জমীদার দর্পণ – মীর মশাররফ হোসেন

★ বিষয়বস্তু ★


মীর মশাররফ হোসেনের ‘জমীদার দর্পণ’ নাটকটি ১৮৭২-৭৩ খ্রি সিরাজগঞ্জে সংঘটিত কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত।
জমীদার দর্পণ নাটকে স্বেচ্ছাচারী ব‍্যভিচারী জমিদার নিজ পরশ্রীকাতরতার বশে গরীর প্রজাদের সুখের সংসার কীভাবে নষ্ট করে দিত এমনকি বাহুবল ও বিত্তবল কাজে মিথ‍্যে সাক্ষী দিয়ে সেই প্রজাকেই দোষী সাব‍্যস্ত করে পথের ভিখারি করে তুলন্ত তার মর্মবিদারক কাহিনি তুলে ধরেছেন ‘জমীদার দর্পণ’ নাটকে।

★ প্রথম প্রকাশ ★


● ‘জমীদার দর্পণ’ নাটকটি প্রথম ‘গ্রামবার্তা’ পত্রিকায় প্রকাশিত হয়।
● নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় চৈত্র মাসে, ১২৭৯ বঙ্গাব্দে।
● ‘জমীদার দর্পণ’ নাটকের প্রথম সংস্করণের একটি কপি লন্ডন ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রক্ষিত আছে। এই লাইব্রেরি থেকে গ্রন্থটি আবিষ্কারের দায়িত্ব ড. মোহম্মদ আব্দুল আউয়াল এর।
● রাজশাহির বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে এই নাটকের কপি সংগ্রহ করে একটি সংস্করণ প্রকাশ করেছিলেন শ্রদ্ধভাজন প্রফেসর ড. আশারফ সিদ্দিকী ১৯৫৫ খ্রিস্টাব্দে, আমাদের দেশে গ্রন্থটি আবিষ্কারের কৃতিত্ব তাঁর।
● ‘নীলদর্পণ’ নাটকের ১২বছর পর ‘জমীদার দর্পণ’ নাটক রচিত হয়।
● ‘জমীদার দর্পণ’ নাটকটি উৎসর্গ করা হয় – পরম পূজ‍্যপাদ শ্রীযুক্ত মীর মাহাম্মদ আলী সাহেব পূজ‍্যপাদেষু।

★ আখ‍্যাপত্র ★

জমীদার দর্পণ|

নাটক|

শ্রী মীর মশাররাফ হোসেন কর্ত্তৃক

প্রণীত|

কলিকাতা|

সিমুলীয়া ২০১ নং করন্ওয়ালিস স্ট্রীট

মধ‍্যস্থ যন্ত্রে

শ্রীরামসর্ব্বস্ব চক্রবর্ত্তী কর্ত্তৃক

মুদ্রিত|

১২৭৯ বঙ্গাব্দ|

★ চরিত্র ★


● পুরুষ :-
হাওয়ান আলী – জমিদার
সিরাজ আলী – জমিদারের জ‍্যেষ্ঠভ্রাতা
আবু মোল্লা – অধীনস্থ প্রজা
জামাল প্রভৃতি – জমিদারের চাকরগণ
জিতু মোল্লা ও হরিদাস – সাক্ষীদ্বয়
আরজান বেপারী – জুরি
নট, সূত্রধর, মোসাহেব – চারজন, জজ,।আরদালী, ম‍্যাজিস্টার, ব‍্যারিস্টার, ডাক্তার, ইনস্পেক্টর, পেস্কার, কনস্টেবল, উকিল, মোক্তার, চাষা ও দর্শকগণ

● নারী চরিত্র –
নূরন্নেহার – আবু মোল্লার স্ত্রী
আমিরণ – আবু মোল্লার বোন
কৃষ্ণমণি – বৈষ্ণবী
নটী

★ অঙ্ক – গর্ভাঙ্ক ★


● ‘জমীদার দর্পণ’ নাটকের অঙ্ক সংখ‍্যা – ৩।
● ‘জমীদার দর্পণ’ নাটকটিতে প্রতিটি অঙ্কে ৩টি করে গর্ভাঙ্ক , অর্থাৎ মোট গর্ভাঙ্ক সংখ‍্যা – ৯।
● এছাড়া নাটকের শুরুতে একটি প্রস্তাবনা আছে এবং কাহিনি শেষ হবার পরেও উপসংহার আছে।
● প্রথম অঙ্ক :-
প্রথম গর্ভাঙ্ক – হাওয়ান আলীর বৈঠকখানা – কোশলপুর
দ্বিতীয় গর্ভাঙ্ক – আবু মোল্লার বাহির বাটী
তৃতীয় গর্ভাঙ্ক – হাওয়ান আলীর বৈঠকখানা

● দ্বিতীয় অঙ্ক :-
প্রথম গর্ভাঙ্ক – আবু মোল্লার অন্দর
দ্বিতীয় গর্ভাঙ্ক – গুলির আড্ডা
তৃতীয় গর্ভাঙ্ক – হাওয়ান আলীর বৈঠকখানা

