যেতে পারি, কিন্তু কেন যাবো ?
শক্তি চট্টোপাধ‍্যায়

ভাবছি; ঘুরে দাঁড়ানোই ভালো।

এত কালো মেখেছি দু হাতে এতকাল ধরে
কখনো তোমার করে, তোমাকে ভাবিনি।

এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়

যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো ?

সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো

যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদের‌ও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না- অসময়ে।

■ পাঠভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা –

১) ‘যেতে পারি কিন্তু কেন যাবো?’ কবিতায় ‘যাবো’ কথাটি কতবার আছে ?
✒️ ৫ বার

২) ‘যাবো না’ কথাটি কতবার আছে ?
✒️ ২ বার

৩) কার পাশে দাঁড়ালে চাঁদ ডাকার কথা আছে ?
✒️ খাদের পাশে

৪) “চাঁদ ডাকে : _ ” – এখানে ‘আয়’ শব্দটি কতবার আছে ?
✒️ ৩ বার

৫) কবিতায় গঙ্গার তীরে দাঁড়ালে কে ডাকে ?
✒️ চিতাকাঠ

৬) ‘চিতাকাঠ ডাকে’ – এখানে আয় শব্দটি কতবার আছে ?
✒️ ২ বার

৭) সন্তানের মুখ ধরে কটি চুমো খাবার কথা বলা হয়েছে ?
✒️ একটি

৮) ‘এখন গঙ্গার তীরে _ দাঁড়ালে চিতাকাঠ ডাকে’ – শূন‍্যস্থান পূরণ করো।
✒️ ঘুমন্ত

৯) ‘এত_মেখেছি দু-হাতে’ – কী মেখেছি ?
✒️ কালো

১০) কবিতায় কোন রঙের উল্লেখ আছে ?
✒️ কালো

১১) কবিতায় কোন নদীর উল্লেখ আছে ?
✒️ গঙ্গা

১২) কবিতায় কার মুখ ধরে চুমো খাবার কথা আছে ?
✒️ সন্তানের

১৩) ‘কখনো_করে তোমাকে ভাবিনি’ – শূন‍্যস্থানে কী হবে ?
✒️ তোমার

১৪) ‘_যাবো না অসময়ে’ – শূন‍্যস্থান পূরণ করো।
✒️ একাকী

১৫) কবিতায় একটি বিশেষ সময়ের প্রসঙ্গ আছে। সেটি কী ?
✒️ রাত্রি

১৬) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো ?’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ ভাবছি; ঘুরে দাঁড়ানোই ভালো

১৭) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কবিতার শেষ লাইন কী ?
✒️ একাকী যাবো না অসময়ে

১৮) ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ কবিতাটির স্তবক সংখ‍্যা কত ?
✒️ ৬

১৯) ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ কবিতাটির চরণ সংখ‍্যা কত ?
✒️ ১৫

২০) ‘যেতে পারি কিন্তু কেন যাবো ?’ কবিতাটি কোন কাব‍্যগ্যন্থ থেকে নেওয়া হয়েছে ?
✒️ যেতে পারি, কিন্তু কেন যাবো

২১) কবিতাটিতে কটি যতিচিহ্ন ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ২টি, কমা ও জিজ্ঞাসা চিহ্ন

২২) ‘যেতে পারি কিন্তু কেন যাবো?’ কাব‍্যের জন‍্য কোন পুরস্কার পেয়েছিলেন শক্তি চট্টোপাধ‍্যায় ?
✒️ সাহিত‍্য অ্যাকাদেমি

২৩) শক্তি চট্টোপাধ‍্যায় কবে সাহিত‍্য অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন ?
✒️ ১৯৮৩ সালে

২৪) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয় ?
✒️ মার্চ, ১৯৮২ খ্রিস্টাব্দ

২৫) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কবিতাটির প্রচ্ছদ কে অঙ্কন করেন ?
✒️ সুনীল শীল

২৬) ‘যেতে পারি কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়?
✒️ সুবোধ দাস ও তার স্ত্রী শিপ্রা দাসকে

২৭) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটির ইংরাজি অনুবাদের নাম কী ?
✒️ I Can But Why Should I Go ?

২৮) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটির ইংরাজি অনুবাদকের নাম কী ?
✒️ জয়ন্ত মহাপাত্র

২৯) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটির ইংরাজি অনুবাদ কবে প্রকাশিত হয় ?
✒️ ১৯৯৪ খ্রিস্টাব্দে

৩০) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটির ইংরাজি ছাড়া আর কোন ভাষায় অনুবাদ হয় ?
✒️ মৈথিলী ভাষায়

৩১) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটির মৈথিলী অনুবাদ কে করেন ?
✒️ রামচরণ ঠাকুর

৩২) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যগ্রন্থটির মৈথিলী অনুবাদটির নাম কী ?
✒️ যা সাকি ছি কিন্তু কিয়ে যাও

৩৩) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কাব‍্যটির মৈথিলী অনুবাদটি কবে প্রকাশিত হয় ?
✒️ ১৯৯৯ খ্রিস্টাব্দে

৩৪) ‘যেতে পারি, কিন্তু কেন যাবো?’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
✒️ দেশ পত্রিকায়