ঘোড়স‌ওয়ার – বিষ্ণু দে

জনসমুদ্রে জেগেছে জোয়ার,
হৃদয়ে আমার চড়া।
চোরাবালি আমি দূরদিগন্তে ডাকি –
কোথায় ঘোড়স‌ওয়ার ?

দীপ্ত বিশ্ববিজয়ী। বর্শা তোলো।
কেন ভয় ? কেন বীরের ভরসা ভোলো ?
নয়নে ঘনায় বারে-বারে ওঠাপড়া ?
চোরাবালি আমি দূরদিগন্তে ডাকি ?
হৃদয়ে আমার চড়া ?

অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার ?
চাঁদের আলোয় চাঁচর বালির চড়া।
এখানে কখনো বাসর হয় না গড়া ?
মৃগতৃষ্ণিকা দূরদিগন্তে ডাকি ?
আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি ?

জনসমুদ্রে উন্মথি কোলাহল
ললাটে তিলক টানো।
সাগরের শিরে উদ্বেল নোনাজল,
হৃদয়ে আধির চড়া।

চোরাবালি ডাকি দূরদিগন্তে
কোথায় পুরুষকার ?
হে প্রিয় আমার, প্রিয়তম মোর।
আয়োজন কাঁপে কামনার ঘোর,
অঙ্গে আমার দেবে না অঙ্গীকার ?

হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো।
সাত সমুদ্র চৌদ্দ নদীর পার
হালকা হাওয়ায় হৃদয় দু-হাতে ভরো,
হঠকারিতায় ভেঙে দাও ভীরু দ্বার।

পাহাড় এখানে হালকা হাওয়ায় বোনে
হিমশিলাপাত ঝঞ্ঝার আশা মনে।
আমার কামনা ছায়ামূর্তির বেশে
পায়ে-পায়ে চলে তোমার শরীর ঘেঁষে
কাঁপে তনুবায়ু কামনায় থরো থরো।
কামনার টানে সংহত গ্লেসিআর।
হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো,
হে-দূর দেশের বিশ্বজয়ী দীপ্ত ঘোড়স‌ওয়ার।

সূর্য তোমার ললাটে তিলক হানে
নিশ্বাস কেন বহিতেও ভয় মানে।
তুরঙ্গ তব বৈতরণীর পার।
পায়ে-পায়ে চলে তোমার শরীর ঘেঁষে
আমার কামনা প্রেতচ্ছায়ার বেশে।
চেয়ে দেখো ঐ পিতৃলোকের দ্বার।

জনসমুদ্রে নেমেছে জোয়ার-
মেরুচূড়া জনহীন-
হালকা হাওয়ায় কেটে গেছে কবে
লোকনিন্দার দিন।

হে প্রিয় আমার, প্রিয়তম মোর
আয়োজন কাঁপে কামনার ঘোর।
কোথায় পুরুষকার ?
অঙ্গে আমার দেবো না অঙ্গীকার ?

■ প্রশ্নোত্তর আলোচনা –

১) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ জনসমুদ্রে জেগেছে জোয়ার

২) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতার শেষ লাইন কী ?
✒️ অঙ্গে আমার দেবে না অঙ্গীকার ?

৩)  ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় ‘হৃদয়ে (আমার / আধির) চড়া’ কোনটি একাধিকবার এসেছে ?
✒️ আমার

৪) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় ‘ঘোড়স‌ওয়ার’ কথাটি কতবার এসেছে ?
✒️ ২ বার (১ম ও ৭ম স্তবকে)

৫) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কয়টি শব্দদ্বিরুক্তির ব‍্যবহার লক্ষ করা আছে ?
✒️ ৩টি, বারে বারে, পায়ে পায়ে, থরো থরো