● তৃতীয় অঙ্ক :-
প্রথম গর্ভাঙ্ক – আবু মোল্লার খেজুর বাগান
দ্বিতীয় গর্ভাঙ্ক – ম‍্যাজিস্ট্রেট সাহেবের কাছারি – বিলাসপুর
তৃতীয় গর্ভাঙ্ক – বিলাসপুর জেলার সেশন আদালত

★ সঙ্গীত ★


● ‘জমীদার দর্পণ’ নাটকে সঙ্গীত সংখ‍্যা – ১১,
এখানে ১০টি নাটকের রাগ ও তাল উল্লেখ আছে। একটি নাটক গান বলে উল্লেখ থাকলেও রাগ তাল উল্লেখ থাকে না।

● প্রস্তাবনা – ৩ টি
১) পাষাণ সমান প্রাণ পুরুষ নির্দয় অতি
রাগিণী – মল্লার,  তাল – আড়া
গায়ক – নটী

২) মরি দুর্ব্বল প্রজার পরে অত‍্যাচার
লক্ষ্ণৌয়ের সুর,  তাল – কাওয়ালি
গায়ক – নটনটী

৩) ওরে প্রাণ, মিলন সলিল কর দান
রাগিণী – খাম্বাজ,   তাল – কাওয়ালি
নেপথ‍্য সঙ্গীত

● প্রথম অঙ্ক – ৩টি

১) কুবাসনা যার মনে, তার উপাসনা কি ?
১ম অঙ্ক, ১ম গর্ভাঙ্ক
রাগিণী – সিন্ধু,  তাল – জৎ
নেপথ‍্য গান

২) সুখী বলে কোন জন ?
১ম অঙ্ক, ২য় গর্ভাঙ্ক
রাগিণী – ঝিঁঝট খাম্বাজ,  তাল – আড়াঠেকা
গায়ক – নেপথ‍্য সঙ্গীত

৩) পড়তা ছিল ভাল যখন
১ম অঙ্ক, ৩য় গর্ভাঙ্ক
তাল ও রাগিণীর নাম উল্লেখ নেই
গায়ক – নেপথ‍্য সঙ্গীত

● দ্বিতীয় অঙ্ক – ৩টি
১) আর, কে আছে আমার ?
২য় অঙ্ক, ১ম গর্ভাঙ্ক
রাগিণী – বাগশ্রী, তাল – আড়াঠেকা
গায়ক – নেপথ‍্য সঙ্গীত

২) যে বলে হয় হাড় কালী সকের ছিটে টানলে পরে
২য় অঙ্ক, ২য় গর্ভাঙ্ক
রাগিণী – জঙ্গলা, তাল – আড়খেমটা
গায়ক – তৃতীয় মোসাহেব

৩) চেতরে চেতরে চিত ! এই তো দিন ঘুনায়ে এলো
২য় অঙ্ক, ৩য় গর্ভাঙ্ক
রাগিণী – ললিত, তাল – জলদ তেতালা
গায়ক – নেপথ‍্য সঙ্গীত

● উপসংহার – ২টি
১) কাতরে ডাকি মা তোরে/শুন মা ভারতেরশ্বরী
রাগিণী – ললিত, তাল – আড়াঠেকা
গায়ক – নটী

২) কবে পোহাইবে ভবে এই দুঃখ বিভাবরী
রাগিণী – ললিত, তাল – আড়াঠেকা
গায়ক – নট-নটী

★ প্রবাদ ★

প্রথম অঙ্ক –
১) চাষার হাতে গোলাপ ফুল
১ম গর্ভাঙ্ক,  বক্তা – হায়‌ওয়ান আলী

২) পাকা আম দাঁড়কাকে খায়
১ম গর্ভাঙ্ক, বক্তা – হায়‌ওয়ান আলী

৩) কাকের ওপর কামানের আওয়াজ
২য় গর্ভাঙ্ক,  বক্তা – আবু মোল্লা

৪) রাজা বাদী উত্তর না দি
২য় গর্ভাঙ্ক, বক্তা – আবু মোল্লা

৫) গাল টিপলে দুধ পড়ে
৩য় গর্ভাঙ্ক,  বক্তা – হায়‌ওয়ান আলী

৬) প‍্যাঁচ ঘটাতে সকলে পারে
    কিন্তু ম‍্যাও ধরার সময় কেউ নেই
    ৩য় গর্ভাঙ্ক, বক্তা – দ্বিতীয় মোসাহেব

৭) ধারে ঠোরে উনিশ বিষ
দাদার বকড়ী
৩য় গর্ভাঙ্ক,  বক্তা -দ্বিতীয় মোসাহেব

৮) সীতা নাড়ে অঙ্গুলি
বানরে নাড়ে মাথা
বুঝিতে না পারি নর
বানরের কথা
৩য় গর্ভাঙ্ক,   বক্তা – ২য় মোসাহেব

দ্বিতীয় অঙ্ক –

এক খুড়ে মাথা মুড়োনো
১ম গর্ভাঙ্ক,   বক্তা – আমিরণ

সখ এমনি দাঁত পড়া বাঘের মতন
১ম গর্ভাঙ্ক,   বক্তা – আমিরণ

যখন দেখে আঁটা আঁটি
তখন কেঁদে কেটে ভেজায় মাটী
২য় গর্ভাঙ্ক,   বক্তা – ১ম মোসাহেব