আনন্দ-ভৈরবী

শক্তি চট্টোপাধ‍্যায়

আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা
উদ‍্যানে ছিলো বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী।

আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে
বিদ‍্যুৎ-রেখা মেলে

সে কি জানিত না এমনি দুঃসময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিত না হৃদয়ের অপচয়
কৃপণের বামমুঠি

সে কি জানিত না যত বড় রাজধানী
তত বিখ‍্যাত নয় এ হৃদয়পুর
সে কি জানিত না আমি তারে যত জানি
আনন্দ সমুদ্দুর

আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা
উদ‍্যানে ছিলো বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী।

■ প্রশ্নোত্তর আলোচনা –

১) শক্তি চট্টোপাধ‍্যায়ের কোন কবিতার শিরোনামে সমাসবদ্ধ শব্দ আছে ?
✒️ আনন্দ-ভৈরবী

২) কোন কবিতায় কেবল বিরাম চিহ্ন ব‍্যবহৃত হয়েছে ?
✒️ আনন্দ-ভৈরবী

৩) ‘আনন্দ-ভৈরবী’ শব্দটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ২ বার

৪) কোন কবিতায় প্রথম ও শেষ স্তবক এক‌ই ?
✒️ আনন্দ-ভৈরবী কবিতায়

৫) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় কোন সময়ের প্রসঙ্গ আছে ?
✒️ বর্ষাকাল

৬) ‘আজ সেই গোঠে আসে না’ – কে আসে না ?
✒️ রাখাল ছেলে

৭) মোহনবাঁশিতে কে কাঁদে না ?
✒️ বটের মূল

৮) ‘এখনো_কোদালে মেঘের ফাঁকে’ – শূন‍্যস্থানে পূরণ করো।
✒️ বরষা

৯) বরষা কোদালে মেঘের ফাঁকে কী মেলে ?
✒️ বিদ‍্যুৎ রেখা

১০) হৃদয়ের অপচয়ের সঙ্গে কীসের তুলনা করা হয়েছে ?
✒️ কৃপণের বামমুঠির

১১) ‘দুঃসময় লাফ মেরে ধরে _’ – কী ?
✒️ মোরগের লাল ঝুঁটি

১২) ‘সে কি জানিত না’ – কথাটি ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৪বার

১৩) ‘যত বড়ো রাজধানী তত বিখ‍্যাত নয় এ হৃদয়পুর’ – পঙক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ?
✒️ আনন্দ-ভৈরবী

১৪) ‘যত বড়ো রাজধানী তত বিখ‍্যাত নয় এ হৃদয়পুর’ – পঙক্তিটি ‘আনন্দ-ভৈরবী’ কবিতার কোন স্তবকে আছে ?
✒️ চতুর্থ স্তবকে

১৫) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে ?
✒️ আষাঢ়

১৬) ‘আজ সেই ঘরে এলায়ে পড়েছে _’ – কী ?
✒️ ছবি

১৭) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় ‘বরষা পীড়িত ফুল’ কোথায় ছিল ?
✒️ উদ‍্যানে

১৮) হৃদয়পুর, চিঠি, মোহনবাঁশি, বিদ‍্যুৎরেখা – কোন শব্দটি ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় নেই ?
✒️ চিঠি

১৯) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় কোন গাছের উল্লেখ আছে ?
✒️ বটগাছ

২০) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় কোন পাখির উল্লেখ আছে ?
✒️ মোরগ

২১) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় কোন রঙের উল্লেখ আছে ?
✒️ লাল

২২) ‘আনন্দ-ভৈরবী’ কবিতা কোন কাব‍্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ?
✒️ ধর্মে আছো, জিরাফে আছো

২৩) ‘আনন্দ-ভৈরবী’ কবিতায় ‘আনন্দ সমুদ্দুর’ কথাটি কোন স্তবকে আছে ?
✒️ ৪র্থ স্তবকে

২৪) ‘আনন্দ-ভৈরবী’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
✒️ নান্দীমুখ পত্রিকা, পৌষ,১৩৭০ বঙ্গাব্দ

২৫) ‘আনন্দ-ভৈরবী’ কবিতাটির স্তবক সংখ‍্যা কত ?
✒️ ৫

২৬) ‘আনন্দ-ভৈরবী’ কবিতাটির চরণ সংখ‍্যা কত ?
✒️ ২০

২৭) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ নিতাই ঘোষ

২৮) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন ?
✒️ আধুনিক কবিতার দুর্বোধ‍্য পাঠকের হাতে

২৯) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটি প্রথম প্রকাশের সময় ক’টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল ?
✒️ ৮৫টি কবিতা

৩০) ‘ধর্মে আছো, জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটি প্রথম প্রকাশ কবে হয়েছিল ?
✒️ মার্চ, ১৯৬৫ খ্রিস্টাব্দে