রূপনারানের কূলে
রবীন্দ্রনাথ ঠাকুর

রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত‍্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত‍্যুর দুঃখের তপস‍্যা এ জীবন,
সত‍্যের দারুণ মূল‍্য লাভ করিবারে,
মৃত‍্যুতে সকল দেনা শোধ করে দিতে।

◆ উৎস – কবিতাটির নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করেননি। কবিতার প্রথম চরণ অনুযায়ী উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদ এই নামকরণ করেছেন।
কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ লেখা’ কাব‍্যগ্রন্থের ১১ সংখ‍্যক কবিতা।
এই ১১সংখ‍্যক কবিতাটি ১৩৪৮ সালের আষাঢ় মাসে ‘জয়শ্রী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।