হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
শক্তি চট্টোপাধ্যায়
হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক
তাদের হলুদ ঝুলি ভ’রে গিয়েছিলো ঘাসে আবিল ভেড়ার পেটের মতন
কতকালের পুরানো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি
আমি দেখেছি, কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ
এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের-
আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা
যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে।
আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি
আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে
আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক
আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা-ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে
এরকমভাবে আমরা যে-ধরণের মানুষ সে ধরণের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে
এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মুক দুর্বলতা অভিপ্রায় সবই
আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর
বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলি
এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়
অনেকদিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি
অনেকদিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের
অনেকদিন গান শুনিনি মানুষের
অনেকদিন আবোল-তাবোল শিশু দেখিনি আমরা
আমরা অরণ্যের চেয়েও আরো পুরোনো অরণ্যের দিকে চলেছি ভেসে
অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন
তেমনই ভুবনছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই-
হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক
তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন
কতকালের পুরোনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে অই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি
একটা চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল
একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি।
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কথাটা কতবার আছে ?
✒️ ২ বার
২) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় ‘হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি’ কথাটা কতবার আছে ?
✒️ ২বার
৩) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় পোস্টম্যান কথাটি কতবার আছে ?
✒️ ৬ বার
৪) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় পোস্টম্যানের ঝুলির রঙ কী ?
✒️ হলুদ
৫) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় পোস্টম্যানের ঝুলি কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ ঘাসে আবিল ভেড়ার পেটের সঙ্গে
৬) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় চিঠি কথাটির কতবার উল্লেখ আছে ?
✒️ ৮ বার
৭) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় চিঠি প্রসঙ্গে একটি বিপরীত জোড় ব্যবহৃত হয়েছে। সেটি কী ?
✒️ পুরানো নতুন
৮) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় একটা চল ব্যবহৃত হতে দেখা যায়। চলটা কী ?
✒️ আমরা ক্রমশই
৯) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় পোস্টম্যানগুলিকে কীসের সঙ্গে তুলনা করেছেন শক্তি চট্টোপাধ্যায় ?
✒️ বকের সঙ্গে
১০) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় আমরা একে অপরের থেকে দূরে সরে গিয়ে নিজেদের কোন কোন অবস্থা প্রকাশ করছি ?
✒️ আহাম্মুক দূর্বলতা ও অভিপ্রায়
১১) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় আমরা কী পাবার লোভে দূরে সরে যাচ্ছি ?
✒️ চিঠি
১২) ‘এমন _ _ _ ব্যস্ততা ওদের’ – শূন্যস্থান পূরণ করো।
✒️ অসম্ভব, রহস্যপূর্ণ , সতর্ক
১৩) নতুন পুরানো চিঠি, হলুদ চিঠি, বিলাসী ভালোবাসার চিঠি, ভালোবাসা ভরা চিঠি – এদের মধ্যে কোনটির উল্লেখ ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় নেই ?
✒️ হলুদ চিঠি
১৪) ‘অনেকদিন _ শিশু দেখিনি আমরা’ – শূন্যস্থান পূরণ করো।
✒️ আবোল-তাবোল
১৫) বক, নীল, ঘাস, ভেড়া, মাছ, বিড়াল, হলুদ – এদের মধ্যে কোনগুলির উল্লেখ কবিতায় নেই ?
✒️ নীল, বিড়াল
১৬) ‘আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত _’ – শূন্যস্থান পূরণ করো।
✒️ জ্যোৎস্নায়
১৭) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় কোন পশুর উল্লেখ আছে ?
✒️ ভেড়া
১৮) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় পোস্টম্যান কথাটির প্রসঙ্গ কতবার এসেছে ?
✒️ ৬ বার
১৯) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় প্রথম পঙক্তি লেখ।
✒️ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক
২০) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতায় শেষ পঙক্তিটি লেখ।
✒️ এক গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়াতে দেখিনি আমি
২১) “অমর পাতার ছাপ যেখানে পাথরে চিবুকে লীন” – পঙক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ?
✒️ ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতা থেকে
২২) “_ জনহীনতায় আমরা ভেসে থাকছি কেবল” – শূন্যস্থান পূরণ করো।
✒️ বিকেলের বারান্দার
২৩) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতা অনুযায়ী বক নিভৃতে কী খুঁটে চলে ?
✒️ মাছ
২৪) ‘তেমনই ভুবনছাড়া _ দেশে ভেসে চলেছি কেবলই’ – শূন্যস্থান পূরণ করো
✒️ যোগাযোগের
২৫) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতার স্তবকের সংখ্যা কত ?
✒️ ২
২৬) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতার চরণে সংখ্যা কত ?
✒️ ২৮
২৭) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হচ্ছে ?
✒️ ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’
২৮) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কাব্যগ্রন্থটি কবে প্রথম প্রকাশ পেয়েছিল ?
✒️ ফাল্গুন, ১৩৭৫
২৯) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়
৩০) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কাকে ?
✒️ সুধেন্দু মল্লিককে