সুখ – কামিনী রায়
গিয়াছে ভাঙিয়া সাধের বীণাটি,
ছিঁড়িয়া গিয়াছে মধুর তার,
গিয়াছে শুকায়ে সরস মুকুল ;
সকলি গিয়াছে-কি আছে আর ?
নিবিল অকালে আশার প্রদীপ,
ভেঙে-চুরে গেল বাসনা যত,
ছুটিল অকালে সুখের স্বপন,
জীবন মরণ একই মতো!
জীবন-মরণ একই মতন,-
ধরি এ জীবন কিসের তরে ?
ভগন হৃদয়ে ভগন পরান
কত কাল আর রাখিব ধরে ?
বুঝিতাম যদি কেমন সংসার,
জানিতাম যদি জীবন জ্বালা,
সাধের বীণাটি লয়ে থাকিতাম
সংসার আহ্বানে হইয়ে কালা।
সাধের বীণাটি করিয়া দোসর
যাইতাম চলি বিজন বনে,
নীরব নিস্তব্ধ কানন হৃদয়ে
থাকিতাম পড়ি আপন মনে।
আপনার মনে থাকিতাম পড়ে,
কল্পনা আরামে ঢালিয়া প্রাণ,
কে ধারিত পাপ সংসার ধার ?
সংসারের ডাকে কে দিত কান ?
না বুঝিয়া হায় পশিনু সংসারে,
ভীষণ দর্শন হেরিনু সব,
কল্পনার মম সৌন্দর্য, সংগীত
হইল শ্মশান, পিশাচরব।
হেরিনু সংসার মরীচিকাময়ী
মরুভূমি মতো রয়েছে পড়ে,
বাসনা-পিয়াসে উন্মত্ত মানব
আশার ছলনে মরিছে পুড়ে।
লক্ষ্যতারা ভূমে খসিয়া পড়িল,
আঁধারে আলোক ডুবিয়া গেল,
তমস হেরিতে ফুটিল নয়ন
ভাঙিয়ে হৃদয় শতধা হল।
সেই হৃদয়ের এই পরিণাম,
সে আশার ফল ফলিল এই!
সেই জীবনের কি কাজ জীবনে ?-
তিলমাত্র সুখ জীবনে নেই।
যাক যাক প্রাণ, নিবুক এ জ্বালা,
আয় ভাঙা বীণে আবার পাই-
যত না – যাতনা – যাতনাই সার,
নরভাগ্যে সুখ কখনো নাই।
বিষাদ, বিষাদ, সর্বত্র বিষাদ,
নরভাগ্যে সুখ লিখিত নাই,
কাঁদিবার তরে মানব জীবন,
যত দিন বাঁচি কাঁদিয়া যাই।
নাই কি রে সুখ ? নাই কি রে সুখ ?
এ ধরা কি শুধু বিষাদময় ?
যাতনে জ্বালিয়া, কাঁদিয়া মরিতে
কেবলই কি নর জনম লয় ?
কাঁদাতেই শুধু বিশ্বরচয়িতা
সৃজেন কি নরে এমন করে ?
মায়ার ছলনে উঠিতে পড়িতে
মানব জীবন অবনী ‘পরে ?
বল ছিন্ন বীণে, বল উচ্চৈস্বরে,-
না, -না, -না, মানবের তরে
আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর,
না সৃজিলা বিধি কাঁদাতে নরে।
কার্যক্ষেত্রে অই প্রশস্ত পড়িয়া,
সমর-অঙ্গন সংসার এই,
যাও বীরবেশে কর গিয়ে রণ ;
যে জিনিবে, সুখ লভিবে সেই।
পরের কারণে স্বার্থ দিয়া বলি,
এ জীবন মন সকলি দাও,
তার মতো সুখ কোথাও কি আছে ?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
‘সুখ’ ‘সুখ’ করি কেঁদো না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয়-ভার।
গেছে যাক্ ভেঙে সুখের স্বপন,
স্বপন অমন ভেঙেই থাকে,
গেছে যাক্ নিবে আলোয়ার আলো,
গৃহে এস, আর ঘুরো না পাঁকে।
যাতনা যাতনা কিসেরি যাতনা ?
বিষাদ এতই কিসেরি তবে ?
যদিই বা থাকে, যখন – তখন
কি কাজ জানায়ে জগৎ ভরে ?
লুকান বিষাদ আঁধার আমায়
মৃদুভাতি স্নিগ্ধ তারার মতো
সারাটি রজনী নীরবে-নীরবে
ঢালে সুমধুর আলোক কত।
লুকান বিষাদ মানব হৃদয়ে
গভীর নৈশীথ শান্তির প্রায়,
দুরাশার ভেরী, নৈরাশ চিৎকার,
আকাঙ্ক্ষার রব ভাঙে না তায়।
বিষাদ – বিষাদ – বিষাদ বলিয়ে
কেনই কাঁদিয়ে জীবন ভরে ?
মানবের মন এত কি অসার ?
এতই সহজে নুইয়া পড়ে ?
সকলের মুখ হাসি-ভরা দেখে
পার না মুছিতে নয়ন-ধার ?
পরহিত-ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ ভার ?
আপনার লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) সাধের আসন, সাধের বীণা, সাধের মরণ – ‘সুখ’ কবিতায় কীসের প্রসঙ্গ আছে ?
