SET – 2020
১) ‘দাদা’ শব্দটি বাংলা শব্দভান্ডারে যে ভাষা থেকে আগত –
A. আরবি
B. সংস্কৃত
C. ফারসি
D. হিন্দি
★ সঠিক উত্তর – C
২) বাংলা শব্দভান্ডারে ‘বাতিঘর’ যে ধরণের শব্দ বলে বিবেচিত –
A. জোড়কলম
B. মিশ্র
C. দেশি
D. অনূদিত ঋণ
★ সঠিক উত্তর – D
৩) নামধাতুর বাহুল্য বাংলার যে উপভাষার বৈশিষ্ঠ্য –
A. ঝাড়খন্ডী
B. রাঢ়ী
C. বঙ্গালী
D. বরেন্দ্রী
★ সঠিক উত্তর – A
৪) ‘সুতনুকা প্রত্নলেখ’ যে গুহায় আবিষ্কৃত হয়েছে –
A. অজন্তা
B. সীতাবেঙ্গা
C. যোগীমারা
D. ইলোরা
★ সঠিক উত্তর – C
৫) সন্ধ্যাক্ষর এর উদাহরণ হল –
A. য
B. র
C. ঔ
D. ঈ
★ সঠিক উত্তর – C
৬) ‘গিবত গুঞ্জরী মালী’ – ‘গিবত’ শব্দের অর্থ
A. গিরি
B. গ্রীবা
C. গহনা
D. গ্রাম
★ সঠিক উত্তর – B
৭) “নাদ ন বিন্দু ন রবি ন সসি মন্ডল” – চর্যাগীতির এই পদটির রচয়িতা
A. ভুসুকু পা
B. কাহ্ন পা
C. চাটিল পা
D. সরহ পা
★ সঠিক উত্তর – D
৮) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর শেষ পদটি হল –
A. বুঝিতেঁ না পারো কাহ্নাঞি
B. আইস ল বড়ায়ি হের বচন
C. শকতী না কর বড়ায়ি
D. আহা নঠী বড় রাধা
★ সঠিক উত্তর – C
৯) “হাঁছী জিঠী আয়র ঊঝট না মানিলোঁ” – ‘জিঠী’ শব্দটির অর্থ
A. হোঁচট
B. টিকটিকি
C. কাশি
D. পিছুডাক
★ সঠিক উত্তর – B
১০) খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণবিজয়’ প্রকাশিত হয়েছিল –
A. ১৯৪১
B. ১৯৪২
C. ১৯৪৩
D. ১৯৪৪
★ সঠিক উত্তর – D
১১) বিজয়গুপ্তের ‘মনসামঙ্গল’ কাব্য সংগ্রহ করেছিলেন –
A. চন্দ্র কুমার দে
B. প্যারীমোহন দাশগুপ্ত
C. দীনেশচন্দ্র সেন
D. কালীপ্রসন্ন কাব্যবিশারদ
★ সঠিক উত্তর – B
১২) বিজয়গুপ্তের ‘মনসামঙ্গল’ কাব্যে ধন্বন্তরি ওঝার মৃত্যু হয়েছিল –
A. শ্রাবণ মাসের সংক্রান্তি শুক্রবার রাতে
B. ভাদ্র মাসের মঙ্গলবার অমাবস্যার রাতে
C. আশ্বিন মাসের বুধবার পূর্ণিমার রাতে
D. আষাঢ় মাসের সংক্রান্তিতে শনিবার রাতে
★ সঠিক উত্তর – B
১৩) মুকুন্দ চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল’ এ খুল্লনার পিতার নাম
A. লক্ষপতি
B. রমাপতি
C. শচীপতি
D. রঘুপতি
★ সঠিক উত্তর – A
১৪) মুকুন্দ চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল’ কাব্যে ‘শঙ্খচূর’ যার নাম
A. সর্প
B. নৌকা
C. গহনা
D. প্রসাধন
★ সঠিক উত্তর – B
১৫) ‘চাষ বলে ওরে চাষী তোরে আগে খাব’ – এই পঙক্তিটি আছে যে কাব্যে
A. চন্ডীমঙ্গল
B. অন্নদামঙ্গল
C. ধর্মমঙ্গল
D. শিবায়ন
★ সঠিক উত্তর – D
১৬) “লুটি বাঙ্গালার লোকে করিল কাঙ্গাল
গঙ্গাপার হৈল বান্ধি নৌকার জাঙ্গাল”
