প্রাকৃত কবিতা – বিষ্ণু দে
মাসি, তোর কথা বেঁধে রাখ্ তোর খোঁপায়,
আমার ও কালো কম্বলই ভালো,
যতবার ধোবে রংছুট নয়, পাকা।
মাসি, তুই বৃথা বকিস্, আমের ঝাঁকা
মাথায় তুলে নে ঘরে জামবাটি ভ’রে
আমচুর খাস্, থাকুক্ আমার কালো।
কষ্টিপাথরে যাচাই করেছি প্রেম,
আমার রাতের কারার আকাশে জ্বেলেছে একটি তারা,
আমাকেই বলে তার দুচোখের একটি সন্ধ্যাতারা।
নির্ভয় বীর, বিরাট আঁধারে সে অমাবস্যা
ছদ্মবেশের চাঁদ,
আমাকে কি তুই করবি কথার বিজলিতে দিশাহারা ?
কোনো আশা নেই, মাসি তুই ঘরে গিয়ে
হাটের লোককে শোনাস্ জ্ঞানের কথা,
সে কানে মানাবে এসব কথার ছাঁদ।
ছড়াস্ নে তোর মুক্তার মালা, হবে না রে অন্যথা,
সে যবে আসবে শহরের কাজ সেরে
তাকেই করব বিয়ে।
আসবে অনেকদিনের হারের মধ্যে লড়াই জিতে
অনেক মিছিলে সঞ্চিত সংগীতে,
আসবে আমার সহিষ্ণু সংবিতে।
উঠানের গাছ কেটে কচি কলাপাতে
ক্ষেতের ধানের ভাতে
ঘরে সরতোলা ঘি দেব এক ছটাক,
দীঘির পাড়ের নালিতা শাকের ব্যঞ্জন,
খাসের বাঁধা মৌরলা মাছ, পাটলীর দুধে ক্ষীর
ওরে মাসি আমি দেব সুখ নিজ হাতে,
দেখব অবাক চোখে,
খাবেন পুণ্যজন।
আমার কথায় এখন যে দেখি মাসি তুই অস্থির।।
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘প্রাকৃত কবিতা’য় ‘মাসি’ কথাটি কতবার আছে ?
✒️ ৪ বার
২) মাসিকে কথক কোথায় কথা বেঁধে রাখার কথা বলছেন ?
✒️ খোঁপায়
৩) কী রঙের কম্বলের কথা বলা হয়েছে কবিতায় ?
✒️ কালো
৪) কবিতায় জামবাটি ভরে কী খাবার কথা বলা হয়েছে ?
✒️ আমচুর
৫) ‘প্রাকৃত কবিতা’য় কথককে তার প্রেমিক কী বলে ?
✒️ তার দুচোখের একটি সন্ধ্যাতারা
৬) কথক তার প্রেমিককে কীসের সঙ্গে তুলনা করেছে ?
✒️ ছদ্মবেশের চাঁদ
৭) ‘প্রাকৃত কবিতা’য় কথক তার প্রেমিককে কবে বিয়ে করবে ?
✒️ শহর থেকে কাজ সেরে ফিরলে
৮) ‘আসবে আমার _ সংবিতে’ – প্রাকৃত কবিতা অনুযায়ী শূন্যস্থান পূরণ করো
✒️ সহিষ্ণু
৯) পুণ্যজনকে কীসে খেতে দেবে ?
✒️ উঠানের কচি কলাপাতায়
১০) ভাতের সঙ্গে কতটা ঘি দেবে ?
✒️ এক ছটাক
১১) ‘প্রাকৃত কবিতা’য় কোন মাছের উল্লেখ আছে ?
✒️ মৌরলা মাছ
১২) ভাতের সঙ্গে কীসের ব্যঞ্জন দেবার কথা বলেছে ?
✒️ নালিতা শাকের
১৩) ‘প্রাকৃত কবিতা’য় উল্লেখিত গরুর নাম কী ?
✒️ পাটলী
১৪) ‘প্রাকৃত কবিতা’য় পুণ্যজনকে কে খেতে দেবে ?
✒️ কথক নিজে
১৫) ‘প্রাকৃত কবিতা’র প্রথম লাইন কী ?
✒️ মাসি, তোর কথা বেঁধে রাখ তোর খোঁপায়
১৬) ‘প্রাকৃত কবিতা’র শেষ লাইন কী ?
✒️ আমার কথায় এখন যে দেখি মাসি তুই অস্থির
১৭) ‘কষ্টিপাথরে যাচাই করেছি প্রেম’ – কোন কবিতার লাইন ?
✒️ প্রাকৃত কবিতা
১৮) ‘প্রাকৃত পৈঙ্গল’ এর প্রভাব কোন কবিতায় লক্ষ্য করা যায় ?
✒️ প্রাকৃত কবিতা
১৯) ‘প্রাকৃত কবিতা’ কবিতার লাইন সংখ্যা কত ?
✒️ ৩০
২০) ‘প্রাকৃত কবিতা’ কবিতার স্তবক সংখ্যা কত ?
✒️ ১১
২১) ‘প্রাকৃত কবিতা’ কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত ?
✒️ স্মৃতি সত্তা ভবিষ্যৎ
২২) ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন ?
✒️ যামিনী রায়
২৩) ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছেন ?
✒️ অন্নদাশঙ্কর রায়কে
২৪) ‘প্রাকৃত কবিতা’ কবিতাটি রচনাকাল উল্লেখ করো।
✒️ ৩০শে জানুয়ারি, ১৯৫৯
২৫) স্তম্ভ –
উঠানের – কলাগাছের কলাপাতা
ক্ষেতের – ধানের ভাত
দীঘির পাড়ের – নালিতা শাক
খাসের বাঁধের – মৌরলা মাছ
মাসি =5 বার