘চতুরঙ্গ’ উপন‍্যাসে অধ‍্যাপক উইলকিনস কৃত বেড়ালের অর্থবোধক শব্দবন্ধ
A. a quadruped of sly species
B. a quadruped of stealthy species
C. a quadruped of feline species
D. a quadruped of slinky species
★ সঠিক উত্তর – C


৮) ভারতীয় আর্যভাষার যে রূপে স্বরাঘাতের স্থান পরিবর্তনে অর্থের পরিবর্তন হত –
A. বৈদিক
B. প্রাকৃত
C. সংস্কৃত
D. প্রত্ন নব‍্য ভারতীয় আর্য
★ সঠিক উত্তর – A


৯) তাৎমা পুরুষদের রোজগার কিছু অনিশ্চিত হয়ে আসে যে সময়ে তা হল –
A. চৈত্র বৈশাখ মাসে
B. আষাঢ় শ্রাবণ মাসে
C. ভাদ্র আশ্বিন মাসে
D. কার্তিক অঘ্রান মাসে
★ সঠিক উত্তর – D


১০) “চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুলার লাগিয়ে একদৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন” দেখে ‘পদিপিসির বর্মীবাক্স’ গল্পের কথকের যা অবস্থা হল –
A. চক্ষু চড়কগাছ
B. টনসিল ফুলে কলাগাছ
C. চোখ ইজ জ্বলজ্বলিং
D.
★ সঠিক উত্তর – B


১১) রসসূত্রের ব‍্যাখ‍্যায় ভট্টনায়কের মতবাদ –
A. উৎপত্তিবাদ
B. অনুমিতিবাদ
C. ভূক্তিবাদ
D. অভিব‍্যক্তিবাদ
★ সঠিক উত্তর – C


১২) ল-কার ও ম – কার যে ধরণের ধ্বনি –
A. তালব‍্য
B. উষ্ম
C. অর্ধব‍্যঞ্জন
D. তাড়িত
★ সঠিক উত্তর – C


১৩) নদিয়া অঞ্চলের কথ‍্যভাষা যে উপভাষার অন্তর্গত –
A. রাঢ়ি
B. বরেন্দ্রি
C. ঝাড়খন্ডি
D. বঙ্গালি
★ সঠিক উত্তর – A


১৪) “রীতিরাত্মা কাব‍্যস‍্য” যিনি বলেছেন তিনি –
A. ভামহ
B. বামন
C. দন্ডী
D. কুন্তক
★ সঠিক উত্তর – D


১৫) “মূর্খ যারা তারাই প্রশ্ন জিজ্ঞাসা করে” ‘অচলায়তন নাটকের এই কথা বলেছিলেন –
A. বিশ্বম্ভর
B. সঞ্জীব
C. জয়োত্তম
D. শিলভদ্র
★ সঠিক উত্তর –


১৬) “_ বিলাত যাত্রীর চিঠির মধ‍্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে…”
– শূন‍্যস্থানে যে পত্রিকার নাম বসবে সেটি হল –
A. ভারতবর্ষ
B. যমুনা
C. বঙ্গবাসী
D. বিচিত্রা
★ সঠিক উত্তর –


১৭) “সে নাই কেশবানন্দ, আমি তাকে হত‍্যা করেছি” – এই কথাটির বক্তা মাধবানন্দ যাকে হত‍্যা করেছিলেন –
A. গোপালানন্দ
B. গোকুলানন্দ
C. শ‍্যামানন্দ
D. যাদবানন্দ
★ সঠিক উত্তর – A


১৮) “হৈমন্তীকে তার বাবা আদর করে যে নামে ডাকতেন সেটি হল –
A. শিশির
B. বুড়ি
C. মালা
D. রানি
★ সঠিক উত্তর – B


১৯) ‘সরস্বতীকন্ঠাভরণ’ গ্রন্থের লেখক –
A. মন্মট
B. ভোজরাজ
C. ক্ষেমেন্দ্র
D. রাজশেখর
★ সঠিক উত্তর – B


২০) বাংলার যে উপভাষায় নাসিক‍্য ব‍্যঞ্জনধ্বনির লোপ হয় না –
A. রাঢ়ি
B. বঙ্গালি
C. ঝাড়খন্ডি
D. বরেন্দ্রি
★ সঠিক উত্তর – B