যাদের সম্বন্ধে এই উক্তি তারা হল –
A. তুর্কি
B. বর্গি
C. মগ
D. পাঠান
★ সঠিক উত্তর – B
১৭) গয়ায় চৈতন্যদেবের পিতৃপিন্ডদানের বর্ণনা ‘চৈতন্যভাগবত’ এর আদিখন্ডে যে অধ্যায়ে রয়েছে –
A. ১২শ
B. ১৩শ
C. ১৪শ
D. ১৫শ
★ সঠিক উত্তর – D
১৮) চৈতন্যদেবের মাতামহের নাম –
A. রামেশ্বর চক্রবর্তী
B. নীলাম্বর চক্রবর্তী
C. নৃসিংহ চক্রবর্তী
D. গোপীনাথ চক্রবর্তী
★ সঠিক উত্তর – B
১৯) ‘তনু পসেবে পসাহনি ভাসলি’ – ‘পসাহনি’ শব্দটির অর্থ হল –
A. হাস্য
B. প্রসাধন
C. পোশাক
D. প্রসারণ
★ সঠিক উত্তর – B
২০) “যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি” – এটি যে পর্যায়ের পদ
A. মাথুর
B. প্রেমবৈচিত্ত্য
C. পূর্বরাগ
D. অভিসার
★ সঠিক উত্তর – C
২১) বিপ্রলম্ভ শৃঙ্গারের যে কয়টি ভেদ –
A. ৪
B. ৫
C. ৬
D. ৭
★ সঠিক উত্তর – A
২২) কৃত্তিবাসের রামায়ণে যে ‘মায়াসীতা’ নির্মাণ করতে বলেছিলেন
A. রাবণ
B. মন্দোদরী
C. ইন্দ্রজিৎ
D. শূর্পনখা
★ সঠিক উত্তর – C
২৩) কাশীরাম দাসের মহাভারতে পান্ডবদের অজ্ঞাতবাসে ‘বল্লভ’ নাম নিয়েছিলেন যিনি –
A. যুধিষ্ঠির
B. ভীম
C. অর্জুন
D. সহদেব
★ সঠিক উত্তর – B
২৪) আঠারো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে যততম দিনে ভীষ্মের পতন হয়
A. ৯
B. ১০
C. ১১
D. ১২
★ সঠিক উত্তর – B
২৫) ‘পশু সঙ্গে মনুষ্যের কোন অভিলাষ” – ‘লোরচন্দ্রাণী’ কাব্যে এটি যার উক্তি
A. ময়নাবতী
B. বুদ্ধিশিখা
C. চন্দ্রাণীর জননী
D. চন্দ্রাণী
★ সঠিক উত্তর – D
২৬) ‘লোরচন্দ্রাণী’ কাব্যের যে অংশ অসমাপ্ত রেখে কবি দৌলত কাজীর প্রয়াণ ঘটে –
A. মালিনীর দৌত্য
B. চন্দ্রাণীর মিলন
C. লোরের বিলাপ
D. ময়নার বারমাস্যা
★ সঠিক উত্তর – D
২৭) “জানি জানি গো জননি, যেমন পাষাণের মেয়ে।
আমারি অন্তরে থাক মা আমারে লুকায়ে”
– কমলাকান্ত ভট্টাচার্যের এই পদটি যে পর্যায়ের অন্তর্গত
A. আগমনী
B. ভক্তের আকুতি
C. জগজ্জনীর রূপ
D. বিজয়া
★ সঠিক উত্তর – B
২৮) “মুখ শশী দেখ আসি, যাবে দুঃখরাশি
ও চাঁদ মুখের হাসি সুধারাশি ক্ষরে”
– যে পদকর্তার রচনা
A. দাশরথি রায়
B. রাম বসু
C. রামপ্রসাদ সেন
D. কমলাকান্ত ভট্টাচার্য
★ সঠিক উত্তর – C
২৯) ‘মহুয়া’ পালাটি যে কবির রচনা –
A. মনসুর বয়াতি
B. দ্বিজ কানাই
C. চন্দ্রাবতী
D. নয়নচাঁদ ঘোষ
★ সঠিক উত্তর – B
৩০) দস্যু কেনারামের পালায় যে কবির মনসামঙ্গলের প্রসঙ্গ আছে
A. বিপ্রদাস পিপলাই
B. কেতকাদাস ক্ষেমানন্দ
C. দ্বিজ বংশীদাস
D. জগজ্জীবন ঘোষাল
★ সঠিক উত্তর – C
৩১) “কীর্তিবাস, কীর্তিবাস কবি, এ বঙ্গের অলঙ্কার!”