৬) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় – ‘জনসমুদ্রে’, ‘দূরদিগন্তে’, ‘বিশ্ববিজয়ী’, ‘চোরাবালি’, এবং ‘ঘোড়স‌ওয়ার’ শব্দগুলির মধ‍্যে কোন শব্দগুলি তিনবার করে ব‍্যবহৃত হয়েছে ?
✒️ জনসমুদ্রে ও চোরাবালি

৭) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় ‘আমার কামনা’ কোন কোন বেশে ‘পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে’ ?
✒️ ছায়ামূর্তি ও প্রেতচ্ছায়া

৮) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় ‘হালকা হাওয়া’ কথাটি কতবার আছে ?
✒️ ৫ বার

৯) ‘চাঁদের আলোয় _ বালির চড়া’ – ‘ঘোড়স‌ওয়ার’ কবিতা অনুযায়ী পূরণ করো।
‌✒️ চাঁচর

১০) উদ্বেল, উন্মত্ত, উন্মথি – ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কোন শব্দটির ব‍্যবহার নেই ?
✒️ উন্মত্ত

১১) হৃদয়, নয়ন, ললাট, চরণ, হাত – এর মধ‍্যে শরীরের কোন অঙ্গটির উল্লেখ ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় নেই ?
✒️ চরণ

১২) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কোন কোন অস্ত্রের উল্লেখ আছে ?
✒️ বল্লম, বর্শা

১৩) “_  দূরদিগন্তে ডাকি ?” – ‘ঘোড়স‌ওয়ার’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ মৃগতৃষ্ণিকা

১৪) “_ ডাকি দূরদিগন্তে” – ‘ঘোড়স‌ওয়ার’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ চোরাবালি

১৫) চোরাবালি, প্রেতচ্ছায়া, পূনর্জন্ম, মৃগতৃষ্ণিকা, মেরুচূড়া, – এগুলির মধ‍্যে ঘোড়স‌ওয়ার কবিতায় কোন শব্দটি নেই ?
✒️ পুনর্জন্ম

১৬) “কামনার টানে _ গ্লেসিআর” – ‘ঘোড়স‌ওয়ার’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ সংহত

১৭) ১৪ – সংখ‍্যাটি ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কোন শব্দে ব‍্যবহৃত হয়েছে ?
✒️ চৌদ্দ

১৮) ‘পায়ে-পায়ে চলে তোমার হৃদয় ঘেঁষে’ – লাইনটি ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কতবার কতবার আছে ?
✒️ ২ বার (৭ম ও ৮ম স্তবকে)

১৯) “চোরাবালি আমি দূরদিগন্তে ডাকি – ” পঙক্তিটি ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কোন স্তবকে আছে ?
✒️ প্রথম স্তবকে

২০) “হঠকারিতায় ভেঙে দাও _ দ্বার” – পঙক্তিটি ‘ঘোড়স‌ওয়ার’ কবিতা অনুসারে পূরণ করো।
✒️ ভীরু

২১) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় কতগুলি সংখ‍্যাবাচক শব্দ আছে ?
✒️ তিনটি – সাত, চৌদ্দ, দুই

২২) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় ‘দূরদিগন্তে’ কথাটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৪বার

২৩) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় স্তবক কয়টি ?
✒️ ১০

২৪) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতায় পঙক্তি কয়টি ?
✒️ ৪৯

২৫) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতার রচনাকাল কবে ?
✒️ ৫ই জানুয়ারি, ১৯৩৫ খ্রি

২৬) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায় ?
✒️ পরিচয় পত্রিকায়

২৭) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় ?
✒️ পরিচয় পত্রিকা, শ্রাবণ ১৩৪৩ বঙ্গাব্দ

২৮) ‘ঘোড়স‌ওয়ার’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্গত ?
✒️ চোরাবালি

২৯) ‘চোরাবালি’ কাব‍্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ কবিপত্নী প্রণতি দে

৩০) ‘চোরাবালি’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় ?
✒️ রবীন্দ্রনারায়ণ ঘোষ