২১) “দীঘির পাড়ের _ শাকের ব‍্যঞ্জন”, বিষ্ণু দে-র ‘প্রাকৃত কবিতা’র এই পঙক্তির শূন‍্যস্থানে যে শব্দ হবে –
A. নালিতা
B. সজনে
C. সরিষা
D. শুষনি
★ সঠিক উত্তর – A


২২) ‘সংবর্ত’ কবিতায় ব‍্যবহৃত ‘অবস্কর’ শব্দটির অর্থ হল –
A. মৃতদেহ
B. জঞ্জাল
C. ঘাস
D. ছিন্ন পাতা
★ সঠিক উত্তর – B


২৩) “সেই বলে রচিলুঁ পুস্তক পদ্মাবতী” – যে বলের কথা এখানে বলা হয়েছে –
A. কবির বিদ‍্যাবল
B. পৃষ্ঠপোষক মাগন ঠাকুরের স্নেহবল
C. পৃষ্ঠপোষক মাগন ঠাকুরের ভাগ‍্য যশ কীর্তির সহায়তা
D. কবির প্রতি ঈশ্বরের আনুকূল‍্য
★ সঠিক উত্তর – C


২৪) ‘-ইব’ যোগে ভবিষ‍্যৎ কালের ক্রিয়ারূপ বাংলা ভাষার যে স্তরে শুরু হয় –
A. প্রাচীন
B. আদি মধ‍্য
C. অন্তমধ‍্য
D. আধুনিক
★ সঠিক উত্তর – A


২৫) “এ যে তোমার তরবারি / জ্বলে ওঠে আগুন যেন, বজ্রসম ভারি” – অর্থালঙ্কারটি হল –
A. উপমা
B. উৎপ্রেক্ষা
C. রূপক
D. নিশ্চয়
★ সঠিক উত্তর – B


২৬) ‘অপহ্নতি’ অলঙ্কারের ক্ষেত্রে যা করা হয় তা হল –
A. উপমেয়কে নিষেধ বা অস্বীকার করা
B. উপমানকে নিষেধ বা অস্বীকার করা
C. উপমেয় বা উপমানের অভেদত্ব স্বীকার করা
D. উপমেয় ও উপমানের পার্থক‍্য স্বীকার করা
★ সঠিক উত্তর – A


২৭) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকের তিনটি ভাগকে নাটককার বলেছেন –
A. দৃশ‍্য
B. প্রবাহ
C. তরঙ্গ
D. গর্ভাঙ্ক
★ সঠিক উত্তর – A


২৮) রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ইংরেজি জীবনী লিখেছেন –
A. শিবনাথ শাস্ত্রী
B. প‍্যারীচাঁদ মিত্র
C. রাজনারায়ণ বসু
D. কিশোরীমোহন মিত্র
★ সঠিক উত্তর – D


২৯) “একদম মিথ‍্যে। ভুলে যাও তুমি তোমার ব‍্যথার কথা” নবান্ন নাটকে এই সংলাপ বলেন যিনি –
A. প্রধান সমাদ্দার
B. হারু দত্ত
C. নির্মলবাবু
D. ডাক্তারবাবু
★ সঠিক উত্তর – D


৩০) “যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও
তুচ্ছ বলে যা চাইনি তাই মোরে দাও”
– এই পঙক্তিতে যে ছন্দোবন্ধের প্রয়োগ করা হয়েছে, তা হল
A. মহাপয়ার
B. প্রবাহমান পয়ার
C. পয়ার
D. ত্রিপদী
★ সঠিক উত্তর – C


৩১) “অনয়ারাধিতো নূনং ভগবান হরিরীশ্বরঃ।
যন্নো বিহার গোবিন্দঃ প্রীতো যামনয়দ্রহঃ॥”
– ‘শ্রী শ্রী চৈতন‍্যচরিতামৃত’ গ্রন্থে এই শ্লোকটি যেখান থেকে গৃহীত হয়েছে –
A. গীতগোবিন্দ
B. বিষ্ণুপুরাণ
C. শ্রীমদ্ভাগবত
D. উজ্জ্বলনীলমণি
★ সঠিক উত্তর – A


৩২) “গদ‍্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অনতি পরেই দুজন…মৌলিক লেখকের পাক্ষাৎ পাই আমরা”, ‘রবীন্দ্রনাথ ও উত্তরসাধক’ প্রবন্ধে যে দুজন লেখকের কথা বলা হয়েছে –
A. অমিয় চক্রবর্তী ও সজনীকান্ত দাস
B. প্রমথ চৌধুরী ও সৈয়দ মুজতবা আলী
C. প্রমথ চৌধুরী ও অন্নদাশঙ্কর রায়
D. প্রমথ চৌধুরী ও অবনীন্দ্রনাথ ঠাকুর
★ সঠিক উত্তর – D