– ‘মেঘনাদবধ কাব্যে যে সর্গে এই পঙক্তিটি রয়েছে
A. তৃতীয়
B. চতুর্থ
C. পঞ্চম
D. ষষ্ঠ
★ সঠিক উত্তর – B
৩২) “আশীষিলা দশরথ দাশরথি শূরে”
– ‘মেঘনাদ বধ’ কাব্যে যে সর্গে এই পঙক্তিটি আছে
A. ষষ্ঠ
B. সপ্তম
C. অষ্টম
D. নবম
★ সঠিক উত্তর – C
৩৩) ‘সাধের আসন’ কাব্যের সপ্তম সর্গের নাম –
A. নন্দনকানন
B. পতিব্রতা
C. মাধুরী
D. মায়া
★ সঠিক উত্তর – D
৩৪) ‘রাত্রি’ কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত –
A. ধূসর পান্ডুলিপি
B. সাতটি তারার তিমির
C. বনলতা সেন
D. মহাপৃথিবী
★ সঠিক উত্তর – B
৩৫) “তোমরা ধার্মিক, কৃষ্ণের জীব, বিদ্রোহ করো না, অদৃষ্ট মানো” – এই পঙক্তি যে কবির রচনা
A. বিষ্ণু দে
B. সুধীন্দ্রনাথ দত্ত
C. সমর সেন
D. অমিয় চক্রবর্তী
★ সঠিক উত্তর – D
৩৬) “শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান –
বলবো, বৎস! সভ্যতা যেন থাকে বজায়।
চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান”
– কোন কবির রচনা ?
A. কাজী নজরুল ইসলাম
B. বিষ্ণু দে
C. সমর সেন
D. সুভাষ মুখোপাধ্যায়
★ সঠিক উত্তর – D
৩৭) সুধীন্দ্রনাথ দত্তের ‘সংবর্ত’ কবিতায় যে ব্রিটিশ বিরোধী প্রধানমন্ত্রীর নাম আছে –
A. চার্চিল
B. গ্ল্যাডস্টোন
C. বলডুইন
D. উইলসন
★ সঠিক উত্তর – A
৩৮) ‘রাত্রি’ কবিতায় ‘বিশুষ্ক বাতাস’ যার মতো –
A. শিশিরের মতো
B. ভেজা ঘাসের মতো
C. চীনেবাদামের মতো
D. কাঠবাদামের মতো
★ সঠিক উত্তর – C
৩৯) ‘যেতে পারি কিন্তু কেন যাব’ কবিতায় ‘যেতে পারি’ এই শব্দদ্বয় যতবার ব্যবহৃত হয়েছে –
A. ১
B. ২
C. ৩
D. ৪
★ সঠিক উত্তর – B
৪০) ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে প্যালানাথ যেখানকার বাবু
A. শ্যামবাজার
B. বৌবাজার
C. চকবাজার
D. শোভাবাজার
★ সঠিক উত্তর – C
৪১) ‘বিষবৃক্ষ’ উপন্যাসে পরিচ্ছেদ সংখ্যা –
A. ৪২
B. ৪৫
C. ৪৮
D. ৫০
★ সঠিক উত্তর – D
৪২) “আমার উপর রাগ করিও না – আমি অধঃপাতে যাইতেছি”
– যিনি যাকে বলেছেন
A. নগেন্দ্র দেবেন্দ্রকে
B. নগেন্দ্র হরদেব ঘোষালকে
C. দেবেন্দ্র শ্রীশচন্দ্রকে
D. নগেন্দ্র শ্রীশচন্দ্রকে
★ সঠিক উত্তর – B
৪৩) “বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি” – যার সম্পর্কে শ্রীকান্তের এই ভাবনা
A. মেজদা
B. শাহজী
C. নতুনদা
D. কুমার সাহেব
★ সঠিক উত্তর – C
৪৪) অপু যার কাছে ম্যাপে ভুমধ্যসাগর দেখেছিল –
A. রমেশ দাদা
B. সুরেশ দাদা
C. সুরেন দাদা
D. অতীন দাদা
★ সঠিক উত্তর – B
৪৫) শশীর বন্ধু কুমুদের বাড়ি ছিল
A. বারুইপুর
B. বরিশাল
C. ঝালকাঠি
D. ঢাকা
★ সঠিক উত্তর – B
৪৬) হারু ঘোষ যে গাছের তলায় বজ্রাঘাতে মারা যায় –
A. আম গাছ
B. তাল গাছ
C. অশ্বত্থ গাছ
D. বট গাছ
★ সঠিক উত্তর – D
৪৭) “বলরাম বলিল – তুমি কোথা থেকে আসছ ?
