অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে

শক্তি চট্টোপাধ‍্যায়

দোয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারারাত
কাল সারারাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে
চরের বালিতে তাকে চিকিচিকি মাছের মতন মনে হয়
মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো।

সারারাত ধরে তার পাখাখসা শব্দ আসে কানে
মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল
উলোট-পালোট হয়ে পড়ে আছে আমার বাগানে।

এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন
পৃথিবীর সমস্ত রঙিন
পর্দাগুলি নিয়ে যাবো, নিয়ে যাবো শেফালির চারা
গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া
এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র- খামারে নবান্নের দিন।

যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো
যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো
দেখে যেতে চেয়ে থাকো, তাহাদের ঘরের ভিতরে-
আমাকে যাবার আগে বলো তা-ও, নেবো সঙ্গে করে।

■ প্রশ্নোত্তর আলোচনা –

১) দোয়ালির আলো মেখে কে পুড়ে গিয়েছে ?
✒️ নক্ষত্র

২) ‘চরের বালিতে তাকে চিকচিকি মাছের মতো মনে হয়’ – কাকে ?
✒️ নক্ষত্রকে

৩) কবির মতে নক্ষত্র কী পেলে উজ্জ্বল হত ?
✒️ হৃদয়ের আলো

৪) সারারাত ধরে কীসের শব্দ কানে আসে ?
✒️ নক্ষত্রের পাখাখসার শব্দ

৫) ‘_ উলোট-পালোট হয়ে পড়ে আছে আমার বাগানে’ – কী ?
✒️ নক্ষত্রের তামাম উইল

৬) ‘এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন’ – পঙক্তিটি কবিতায় কতবার আছে ?
✒️ ২ বার

৭) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় একটি স্তবকের প্রথম ও শেষ পঙক্তিটি এক। পঙক্তিটি উল্লেখ করো।
✒️ এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন

৮)  ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় একটি স্তবকের প্রথম ও শেষ পঙক্তিটি এক। কোন স্তবকে ?
✒️ তৃতীয় স্তবকে

৯) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় কবি কী কী নিয়ে যাবার কথা বলেছেন ?
✒️ তোমাকে, রঙিন পর্দা এবং শেফালির চারা

১০) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় কী কী ফুলের উল্লেখ আছে ?
✒️ ২টি, সূর্যমুখী ও শেফালি

১১) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় কোথায় নিয়ে যাবার প্রসঙ্গ আছে ?
✒️ নক্ষত্র খামারে

১২) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় একটি বিশেষ দিনের উল্লেখ আছে। দিনটা কী ?
✒️ নবান্ন

১৩) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় ‘গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে’ – কীসের কথা বলা হয়েছে ?
✒️ সূর্যমুখী পাড়া

১৪) ‘যদি কোন পৃথিবীর_বেসে থাকে ভালো’ – শূন‍্যস্থান পূরণ করো।
✒️ কিশলয়ে

১৫) নক্ষত্র খামার, চিকিচিকি মাছ, সূর্যমুখী পাড়া এসব কোন কবিতায় আছে ?
✒️ ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায়

১৬) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ?
✒️ ধর্মে আছো জিরাফে আছো

১৭) ‘ধর্মে আছো জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটির প্রথম প্রকাশ কবে ?
✒️ আশ্বিন, ১৩৭২

১৮) ‘ধর্মে আছো জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ নিতাই ঘোষ

১৯) ‘ধর্মে আছো জিরাফে আছো’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে ?
✒️ আধুনিক কবিতার দুর্বোধ‍্য পাঠকদের হাতে

২০) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতাটির স্তবক সংখ‍্যা কত ?
✒️ ৪

২১) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতাটির চরণ সংখ‍্যা কত ?
✒️ ১৬

২২) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতাটির প্রথম লাইন কী ?
✒️ দোয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারারাত

২৩) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতার শেষ লাইনটি কী ?
✒️ আমাকে যাবার আগে বলো তা-ও, নেবো সঙ্গে করে।

২৪) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় কীসের আলোর প্রসঙ্গ আছে ?
✒️ দোয়ালির, হৃদয়ের ও জানালার

২৫) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় কীসের শব্দের প্রসঙ্গ আছে ?
✒️ পাখাখসার শব্দ

২৬) ‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় কোন সময়ের উল্লেখ আছে ?
✒️ রাত

২৭) হৃদয়পুর, হৃদয়ের আলো, হৃদয়ের অপচয়, হৃদয় আকাশ – কোনটির প্রসঙ্গ
‘অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে’ কবিতায় আছে ?
✒️ হৃদয়ের আলো