৩৩) “দীননাথের বুক বেদনায় টনটন করিয়া উঠে” – তার কারণ
A. অনন্তর মায়ের মৃত‍্যুতে
B. রামকেশবের একমাত্র ছেলে পাগল হয়ে গেছে
C. সুবলের আকস্মিক মৃত‍্যু ঘটেছে
D. বাসন্তীর মতিগতি খারাপ হয়ে গেছে
★ সঠিক উত্তর – B


৩৪) আরা স্টেশন থেকে ছোট বাঘিয়ার দূরত্ব –
A. ছয় ক্রোশ
B. আট ক্রোশ
C. দশ ক্রোশ
D. বারো ক্রোশ
★ সঠিক উত্তর – B


৩৫) বিজয়নগরের রাজগুরু হলেন –
A. আর্য কূর্মদেব
B. আর্য বামদেব
C. আর্য দামোদর স্বামী
D. হরিআপ্পা কৃষ্ণমূর্তি
★ সঠিক উত্তর – A


৩৬) ‘সুন্দরম’ গল্পে সুকুমার পাঠ‍্যপুস্তক ছাড়া শুধু পড়েছে –
A. বাৎস‍্যায়নের টীকা
B. ধর্মশাস্ত্রের ভাষ‍্য
C. গীতার অনুবাদ
D. যোগশাস্ত্রের দীপিকা
★ সঠিক উত্তর – D


৩৭) ‘নিম অন্নপূর্ণা’ গল্পে মেয়েদের যে খেলা ব্রজর “সকল কিছুকে অপহরণ” করে –
A. পুতুল খেলা
B. খাওয়া খাওয়া খেলা
C. জল চিবিয়ে খাওয়া
D. মেঘ মেঘ খেলা
★ সঠিক উত্তর – B


৩৮) বৃষ্টিতে মাটি কাটা বন্ধ না হলে নিবারণ কাজ করে যা মজুরি পেত, তা হল –
A. তিন টাকা আট আনা
B. সাড়ে চার টাকা নগদ
C. সাড়ে সাত টাকা নগদ
D. আট টাকা বারো আনা
★ সঠিক উত্তর – B


৩৯) নির্ভয়ে প্রিয়ার নিকট মিথ‍্যাবাক‍্যবিন‍্যাস করতে পারেন যে নায়ক –
A. অনুকূল
B. দক্ষিণ
C. শঠ
D. ধৃষ্ট
★ সঠিক উত্তর – D


৪০) স্বকীয়া নায়িকাদের সম্ভবপর অবস্থা –
A. অভিসারিকা
B. খন্ডিতা
C. বিপ্রলব্ধা
D. প্রোষিতভর্তৃকা
★ সঠিক উত্তর – A


৪১) “কী কী কেড়ে নিতে পারবে না” তার একটি ‘তালিকা’ পাওয়া যায় অমিয় চক্রবর্তীর ‘বড়ো বাবুর কাছে নিবেদন’ কবিতায়। নিম্নলিখিত যে প্রসঙ্গটি সেই তালিকায় নেই –
A. কুয়োর ঠান্ডা জল
B. গ্রীষ্মের দুপুরে বৃষ্টি
C. স্নিগ্ধ ছায়াভরা গ্রাম
D. গানের কান
★ সঠিক উত্তর – C


৪২) একটি দেশি আগন্তুক শব্দের উদাহরণ হল –
A. খরচ
B. কেচ্ছা
C. ঝোল
D. কুলি
★ সঠিক উত্তর – C


৪৩) ‘গুদাম’ শব্দটি যে ভাষা থেকে বাংলা শব্দভান্ডারে যুক্ত হয়েছে –
A. ফারসি
B. ফরাসি
C. পোর্তুগিজ
D. তুর্কি
★ সঠিক উত্তর – C


৪৪) ” _ মতো জ্বলজ্বল করতে থাকল মিছিলের সেই মুখ”
A. আগুনের শিখার
B. নিষ্কোষিত তরবারির
C. ফসফরাসের
D. ভিসুভিয়াসের
★ সঠিক উত্তর – C