অর্জুনবর্মা বলিল – গুলবার্গ থেকে”
– গুলবার্গ যেখানকার রাজধানী
A. দক্ষিণে যবনদের
B. পশ্চিমে যবনদের
C. পূর্বে যবনদের
D. কলিঙ্গের
★ সঠিক উত্তর – A
৪৮) “যেই না বেলা বন্ধুরে ধইল – ঘোড়া দৌড়াইয়া যাও”
– গানটি কে গেয়েছে ?
A. সুবলার বউ
B. অশ্বিনী
C. আসমানতারা
D. মঙ্গলার বউ
★ সঠিক উত্তর – B
৪৯) ‘নির্বাস’ উপন্যাসে ম্যাক ব্রাইট যে দেশে যাবে –
A. ফ্রান্স
B. রাশিয়া
C. চীন
D. ইন্দোনেশিয়া
★ সঠিক উত্তর – D
৫০) ‘রাধা’ উপন্যাসে ‘রসের ভজন রসের পূজন’ গানটি গেয়েছে
A. কৃষ্ণদাসী
B. বলাইদাস
C. মাধবানন্দ
D. গোপীদাস
★ সঠিক উত্তর – B
৫১) ধাঙড়টুলির ধাঙড়দের পূর্বপুরুষেরা জাতিতে ছিল –
A. সাঁওতাল
B. ওঁরাও
C. মুন্ডা
D. কোল
★ সঠিক উত্তর – B
৫২) “ডাবর কমঠ কি মন্দর লেঁহী?” – ‘কমঠ’ শব্দের অর্থ হল –
A. কুমির
B. কচ্ছপ
C. কেউটে
D. কাঠঠোকরা
★ সঠিক উত্তর – B
৫৩) ‘কুড়ানো মেয়ে’ গল্পে সীতানাথ মুখোপাধ্যায়ের গ্রামের নাম
A. নবগ্রাম
B. বনগ্রাম
C. কেতুগ্রাম
D. মোতিগঞ্জ
★ সঠিক উত্তর – A
৫৪) ‘জননী’ গল্পে বড়দির নাম
A. অনুরাধা
B. অনুপমা
C. নিরুপমা
D. অনিতা
★ সঠিক উত্তর – B
৫৫) দুলাল মাহাতো যত টাকা নগদ নিয়ে ফিরেছিল –
A. ৫ টাকা
B. ৬ টাকা
C. ৭ টাকা
D. ৮ টাকা
★ সঠিক উত্তর – C
৫৬) ‘যদি বুড়ো মানুষ হতিস তাহলে ধরত না’
– যে যাকে বলেছে
A. মুকুন্দ শিপ্রাকে
B. শিপ্রা মনুকে
C. মুকুন্দ মনুকে
D. গৌরাঙ্গ মনুকে
★ সঠিক উত্তর – C
৫৭) ‘কথায় কথায় থ্যাংক ইউ – প্লীজ – সরি এগুলো বলবেন না’
– যার উক্তি
A. মিসেস টোডি
B. টার্নকোট
C. জোছনা দি
D. ফ্ল্যাপি
★ সঠিক উত্তর – C
৫৮) ‘দি অটোম্যাটিক শ্রীদূর্গা গ্রাফ’ যন্ত্রটির আবিষ্কর্তা যিনি
A. অটল
B. বিপিন
C. শ্যাম
D. তিনকড়ি
★ সঠিক উত্তর – B
৫৯) ‘কটা বাঙালি আপ দেখা হ্যায়?’ কথাটি শ্রীপতি সামন্ত যাকে বলেছিল
A. স্টেশনের ছোটবাবু
B. বাঙালি সাহেব
C. পাঞ্জাবি ক্রু
D. স্টেশন মাস্টার
★ সঠিক উত্তর – C
৬০) গিরিশচন্দ্রের ‘জনা’ নাটকটি প্রথম কলকাতার যে মঞ্চে অভিনীত হয়
A. স্টার
B. মিনার্ভা
C. ক্লাসিক
D. এমারেল্ড
★ সঠিক উত্তর – B
৬১) ‘জনা’ নাটকে গানের সংখ্যা –
A. ১৪
B. ১৫
C. ১৬
D. ১৭
★ সঠিক উত্তর –
৬২) “হা- হা – হা শ্রীমতী ভগবতীর গীত। তোমার ভাই কী চমৎকার মেমরি!” – ‘একেই কি বলে সভ্যতা’য় এই সংলাপ যার
