২৫শে বৈশাখ – বিষ্ণু দে
আমরা যে গান শুনি, গান করি আকাশ হাওয়ায়
ফুলে-ফুলে বনে পথে ঘরে-ঘরে সন্ধ্যায় সকালে,
আমরা যে ছবি দেখি আঁকি স্তব্ধ ছন্দের মায়ায়
রঙের রেখার মুক্তি কল্পনার নব-নব তালে
আমরা যে জীবনের গল্প রচি হাজার কবিতা
হাজার সন্ধ্যার সূর্য প্রত্যুষের হাজার সবিতা-
রবীন্দ্র-ব্যবসা নয়, উত্তরাধিকার ভেঙে-ভেঙে
চিরস্থায়ী জটাজালে জাহ্নবীকে বাঁধি না, বরং
আমরা প্রাণের গঙ্গা খোলা রাখি, গানে-গানে নেমে
সমুদ্রের দিকে চলি, খুলে দিই রেখা আর রং
সদাই নতুন চিত্রে গল্পে কাব্যে, হাজার ছন্দের
রুদ্ধ উৎস খুঁজে পাই খরস্রোত নব-আনন্দের।
জঙ্গম সূর্যকে জানি আমাদের জঙ্গী প্রতিদিনে
অবিচ্ছিন্ন মাসে-মাসে বর্ষে-বর্ষে যুগ-যুগ ব্যেপে
প্রতিটি উষার রাত্রে মধ্যাহ্নের বটে দগ্ধতৃণে
গলাপিচে বৈশাখীর ভবিষ্যতে ঝড়ে মেতে ক্ষেপে
প্রতিটি সূর্যাস্তে আর সূর্যোদয়ে চৈতালী নিদাঘে
আষাঢ়ে শ্রাবণে আর আশ্বিনে অঘ্রানে হিম মাঘে
আমরা তো জানি তুমি আকস্মিকে গরম বাজারে
রুদ্ধগতি, তাই গড়ি জীবনের ঝরনা, রচি, কবি,
প্রাত্যহিক ফল্গুস্রোতে লাখে-লাখে হাজারে হাজারে
সাগরে যে গঙ্গা আনি সে তোমারই আনন্দভৈরবী।।
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘২৫শে বৈশাখ’ কবিতায় কটি দ্বিরুক্ত শব্দ উল্লেখ আছে ?
✒️ ১০টি, ফুলে-ফুলে, ঘরে-ঘরে, নব-নব, ভেঙে-ভেঙে, গানে-গানে, মাসে-মাসে, বর্ষে-বর্ষে, যুগ-যুগ, লাখে-লাখে, হাজারে-হাজারে
২) ‘২৫শে বৈশাখ’ কবিতায় কটি মাসের উল্লেখ আছে ?
✒️ ৫টি, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, অঘ্রাণ, মাঘ
৩) ‘২৫শে বৈশাখ’ কবিতায় কটি মাসের প্রসঙ্গ আছে ?
✒️ ৭টি, বৈশাখ, চৈত্র, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, অঘ্রান, মাঘ
৪) ‘২৫শে বৈশাখ’ কবিতায় চৈত্র মাস বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হয়েছে ?
✒️ চৈতালী
৫) ‘২৫শে বৈশাখ’ কবিতায় কোন নদীর উল্লেখ আছে ?
✒️ গঙ্গা
৬) গঙ্গা অপর কোন নামের উল্লেখ কবিতায় পাই ?
✒️ জাহ্নবী
৭) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় দিনের কোন কোন সময়ের উল্লেখ আছে ?
✒️ ৫টি, সকাল, সন্ধ্যা, প্রত্যুষ, মধ্যাহ্ন, রাত্রি
৮) ‘_সূর্যকে জানি আমাদের জঙ্গী প্রতিদিনে’ – কোন সূর্যকে ?
✒️ জঙ্গম
৯) ‘আনন্দভৈরবী’ কথাটির উল্লেখ আছে কোন কবিতায় ?
✒️ ২৫শে বৈশাখ
১০) ‘রবীন্দ্র ব্যবসা নয় ‘ – কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ?
✒️ ২৫শে বৈশাখ
১১) ‘২৫শে বৈশাখ’ কবিতার প্রথম লাইন কী ?
✒️ আমরা যে গান শুনি, গান করি আকাশ হাওয়ায়
১২) ‘২৫শে বৈশাখ’ কবিতার শেষ লাইন কী ?
✒️ সাগরে যে গঙ্গা আনি সে তোমারই আনন্দভৈরবী
১৩) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় ‘গান’ কথাটি কতবার আছে ?
✒️ ৪ বার
১৪) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় উল্লেখিত খরস্রোত শব্দটির বিপরীতার্থক শব্দ উল্লেখ করো।
✒️ ফল্গুস্রোত
১৫) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় উল্লেখিত বিপরীতার্থক শব্দ গুলি উল্লেখ করো
✒️ সন্ধ্যা – সকাল , সূর্যাস্ত – সূর্যোদয়, রুদ্ধ – মুক্ত, বাঁধা – খোলা, ভেঙে – গড়ি, আকস্মিক – প্রাত্যহিক,
১৬) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় ‘গঙ্গা’ শব্দটি কতবার আছে ?
✒️ ২ বার
১৭) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় উল্লেখিত সংখ্যাবাচক শব্দটি কী ?
✒️ হাজার
১৮) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় হাজার কথাটা কতবার আছে ?
✒️ ৬ বার
১৯) হাজার ছন্দে, হাজার কবিতা, হাজার সন্ধ্যা, হাজার সবিতা – ‘২৫ শে বৈশাখ’ কবিতা অনুযায়ী ক্রম নির্দেশ করো।
✒️ হাজার কবিতা, হাজার সন্ধ্যা, হাজার সবিতা, হাজার ছন্দ
২০) হাজার কবিতা, হাজার গান, হাজার ছন্দ, হাজার সন্ধ্যা – এর মধ্যে কোনটির উল্লেখ ‘২৫ শে বৈশাখ’ কবিতায় নেই ?
✒️ হাজার গান
২১) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় ক’টি জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার দেখা যায় ?
✒️ একটিও না
২২) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় ছবি শব্দটির কোন সমার্থক শব্দ আছে ?
✒️ চিত্র
২৩) ‘২৫ শে বৈশাখ’ কবিতায় আমরা শব্দটির উল্লেখ কতবার আছে ?
✒️ ৫ বার
২৪) জীবনের গল্প, জীবনের গঙ্গা, জীবনের ঝরণা – ‘২৫ শে বৈশাখ’ কবিতায় কোনটি নেই ?
✒️ জীবনের গঙ্গা
২৫) “আমরা যে ছবি দেখি আঁকি _ ছন্দের মায়ায়” – ‘২৫ শে বৈশাখ’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ স্তব্ধ
২৬) ‘২৫ শে বৈশাখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে ?
✒️ নাম রেখেছি কোমল গান্ধার
২৭) ‘২৫ শে বৈশাখ’ কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল ?
✒️ পরিচয় পত্রিকায়, বৈশাখ, ১৩৬০বঙ্গাব্দে
২৮) ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ কে অঙ্কন করেছেন ?
✒️ সত্যজিৎ রায়
২৯) ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে ?
✒️ জন অরেইন, মার্টিন কর্কম্যান পার্সি ও এপ্রিল মার্শাল
৩০) ‘২৫শে বৈশাখ’ কবিতাটির চরণ সংখ্যা কত ?
✒️ ২২
৩১) ‘২৫শে বৈশাখ’ কবিতাটির স্তবক সংখ্যা কত ?
✒️ ৪