সমর সেনের কবি জীবন
যুদ্ধোত্তর আধুনিক বাংলা কবিতায় সমর সেন একটি উল্লেখযোগ্য নাম। তিনি তিরিশেএর দশকের কবি।
◆ সমর সেনের পরিবার –
সমর সেনের পরিবারের দিকে তাকালে দেখা যায় – ● কবি-সাংবাদিক সমর সেন ‘বঙ্গভাষা ও সাহিত্যের প্রণেতা প্রথিতযশা ঐতিহাসিক, পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকার রূপকার দীনেশচন্দ্র সেনের পৌত্র।
● আবার, দীনেশচন্দ্র সেনের মধ্যম পুত্র প্রখ্যাত ঐতিহাসিক অরুণ সেন হলেন সমর সেনের পিতা।
● সমর সেনের মা চন্দ্রমুখী দেবী, তিনি বঙ্কিমচন্দ্রের বন্ধু জগদীশনাথ রায়, যাঁকে বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাস উৎসর্গ করেছিলেন তাঁর দৌহিত্রী।
● শোনা যায়, সমর সেনের বাবা মা-র বিয়ের ঘটকালি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
● সমর সেনের পূর্বপুরুষ ছিলেন ‘পবনদূত’ কাব্যের প্রসিদ্ধ কবি ধোয়ী।
◆ কবি-সাংবাদিক সমর সেন –
● সমর সেন বাল্যকালে বাবা মা এবং বাবার বন্ধু রাধারমণ মিত্রের সহযোগিতায় একটা পত্রিকা প্রকাশ করেন – ‘অনাগত’ নামে।
পত্রিকাটি ক্ষীরোদচন্দ্র রায় কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং তিনমাস চলার পর বন্ধ হয়ে গিয়েছিল।
● সমর সেনের প্রথম কবিতা “তুমি ও আমি” ১৯৩৩ সালে শ্রীহর্ষ পত্রিকায়য় প্রকাশিত হয়েছিল। শ্রীহর্ষ আন্তর্বিশ্ববিদ্যালয় পত্রিকা, এটি দুটি ভাষা বাংলা ও ইংরাজিতে বেরোত, বাংলা ভাষায় প্রকাশিত ‘শ্রীহর্ষ’ পত্রিকার সম্পাদক ছিলেন সমর সেন।
● একই বছরে অর্থাৎ ১৯৩৩ খ্রি: সমর সেন যৌথভাবে ‘Today’ নামক ইংরাজি দ্বিমাসিক পত্রিকা সম্পাদনা করতেন। পত্রিকাটির পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল বলে জানা যায়।
● সমর সেন ১৯৩৪ খ্রি: থেকে কবিতা লেখা শুরু করেন এবং ধারাবাহিকভাবে ১৯৪৬ খ্রি: পর্যন্ত অর্থাৎ বারো বছর কবিতা লেখেন।
এরপর অবশ্য কয়েকটি কবিতা বন্ধুদের সঙ্গে বাজি ধরে লিখেছিলেন।
◆ সমর সেনের কাব্যগ্রন্থ –
সমর সেনের কবিতাগুলি মোট পাঁচটি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে।
তবে পরে, কবি নিজে তাঁর সমস্ত কবিতা থেকে বাছাই করে ‘সমর সেনের কবিতা সংকলন’ প্রকাশ করেছিলেন ১৯৫৪খ্রি:।
১) কয়েকটি কবিতা –
● প্রথম কাব্যগ্রন্থ ‘কয়েকটি কবিতা’ সমর সেনের ৪৯টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল।
● কাব্যগ্রন্থটি প্রথম কবিতা ভবন থেকে মার্চ, ১৯৩৭ সালে প্রকাশ হয়েছিল।
● বই প্রকাশের জন্য কবি তাঁর স্বর্ণপদক বিক্রি করে ছিলেন।
● কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কমিউনিস্ট পার্টির অন্যতম সংগঠক মুজফফর আহমেদকে।
● ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থের ১২টি কবিতা ‘সমর সেনের কবিতা’ সংকলনে স্থান পায়।
২) গ্রহণ –
● সমর সেনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘গ্রহণ’ ১৯৪০খ্রি: প্রকাশিত হয়।
● কাব্যগ্রন্থের নাম গ্রহণ হলেও গ্রন্থের ভেতরের পাতায় লেখা আছে ‘গ্রহণ ও কয়েকটি কবিতা’।
● এই গ্রন্থে তিনটি গুচ্ছ কবিতা আছে, যেখানে প্রথম দুটি গুচ্ছে দুটি করে এবং শেষ গুচ্ছে ১০টি কবিতা আছে।
● ‘সমর সেনের কবিতা’ সংকলনে এই গ্রন্থের কবিতাগুলি ‘১৯৩৭-১৯৪০’ পর্বে অন্তর্ভূক্ত করা হয়েছে।
৩) নানাকথা –
● সমর সেনের তৃতীয় কাব্যগ্রন্থ ‘নানাকথা’ প্রকাশিত হয় ১৯৪২ খ্রি:।
● এই কাব্যগ্রন্থটি ১৫টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল।
● সমর সেনের কবিতা সংকলনে এই কাব্যের কবিতাগুলি ‘১৯৪০-৪২’ সালপর্বে অন্তর্ভূক্ত হয়।
৪) খোলা চিঠি –
● সমর সেনের চতুর্থ কাব্যগ্রন্থ ‘খোলা চিঠি’ ৭টি কবিতা নিয়ে আত্মপ্রকাশ করে।
● কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৩খ্রি:।
● ‘সমর সেনের কবিতা সংকলনে’ এই কাব্যের কবিতাগুলি ‘১৯৪২-৪৩’ পর্বে অন্তর্ভূক্ত।
৫) তিন পুরুষ –
● সমর সেনের পঞ্চম কাব্যগ্রন্থ ‘তিন পুরুষ’ প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিস্টাব্দে।
● দুটি গুচ্ছের প্রথম গুচ্ছ শিরোনামহীন, এতে তিনটি কবিতা আছে।
● দ্বিতীয় গুচ্ছের নাম তিনপুরুষ, এতে ১০টি কবিতা আছে।
● কাব্যগ্রন্থে মোট ১৩টি কবিতা আছে।
● সমর সেনের কবিতা সংকলনে’ এই কাব্যের কবিতাগুলি ‘১৯৪৩-৪৪’ পর্বে অন্তর্ভূক্ত।