বাংলা মকটেস্ট – ০১

বিষয় – নাটক

উত্তরপত্র

১) “থ্রি চিয়ার্স ফর আমাদের চ‍্যারম‍্যান” –
উদ্ধৃত সংলাপ থেকে প্রদত্ত বিবৃতিগুলির সঠিকটি চিহ্নিত করো –
1. বক্তা – মহেশ
2. চ‍্যারম‍্যান হলেন – চৈতন
3. সংলাপটি দ্বিতীয় অঙ্কে প্রথম গর্ভাঙ্কে উল্লেখ আছে।
4. প্রহসনে এই সংলাপের পর নৃত‍্যগীত শুরু হল।
সংকেত :
A. 1, 2
B.  3
C. 2, 3
D. 1, 2, 4
◆ সঠিক উত্তর : B

২) ‘নবান্ন’ নাটকে লঙ্গরখানার থামে আটকানো পোস্টারে কী লেখা আছে ?
A. নিখরচার লঙ্গরখানা
B. ফ্রি লঙ্গরখানা
C. নিখরচার কিচেন
D. ফ্রি কিচেন
সঠিক  উত্তর : D

৩) মন্তব‍্য – ‘স্বাহা’ নাম যেই করিবে উচ্চারণ।
     যুক্তি – আহুতি গ্রহণ তার কভু না করিব।

A. মন্তব‍্য – শুদ্ধ   যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
সঠিক উত্তর : B

৪) ‘জমীদার দর্পণ’ নাটকে যে প্রবাদটি আবু মোল্লা বলেছে –
A. এক খুড়ে মাথা মুড়ানো
B. ছেলের হাতের পিঠে
C. কাকের ওপর কামানের আওয়াজ
D. পাকা আম দাঁড়কাকে খায়
সঠিক উত্তর : C

৫) ‘নবান্ন’ নাটকে দশটা বাঁশ কিনতে চন্দর কত টাকা বাকি রেখেছিল ?
A. দুই আনা
B. তিন আনা
C. পাঁচ আনা
D. দশ আনা
সঠিক উত্তর : A

৬) ‘একেই কি বলে সভ‍্যতা’ প্রহসনে কোন কোন সংলাপ-বক্তা ঠিক ঠিক উদ্ধৃত হয়েছে ?
1. চিড়িতনের দহলা – প্রসন্ন
2. আমি টেক্কা মারলেম – কমলা
3. আমি ভাই বিবি দিলাম – নৃত‍্য
4. এই যে সাহেব আমার হাতে – প্রসন্ন
সংকেত :
A. 2, 3.       B. 2.       C. 1.        D. 1, 4
সঠিক উত্তর : C

৭) ‘সাজাহান’ নাটকের যে গানটি চতুর্থ অঙ্কের প্রথম দৃশ‍্যে আছে –
A. ধন ধান‍্য পুষ্প ভরা
B. এ জীবন পুরিল না
C. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
D. স‌ই কেবা শুনাইল শ‍্যাম নাম
সঠিক উত্তর : D

৮) অঙ্ক :
i. প্রথম অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক
ii. দ্বিতীয় অঙ্ক, তৃতীয় গর্ভাঙ্ক
iii. দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
iv. তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক

স্থান :
1. হাওয়ান আলীর বৈঠকখানা
2. আবু মোল্লার অন্দর
3. আবু মোল্লার খেজুর বাগান
4. আবু মোল্লার বাহির বাটী

সংকেত :
A. i) – 4.  ii) -1,.   iii) – 2,   iv) – 3                
B. i) – 1.  ii) – 3.   iii) – 4.    iv) – 2
C. i) – 2   ii) – 1.   iii) – 4.    iv) – 3
D. i) – 3.  ii) – 4.   iii) – 2.    iv) – 1
সঠিক উত্তর : A

৯) ‘জনা’ নাটকের কোন গানটি কীর্তন রাগে গীত ?
A. স‌ইলো ওই গোপীর মনচোরা
B. হামা দে পালায়, পাছু ফিরে চায়
C. ঘরে নাইক নবনী
D. ওলো স‌ই, দেখলো কত কান
সঠিক উত্তর : B