৪৫) ‘প্রথম পার্থ’ কাব‍্যনাট‍্যে দ্রৌপদী চলে যাবার আগে কর্ণ তাঁকে বলেন –
A. দ্রৌপদী, তুমি সুখী হ‌ও
B. পান্ডবপত্নী, বিজয়িনী হ‌ও
C. মনোবাঞ্ছা পূর্ণ হোক পাঞ্চালী
D. জয়ী হ‌ও দ্রুপদকন‍্যা
★ সঠিক উত্তর – B


৪৬) “ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন বাঁচন পদ্ধতি” – ‘চাঁদ বণিকের পালা’ নাটকে যিনি একথা বলেছিলেন –
A. চাঁদ
B. শিবদাস
C. বল্লভাচার্য
D. বনমালী
★ সঠিক উত্তর – D


৪৭) ‘বাকি ইতিহাস’ নাটকে শরদিন্দুর বলা গল্পে সীতানাথের বন্ধুর নাম ছিল –
A. নিখিল
B. বিজয়
C. বাসুদেব
D. উপরের কোনোটাই নয়
★ সঠিক উত্তর – B


৪৮) ‘ব‌ইপড়া’ প্রবন্ধে প্রমথ চৌধুরী যাঁকে “ন‍্যায়দর্শনের সর্বশ্রেষ্ঠ ভাষ‍্যকার” বলেছেন, তিনি হলেন –
A. জয়ন্ত ভট্ট
B. বাসুদেব সার্বভৌম
C. বাৎসায়ন
D. বিশ্বনাথ আচার্য
★ সঠিক উত্তর – C


৪৯) ‘অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা’ প্রবন্ধে বুদ্ধদেব বসুর যে কাব‍্যগ্রন্থটির উল্লেখ করেছিলেন আইয়ুব –
A. যে আঁধার আলোর অধিক
B. শীতের প্রার্থনা বসন্তের উত্তর
C. বন্দীর বন্দনা
D. দ্রৌপদীর শাড়ি
★ সঠিক উত্তর – A


৫০) “We have seen mere happenings but not the deeper truth which is measureless joy” – অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দৃষ্টি ও সৃষ্টি’ প্রবন্ধে উল্লিখিত এই বাক‍্যটি যার লেখা –
A. লিও টলস্টয়
B. রোমা রোঁল‍্যা
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. রবি বর্মা
★ সঠিক উত্তর – C


৫১) ‘অপ্রস্তুত প্রশংসা’ যে প্রকৃতির অলঙ্কার –
A. গূঢ়ার্থ প্রতীতিমূলক
B. সাদৃশ‍্যমূলক
C. বিরোধমূলক
D. ন‍্যায়মূলক
★ সঠিক উত্তর – A


৫২) “তনু দেহখানি ঘেরিয়াছে / ডুরে শাড়ি” – এই কাব‍্যনিদর্শনে যে অলঙ্কার রয়েছে সেটি হল –
A. সমাসোক্তি
B. শ্লেষ
C. যমক
D. পুনরুক্ত বদাভাস
★ সঠিক উত্তর – D


৫৩) “চকোরে চুমিয়া চন্দ্রিকা ঝরে” পঙক্তিতে যে দুটি অলঙ্কার আছে সেগুলি হল –
A. অনুপ্রাস, রূপক
B. অনুপ্রাস, সমাসোক্তি
C. অনুপ্রাস, উপমা
D. অনুপ্রাস, নিশ্চয়
★ সঠিক উত্তর – B


৫৪) “সুমিত্রার রূপ দেখে বিরস বদন” – সুমিত্রার রূপ দেখে যার বা যাদের বিরস বদন হয়েছিল –
A. কৌশল‍্যা
B. কেকয়ী
C. কৌশল‍্যা ও কেকয়ী
D. কেকয়ী ও মন্থরা
★ সঠিক উত্তর – D


৫৫) কাশীরাম দাসের ‘মহাভারত এর ‘বিরাট পর্ব’এ বিরাট পুত্র উত্তরের কাছে অর্জুন নিজের যে দশটি নাম বলেছিলেন তার মধ‍্যে যেটা নেই –
A. কিরীটী
B. শ্বেতবাহন
C. পার্থ
D. কৃষ্ণ
★ সঠিক উত্তর – C


৫৬) ‘মহুয়া’ পালায় মহুয়া তার প্রতি লুব্ধ বণিক সাধুর জন‍্য যে পান বানিয়েছিল তাতে যার বিষ মেশানো ছিল –
A. কালকেউটে
B. তক্ষক
C. গোক্ষুর
D. কালনাগিনী
★ সঠিক উত্তর – B


