দামিনী – বিষ্ণু দে

সেদিন সমুদ্র ফুলে – ফুলে হল উন্মুখর মাঘী পূর্ণিমায়
সেদিন দামিনী বুঝি বলেছিল – মিটিল না সাধ।
পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রের মৃত‍্যুর সীমায়,
প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ,
সেদিন দামিনী, সমুদ্রের তীরে।

আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত‍্যহ‌ই ঝুলন পূর্ণিমা,
মাঘী বা ফাল্গুনী কিংবা বৈশাখী, রাস বা কোজাগরী;
এমন – কি অমাবস‍্যা নিরাকার তোমার‌ই প্রতিমা।

আমার‌ও মেটে না সাধ, তোমার সমুদ্রে যেন মরি
বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস-যামিনী,
দামিনী, সমুদ্রে দীপ্র তোমার শরীরে।।

১) ‘দামিনী’ কবিতায় ‘দামিনী’ শব্দটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৩ বার

২) ‘দামিনী’ কবিতায় ‘সমুদ্র’ শব্দটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৫ বার

৩) সমুদ্র কবে ফুলে ফুলে উন্মুখর হল ?
✒️ মাঘী পূর্ণিমায়

৪) ‘সেদিন দামিনী বুঝি বলেছিল’ – কী বলেছিল ?
✒️ মিটিল না সাধ

৫) জীবনের পূর্ণচন্দ্রে দামিনী কী চেয়েছিল ?
✒️ পুনর্জন্ম

৬) ‘প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল’ – কী খুঁজেছিল দামিনী ?
✒️ পূর্ণিমার অগাধ নীলিমা

৭) ‘দামিনী’ কবিতায় কতগুলি পূর্ণিমার উল্লেখ আছে ?
✒️ ৬ প্রকার – ঝুলন, মাঘী, ফাল্গুনী, বৈশাখী, রাস, কোজাগরী।

৮) ‘দামিনী’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ সেদিন সমুদ্র ফুলে ফুলে হল উন্মুখর মাঘী পূর্ণিমায়।

৯) ‘দামিনী’ কবিতার শেষ লাইন কী ?
✒️ দামিনী, সমুদ্র দীপ্র তোমার শরীরে।

১০) ‘দামিনী’ কবিতায় একটি বিপরীত শব্দ জোড় আছে। শব্দজোড়টি উল্লেখ করো।
✒️ দিবস-যামিনী

১১) ‘দামিনী’ কবিতায় উল্লেখিত বিপরীতার্থক শব্দ গুলি উল্লেখ করো।
✒️ জীবন মৃত‍্যু, বাঁচা মরা, দিবস যামিনী, পূর্ণিমা অমাবস‍্যা ইত‍্যাদি

১২) ‘দামিনী’ কবিতায় প্রথম কোন পূর্ণিমার উল্লেখ আছে ?
✒️ মাঘী পূর্ণিমা

১৩) ‘দামিনী’ কবিতায় একটি মাত্র শব্দদ্বৈত আছে। সেটি উল্লেখ করো।
✒️ ফুলে ফুলে

১৪) ‘দামিনী’ কবিতায় একটি মাত্র শব্দদ্বৈত আছে। সেটি কোন পঙক্তিতে আছে ?
✒️ প্রথম পঙক্তিতে

১৫) ‘দামিনী’ কবিতায় পূর্ণিমার উল্লেখ কতবার পাওয়া যায় ?
✒️ ৩ বার (পূর্ণিমায়, পূর্ণিমার, পূর্ণিমা)

১৬) ‘দামিনী’ কবিতায় পূর্ণিমার প্রসঙ্গে কটি মাসের উল্লেখ আছে ?
✒️ ৩ টি

১৭) ‘দামিনী’ কবিতায় পূর্ণিমার প্রসঙ্গে কী কী মাসের উল্লেখ আছে ?
✒️ মাঘ, ফাল্গুন ও বৈশাখ

১৮) ‘প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার __ __’ – শূন‍্যস্থান পূরণ করো
✒️ নীলিমা – অগাধ

১৯) ‘বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী’ – কোন কবিতার অংশ ?
✒️ দামিনী

২০) ‘দামিনী’ কবিতার চরণ সংখ‍্যা কত ?
✒️ ১১

২১) ‘দামিনী’ কবিতার স্তবক সংখ‍্যা কত ?
✒️ ৩

২২) ‘দামিনী’ কবিতাটি বিষ্ণু দে কবে রচনা করেছেন ?
✒️ ১১ই জানুয়ারি, ১৯৬০ খ্রি

২৩) ‘দামিনী’ কবিতাটির প্রথম প্রকাশ কবে হয়েছিল ?
✒️ দেশ পত্রিকায়, আষাঢ়, ১৩৬৭ বঙ্গাব্দে

২৪) ‘দামিনী’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্ভূক্ত ?
✒️ স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ

২৫) ‘স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ’ কাব‍্যটি কাকে উৎসর্গ করা হয়েছিলেন ?
✒️ অন্নদাশঙ্কর রায়কে

২৬) ‘স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ’ কাব‍্যটির প্রচ্ছদ কে অঙ্কন করেছিলেন ?
✒️ যামিনী রায়

২৭)