পথের পাঁচালী
✒️ লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ – ১লা নভেম্বর, ১৯৫০)
✒️ লেখক পরিচিতি : কল্লোলের দিকপাল ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হলেও, বিভূতিভূষণ সমকালীন রাজনীতি ও আধুনিকতার দিক থেকে মুখ ফিরিয়ে অভিনিবিষ্ট হলেন প্রকৃতিলালিত পরিচিত পল্লীগ্রামের জীবন ও জীবনসত্যকে খোঁজার। এবং এর সঙ্গে তীব্র প্রখর বাস্তবতার প্রেক্ষাপটটিকে আবৃত করে দিয়েছেন ছায়া সুনিবিড় রোমান্টিকতার অন্তরালে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যজীবনে ১৪টি উপন্যাস লিখেছেন –
পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩২)
দৃষ্টিপ্রদীপ (১৯৩৫), আদর্শ হিন্দু হোটেল (১৯৪০), বিপিনের সংসার (১৯৪১), দুইবাড়ি (১৯৪১), অনুবর্তন (১৯৪২), দেবযান (১৯৪৪), কেদার রাজা (১৯৪৫), হীরেমাণিক জ্বলে (১৯৪৬), অথৈ জল(১৯৪৭), ইছামতী (১৯৫০), দম্পতি (১৯৫২), অশনি সংকেত (১৯৫৯)।
এছাড়া ছোটদের জন্য বিভূতিভূষণ তিনটি উপন্যাস লেখেন – চাঁদের পাহাড় (১৯৩৮), মরণের ডঙ্কা বাজে (১৯৪৮), মিসমিদের কবচ (১২৪২)।
✒️ প্রথম প্রকাশ :
◆ পত্রিকায় প্রকাশ :~ ‘বিচিত্রা’ পত্রিকায় আষাঢ় ১৩৩৫ বঙ্গাব্দ থেকে আশ্বিন, ১৩৩৬ বঙ্গাব্দ থেকে প্রকাশিত।
◆ গ্রন্থাকারে প্রকাশ :~ ১৯২৯ খ্রিস্টাব্দ
✒️ উৎসর্গ : পিতৃদেব (মহানন্দ বন্দ্যোপাধ্যায়কে)
✒️ পরিচ্ছেদ সংখ্যা : ৩, (৬+২৩+৬) ৩৫
✒️ প্রকার : সামাজিক উপন্যাস
✒️ বিষয়বস্তু : ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও প্রখ্যাত উপন্যাস। বাংলার সাধারণ গ্রাম নিশ্চিন্দপুরের অত্যন্ত দরিদ্র পরিবারে অপু – দূর্গা দুই ভাইবোনের বেড়ে ওঠা থেকে অপুর বৃহত্তর জগতে প্রবেশের কাহিনি ‘পথের পাঁচালী’র উপজীব্য বিষয়। প্রচন্ড দরিদ্রের মধ্যে অপুর জীবন অতিবাহিত হলেও দরিদ্রতা অপেক্ষা অপুর ভাবতন্ময়তা অধিক প্রাধান্য পেয়েছে উপন্যাসটিতে। এর পাশাপাশি গ্রামজীবনের সংকীর্ণ প্রথা, বর্ণবিদ্বেষ, নারীসমাজের অসহায়তা, গ্রাম্য রসিকতা সমস্তকিছুই চালচিত্রের মতো ধরা পড়েছে উপন্যাসটিতে। তবে গ্রামজীবনের প্রকৃতি ও প্রকৃতিলালিত মানুষের বর্ণনার মধ্যেই উপন্যাসটি সীমাবদ্ধ থাকেনি।
অপুর জীবন বৃহৎ থেকে বৃহত্তর পরিধিতে প্রসারিত হয়েছে বিচিত্র ঘটনার স্বাদ অনুভবের মধ্য দিয়ে। পারিবারিক বন্ধন, দাম্পত্য প্রেম, অপত্য স্নেহ অপুকে নিশ্চল করতে পারেনি। যেখানেই আমরা একনিষ্ঠ গভীরতার প্রত্যাশ্যা করি সেখানেই পাই বিরামহীন গতিশীলতা। এখানে বিভূতিভূষণ খন্ডকালের সাপেক্ষে অনন্ত কালপ্রবাহকে ধরার চেষ্টা করেছেন। খন্ডকাল প্রবাহের সমান্তরালে মহাকালের উপস্থিতি বিভূতিভূষণের কথাসাহিত্যে স্বতন্ত্রতার পরিচয় বহন করে।
✒️ অন্যান্য :
নির্বাস উপন্যাস একটু আলোচনা করে দিলে ভালো হয়।
I really need this document