সমর সেনের কবি জীবন

যুদ্ধোত্তর আধুনিক বাংলা কবিতায় সমর সেন একটি উল্লেখযোগ‍্য নাম। তিনি তিরিশেএর দশকের কবি।

সমর সেনের পরিবার
সমর সেনের পরিবারের দিকে তাকালে দেখা যায় – ● কবি-সাংবাদিক সমর সেন ‘বঙ্গভাষা ও সাহিত‍্যের প্রণেতা প্রথিতযশা ঐতিহাসিক, পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকার রূপকার দীনেশচন্দ্র সেনের পৌত্র।
● আবার, দীনেশচন্দ্র সেনের মধ‍্যম পুত্র প্রখ‍্যাত ঐতিহাসিক অরুণ সেন হলেন সমর সেনের পিতা।
● সমর সেনের মা চন্দ্রমুখী দেবী, তিনি বঙ্কিমচন্দ্রের বন্ধু জগদীশনাথ রায়, যাঁকে বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন‍্যাস উৎসর্গ করেছিলেন তাঁর দৌহিত্রী।
● শোনা যায়, সমর সেনের বাবা মা-র বিয়ের ঘটকালি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
● সমর সেনের পূর্বপুরুষ ছিলেন ‘পবনদূত’ কাব‍্যের প্রসিদ্ধ কবি ধোয়ী।

কবি-সাংবাদিক সমর সেন
● সমর সেন বাল‍্যকালে বাবা মা এবং বাবার বন্ধু রাধারমণ মিত্রের সহযোগিতায় একটা পত্রিকা প্রকাশ করেন – ‘অনাগত’ নামে।
পত্রিকাটি ক্ষীরোদচন্দ্র রায় কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং তিনমাস চলার পর বন্ধ হয়ে গিয়েছিল।

● সমর সেনের প্রথম কবিতা “তুমি ও আমি” ১৯৩৩ সালে শ্রীহর্ষ পত্রিকায়য় প্রকাশিত হয়েছিল। শ্রীহর্ষ আন্তর্বিশ্ববিদ‍্যালয় পত্রিকা, এটি দুটি ভাষা বাংলা ও ইংরাজিতে বেরোত, বাংলা ভাষায় প্রকাশিত ‘শ্রীহর্ষ’ পত্রিকার সম্পাদক ছিলেন সমর সেন।
● একই বছরে অর্থাৎ ১৯৩৩ খ্রি: সমর সেন যৌথভাবে ‘Today’ নামক ইংরাজি দ্বিমাসিক পত্রিকা সম্পাদনা করতেন। পত্রিকাটির পাঁচটি সংখ‍্যা প্রকাশিত হয়েছিল বলে জানা যায়।
● সমর সেন ১৯৩৪ খ্রি: থেকে কবিতা লেখা শুরু করেন এবং ধারাবাহিকভাবে ১৯৪৬ খ্রি: পর্যন্ত অর্থাৎ বারো বছর কবিতা লেখেন।
এরপর অবশ‍্য কয়েকটি কবিতা বন্ধুদের সঙ্গে বাজি ধরে লিখেছিলেন।

সমর সেনের কাব‍্যগ্রন্থ
সমর সেনের কবিতাগুলি মোট পাঁচটি কাব‍্যগ্রন্থে প্রকাশিত হয়েছে।
তবে পরে, কবি নিজে তাঁর সমস্ত কবিতা থেকে বাছাই করে ‘সমর সেনের কবিতা সংকলন’ প্রকাশ করেছিলেন ১৯৫৪খ্রি:।

১) কয়েকটি কবিতা
● প্রথম কাব‍্যগ্রন্থ ‘কয়েকটি কবিতা’ সমর সেনের ৪৯টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল।
● কাব‍্যগ্রন্থটি প্রথম কবিতা ভবন থেকে মার্চ, ১৯৩৭ সালে প্রকাশ হয়েছিল।
● ব‌ই প্রকাশের জন‍্য কবি তাঁর স্বর্ণপদক বিক্রি করে ছিলেন।
● কাব‍্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কমিউনিস্ট পার্টির অন‍্যতম সংগঠক মুজফফর আহমেদকে
● ‘কয়েকটি কবিতা’ কাব‍্যগ্রন্থের ১২টি কবিতা ‘সমর সেনের কবিতা’ সংকলনে স্থান পায়।

২) গ্রহণ
● সমর সেনের দ্বিতীয় কাব‍্যগ্রন্থ ‘গ্রহণ’ ১৯৪০খ্রি: প্রকাশিত হয়।
● কাব‍্যগ্রন্থের নাম গ্রহণ হলেও গ্রন্থের ভেতরের পাতায় লেখা আছে ‘গ্রহণ ও কয়েকটি কবিতা’।
● এই গ্রন্থে তিনটি গুচ্ছ কবিতা আছে, যেখানে প্রথম দুটি গুচ্ছে দুটি করে এবং শেষ গুচ্ছে ১০টি কবিতা আছে।
● ‘সমর সেনের কবিতা’ সংকলনে এই গ্রন্থের কবিতাগুলি ‘১৯৩৭-১৯৪০’ পর্বে অন্তর্ভূক্ত করা হয়েছে।

৩) নানাকথা
● সমর সেনের তৃতীয় কাব‍্যগ্রন্থ ‘নানাকথা’ প্রকাশিত হয় ১৯৪২ খ্রি:।
● এই কাব‍্যগ্রন্থটি ১৫টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল।
● সমর সেনের কবিতা সংকলনে এই কাব‍্যের কবিতাগুলি ‘১৯৪০-৪২’ সালপর্বে অন্তর্ভূক্ত হয়।

৪) খোলা চিঠি
● সমর সেনের চতুর্থ কাব‍্যগ্রন্থ ‘খোলা চিঠি’ ৭টি কবিতা নিয়ে আত্মপ্রকাশ করে।
● কাব‍্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৩খ্রি:।
● ‘সমর সেনের কবিতা সংকলনে’ এই কাব‍্যের কবিতাগুলি ‘১৯৪২-৪৩’ পর্বে অন্তর্ভূক্ত।

৫) তিন পুরুষ
● সমর সেনের পঞ্চম কাব‍্যগ্রন্থ ‘তিন পুরুষ’ প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিস্টাব্দে।
● দুটি গুচ্ছের প্রথম গুচ্ছ শিরোনামহীন, এতে তিনটি কবিতা আছে।
● দ্বিতীয় গুচ্ছের নাম তিনপুরুষ, এতে ১০টি কবিতা আছে।
● কাব‍্যগ্রন্থে মোট ১৩টি কবিতা আছে।
● সমর সেনের কবিতা সংকলনে’ এই কাব‍্যের কবিতাগুলি ‘১৯৪৩-৪৪’ পর্বে অন্তর্ভূক্ত।