১০) নাটক :                   অঙ্ক – গর্ভাঙ্ক/দৃশ‍্য
i) নবান্ন                        1. ৫ – ২৫
ii) সাজাহান                 2. ৪ – ১৫
iii) জনা।                      3. ৩ – ৯
iv) জমীদার দর্পণ        4. ৫ – ৩১
সংকেত :
A. i) – 4.  ii) – 3.   iii) – 2.   iv) – 1
B. i) – 2.  ii) – 3.  iii) – 4.    iv) -1
C. i) – 4.  ii) -1.   iii) – 2.    iv) – 3
D. i) – 2.  ii) – 4.   iii) – 1.   iv) – 3
সঠিক উত্তর : D

১১) জ্ঞানতরঙ্গিনী সভার খোঁজে গিয়ে বাবাজীর যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের সঠিক ক্রম চিহ্নিত করো।
A. মাতাল – বারবিলাসিনী – সারজন – মুঠিয়া – মালী
B. বারবিলাসিনী – মাতাল – মালী – সারজন – মুঠিয়া
C. মুঠিয়া – বারবিলাসিনী – সারজন – মালী – মাতাল
D. বারবিলাসিনী – মুঠিয়া – মালী – সারজন – মাতাল
সঠিক উত্তর : A

১২) ‘দিলদার’ এর প্রকৃত নাম কী ?
A. মির্জ্জা আশারফ নিয়ামৎ খাঁ
B. মির্জ্জা আশারফ রহমৎ হোসেন
C. মির্জ্জা মহম্মদ নিয়ামৎ খাঁ
D. মির্জ্জা মহম্মদ রহমৎ হোসেন
সঠিক উত্তর : C

১৩) ‘নবান্ন’ নাটকে ‘নবান্ন’ কথাটি প্রথম উচ্চারিত হয়েছে –
A. প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ‍্যে
B. দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ‍্যে
C. তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ‍্যে
D. চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ‍্যে
সঠিক উত্তর : D

১৪) ‘জনা’ নাটক থেকে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক ?
i) জনা চরিত্রের সঙ্গে গান্ধারীর সাদৃশ‍্য লক্ষ করা যায় বলেছেন ড. অজিত ঘোষ।
ii) কাশীরাম দাস জনার কাহিনি নিয়েছেন ভাগবত পুরাণ থেকে।
iii) জৈমিনি ভারতে জনার নাম ছিল জ্বালা।
iv) জনা নাটকের বিদূষক চরিত্রে অভিনয় করতেন অর্ধেন্দুশেখর মুস্তাফি।
সংকেত :
A. i, ii.               B. ii, iii
C. iii,. iv.           D. i, iv
সঠিক উত্তর : C

১৫) ‘একেই কি বলে সভ‍্যতা?’ প্রহসনে নিম্নোক্ত কোন ব‍্যক্তির উল্লেখ আছে ?
A. মাইকেল মধুসূদন দত্ত
B. রাজা রামমোহন রায়
C. ডিরোজিও
D. রিচার্ডসন
সঠিক উত্তর : B

১৬) চরিত্র                      পরিচয়
i) মীরজুমলা               1. পিয়ারার বাবুর্চি
ii) রহমৎউল্লা              2. ঔরঙ্গজেবের শ্বশুর
iii) পরভেজ                3. ঔরঙ্গজেবের উজীর
iv) সাহানাবাজ           4. দারার শ্বশুর
সংকেত :
A. i) – 3.    ii) – 1.  iii) – 4.    iv) – 2
B.  i) – 2.    ii) – 1.  iii) – 4.    iv) -3
C. i) – 4.     ii) – 3.  iii) – 2.    iv) -1
D. i) – 4.      ii) – 1.  iii) – 2.    iv) – 3
সঠিক উত্তর : A

১৭) ‘জমীদার দর্পণ’ নাটকে হাওয়ান আলীর সঙ্গে জমি নিয়ে যার বিবাদ –
A. আবু মোল্লা           B. জীতু মোল্লা
C. লালবিহারী সাহা    D. বিনোদবিহারী ঘোষ
সঠিক উত্তর : C

১৮) ‘নবান্ন’ নাটকে –
মন্তব‍্য – প্রধান গ্রাম ছেড়ে শহরে চলে যেতে চেয়েছিল।
যুক্তি – প্রধানের বাড়ি বানে ভেঙে গিয়েছিল।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
সঠিক উত্তর : A

