দিন চলে যায় – কামিনী রায়
একে একে একে হায়! দিনগুলি চলে যায়,
কালের প্রবাহে পরে প্রবাহ গড়ায়,
সাগরে বুদবুদ মতো উন্মত্ত বাসনা যত
হৃদয়ের আশা শত হৃদয়ে মিলায়
আর দিন চলে যায়।
জীবন আঁধার করি, কৃতান্ত সে লয় হরি
প্রাণাধিক প্রিয়জনে, কে নিবারে তায় ?
শিথিল হৃদয় নিয়ে, নর শূন্যালয়ে গিয়ে,
জীবনে বোঝা লয় তুলিয়া মাথায়,
আর দিন চলে যায়।
নিশ্বাস নয়নজল মানবের শোকানল
একটু একটু করি ক্রমশ নিবায়
স্মৃতি শুধু জেগে রহে, অতীত কাহিনী কহে,
লাগে গত নিশীথের স্বপনের প্রায়
আর দিন চলে যায়।
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘দিন চলে যায়’ কবিতায় ‘আর দিন চলে যায়’ কথাটি কতবার আছে ?
✒️ ৩ বার
২) ‘দিন চলে যায়’ কবিতায় হৃদয় কথাটি কতবার আছে ?
✒️ ৩ বার
৩) ‘দিন চলে যায়’ কবিতায় ‘দিনগুলি চলে যায়’ কথাটি কতবার আছে ?
✒️ ১বার
৪) ‘দিন চলে যায়’ কবিতায় জিজ্ঞাসা চিহ্ন (?) কতবার আছে ?
✒️ ১বার
৫) ‘দিন চলে যায়’ কবিতায় উন্মত্ত বাসনাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ সাগরে বুদবুদের সঙ্গে
৬) অতীতের কাহিনী কে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ‘দিন চলে যায়’ কবিতায় ?
✒️ গত নিশীথের স্বপনের মতো
৭) “জীবন আঁধার করি _ সে লয় হরি” – ‘দিন চলে যায়’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ কৃতান্ত
৮) ‘দিন চলে যায়’ কবিতায় উল্লেখিত কৃতান্ত শব্দের অর্থ কী ?
✒️ যম
৯) ‘দিন চলে যায়’ কবিতায় কৃতান্ত কী হরণ করে নেয় ?
✒️ প্রাণাধিক প্রিয়জনকে
১০) ‘দিন চলে যায়’ কবিতায় “একটু একটু করি ক্রমশ নিবায়” – কীসের কথা বলা হয়েছে ?
✒️ নিশ্বাস নয়নজল, মানবের শোকানল
১১) ‘দিন চলে যায়’ কবিতায় কোন কোন সংখ্যাবাচক শব্দের উল্লেখ আছে ?
✒️ এক, শত
১২) শিথিল হৃদয়ের প্রসঙ্গ কোন কবিতায় আছে ?
✒️ ‘দিন চলে যায়’ কবিতায়
১৩) ‘দিন চলে যায়’ কবিতার শুরুতে ‘একে’ শব্দটি কতবার এসেছে ?
✒️ তিন বার
১৪) ‘দিন চলে যায়’ কবিতায় অতীত কাহিনী কে বলে ?
✒️ স্মৃতি
১৫) ‘দিন চলে যায়’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ একে একে একে হায় দিনগুলি চলে যায়
১৬) ‘দিন চলে যায়’ কবিতার শেষ লাইন কী ?
✒️ আর দিন চলে যায়
১৭) ‘দিন চলে যায়’ কবিতার চরণ সংখ্যা কত ?
✒️ ১৫
১৮) ‘দিন চলে যায়’ কবিতায় স্তবক সংখ্যা কত ?
✒️ ৩
১৯)’দিন চলে যায়’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
✒️ আলো ও ছায়া
২০) আলো ও ছায়া কাব্যগ্রন্থটির প্রকাশকাল কবে ?
✒️ ১৮৮৯ খ্রি