চন্দ্রাপীড়ের জাগরণ – কামিনী রায়

অন্ধকার মরণের ছায়
কত কাল প্রণয়ী ঘুমায় ?
        চন্দ্রাপীড়, জাগ এইবার।
বসন্তের বেলা চলে যায়,
বিহগেরা সান্ধ‍্য গীত গায়,
        প্রিয়া তব মুছে অশ্রুধার।

মাস, বর্ষ হল অবসান
আশা-বাঁধা ভগন পরান
       নয়নেরে করেছে শাসন
কোনদিন ফেলি অশ্রু-জল
করিবে না প্রিয়-অমঙ্গল-
       এই তার আছিল যে পণ।

আজি ফুল মলয়জ দিয়া,
শুভ্র-দেহা, শুভ্রতর হিয়া,
        পূজিয়াছে প্রণয়ের দেবে;
নবীভূত আশারাশি তার,
অশ্রু মানা শোননাকো আর-
        চন্দ্রাপীড় মেল আঁখি এবে।

দেখ চেয়ে, সিক্তোৎপল দুটি
তোমা পানে রহিয়াছে ফুটি,
        যেন সেই নেত্র পথ দিয়া,
জীবন, তেয়াগি নিজ কায়,
তোমারি অন্তরে যেতে চায়-
        তাই হোক, উঠ গো বাঁচিয়া।

প্রণয় সে আত্মার চেতন,
জীবনের জনম নূতন
      মরণের মরণ সেথায়।
চন্দ্রাপীড়, ঘুমাও না আর-
কানে প্রাণে কে কহিল তার,
      আঁখি মেলি চন্দ্রাপীড় চায়।

মৃত‍্যু-মোহ অই ভেঙে যায়,
স্বপ্ন তার চেতনে মিশায়,
     চারি নেত্রে শুভ দরশন ;
একদৃষ্টে কাদম্বরী চায়,
নিমেষ ফেলিতে ভয় পায় –
      “এ তো স্বপ্ন – নহে জাগরণ।”

নয়ন ফিরাতে ভয় পায়,
এ স্বপন পাছে ভেঙে যায়,
          প্রাণ যেন উঠে উথলিয়া।
আঁখি দুটি মুখ চেয়ে থাক,
জীবন স্বপন হয়ে থাক,
          অতীতের বেদনা ভুলিয়া।

“আধেক স্বপনে, প্রিয়ে,
        কাটিয়া গিয়াছে নিশি,
মধুর আধেক আর
       জাগরণে আছে মিশি ;
আঁধারে মুদিনু আঁখি”
         আলোকে মেলিনু তায়
মরণের অবসানে
         জীবন জনম পায়।”

“জীবন ? – জীবন, প্রিয় ?
         নহি স্বপনের মোহে ?
মরণের কোন তীরে
         অবতীর্ণ আজি দোঁহে ?”

■ প্রশ্নোত্তর আলোচনা –

১) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় চন্দ্রাপীড় কে ?
✒️ বাণভট্টের ‘কাদম্বরী’ গ্রন্থের নায়ক চন্দ্রাপীড়

২) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় চন্দ্রাপীড় কথাটি কতবার আছে ?
✒️ ৪ বার

৩) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় জাগরণ কথাটি কতবার আছে ?
✒️ ২ বার

৪) চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় কোন শব্দটি সবথেকে বেশিবার আছে ?
✒️ জীবন

৫) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় জীবন কথাটি কতবার আছে ?
✒️ ৫ বার।

৬) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ আছে ?
✒️ বসন্তকাল

৭) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় পাখির সমার্থক শব্দ হিসাবে কোন শব্দের উল্লেখ আছে ?
✒️ বিহগ

৮) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় ‘চোখ’ শব্দের কী কী প্রতিশব্দ আছে ?
✒️ আঁখি, নেত্র, নয়ন

৯) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ সিক্তোৎপল

১০) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় ‘ত‍্যাগ’ শব্দটির কোন কাব‍্যরূপ ব‍্যবহৃত হয়েছে ?
✒️ তেয়াগি

১১) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় শরীর শব্দের কোন সমার্থক শব্দ ব‍্যবহৃত হয়েছে ?
✒️ দেহ ও কায়

১২) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় “_ নেত্রে শুভ দরশন” – পূরণ করো।
✒️ চারি

১৩) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় “আঁখি _ মুখ চেয়ে থাক” – পূরণ করো।
✒️ দুটি

১৪) “প্রিয়া তব মুছে ধার অশ্রুধার” – ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় প্রিয়া কে ?
✒️ কাদম্বরী

১৫) ‘ভগন পরান’ শব্দটি ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা ছাড়া কামিনী রায়ের আর কোন কবিতায় ব‍্যবহৃত হয়েছে ?
✒️ সুখ

১৬) “বিহগেরা _ গীত গায়” – ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ সান্ধ‍্য

১৭) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় হৃদয় শব্দের কোন সমর্থক শব্দ ব‍্যবহৃত হয়েছে ?
✒️ অন্তর ও হিয়া

১৮) সিক্তোৎপল, মৃদুভাতি, সান্ধ‍্যগীত, আশারাশি – কোন শব্দটি ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় ব‍্যবহৃত হয়নি ?
✒️ মৃদুভাতি

১৯) “আজি ফুল _ দিয়া” – ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা অনুযায়ী পূরণ করো
✒️ মলয়জ

২০) শব্দ  – শব্দসংখ‍্যা
       জীবন – ৫
       জীবনের – ১
       মরণ – ১
       মরণের – ৪

২১) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা কোন কাব‍্যগ্রন্থের অন্তর্গত ?
✒️ আলো ও ছায়া

২২) ‘আলো ও ছায়া’ কাব‍্যগ্রন্থটির প্রকাশসাল কত ?
✒️ ১৮৮৯ খ্রি

২৩) ‘আলো ও ছায়া’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় ?
✒️ হেমচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়কে (১৯০৯ সালে ‘আলো ও ছায়া’ র পঞ্চম সংস্করণ থেকে)

২৪) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতার প্রথম লাইনটি কী ?
✒️ অন্ধকার মরণের ছায়

২৫) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতার শেষ স্তবক কী ?
✒️ অবতীর্ণ আজি দোঁহে?