★ এক কথায় প্রকাশ ★
■ অ ■
১) অগ্রে গমন করে যে – অগ্রগামী
২) যা লঙ্ঘন করা যায় না – অলঙ্ঘ্যনীয়
৩) যা অঙ্গুলি দ্বারা মাপা যায় – অঙ্গুলিমেয়
৪) যার শত্রু জন্মে নি – অজাতশত্রু
৫) যা জানা যায় না – অজ্ঞেয়
৬) যা জানা যায় নি – অজ্ঞাত
৭) যিনি পরে জন্মেছে – অনুজ
৮) যিনি আগে জন্মেছে – অগ্রজ
৯) আস্ত অজকে গ্রাস করে যে – অজগর
১০) যা পূর্বে ঘটে নি – অভূতপূর্ব
১১) অনুসন্ধান করার ইচ্ছা – অনুসন্ধিৎসা
১২) অনুসন্ধান করতে ইচ্ছুক – অনুসন্ধিৎসু
১৩) অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
১৪) যা উচ্চারণ করা যায় না – অনুচ্চার্য
১৫) যা নিবারণ করা যায় না – অনিবার্য
১৬) যিনি দান পরিগ্রহ করেন নি – অকৃতদার
১৭) যা অবশ্যই হবে – অবশ্যাম্ভাবী
১৮) যার নাম জানা যায় নি – অজ্ঞাতনামা
১৯) যার আদি নেই – অনাদি
২০) যার ক্ষয় নেই – অক্ষয়
২১) যার অন্ত নেই – অনন্ত
২২) যার বোধ নেই – অবোধ
২৩) যার অন্য গতি নেই – অনন্যগতি
২৪) যার অন্য উপায় নেই – অনন্যোপায়
২৪) যার শোক নেই – অশোক
২৫) যিনি অন্যের অপেক্ষা করেন না – অনপেক্ষ
২৬) পর দ্রব্য হরণ না করা – অস্তেয়
২৭) যা চিন্তা করা যায় না – অচিন্ত্য
২৮) যা কল্পনা করা যায় না – অকল্পনীয়
২৯) যা ভাবনা করা যায় না – অভাবনীয়
৩০) হরিণের চর্ম – অজিন
৩১) বায়ুর অনুকূল – অনুবাদ
৩১) চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী – অক্ষৌহিনী
৩২) যার চেয়ে উৎকৃষ্ট আর কিছুই নেই – অনুত্তম
৩৩) অরিকে দমন করে যে – অরিন্দম
৩৪) অন্য ভাষায় রূপান্তরিত – অনূদিত, অনুবাদিত
৩৫) পরে উদিত – অনুদিত
৩৬) উদিত নয় – অনূদিত
৩৭) অতি আয়াসে যা সাধন করা যায় – অত্যায়াসসাধ্য
৩৮) বিনা আয়াসে যা লাভ করা যায় – অনায়াসলভ্য
৩৯) অবাঞ্ছনীয় প্রবেশ – অনুপ্রবেশ
৪০) অনুষ্ঠিত হওয়া উচিত – অনুষ্ঠাতব্য
৪১) যার কাছ থেকে দান গ্রহণ করা যায় না – অপ্রতিগৃহ্য
৪২) যার প্রতিবিধান করা যায় না – অপ্রতিবিধেয়
৪৩) যার আগমনে কোনো তিথি নেই – অতিথি
৪৪) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
৪৫)যা অধীত হয়েছে – অধীয়মান
৪৬) চোখের কোণ – অপাঙ্গ
৪৭) দক্ষিণ দিক – অবাচী
৪৮) যাকে অবিবাহিতা রাখা যায় না – অরক্ষণীয়া
৪৯) পৃথিবী ও পার্থিব সব বিষয়ে জ্ঞান – অপরাবিদ্যা
৫০) যে ভূমি যুদ্ধের যোগ্য নয় – অযোধ্যা