চাঁদ বণিকের পালা – শম্ভু মিত্র

বিষয়বস্তু


‘চাঁদ বণিকের পালা’ শম্ভু মিত্রের সর্বশেষ মৌলিক নাটক। শম্ভু মিত্র এই নাটকে মনসামঙ্গলকাব‍্যের চাঁদ মনসা বেহুলা লখিন্দরের জীবন সম্বলিত সুপরিচিত কাহিনিকে আশ্রয় করে নাটক রচনা করলেও উপসংহারে এনেছে স্বতন্ত্রতা। শ্রী মিত্রের নাট‍্যকাহিনিতে স্বতন্ত্র‍্যতা এসেছে নাটকের শেষে বেহুলা ও লখিন্দরের আত্মহননের মধ‍্য দিয়ে। আসলে শ্রী মিত্র ‘চাঁদ বণিকের পালা’ নাটকে সুপরিচিত মনসামঙ্গলের কাহিনির পুননির্মাণ করে সমকালীন নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে কাহিনিকে প্রতিষ্ঠা করেছেন। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ তথা বাংলার জটিল রাজনৈতিক ঘূর্ণাবর্ত এখানে অন্ধকার তথা মনসার রূপকে দ‍্যোতিত হয়েছে। আর যুবসমাজের প্রতিনিধিত্ব করেছে চাঁদ বণিক এবং লখিন্দর।

প্রথম প্রকাশ


● ‘চাঁদ বণিকের পালা’ নাটকটি প্রকাশিত হয় – ১৯৭৮ সালে।
● তবে এর আগে চাঁদ বণিকের পালা নাটকটি বহুরূপী পত্রিকায় তিনটি পর্বে যথাক্রমে ১৯৬৫, ১৯৬৬ এবং ১৯৭৪ সালে প্রকাশিত হয়।
● শম্ভু মিত্র চাঁদ বণিকের পালা নাটকটি বটুক ছদ্মনামে বহুরূপী পত্রিকায় প্রকাশ করেছিলেন।
● তবে শ্রীকুমার রায়ের মতে, চাঁদ বণিকের পালা নাটকের তৃতীয় পর্বের শেষাংশ বহুরূপী পত্রিকায় প্রকাশিত হয়নি।
● নাটকটির প্রথম সংস্করণ হয় ১৩৮৪ সালে।
● শম্ভু মিত্রের জীবৎকালে নাটকটির মোট ৬ টি সংস্করণ হয়েছিল।
● শম্ভু মিত্র ‘চাঁদ বণিকের পালা’ নাটকটির প্রযোজনা করেননি।

অঙ্ক – দৃশ‍্য


● চাঁদ বণিকের পালা নাটকের কোনো অঙ্ক দৃশ‍্য বিভাজন নেই।
● নাটকটিতে কেবল তিনটি পর্ব আছে।
● এ প্রসঙ্গে দীপেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায় বলেছেন – “এ পালায় অঙ্ক নেই, দৃশ‍্য নেই – আছে পর্ব। এ পালার চরিত্রগুলি আমাদের মুগ্ধ করেনা, ভাবায়, বিচার করায়।”
● কাহিনির ঘটনা অনুযায়ী পর্ব বিভাজন –

১ম পর্ব – চাঁদ বণিকের সমুদ্রে পাড়ি ও ব‍্যর্থতা
২য় পর্ব – চাঁদ বণিকের প্রত‍্যাবর্তন
৩য় পর্ব (প্রথমাংশ) – লখিন্দরের বিবাহ, সর্পদংশন, বেহুলা লখিন্দরের ভেলা যাত্রা
৩য় পর্ব (শেষাংশ) – লখিন্দরের প্রাণ ফিরে পাওয়া, চাঁদ বণিকের মনসাকে পূজো দেওয়া, বেহুলা লখিন্দরের আত্মহত‍্যা

চরিত্র


● স্ত্রী চরিত্র –
মনসা, সনকা, বেহুলা, লহনা, নেতা
● পুরুষ চরিত্র –
চাঁদ বণিক, লখিন্দর, ন‍্যাড়া, বল্লভাচার্য, বেণীনন্দ, ভবদেব, নরহরি, শিবদাস, বনমালী, করালীচরণ, কেবট্ট, ভৈরব, ভুলুয়া, লটবর নাবিকগণ, জুড়িরা, বৃদ্ধরা, যুবকগণ

সঙ্গীত


● ‘চাঁদ বণিকের পালা’ নাটকে মোট সঙ্গীত সংখ‍্যা – ১৯
● প্রথম পর্ব – ৭টি
১) কুঁচবরণ কন‍্যা – সকলে
২) মহাদেব – জুরিগান
৩) পাতালবাসিনী মাগো – সনকা (স্তব)
৪) সর্পাকার, সর্পরূপা – সনকা(স্তব)
৫) শুনরে নাইয়া বন্ধু – (শিবদাস,জুরিগান)
৬) নিন্দ যারে গুণমণি – সনকা
৭) ঝড় আসে – জুরিগান

● দ্বিতীয় পর্ব – ৪টি
১) ঘরের সন্ধানী তুমি – জুরিগান
২) অন্তরীক্ষে যত আছে – স্তবগান
৩) এ ভ্রম ভাঙাও মাগো – পুরনারীদের গান
৪) হায় হায় হায় রে বণিক – জুড়িগান

● তৃতীয় পর্ব – ৮টি
১) চাঁদ ভাবে মনে মনে – জুরিগান
২) বাসরে চলিলা গো – অল্পবয়সীরা
৩) বঙ্কিম ঠাটে চলে – লহনা
৪) কান্দো না, কান্দো না বধূ – সকলে
৫) যুক্তির অতীত তুমি – যুবক
৬) যৌবনেরে – জুড়িগান
৭) ফিরাইয়া দে দে আমারে – মেয়েরা
৮) এইবার কিবা করে চাঁদ সদাগর – জুরিগান