✒️ সাধের বীণা
২) ‘সুখ’ কবিতায় ‘ভাঙিয়া হৃদয় _ হল’ – শূন্যস্থান উল্লেখ করো।
✒️ শতধা
৩) ‘সুখ’ কবিতায় আঁধারের অপর কোন সমার্থক শব্দ ব্যবহৃত হয়েছে ?
✒️ তমস
৪) সুখ’ কবিতায় সুখ শব্দটি কতবার আছে ?
✒️ ১৩ বার
৫) সুখ’ কবিতায় ‘বিষাদ’ কথাটি কতবার আছে ?
✒️ ১১ বার
৬) সুখ’ কবিতায় ‘যাতনা’ কথাটি কতবার এসেছে ?
✒️ ৫ বার
৭) ‘ভগন পরান’ কথাটি ‘সুখ’ কবিতা ছাড়া কামিনী রায়ের আর অন্য কোন কবিতায় আছে ?
✒️ চন্দ্রাপীড়ের জাগরণ
৮) সুখ’ কবিতায় কোন কোন বিপরীতার্থক শব্দজোড় আছে ?
✒️ জীবন – মরণ , যখন – তখন
৯) সুখ’ কবিতায় একটি শব্দ দ্বৈত আছে। সেটি কী ?
✒️ নীরবে-নীরবে
১০) পিশাচ-রব, লক্ষ্যতারা, সান্ধ্য গীত, বাসনা-পিয়াসে, – এই শব্দগুলির মধ্যে কোন কথাটি ‘সুখ’ কবিতায় নেই ?
✒️ সান্ধ্য গীত
১১) “নীরব _ কানন হৃদয়ে থাকিতাম পড়ি আপন মনে” – সুখ’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ নিস্তব্ধ
১২) নিশীথের স্বপন, সুখের স্বপন – সুখ’ কবিতায় কোন শব্দ বন্ধটি আছে ?
✒️ সুখের স্বপন
১৩) উন্মত্ত মানব, উন্মত্ত বাসনা – সুখ’ কবিতায় কোন শব্দবন্ধটি আছে ?
✒️ উন্মত্ত মানব
১৪) সুখ’ কবিতায় সংসারকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ মরীচিকাময়ী মরুভূমি, সমর অঙ্গন
১৫) সুখ’ কবিতায় ‘সুখের স্বপন’ কথাটি কতবার আছে ?
✒️ ২ বার
১৬) “দুরাশার ভেরী, _ চীৎকার” – সুখ’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ নৈরাশ
১৭) নয়নধার, অশ্রুধার – কোন শব্দটি সুখ’ কবিতায় আছে ?
✒️ নয়নধার
১৮) হৃদয়-ভার, বিষাদ-ভার – কোন শব্দটি ‘সুখ’ কবিতায় আছে ?
✒️ দুটোই
১৯) সুখ’ কবিতায় ‘মানব জীবন’ কথাটি কতবার আছে ?
✒️ ২ বার
২০) সুখ’ কবিতায় জিজ্ঞাসা চিহ্ন (?) ক’টি আছে ?
✒️ ২০ টি
২১) সুখ’ কবিতায় ‘জীবন – মরণ’ শব্দটি কতবার আছে ?
✒️ ২ বার
২২) মানব জীবন, জীবন মরণ, জীবন মন, জীবন জ্বালা, উন্মত্ত মানব – সুখ’ কবিতায় উল্লেখিত শব্দবন্ধগুলির ক্রম নির্দেশ করো।
✒️ জীবন মরণ, জীবন জ্বালা, উন্মত্ত মানব, মানব জীবন, জীবন মন
২৩) আশার ছলনে, আশার ফল, আশার প্রদীপ – সুখ’ কবিতায় উল্লেখিত শব্দবন্ধের ক্রম নির্দেশ করো
✒️ আশার প্রদীপ, আশার ছলনে, আশার ফল
২৪) স্তম্ভ –
ভাঙিয়া গিয়াছে – সাধের বীণা
ভেঙে চুরে গেছে – বাসনা
ছিঁড়িয়া গিয়াছে – মধুর তার
শুকায়ে গিয়াছে – সরস মুকূল
নিবিল অকালে – আশার প্রদীপ
ছুটিল অকালে – সুখের স্বপন
২৫) কামিনী রায় ‘সুখ’ কবিতাটি কত বছর বয়সে লিখেছেন ?
✒️ সাড়ে পনের বছর বয়সে
২৫) সুখ’ কবিতাটি কামিনী রায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
✒️ আলো ও ছায়া
২৬) কামিনী রায়ের কোন কবিতাটি বঙ্কিমবাবুর বঙ্গদর্শনে পাঠানো হয়েছিল ?
✒️ সুখ কবিতা
২৭) সুখ’ কবিতার চরণ সংখ্যা কত ?
✒️ ১০০
২৮) সুখ’ কবিতার স্তবক সংখ্যা কত ?
✒️ ২৫
২৯) সুখ’ কবিতার প্রথম লাইন উল্লেখ করো
✒️ গিয়াছে ভাঙিয়া সাধের বীণাটি
৩০) ‘সুখ’ কবিতার শেষ লাইন উল্লেখ করো
✒️ প্রত্যেকে আমরা পরের তরে
৩১) ‘সুখ’ কবিতাটি কামিনী রায় কবে লিখেছেন ?
✒️ ৩০শে জুন, ১৮৮০ খ্রি: