গান – বিষ্ণু দে

ওরকম আমার‌ও ঘটেছে,
যখন গায়ক নিজে অথবা গায়িকা হয়ে ওঠে গান কথা সুর,
আর শ্রোতা হয়ে যায় অধরা সে গানের বিষয়,
আধেয় আধার একাকার শরীর ও অশরীরী প্রাণ;
তখন মুহূর্তে ধুয়ে যায় অসমাপ্ত বর্তমান সমস্ত জঞ্জাল।
একবার মনে আছে একটি টপ্পার মধ‍্যে
উদভাসিত হয়েছিল আসমুদ্রহিমালয়
প্রাচীন বিশাল ভারতবর্ষের অন্তরের ঘনিষ্ঠ আকাশ
মালতী ঘোষাল তাঁর স্পষ্টস্বরে গাইলেন যখন এই
পরবাসে রবে কে এ পরবাসে
আজীবন দীর্ঘ পরবাস-
সেদিন দেশের সত্তা রবীন্দ্রনাথের দীর্ঘশ্বাসে
সুরের সত‍্যের নিঃসংশয় উদার অক্ষরে
চিরতরে মূর্তি পেল থেকে-থেকে একা, ভিড়ে
আবৃত্তির বাণী।
রবীন্দ্রনাথের গান হয়ে গেল দেশ সারাদেশ
বিস্তৃত  যন্ত্রণা নিজবাসভূমি এই পরবাস দেশ।
সেই থেকে একা-একা, ভিড়ে অনুকূল হাওয়া ডাকে
আমাকেও, পরবাসী চলে এসো ঘরে।

গানের বাস্তবে মাঝে-মাঝে এরকম ঘটে,
মনে পড়ে একবার কয়েকটি পড়া শোনা কথা
দেবব্রত বিশ্বাসের উদাত্ত গলার একাত্মীকরণে
কী দরদী ঢেউ তুলেছিল এক সভাঘরে, সভভব‍্য মনে,
গায়কের দুই চোখ অন্তরঙ্গ, সমগ্র চেতনা শুধু গানে,
কথার বলার বৃষ্টিতে বিদ‍্যুতে সুরে একাকার,
বাইশে বা অন‍্য কোনো দিন হয়তো বা দোসরা শ্রাবণে
আকাশ যেমন মাতে অর্ধনারীশ্বর নৃত‍্যে, তেমনি ধরনে।
আর সমস্ত জীবন সমস্ত অতীত
চৈতন‍্যের দীর্ঘ তেপান্তর পেয়ে গেল জল, জলদর্চিশিখা
বিশুদ্ধ স্মৃতির তীব্র প্রখর সংবিৎ,
সবকিছু অবান্তর কথা চিন্তা ধুয়ে গেল,
আর চোখে জল এল নৈর্ব‍্যক্তিক দুর্নিবার-
কথা ক‌ও কথা ক‌ও অনাদি অতীত
তুমি আর তুমি আর তুমি কি কেবলি ছবি শুধু পটে লিখা
ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড়
আকাশের নীড় ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
তুমি কি তাদের মতো সত‍্য ন‌ও ?
হায় ছবি তুমি শুধু ছবি ?
যা কিছু এখন নেই অতীতে বা ভাবীকালে সব‌ই শুধু ছবি ?

এরকম আমাদের অনেকের‌ই ঘটে।
দুঃখের বিষয় ঘটনাটি প্রায়‌ই আমরা ফেলে দিই,
মারা যায় দিনের ট্রাফিকে।
দিশাহারা গোলমালে আমাদের প্রত‍্য‌হ‌ই ধ‍্যান ভাঙে,
অথচ ধ‍্যানের নীল আকাশ‌ই তো চাই লালদীঘিতে এসপ্ল‍্যানেডে,
মন চাই জ্ঞানে কাজে আপিসে বাজারে কলে মিলে
দপ্তরে চত্বরে উল্লাসে সংকটে গান চাই
প্রাণ চাই, গান চাই শেয়ালদার বাস্তুহারা শেডে।।

■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘গান’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয় ?
✒️ তুমি শুধু ২৫শে বৈশাখ

২) ‘গান’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
✒️ অরণি পত্রিকায়

৩) ‘তুমি শুধু ২৫ শে বৈশাখ’ কাব‍্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় ?
✒️ শ্রীমান চঞ্চলকুমার চট্টোপাধ‍্যায় ও শ্রীমান কমলকুমার মজুমদারকে

৪) ‘গান’ কবিতায় স্তবক কয়টি ?
✒️ ৩

৫) ‘গান’ কবিতায় চরণ সংখ‍্যা কত ?
✒️ ৪৮

৬) ‘গান’ কবিতায় গান শব্দটি কতবার আছে ?
✒️ ৭ বার

৭) ‘গান’ কবিতায় ‘এই পরবাসে রবে কে’ গানটি কার রচিত ?
✒️ রবীন্দ্রনাথ ঠাকুর

৮) ‘গান’ কবিতায় ‘এই পরবাসে রবে কে’ এই গানটি কে গেয়েছেন ?
✒️ মালতী ঘোষাল

৯) ‘গান’ কবিতায় ‘এই পরবাসে রবে কে’ এই রবীন্দ্র সঙ্গীতটি কী জাতীয় গান ?
✒️ টপ্পা

১০) ‘গান’ কবিতায়  উল্লেখিত ‘এই পরবাসে রবে কে’ গানটি কে সিনেমায় ব‍্যবহার করেছেন ?
✒️ সত‍্যজিৎ রায়

১১) সত‍্যজিৎ রায় ‘গান’ কবিতায় উল্লেখিত  ‘এই পরবাসে রবে কে’ এই গানটি কোন সিনেমায় ব‍্যবহার করেছেন ?
✒️ কাঞ্চনজংঘা

১২) ‘গান’ কবিতায় উল্লেখিত ‘এই পরবাসে রবে কে’ এই গানটি কাঞ্চনজঙ্ঘা সিনেমায় কে গেয়েছেন ?
✒️ অমিয়া ঠাকুর

১৩) ‘গান’ কবিতায় ‘পরবাস’ শব্দটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৬ বার

১৪) ‘গান’ কবিতায় মালতী ঘোষাল ছাড়া অপর রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম আছে ?
✒️ দেবব্রত বিশ্বাস

১৫) ‘গান’ কবিতায় কয়টি গানের উল্লেখ আছে ?
✒️ ২টি

১৬) ‘গান’ কবিতায় উল্লেখিত ‘এই পরবাসে’ ছাড়া অন‍্য কোন গানের প্রসঙ্গ আছে ?
✒️ তুমি কি কেবলি ছবি শুধু পটে লিখা ?

১৭) ‘গান’ কবিতায় উল্লেখিত ‘তুমি কি কেবলি ছবি ?’ গানটি রবীন্দ্রনাথ কবে লিখেছেন ?
✒️ ৩রা কার্তিক, ১৩২১বঙ্গাব্দ

১৮) ‘গান’ কবিতায় উল্লেখিত ‘তুমি কি কেবলি ছবি ?’ গানটি কোন রাগে লেখা হয়েছে ?
✒️ কানাড়া

১৯) ‘গান’ কবিতায় উল্লেখিত ‘তুমি কি কেবলি ছবি ?’ গানটির তাল উল্লেখ করো।
‌‌✒️ কাহারবা

২০) ‘গান’ কবিতায় কোন প্রকার বিশেষ গানের উল্লেখ আছে ?
✒️ টপ্পা

২১)  ‘গান’ কবিতায় কটি শব্দ দ্বিরুক্ত আছে ?
✒️ ৩টি

২২)  ‘গান’ কবিতায় উল্লেখিত শব্দদ্বিরুক্তগুলি উল্লেখ করো
✒️ থেকে-থেকে, একা-একা, মাঝে-মাঝে

২৩)  ‘গান’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে ?
✒️ শ্রাবণ

২৪)  ‘গান’ কবিতায় কোন তারিখের উল্লেখ আছে ?
✒️ ২২শে শ্রাবণ / ২রা শ্রাবণ

২৫)  ‘গান’ কবিতায় কী কী চাওয়ার প্রসঙ্গ আছে ?
✒️ নীল আকাশ চাই, মন চাই, প্রাণ চাই, গান চাই

২৬)  ‘গান’ কবিতায় উল্লেখিত বিপরীতার্থক শব্দগুলো কী কী ?
✒️ দিন রাত্রি, আলো আঁধার, অতীত ভাবীকাল, উল্লাস সংকট, নিজবাস পরবাস

২৭)  ‘গান’ কবিতায় উল্লেখিত ‘জলদর্চিশিখা’র অর্থ কী ?
✒️ বিদ‍্যুৎ

২৮) ‘গায়কের দুই চোখ অন্তরঙ্গ, সমগ্র চেতনা শুধু গানে’ – গায়কের নাম কী ?
✒️ দেবব্রত বিশ্বাস

২৯)  ‘গান’ কবিতায় কটি স্থানের উল্লেখ আছে ?
✒️ ৩ টি

৩০)  ‘গান’ কবিতায় উল্লেখিত স্থানগুলির নাম কী ?
✒️ লালদীঘি, এসপ্ল‍্যানেড, শেয়ালদা

৩১) ‘গান’ কবিতায় জ্ঞানে, কাজে, আপিসে, বাজারে কী চাই ?
✒️ মন চাই

৩২)  ‘গান’ কবিতায় এসপ্ল‍্যানেডে কবি বিষ্ণু দে কী চেয়েছেন ?
✒️ নীল আকাশ

৩৩)  ‘গান’ কবিতা ছাড়া বিষ্ণু দের আর কোন কবিতায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ আছে ?
✒️ ২৫শে বৈশাখ

৩৪)  ‘গান’ কবিতা অনুযায়ী পূরণ করো : “কথার গলার বৃষ্টিতে _ _ একাকার ?
✒️ বিদ‍্যুতে সুরে

৩৫) দীর্ঘ তেপান্তর, দরদী ঢেউ, সুদূর নীহারিকা, ঘনিষ্ঠ আকাশ , অর্ধনারীশ্বর নৃত‍্য –
‘গান’ কবিতা অনুযায়ী সঠিক ক্রম নির্দেশ করো
✒️ ঘনিষ্ঠ আকাশ, দরদী ঢেউ, অর্ধনারীশ্বর নৃত‍্য, দীর্ঘ তেপান্তর, সুদূর নীহারিকা

৩৬)  ‘গান’ কবিতায় একটি টপ্পার মধ‍্যে কী উদ্ভাসিত হয়েছিল ?
✒️ আসমুদ্রহিমালয়

৩৭)  ‘গান’ কবিতায় ছবি শব্দটি কতবার আছে ?
✒️ ৪ বার

৩৮) “_ _ আমাদের প্রত‍্য‌হ‌ই ধ‍্যান ভাঙে”
✒️ দিশাহারা গোলমালে

৩৯)  ‘গান’ কবিতায় ‘দপ্তরে’ শব্দের সাদৃশ‍্যে ব‍্যবহৃত শব্দটি কী ?
✒️ চত্বরে

৪০)  ‘গান’ কবিতা প্রথম লাইন কী ?
✒️ ওরকম আমার‌ও ঘটেছে

৪১) ‘গান’ কবিতা শেষ লাইন কী ?
✒️ প্রাণ চাই, গান চাই শেয়ালদার বাস্তুহারা শেডে