অবনী বাড়ি আছো

শক্তি চট্টোপাধ‍্যায়

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

বৃষ্টি পড়ে এখানে বারো মাস
এখানে মেঘ গাভীর মতো চরে
প‍রাঙ্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে-
‘অবনী বাড়ি আছো?’

আধেকলীন হৃদয়ে দূরগামী
ব‍্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

■ প্রশ্নোত্তর আলোচনা –

১) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় ‘অবনী বাড়ি আছো?’ কথাটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৩ বার

২)  অবনী বাড়ি আছো’ কবিতায় পাড়া কীভাবে ঘুমিয়ে আছে ?
✒️ দুয়ার এঁটে

৩) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কেবল কী শোনা যায় ?
✒️ রাতের কড়ানাড়া

৪) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় ‘রাতের কড়ানাড়া’ শব্দটি কতবার আছে ?
✒️ ২বার

৫) ‘_ শুনি রাতের কড়া নাড়া’ – ‘অবনী বাড়ি আছো’ কবিতায় তৃতীয় স্তবক অনুযায়ী শূন‍্যস্থান পূরণ করো।
✒️ সহসা

৬) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় বৃষ্টি কতমাস পড়ে ?
✒️ বারোমাস

৭) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় গাভীর সঙ্গে কীসের তুলনা করা হয়েছে ?
✒️ মেঘের

৮) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কোন রঙের উল্লেখ আছে ?
✒️ সবুজ

৯) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় দুয়ার এঁটে কে ঘুমিয়ে আছে ?
✒️ পাড়া

১০) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় ‘পরাঙ্মুখ’ কথার অর্থ কী ?
✒️ বিমুখ

১১) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় ‘দুয়ার’ শব্দটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ২ বার

১২) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কে দুয়ার চেপে ধরে ?
✒️ সবুজ নালি ঘাস

১৩) ‘আধেকলীন হৃদয়ে দূরগামী’ পঙক্তিটি
‘অবনী বাড়ি আছো’ কবিতায় কোন স্তবকে আছে ?
✒️ তৃতীয় স্তবকে

১৪) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কীসের মধ‍্যে ঘুমিয়ে পড়ার প্রসঙ্গ আছে ?
✒️ ব‍্যথার মাঝে

১৫) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কোন সময়ের প্রসঙ্গ আছে ?
✒️ রাত্রি

১৬) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কীসের শব্দের প্রসঙ্গ আছে ?
✒️ কড়ানাড়া

১৭) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় অন্ত‍্যমিল জোড় শব্দ কয়টি আছে ?
✒️ ৪ টি, পাড়া – নাড়া, মাস – ঘাস, চরে – ধরে, গামী – আমি

১৮) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় উল্লেখিত ব‍্যক্তিটির নাম কী ?
✒️ অবনী

১৯) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় কটি জিজ্ঞাসা চিহ্ন আছে ?
✒️ ৩টি

২০) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় স্তবক কয়টি ?
✒️ ৩ টি

২১) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় চরণ সংখ‍্যা কত ?
✒️ ১২

২২) ‘অবনী বাড়ি আছো’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ?
✒️ ধর্মে আছো জিরাফে আছো

২৩) ‘ধর্মে আছো জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় ?
✒️ আধুনিক কবিতার দুর্বোধ‍্য পাঠকের হাতে

২৪) ‘ধর্মে আছো জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ নিতাই ঘোষ

২৫) ‘ধর্মে আছো জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটির প্রথম প্রকাশ কবে হয়েছে ?
✒️ আশ্বিন, ১৩৭২বঙ্গাব্দ

২৬) ‘অবনী বাড়ি আছো’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া

২৭) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় শেষ লাইন কী ?
✒️ অবনী বাড়ি আছো ?

২৮) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় জিজ্ঞাসা চিহ্ন যুক্ত পঙক্তি কোনটি ?
✒️ অবনী বাড়ি আছো ?

২৯) ‘অবনী বাড়ি আছো’ কবিতায় জিজ্ঞাসা চিহ্ন ছাড়া বিরামচিহ্ন যুক্ত পঙক্তি কোনটি ?
✒️ দুয়ার চেপে ধরে-

৩০) ‘ব‍্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি’ পঙক্তিটি কোন কবিতায় আছে ?
✒️ ‘অবনী বাড়ি আছো’ কবিতায়

৩১) কোন কবিতায় কোনো পূর্ণচ্ছেদ নেই ?
✒️ ‘অবনী বাড়ি আছো’ কবিতায়