A. নবকুমার
B. কালীবাবু
C. বলাই
D. শিবু
★ সঠিক উত্তর – A
৬৩) “বিদ্যেসাগর, রামমোহন আর কবি মাইকেল
কবে কখন করেছিলেন কি বে আক্কেল” –
এই গানটি গেয়েছে
A. জলদ
B. নটবর
C. যদু
D. বেণীমাধব
★ সঠিক উত্তর – C
৬৪) ‘জেনো, তুমি অপরাধী নও আমার কাছে’ যিনি যাকে বলেছেন
A. কর্ণ কুন্তীকে
B. কুন্তী কর্ণকে
C. দ্রৌপদী কর্ণকে
D. কুন্তী দ্রৌপদীকে
★ সঠিক উত্তর – A
৬৫) “আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি”
‘সাজাহান’ নাটকে এই গানটি গেয়েছে
A. নাদিরা
B. মহামায়া
C. পিয়ারা
D. জহরৎউন্নিসা
★ সঠিক উত্তর – C
৬৬) ‘জমিদার দর্পণ’ নাটকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছারি যে অঞ্চলে
অবস্থিত ছিল –
A. কোশলপুর
B. বিলাসপুর
C. রহিমপুর
D. রামপুর
★ সঠিক উত্তর – B
৬৭)’বল কী হে, পঞ্চাশ জনের জায়গায় এক হাজার! ভারতরক্ষা বিধানে লটকে যাবে যে বাবা’ – সংলাপটি কার ?
A. প্রধান সমাদ্দার
B. ২য় ভদ্রলোক
C. ৩য় ভদ্রলোক
D. ১ম ভদ্রলোক
★ সঠিক উত্তর – C
৬৮) নারিকেলের শস্যকে বঙ্কিমচন্দ্র যার সঙ্গে তুলনা করেছিলেন
A. স্ত্রীলোকের রূপ
B. স্ত্রীলোকের বুদ্ধি
C. স্ত্রীলোকের বিদ্যা
D. স্ত্রীলোকের স্নেহ
★ সঠিক উত্তর – B
৬৯) বঙ্কিমচন্দ্রের মতে যে সময়ে ‘বিচারশক্তি ধর্ম্মমোহে বিকৃত হইয়াছিল’ – সেই সময়ের সাহিত্য হল
A. উপনিষদ
B. পুরাণ
C. হরিবংশ
D. রামায়ণ
★ সঠিক উত্তর – B
৭০) ‘মানুষের মধ্যে আছেন আমাদের মতে তিনটে জিনিস’ – জিনিস তিনটে হল
A. শরীর, মন, বুদ্ধি
B. শরীর, মন, আত্মা
C. বুদ্ধি, দৃষ্টি, শরীর
D. বুদ্ধি, শরীর ইন্দ্রিয়
★ সঠিক উত্তর – B
৭১) ফোর আর্টস ক্লাব যেসময় প্রতিষ্ঠিত হয়েছিল
A. ১৯২০
B. ১৯২১
C. ১৯২৩
D. ১৯২৪
★ সঠিক উত্তর – B
৭২) Art এর একটা লক্ষ্মণ আড়ম্বরশূন্যতা – simplicity, এই কথাটি যার প্রবন্ধে আছে
A. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
B. অবনীন্দ্রনাথ ঠাকুর
C. বুদ্ধদেব বসু
D. আবু সয়ীদ আইয়ুব
★ সঠিক উত্তর – B
৭৩) অন্নদাশঙ্কর রায় ‘পারিবারিক নারীসমস্যা’ প্রবন্ধে যে পাশ্চাত্য নাট্যকারের নাম উল্লেখ করেছেন
A. বার্নাড শ
B. ইবসেন
C. শেক্সপীয়র
D. মলিয়ের
★ সঠিক উত্তর – B
৭৪) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতে ‘এ কালের অভিব্যক্তিবাদের একজন প্রধান পান্ডা’
