প্রণয়ের ব্যথা – কামিনী রায়
কেন যন্ত্রণার কথা, কেন নিরাশার ব্যথা,
জড়িত রহিল ভবে ভালোবাসা সাথে ?
কেন এত হাহাকার, এত ঝরে অশ্রুধার
কেন কন্টকের স্তূপ প্রণয়ের পথে ?
বিস্তীর্ণ প্রান্তর মাঝে প্রাণ এক যবে খোঁজে
আকূল ব্যাকুল হয়ে, সাথী একজন
ভ্রমি বহু, অতি দূরে পায় যবে দেখিবারে
একটি পথিক – প্রাণ মনেরি মতন, –
তখন, তখন তারে নিয়তি কেনরে বারে,
কেন না মিশাতে দেয় দুইটি জীবন ?
অনুল্লঙঘ্য বাধারাশি সম্মুখে দাঁড়ায় আসি-
কেন দুই দিকে আহা যায় দুই জন ?
অথবা, একটি প্রাণ আপনারে করে দান-
আপনারে ফেলে দেয় অপরের পায় ;
সে না বারেকের তরে ভুলেও ভ্রুক্ষেপ করে
সবলে চরণতলে দলে চলে যায়।
নৈরাশপূরিত ভবে শুভযুগ কবে হবে
একটি প্রাণের তরে আর একটি প্রাণ
কাঁদিবে না সারা পথে- প্রণয়ের মনোরথে
স্বর্গে মর্ত্যে কেহ নাহি দিবে বাধা দান ?
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘প্রণয়ের ব্যথা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত ?
✒️ আলো ও ছায়া
২) ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?
✒️ ১৮৮৯ খ্রি:
৩) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় মোট চরণ সংখ্যা কত ?
✒️ ২০
৪) ‘প্রণয়ের ব্যথা’ কবিতার স্তবক কটি ?
✒️ ২ টি
৫) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় উল্লেখিত বিপরীতার্থক শব্দজোড়টি উল্লেখ করো।
✒️ স্বর্গে মর্ত্যে
৬) ‘প্রণয়ের ব্যথা’ কবিতা অনুযায়ী পূরণ করো : “একটি _ প্রাণ মনেরি মতন,” ।
✒️ পথিক
৭) প্রণয়ের পথে, প্রণয়ের ব্যথা, প্রণয়ের মনোরথে – কোন শব্দটির উল্লেখ ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় নেই ?
✒️ প্রণয়ের ব্যথা
৮) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় ‘কেন’ শব্দটি কতবার আছে ?
✒️ ৭ বার
৯) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় পূর্ণচ্ছেদ (।) কতবার আছে ?
✒️ একবার
১০) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় একটি প্রাণ কথাটি কতবার আছে ?
✒️ ৩ বার
১১) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় জিজ্ঞাসা চিহ্ন (?) কতবার আছে ?
✒️ ৫ বার
১২) অনুল্লঙ্ঘ্য বাধারাশি কোন কবিতায় উল্লেখ আছে ?
✒️ ‘প্রণয়ের ব্যথা’ কবিতায়
১৩) ” _ চরণতলে দলে চলে যায়” – ‘প্রণয়ের ব্যথা’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ সবলে
১৪) ‘প্রণয়ের ব্যথা’ কবিতার প্রথম লাইন কি ?
✒️ কেন যন্ত্রণার কথা, কেন নিরাশার ব্যথা
১৫) ‘প্রণয়ের ব্যথা’ কবিতার শেষ লাইন কী ?
✒️ স্বর্গে মর্ত্যে কেহ নাহি দিবে বাধা দান ?
১৬) কন্টকের স্তূপ, নিশীথের স্বপন, নিরাশার ব্যথা – এর মধ্যে কোনটি ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় নেই ?
✒️ নিশীথের স্বপন
১৭) যন্ত্রণার কথা, যন্ত্রণার ব্যথা, যন্ত্রণার পথে – এর মধ্যে কোনটি ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় উল্লেখ আছে ?
✒️ যন্ত্রণার কথা
১৮) “_ ভবে” – ‘প্রণয়ের ব্যথা’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ নৈরাশপূরিত
১৯) “তখন, _ তারে নিয়তি কেন রে বারে” – ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় কী উল্লেখ আছে ?
✒️ তখন
২০) ‘প্রণয়ের ব্যথা’ কবিতায় ভবে কথ ক কতবার আছে ?
✒️ ২বার