UGC NET বাংলা প্রস্তুতির প্রয়োজনীয় বই –
■ ইউনিট – ১ : ভাষাবিজ্ঞান
১) বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা(১৯২৯) – সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৩) ভাষার ইতিবৃত্ত- সুকুমার সেন।
৪) বাঙলা ভাষা পরিক্রমা – পরেশচন্দ্র মজুমদার
৫) বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত – মুহম্মদ শহীদুল্লাহ
৬) ভাষাবিদ্যা পরিচয় – পরেশচন্দ্র ভট্টাচার্য
৭) সংস্কৃত-প্রাকৃত ভাষার ক্রমবিকাশ – পরেশচন্দ্র মজুমদার
৮) সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা – রামেশ্বর শ’
৯) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব – মুহম্মদ আব্দুল হাই
১০) আধুনিক ভাষাতত্ত্ব – আবুল কালাম মনজুর মোরশেদ
১১) ভাষা-জিজ্ঞাসা – পবিত্র সরকার
১২) ভাষা দেশ কাল – পবিত্র সরকার
১৩) ভাষাবিজ্ঞান – শিশিরকুমার দাশ
১৪) বাক্যতত্ত্ব – হুমায়ুন আজাদ
১৫) ভাষাতত্ত্ব – রফিকুল ইসলাম
১৬) ভাষাতত্ত্ব – অতীন্দ্র মজুমদার
■ ইউনিট – ২ : প্রাগাধুনিক বাংলা সাহিত্য
● চর্যাপদ – অতীন্দ্র মজুমদার
● চর্যাগীতি পদাবলী – সুকুমার সেন
● চর্যাগীতির ভূমিকা – জাহ্নবী কুমার চক্রবর্তী
● শ্রীকৃষ্ণকীর্তন – অমিত্রসূদন ভট্টাচার্য
● বিদ্যাপতির পদাবলী
● চণ্ডীদাসের পদাবলী
● জ্ঞানদাসের পদাবলী
● গোবিন্দদাসের পদাবলী
● বলরামদাসের পদাবলী
● বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায়
● বিজয়গুপ্তের মনসামঙ্গল – সম্পা: অমিত্রসূদন ভট্টাচার্য
● পদ্মপুরাণ বা মনসামঙ্গল – বসন্তকুমার ভট্টাচার্য
● মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল (বণিক খন্ড) – সম্পা: সুকুমার সেন
● রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন – সম্পা : অমিত্রসূদন ভট্টাচার্য
● ভারতচন্দ্র গ্রন্থাবলী – সম্পাদনা – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাশ
● বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত – সম্পাদনা : সুকুমার সেন
● কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যচরিতামৃত – সম্পাদনা : সুকুমার সেন
● মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয় – সম্পা : অমিত্রসূদন ভট্টাচার্য
● কৃত্তিবাসী রামায়ণ – সুখময় মুখোপাধ্যায়
● কাশীরাম দাসের মহাভারত – রাজশেখর বসু / সুখময় মুখোপাধ্যায়
● আরাকান রাজসভার কাব্য – দেবনাথ বন্দ্যোপাধ্যায়
● শাক্ত পদাবলী – ত্রিপুরাশঙ্কর সেনশাস্ত্রী
● শাক্ত পদাবলী ও শক্তি সাধনা – জাহ্নবী কুমার চক্রবর্ত্তী
● ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য – শশীভূষণ দাশগুপ্ত
● ময়মনসিংহ গীতিকা – সংকলন : দীনেশচন্দ্র সেন
■ ইউনিট ৯ : ছন্দ ও অলঙ্কার
১) ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
২) বাংলা ছন্দের মূলসূত্র – অমূল্যধন মুখোপাধ্যায়
৩) নূতন ছন্দ পরিক্রমা – প্রবোধচন্দ্র সেন
৪) বাংলা ছন্দের ক্রমবিকাশ – প্রবোধচন্দ্র সেন
৫) ছন্দ সরস্বতী – সত্যেন্দ্রনাথ দত্ত
৬) বাংলা ছন্দ পরিচয় – নীলরতন সেন
৭) ছন্দতত্ত্ব ও ছন্দবিবর্তন – তারাপদ মুখোপাধ্যায়
৮) ছন্দতত্ত্ব ছন্দরূপ – পবিত্র সরকার
৯) বাংলা ছন্দ – জীবেন্দ্রসিংহ রায়
১০) বাংলা ছন্দের বিবর্তন – সুহৃদ কুমার ভৌমিক
১১) বাংলা ছন্দ সাহিত্যের ইতিহাস- রামবহাল তেওয়ারী
১২) ছন্দ অভিজ্ঞান – প্রদ্যুৎ বিশ্বাস
১৩) ছন্দের ক্লাস – হীরেন চট্টোপাধ্যায়
১) অলঙ্কার চন্দ্রিকা – শ্যামাপদ চক্রবর্তী
২) বাংলা অলঙ্কার – জীবেন্দ্র সিংহ রায়
৩) বাংলা অলঙ্কার : সৌন্দর্যের সোপান – স্বপন কুমার দে
৪) অলঙ্কার অভিজ্ঞান – প্রদ্যুৎ বিশ্বাস
৫) প্রসঙ্গ অলঙ্কার – ধ্রুবকুমার মুখোপাধ্যায়
৬) অলঙ্কার আভা – দীপ্তি ত্রিপাঠী
৭) আধুনিক বাংলা অলঙ্কার – পঞ্চানন মালাকার
৮) অলঙ্কার জিজ্ঞাসা – নিশীথ মুখোপাধ্যায়
■ ইউনিট – ১০ : ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব
১) কাব্যালোক – সুধীরকুমার দাশগুপ্ত
২) কাব্যজিজ্ঞাসা – অতুলচন্দ্র গুপ্ত
৩) কাব্য বিচার – সুরেন্দ্রনাথ দাশগুপ্ত
৪) কাব্যতত্ত্ব – জীবেন্দ্রসিংহ রায়
৫) ভারতীয় কাব্যতত্ত্ব – অবন্তীকুমার সান্যাল
৬) প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ভূমিকা – বিষ্ণুপদ ভট্টাচার্য্য
৭) ভারতীয় কাব্যতত্ত্ব – তরুণ কুমার মৃধা
৮) ‘কাব্যতত্ত্ব বিচার’ – দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়
১) রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি – রামনারায়ণ বিদ্যারত্ন
২) উজ্জ্বলনীলমণি – সম্পা : হীরেন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়
১) অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব : শিশিরকুমার দাশ
২) এরিস্টটলের পোয়েটিকস ও সাহিত্যতত্ত্ব – সাধন কুমার ভট্টাচার্য্য
৩) অ্যারিস্টটলের পোয়েটিকস – ভবানীগোপাল সান্যাল
🎯 আমার বাংলা নেট সেট
Madam boi ar pdf download krbo ki kora?
বই গুলির pdf পাবো কিভাবে ?
Thank you ma’am. Vison helpfull. Ato valo bhaba guide korar jonay