A. ডারউইন
B. সোপেন হাওয়ার
C. হার্বার্ট স্পেন্সার
D. আলফ্রেড ওয়ালার্স
★ সঠিক উত্তর – C
৭৫) কৃষ্ণচন্দ্র যত টাকা মাইনেতে ভারতচন্দ্রকে নিজের সভাসদ নিযুক্ত করেন
A. ২০ টাকা
B. ৪০ টাকা
C. ৬০ টাকা
D. ১০০ টাকা
★ সঠিক উত্তর – B
৭৬) বুদ্ধদেব বসু তাঁর প্রবন্ধে যে কবিকে প্রতিভাবান বালক বলেছেন
A. সত্যেন্দ্রনাথ দত্ত
B. গোবিন্দচন্দ্র দাস
C. সুধীন্দ্রনাথ দত্ত
D. কাজী নজরুল ইসলাম
★ সঠিক উত্তর – D
৭৭) ‘রামায়ণ’ প্রবন্ধের লেখক যে চরিত্রকে সবচেয়ে বড় সমস্যা মনে করেছেন
A. রাবণ
B. সীতা
C. লক্ষ্মণ
D. রাম
★ সঠিক উত্তর – D
৭৮) “পশ্চাতে তার বাঁধি দুই সার কিরাত নারীর দল”
– এই কিরাত নারীরা যে জিনিসগুলি নিয়ে এসেছিল
A. সোনার প্রদীপ, ধূপাধার
B. মালা চামর, তীর্থজল
C. ধানদূর্বা, শঙ্খ
D. ফুলধল, মুক্তা ঝালরে গাঁথা চাঁদোয়া
★ সঠিক উত্তর – B
৭৯) ‘বাঁশি’ কবিতায় কান্তাবাবু যে বাজনাটি বাজাতেন
A. বাঁশি
B. সেতার
C. কর্নেট
D. তবলা
★ সঠিক উত্তর – C
৮০) “আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে”
– যে কাব্যগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ এ কথা বলেছেন
A. পূরবী
B. নবজাতক
C. পুনশ্চ
D. বনবাণী
★ সঠিক উত্তর – B
৮১) ‘রাই আমার চলে যেতে ঢলে পড়ে’ গানটি যিনি গেয়েছিলেন
A. বিমলার মেজো জা
B. বিমলা
C. দামিনী
D. নবীনের স্ত্রী
★ সঠিক উত্তর – A
৮২) “দামিনী, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ত্যাগ করিয়া যাও”
যার উক্তি
A. লীলানন্দ স্বামী
B. শচীশ
C. শ্রীবিলাস
D. শিবতোষ
★ সঠিক উত্তর – B
৮৩) ‘হৈমন্তী’ গল্পের কথকের যে বয়সে বিবাহ হয়
A. ১৬
B. ১৭
C. ১৮
D. ১৯
★ সঠিক উত্তর – D
৮৪) ‘অচলায়তন যাঁকে উৎসর্গ করা হয়েছিল
A. যদুনাথ সরকার
B. বলেন্দ্রনাথ ঠাকুর
C. রামানন্দ বন্দ্যোপাধ্যায়
D. পুলিনবিহারী সেন
★ সঠিক উত্তর – A
৮৫) ‘মুক্তধারা’ নাটকে অম্বার ছেলের নাম
A. অখিল
B. নীলকান্ত
C. তারাপদ
D. সুমন
★ সঠিক উত্তর – D
৮৬) ‘মেঘদূত’ প্রবন্ধে রবীন্দ্রনাথ চিরবিরহের আলোচনা প্রসঙ্গে যে বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন
A. জয়দেব
B. বিদ্যাপতি
C. বলরাম দাস
D. গোবিন্দদাস
★ সঠিক উত্তর – C
৮৭) “আচ্ছা বাছা, সেই রামায়ণ আমাদের একটু পড়িয়া শোনা দেখি”