১৯) ‘জনা’ নাটকে প্রবীরের জনার প্রতি সংলাপের সঠিক ক্রমটি চিহ্নিত করো।

1. ধরি তোর পদধূলি শংকরে না ডরি
2. মা গো, তব পদে মাতি
   তোমার চরণ মম গতি
3. তব পদধূলি মাতা করিলে গ্রহণ
    মহাশক্তি জাগে হৃদি মাঝে।
4. বীরমাতা, শুন গো জননি
    লয়ে পদধূলি এখনি পশিব রণে।
সংকেত :
A. 3 – 4 – 2 – 1
B. 2 – 1 – 4 – 3
C. 4 – 3 – 2 – 1
D. 2 – 3 – 4  – 1
সঠিক উত্তর : B

২০) ‘সাজাহান’ নাটক থেকে বক্তা ও সংলাপের স্তম্ভ মেলাও –
A. সংলাপ
1. এ রাজসভা উন্মাদাগার নয়
2. ভাই কি ভাইকে হত‍্যা কর্ব্বে ?
3. সাম্রাজ‍্য কি অন্ত:পুর! একটা ছেলেখেলা!
4. কাকা প্রকৃত যোদ্ধা

B. বক্তা
i. সাজাহান
ii. ঔরঙ্গজেব
iii. সোলেমান
iv. জাহানারা
সংকেত :
A. 1 – iii. 2 – iv. 3 – i   4 – ii
B. 1 – ii.  2 – iv.  3 – i. 4 – iii
C. 1 – iv. 2 – iii.  3 – ii.  4 – i
D. 1 – ii. 2 – i.    3 – iv.  4 – iii
সঠিক উত্তর : D

২১) হাওয়ান আলী চালাক দাস বলেছেন কোন মোসাহেবকে ?
A. প্রথম   B. দ্বিতীয়   C. তৃতীয়  D. চতুর্থ
সঠিক উত্তর : D

২২) ‘নবান্ন’ নাটকের প্রথম অভিনয়ে মাখনের ভূমিকায় কে অভিনয় করেছিল ?
A. মণিকুন্তলা সেন
B. মণিকা ভট্টাচার্য
C. শোভা সেন
D. তৃপ্তি মিত্র
সঠিক উত্তর : B

২৩) ‘জনা’ নাটকে নীলধ্বজ রাজার মন্ত্রীর নাম কী ?
A. বৃষকেতু                    B. নিরঞ্জন
C. বসন্তকুমার।             D. ধনঞ্জয়
সঠিক উত্তর : D

২৪) ‘সাজাহান’ নাটকে ঘটনাগুলির ক্রম চিহ্নিত করো –
i) সুজা কর্তৃক মহম্মদকে বিতাড়ন
ii) ঔরঙ্গজেব – মহম্মদ সম্পর্কে ফাটল
iii) সোলেমান ও মহম্মদ বন্দি
iv) মহম্মদ কর্তৃক সাজাহান বন্দি
সংকেত –
A. i – iv – iii – ii
B. iv – ii – i – iii
C. ii – i – iv – iii
D. iii – i – iv – ii
সঠিক উত্তর : B

২৫)
1. ‘একেই কি বলে সভ‍্যতা ?’ প্রহসন প্রথম অভিনীত হয়েছিল বেলগাছিয়া নাট‍্যশালাতে।
2. ‘সাজাহান’ নাটকে মৌলিক সঙ্গীত সংখ‍্যা ৭ টি।
3. ‘জমীদার দর্পণ’ নাটকটি উৎসর্গ করা হয়েছে মির্জ্জা মহম্মদ আলীকে।
4. ‘নবান্ন’ নাটক প্রথম প্রকাশিত হয়েছিল অরণি পত্রিকায়।
সংকেত:
A. i) – ×  ii) – √   iii) – ×.   iv) – √
B. i) – √. ii) – ×.   iii) – ×.   iv) – √
C. i) – ×.  ii) – ×.  iii) – √.   iv) – √
D. i) – √.  ii) – √.  iii) – √.   iv) – √
সঠিক উত্তর : A