৫৭) “সাতান্ন পুরুষ তার স্বর্গে যাবে চলে” – পঙক্তি দিয়ে ঈশ্বর গুপ্তের যে কবিতা শেষ হচ্ছে –
A. পিঠা পুলি
B. বড়দিন
C. স্নানযাত্রা
D. পাঁঠা
★ সঠিক উত্তর – D


৫৮) বাকুলি ছেড়ে বেরোনোর পর থেকে দোপদির নাম হয়েছিল
A. সুমি মেঝেন
B. বুধী মেঝেন
C. উপী মেঝেন
D. দুলি মেঝেন
★ সঠিক উত্তর – C


৫৯) “কিন্তু স্থপতির সে স্পেকুলেশন ব‍্যর্থ হয়েছে” – এখানে যে স্পেকুলেশন এর কথা বলা হয়েছে তা হল –
A. ক‍্যাম্পে দরমার বেড়া দেওয়া
B. বস্তির ঘর পিছু একটা করে ফোকর
C. বস্তির বেড়ায় চাঁছা বাঁশের ওপর কাদার প্রলেপ
D. বস্তির ঘরের চালে খাপড়া দেওয়া
★ সঠিক উত্তর – B


৬০) “একটা প্রকান্ড নীল পেয়ালা উপুড় হয়ে আছে মাথার ওপর, সমুদ্রের ওপর, আর সেই পেয়ালা থেকে ঝরে ঝরে পড়ছে –
A. চাঁপা রঙের রৌদ্র
B. উজ্জ্বল জাফরান ছটা
C. নয়নাভিরাম ময়ূরকন্ঠী রঙ
D. যেন কিছু গলানো সীসা
★ সঠিক উত্তর – A


৬১) ‘শবাগার’ গল্পে অজিত ধর যে খেলায় স্টেট চ‍্যাম্পিয়ন ছিল –
A. টেবিল টেনিস
B. দাবা
C. ব‍্যাডমিন্টন
D. ওয়েট লিফটিং
★ সঠিক উত্তর – D


৬২) ‘নুতন কথা গড়া’ প্রবন্ধে ‘নবেল’ এর বাংলা প্রতিশব্দ হিসেবে যে শব্দটি ব‍্যবহার করা হয় বলে জানিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী –
A. উপন‍্যাস
B. পরিন‍্যাস
C. অধিন‍্যাস
D. নবন‍্যাস
★ সঠিক উত্তর – D


৬৩) নিম্নলিখিত উপন‍্যাসগুলির মধ‍্যে যেটি বঙ্গদর্শনে প্রকাশিত হয়নি, সেটি হল –
A. ইন্দিরা (১২৭৯, চৈত্র)
B. চন্দ্রশেখর (১২৮০, শ্রাবণ – ১২৮১, ভাদ্র)
C. রজনী (১২৮১, আশ্বিন – ১২৮২, অগ্রহায়ণ)
D. আনন্দমঠ (১২৮৭, চৈত্র – ১২৮৯, জ‍্যৈষ্ঠ)
★ সঠিক উত্তর – সবগুলি প্রকাশিত


৬৪) ‘বড়বাজার’ প্রবন্ধে ‘সম্বাদপত্র লেখক’দের যার সঙ্গে তুলনা করেছিলেন বঙ্কিমচন্দ্র –
A. কলু
B. ময়রা
C. কসাই
D. মহাজন
★ সঠিক উত্তর – B


৬৫) “শিশু হয়িতেঁ জানো তোর মাএর চরীত” – ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব‍্যের বংশীখন্ড এ এই উক্তি –
A. রাধার মায়ের সম্পর্কে বড়াইয়ের
B. বড়াইয়ের মায়ের সম্পর্কে রাধার
C. রাধার মায়ের সম্পর্কে কৃষ্ণের
D. বড়াইয়ের মায়ের সম্পর্কে কৃষ্ণের
★ সঠিক উত্তর – A


৬৬) “একসো পদুমা চৌষঠঠী পাখুড়ী / তহিঁ চড়ি নাচ‌অ ডোম্বী বাপুড়ী”
– পঙক্তিদুটি যে চর্যাগানে আছে –
A. নগর বাহিরি রেঁ ডোম্বি তোহোরি কুড়িআ
B. সোনে ভরিতী করুণা নাবী
C. সুজা লাউ সসি লাগেলি তান্তী
D. উঁচা উঁচা পাবত তহিঁ বস‌ই সবরী বালী
★ সঠিক উত্তর – A