‘জীবনস্মৃতি’ তে কিশোর রবিকে যিনি একথা বলেছিলেন
A. খুড়িমা
B. সারদা দেবী
C. শ্রীকন্ঠ সিংহ
D. কিশোরী চাটুজ্যে
★ সঠিক উত্তর – B
৮৮) “নিম তিতো নিসুন্দে তিতো তিতো মাকাল ফল
তাহার অধিক তিতো কন্যে _ ”
A. করলা
B. শ্বশুরঘর
C. বোনসতীনের ঘর
D. প্রতিবেশীর ঘর
★ সঠিক উত্তর – C
৮৯) রবীন্দ্রনাথ প্রথমবার যে জাহাজে জাপান গিয়েছিলেন
A. তোসামারু
B. হারুনামারু
C. আন্ডেজ
D. কোমাগতামারু
★ সঠিক উত্তর – A
৯০) ‘তথ্য ও সত্য’ প্রবন্ধে কথিত অনাথপিন্ডদের কাহিনি রবীন্দ্রনাথের যে কবিতায় আছে
A. প্রথম পূজা
B. শ্রেষ্ঠ ভিক্ষা
C. পূজারিণী
D. আহ্বান
★ সঠিক উত্তর – B
৯১) ‘পদ বিনে চলে প্রভু কর্ণ বিনে শুনে
হিয়া বিনে ভূত ভবিষ্যত সব গুণে’ – কোন অলঙ্কার ?
A. সমাসোক্তি
B. বিরোধ
C. রূপক
D. বিভাবনা
★ সঠিক উত্তর – D
৯২) “নীল অঞ্জনঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর” – কোন অলঙ্কার ?
A. বৃত্ত্যনুপ্রাস
B. ছেকানুপ্রাস
C. লাটানুপ্রাস
D. যমক
★ সঠিক উত্তর – B
৯৩) ‘থির বিজুরি নবীনা গোরী
পেখলুঁ ঘাটের কূলে’ – কোন অলঙ্কার ?
A. অধিকারুঢ় বৈশিষ্ঠ্য অলঙ্কার
B. পরম্পরিত রূপক
C. মালা রূপক
D. সাঙ্গ রূপক
★ সঠিক উত্তর – A
৯৪) “হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল” – পঙক্তিটি যে ছন্দে রচিত
A. কলাবৃত্ত
B. দলবৃত্ত
C. মিশ্রকলাবৃত্ত
D. অমিত্রাক্ষর
★ সঠিক উত্তর – B
৯৫) ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি’ পঙক্তিটি যে ছন্দে রচিত
A. দলবৃত্ত
B. মিশ্রকলাবৃত্ত
C. কলাবৃত্ত
D. মুক্তক
★ সঠিক উত্তর – C
৯৬) ‘উজ্জ্বলনীলমণি’ অনুযায়ী শৃঙ্গারের মূল ভাগ যত সংখ্যক
A. ২
B. ৩
C. ৪
D. ৫
★ সঠিক উত্তর – A
৯৭) ‘উজ্জ্বলনীলমণি’তে যত সংখ্যক নায়কের কথা বলা হয়েছে
A. চুরানব্বই
B. পঁচানব্বই
C. ছিয়ানব্বই
D. একশো
★ সঠিক উত্তর – C
৯৮) ‘বক্রোক্তিবাদ’ এর প্রবক্তা যিনি
A. বামন
B. ভামহ
C. অভিনব গুপ্ত
D. কুন্তক
★ সঠিক উত্তর – D
৯৯) ইসকাইলাস এর যে ক’টি নাটক পাওয়া গেছে
A. ৪
B. ৫
C. ৬
D. ৭
★ সঠিক উত্তর – D
১০০) ট্রাজেডির বহিরঙ্গ উপাদানগুলি হল
A. ভাষা, কাহিনি, চরিত্র
B. ভাষা, সঙ্গীত, দৃশ্য
C. ভাষা, চরিত্র, অভিপ্রায়
D. কাহিনি, সঙ্গীত, ভাষা
★ সঠিক উত্তর – B
– – – – –