চাবি – শক্তি চট্টোপাধ্যায়
আমার কাছে এখনো পড়ে আছে
তোমার প্রিয় হারিয়ে-যাওয়া চাবি
কেমন করে তোরঙ্গ আজ খোলো ?
থুৎনি-পরে তিল তো তোমার আছে
এখন? ও মন, নতুন দেশে যাবি ?
চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো।
চাবি তোমার পরম যত্নে আছে
রেখেছিলাম, আজই সময় হলো-
লিখিও, উহা ফিরৎ চাহো কিনা ?
অবান্তর স্মৃতির ভিতর আছে
তোমার মুখ অশ্রু ঝলোমলো
লিখিও, উহা ফিরৎ চাহো কিনা ?
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘চাবি’ কবিতায় ‘চাবি’ কথাটি কতবার আছে ?
✒️ ২বার
২) ‘চাবি’ কবিতায় ‘চাবি’ কথাটি দু বার আছে। কোন কোন স্তবকে আছে ?
✒️ প্রথম ও তৃতীয় স্তবকে
৩) ‘লিখিও, উহা ফেরত চাহো কিনা?’ – কথাটি কবিতায় কতবার আছে ?
✒️ ২বার
৪) ‘লিখিও, উহা ফেরত চাহো কি না?’ – উহা বলতে কীসের কথা বলা হয়েছে ?
✒️ চাবি
৫) ‘চাবি’ কবিতায় চাবিটি কীসের ?
✒️ তোরঙ্গের
৬) ‘আমার কাছে এখনো পড়ে আছে’ – কী পড়ে আছে ?
✒️ হারিয়ে যাওয়া চাবি
৭) কোথায় তিল থাকার প্রসঙ্গ আছে ?
✒️ থুৎনিতে
৮) ‘_ স্মৃতির ভেতর আছে’ – কী ?
✒️ অবান্তর
৯) ‘অবান্তর স্মৃতির ভেতর আছে’ – কী আছে ?
✒️ অশ্রু-ঝলোমলো মুখ
১০) ‘আজই সময় হলো-‘ – কীসের ?
✒️ চিঠি লেখার
১১) ‘…পরম যত্নে কাছে রেখেছিলাম’ – কী ?
✒️ চাবি
১২) চাবি কবিতায় দেহের কোন দুটি অঙ্গে উল্লেখ আছে ?
✒️ থুৎনি ও মুখ
১৩) ‘চাবি’ কবিতায় কতগুলি জিজ্ঞাসা চিহ্নের প্রয়োগ লক্ষ করা যায় ?
✒️ ৫ টি
১৪) ‘চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো’ – পঙক্তিটি কবিতার কোন স্তবকে আছে ?
✒️ ২য় স্তবকে
১৫) ‘চাবি’ কবিতার মোট স্তবক কয়টি ?
✒️ ৪টি
১৬) ‘চাবি’ কবিতার পঙক্তি সংখ্যা কত ?
✒️ ১২
১৭) ‘চাবি’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ আমার কাছে এখনো পড়ে আছে
১৮) ‘চাবি’ কবিতার শেষ লাইন কী ?
✒️ লিখিও, উহা ফেরত চাহো কিনা?
১৯) ‘চাবি’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে ?
✒️ কৃত্তিবাস, চৈত্র ১৩৬৯ বঙ্গাব্দ
২০) ‘চাবি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ?
✒️ ধর্মে আছো, জিরাফে আছো
২১) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় ?
✒️ আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে
২২) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ নিতাই ঘোষ
২৩) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব্যগ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয় ?
✒️ আশ্বিন, ১৩৭২ বঙ্গাব্দে
২৪) ‘ও মন, নতুন দেশে যাবি?’ কোন কবিতা থেকে পঙক্তিটি নেওয়া হয়েছে ?
✒️ চাবি কবিতা থেকে
Nice👏 খুবই ভালো