৬৭) রাত্রে শিশুপুত্রকে সঙ্গে নিয়ে যেখানে প্রার্থনা করতে চান পাদ্রী, সেখানে কাঁদে ভামর। জায়গাটি হল –
A. দূর নিমড়ার টিলা
B. গির্জ্জাঘরের পিছনে
C. অন্ধকার ছোট জলাশয়
D. প্রকান্ড বনভূমি
★ সঠিক উত্তর – C


৬৮) “সকল খুনের শাস্তি আছে, পোড়া দেশে বৌ খুনের তো আর শাস্তি নেই”- এ কথা বলেছিল-
A. সত‍্যবতী
B. ভাবিনী
C. সৌদামিনী
D. সুহাস
★ সঠিক উত্তর – B


৬৯) বাবু টেকচাঁদ ঠাকুর বলেন –
A. “সহরের মাতাল বহুরূপী”
B. “সহরের বড় মানুষেরা নানারূপী”
C. “সহরের মহাপুরুষেরা হঠাৎ অবতার”
D. “সহরের বড় মানুষেরা ভয়ানক”
★ সঠিক উত্তর – A


৭০) “বাঁচিতে কে চাহে ? এ সংসার বিষময়। বিষবৃক্ষ সকলের‌ই গৃহপ্রাঙ্গণে। কে ভালোবাসিতে চাহে ?” ‘বিষবৃক্ষ’ উপন‍্যাসে এই মন্তব‍্য আছে যে ঘটনার পর –
A. নগেন্দ্র কুন্দর বিবাহের পর
B. সূর্যমুখীর গৃহত‍্যাগের পর
C. রামকৃষ্ণ রায়ের থেকে সূর্যমুখীর সংবাদ পাওয়ার পর
D. নগেন্দ্রনাথের গোবিন্দপুর ত‍্যাগের পর
★ সঠিক উত্তর – C


৭১) “আতঙ্কে কনকলঙ্কা জাগিলা সে রবে” – ‘মেঘনাদবধ কাব‍্য’ এর যে সর্গের শেষ পঙক্তি –
A. তৃতীয়
B. চতুর্থ
C. পঞ্চম
D. ষষ্ঠ
★ সঠিক উত্তর – D


৭২) হেমন্তের অরণ‍্যে ঘুরে বেড়ানো পোস্টম‍্যানদের হলুদ ঝুলিকে কবি শক্তি চট্টোপাধ‍্যায় যার সঙ্গে তুলনা করেছেন –
A. আবিল ভেড়ার পেটের মতন
B. রূপোলি মাছের মতো
C. পলেস্তারার মতো
D. আহত হরিণীর পেটের মতন
★ সঠিক উত্তর – A

৭৩) “মধুসূদনের অমিত্রাক্ষরের যে পরিচয় আমি দিয়াছি তাহাই হ‌ইল এই গ্রন্থ রচনার মুখ‍্য অভিপ্রায়” – নিজের ব‌ই সম্বন্ধে এই অভিমত যিনি প্রকাশ করেছিলেন –
A. তারাপদ ভট্টাচার্য
B. মোহিতলাল মজুমদার
C. প্রবোধচন্দ্র সেন
D. অমূল‍্যধন মুখোপাধ‍্যায়
★ সঠিক উত্তর – B


৭৪) যে কাব‍্যগ্রন্থে রবীন্দ্রনাথ প্রথম ‘যুগ্মধ্বনিকে দুই মাত্রার মূল‍্য দিয়ে’ ছন্দ রচনায় প্রবৃত্ত হয়েছিলেন –
A. কড়ি ও কোমল
B. বলাকা
C. মানসী
D. প্রভাতসংগীত
★ সঠিক উত্তর – C


৭৫) মোহিতলাল মজুমদার stanza-র বাংলা প্রতিশব্দ হিসেবে যে শব্দটি ব‍্যবহারের পক্ষপাতী সেটি হল –
A. পদগুচ্ছ
B. পদসমষ্টি
C. স্তবক
D. পদবন্ধ
★ সঠিক উত্তর – D


৭৬)”কিনু গোয়ালার গলি
দোতলার বাড়ির
লোহার গরাদে দেওয়া একতলা ঘর
পথের ধারেই
লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি
মাঝে মাঝে স‍্যাঁতপরা দাগ”
যে ছন্দের উদাহরণ –
A. গদ‍্যছন্দ
B. মিশ্রকলাবৃত্ত
C. সরল কলাবৃত্ত
D. দলবৃত্ত
★ সঠিক উত্তর – A


৭৭) ‘পোয়েটিক্স’ এর যে অধ‍্যায়ে অনুকরণকে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বলা হয়েছে –
A. প্রথম অধ‍্যায়
B. দ্বিতীয় অধ‍্যায়
C. তৃতীয় অধ‍্যায়
D. চতুর্থ অধ‍্যায়
★ সঠিক উত্তর – D


৭৮) যেটি ট্রাজেডির শ্রেণি নয় –
A. জটিল ট্রাজেডি
B. সরল ট্রাজেডি
C. যন্ত্রণার ট্রাজেডি
D. চরিত্রের ট্রাজেডি
★ সঠিক উত্তর – B


৭৯) শ্রীরাধা যে ধরণের নায়িকা –
A. নিত‍্যকান্তা
B. দেবী
C. নিত‍্যপ্রেয়সী
D. সাধনপরা
★ সঠিক উত্তর – C


৮০) বন্দির এস. বি সেলে যাওয়ার তারিখ ছিল –
A. ২৫ শে মার্চ
B. ২৯ শে মে
C. ২২ শে ডিসেম্বর
D. ২৫শে ডিসেম্বর
★ সঠিক উত্তর – C

৮১) “সকল ধর্মেই খাওয়া দাওয়ার একটা বিধি নিষেধ আছে, কেবল একটি ধর্ম ছাড়া।” ‘প্রাচ‍্য ও পাশ্চাত‍্য’ প্রবন্ধে উল্লেখিত সেই ধর্মটি হল –
A. ক্রিশ্চানী ধর্ম
B. জৈন ধর্ম
C. ইহুদী ধর্ম
D. শিখ ধর্ম
★ সঠিক উত্তর – A


৮২) যাঁর ভাবনা চিন্তা “জগতের দৃশ‍্যপটটাকে অনেকটা বদলাইয়া দিয়াছে” বলে জানিয়েছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তাঁর ‘সুখ না দুঃখ’ প্রবন্ধে –
A. ডার‌উইন
B. হবার্ট স্পেন্সর
C. শোপেনহাওয়ার
D. আলফ্রেড ওয়ালাস
★ সঠিক উত্তর – A


৮৩) “জন্মিয়া ভারত ভূমে, মজিয়া মোহর ঘুমে / হেলায় হারাই চিরদিন” এই কবিতাটি দিয়ে শুরু হয়েছে রাসসুন্দরীর ‘আমার জীবন’এর যে অধ‍্যায় –
A. ২য়
B. ৪র্থ
C. ৬ঠ
D. ৮ম
★ সঠিক উত্তর – C


৮৪) “যাকর চরণ নখর রুচি হের‌ইতে
মুরছিত কত কোটি কাম
সো মুঝ পদতলে ধরণী লোটায়ল
পালটি না হেরলু হাম” – এই উক্তি নায়িকার যে অবস্থার
A. খন্ডিতা
B. বিপ্রলব্ধা
C. কলহন্তরিতা
D. উৎকন্ঠিতা
★ সঠিক উত্তর – C


৮৫) সমুদ্রে চাঁদ সদাগরের যে দুটি ডিঙ্গা প্রথম এবং শেষে ডুবেছিল –
A. আজেলা কাজেলা ও মধুকর
B. হেতাল এবং আজেলা কাজেলা
C. ধবল এবং মধুকর
D. মধুকর এবং আজেলা কাজেলা
★ সঠিক উত্তর – D


৮৬) “সাপিনী বাঘিনী সতা পোষ নাহি মানে” – এই উক্তিটি
A. খুল্লনার প্রতি লহনার
B. লহনার প্রতি খুল্লনার
C. লহনার প্রতি দুর্বলার
D. খুল্লনার প্রতি দুর্বলার
★ সঠিক উত্তর – C


৮৭) “যতদিন আমার দেশ পরপদানত, ততদিন কারুর নেই বিশ্রাম” এই সংলাপটি যে নাটকের অংশ
A. পলাশির যুদ্ধ
B. তিতুমীর
C. সধবার একাদশী
D. ময়ূরবাহন
★ সঠিক উত্তর – B


৮৮) “কি আপদ, যখন সাহেব আমার হাতে আছে তখন তোর আর ভয় কি?” – ‘একেই কি বলে সভ‍্যতা’ নাটকে একথা বলেছে –
A. প্রসন্নময়ী
B. কমলা
C. নৃত‍্যকালী
D. হরকামিনী
★ সঠিক উত্তর – C


৮৯) “পুতুল নাচের ইতিকথায় সে কাহিনি প্রক্ষিপ্ত” – এখানে ‘সে কাহিনি’ বলতে যে কাহিনির কথা বলা হয়েছে তা হল –
A. নন্দলাল বিন্দু
B. বনবিহারী জয়া
C. যাদব পন্ডিত পাগল দিদি
D. কুমুদ মতি
★ সঠিক উত্তর – D


৯০) জাপানে রবীন্দ্রনাথ যে শিল্পীর বাড়িতে ছিলেন –
A. টাইক্কন
B. শিমোমুরা
C. হোকুসাই
D. উতামারো
★ সঠিক উত্তর – A


৯১)”দুর্যোধনের পদলেহী ওরা, দুঃশাসনের কেনা” নজরুল ইসলামের যে কবিতার পঙক্তি –
A. বিদ্রোহী
B. আজ সৃষ্টি সুখের উল্লাসে
C. সব‍্যসাচী
D. সর্বহারা
★ সঠিক উত্তর – C


৯২) “সকলের তরে সকলে আমরা / প্রত‍্যেকে আমরা পরের তরে” পঙক্তি দুটি দিয়ে শেষ হচ্ছে যে কবিতা তার প্রথম পঙক্তিটি হল –
A. নিবিল অকালে আশার প্রদীপ
B. গিয়াছে ভাঙিয়া সাধের বীণা
C. অন্ধকার মরণের ছায়
D. কেন যন্ত্রণার কথা, কেন নিরাশার ব‍্যথা
★ সঠিক উত্তর – B


৯৩) “শ্লোক আওড়ায়ে গেছে _ কবে” জীবনানন্দ দাশের ‘রাত্রি’ কবিতা থেকে উদ্ধৃত এই পঙক্তির শূন‍্যস্থানে যে শব্দ আছে –
A. গার্গী
B. বশিষ্ঠ
C. মৈত্রেয়ী
D. পরাশর
★ সঠিক উত্তর – C


৯৪) রবীন্দ্র কবিতায় বীণকার দেবীকে সমর্পণ করেছিলেন –
A. হৃদয়ভার
B. মধুরধ্বনি
C. গুঞ্জরণ
D. সুবর্ণতার
★ সঠিক উত্তর – D


৯৫) ‘বাঁশি’ কবিতায় ছাতার অবস্থার সঙ্গে যেটি তুলনীয় সেই শব্দবন্ধটি হল –
A. জরিমানা দেওয়া মাইনে
B. আধখানা মাইনে
C. বাকিপরা মাইনে
D. খরচ হয়ে যাওয়া মাইনে
★ সঠিক উত্তর – A


৯৬) “বৃহত্ত্ব ও মহত্ত্ব সকল সময়ে এক নহে” এই কথাটি বলেছিলেন –
A. ব‍্যোম
B. ক্ষিতি
C. স্রোতস্বিনী
D. দীপ্তি
★ সঠিক উত্তর – C


৯৭) রবীন্দ্রনাথের মতে, সাহিত‍্য ও ললিতকলার কাজ‌ই হচ্ছে –
A. বিস্তার
B. জ্ঞাপন
C. প্রেরণ
D. প্রকাশ
★ সঠিক উত্তর – D


৯৮) “হায়ওয়ান আলী মোকদ্দমা জিতে আমার বাড়ি ঘর ভেঙে চুরে খানে-ওয়ারাণ করে ফেলেছে” – এই বাক‍্যে ‘খানে ওয়ারাণ’ কথাটার অর্থ হল –
A. নয় ছয়
B. লন্ডভন্ড
C. এলোমেলো
D. ছত্রখান
★ সঠিক উত্তর – D


৯৯) ‘জনা’ নাটকে পাঁচটি অঙ্কে মোট কতকগুলি গর্ভাঙ্ক আছে –
A. একুশ
B. ছাব্বিশ
C. তিরিশ
D. একত্রিশ
★ সঠিক উত্তর – B


১০০) “আমার কেবল একটা যুক্তি আছে” – সম্রাট সাজাহান একথা বলেন –
A. দারাকে
B. জাহানারাকে
C. নাদিরাকে
D. ঔরঙ্গজেবকে
★ সঠিক উত্তর – B