সমর সেনের কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা –
প্রথম কাব‍্যগ্রন্থ ‘কয়েকটি কবিতা’ সমর সেনের ৪৯টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল।
● কাব‍্যগ্রন্থটি প্রথম কবিতা ভবন থেকে মার্চ, ১৯৩৭ সালে প্রকাশ হয়েছিল।
● ব‌ই প্রকাশের জন‍্য কবি তাঁর স্বর্ণপদক বিক্রি করে ছিলেন।
● কাব‍্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কমিউনিস্ট পার্টির অন‍্যতম সংগঠক মুজফফর আহমেদকে
● ‘কয়েকটি কবিতা’ কাব‍্যগ্রন্থের ১২টি কবিতা ‘সমর সেনের কবিতা’ সংকলনে স্থান পায়।

(১) একটি বেকার প্রেমিক

চোরাবাজারে দিনের পর দিন ঘুরি

সকালে কলতলায়
ক্লান্ত গণিকারা কোলাহল করে,
খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি;
মাঝে মাঝে ক্লান্তভাবে কি যেন ভাবি-
হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি;
আর শহরের রাস্তায় কখনো বা প্রাণপণে দেখি
ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক।
আর মদির মধ‍্যরাত্রে মাঝে মাঝে বলি:
মৃত‍্যুহীন প্রেম থেকে মুক্তি দাও,
পৃথিবীতে নতুন পৃথিবী আনো
হানো ইস্পাতের মতো উদ‍্যত দিন।
কলতলার ক্লান্ত কোলাহলে
সকালে ঘুম ভাঙে
আর সমস্ত ক্ষণ রক্তে জ্বলে
বণিক সভ‍্যতার শূন‍্য মরুভূমি।

প্রশ্নোত্তর আলোচনা
১) ‘একটি বেকার প্রেমিক’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থে অন্তর্গত ?
✒️ কয়েকটি কবিতা

২) ‘একটি বেকার প্রেমিক’ কবিতার চরণ সংখ‍্যা কত ?
✒️ ১৬

৩) ‘একটি বেকার প্রেমিক’ কবিতার স্তবক সংখ‍্যা কত ?
✒️ ২

৪) চোরাবাজার, হাতিবাগান, খিদিরপুর, হাতিবাগান, চিত্তরঞ্জন – কোন স্থানগুলি ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় উল্লেখ আছে ?
✒️ চোরাবাজার, খিদিরপুর

৫) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় ‘কলতলা’ কথাটি কতবার উল্লেখ আছে ?
✒️ ২বার

৬) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় সকালে কলতলায় কারা কোলাহল করে ?
✒️ ক্লান্ত বণিকেরা

৭) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় খিদিরপুরে কীসের শব্দ শোনা যায় ?
✒️ জাহাজের শব্দ

৮) ‘মদির মধ‍্যরাত্রে মাঝে মাঝে বলি’ – ‘একটি বেকার প্রেমিক’ কবিতা অনুযায়ী বক্তব‍্যগুলির ক্রমটা লেখ।
✒️ মৃত‍্যুহীন প্রেম থেকে মুক্তি দাও – পৃথিবীতে নতুন পৃথিবী আনো – হানো ইস্পাতের মতো উদ‍্যত দিন

৯) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় বেকার প্রেমিকটি কোথায় ঘোরেন ?
✒️ চোরাবাজারে

১০) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় ঘুম না এলে বেকার প্রেমিকটি কী করেন ?
✒️ সিগারেট টানেন

১১) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় ‘সকালে’ কথাটি কতবার আছে ?
✒️ ২বার

১২) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় উল্লেখিত দ্বিরুক্ত শব্দটি কী ?
✒️ মাঝে মাঝে

১৩) “আর সমস্তক্ষণ রক্তে জ্বলে / বণিক সভ‍্যতার শূন‍্য মরুভূমি” – কোন কবিতার লাইন ?
✒️ ‘একটি বেকার প্রেমিক’ কবিতার

১৪) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় কীসের মতো দিনের প্রসঙ্গ আছে ?
✒️ ইস্পাতের মতো

১৫) প্রেমের দেবতা, মৃত‍্যুহীন প্রেম, ক্লান্ত কোলাহল, ক্লান্ত গণিকারা – ‘একটি বেকার প্রেমিক’ কবিতা অনুযায়ী শব্দজোড়গুলির সঠিক ক্রম চিহ্নিত করো।
✒️ ক্লান্ত গণিকারা, প্রেমের দেবতা, মৃত‍্যুহীন প্রেম, ক্লান্ত কোলাহল

১৬) স্তম্ভ –
জাহাজের – শব্দ
শহরের – রাস্তা
ফিরিঙ্গি – মেয়ে
মদির – মধ‍্যরাত
মৃত‍্যুহীন – প্রেম
উদ‍্যত – দিন
শূন‍্য – মরুভূমি

১৭) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় উল্লেখিত শব্দসংখ‍্যা –
সকালে – ২
কলতলা – ২
রাত্রে – ২
কোলাহল – ২
ক্লান্ত – ৩
পৃথিবী – ২
মাঝে মাঝে – ২

১৮) ‘একটি বেকার প্রেমিক’ কবিতায় ‘পৃথিবীতে নতুন পৃথিবী আনো’ চরণটি কত সংখ‍্যক চরণ ?
✒️ ১০ সংখ‍্যক

১৯) ‘একটি বেকার প্রেমিক’ কবিতাটি সমর সেনের কোন কবিতার কাল পর্বে অন্তর্ভূক্ত ?
✒️ ১৯৩৭ – ১৯৪০

২০) ‘কয়েকটি কবিতা’ কাব‍্যগ্রন্থের কততম কবিতা ‘একটি বেকার প্রেমিক’ কবিতা?
✒️ শেষ কবিতা

(২) মেঘদূত

পাশের ঘরে
একটি মেয়ে ছেলে ভুলানোর ছড়া গাইছে,
সে ক্লান্ত সুর
ঝরে যাওয়া পাতার মতো হাওয়া ভাসছে,
আর মাঝে মাঝে আগুন জ্বলছে
অন্ধকার আকাশের বনে।

বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন‍্যা। বর্ষাকালে,
অনেক দেশে যখন অজস্রজলে ঘরবাড়ি ভাঙবে,
ভাসবে মূক পশু আর মুখর মানুষ,
শহরের রাস্তায় যখন
সদলবলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক,
তোমার মনে তখন মিলনের বিলাস
ফিরে তুমি যাবে বিবাহিত প্রেমিকের কাছে।
হে ম্লান মেয়ে, প্রেমে কী আনন্দ পাও,
কী আনন্দ পাও সন্তানধারণে ?

প্রশ্নোত্তর আলোচনা
২১) সমর সেনের ‘মেঘদূত’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থে অন্তর্গত ?
✒️ কয়েকটি কবিতা

২২) ‘মেঘদূত’ কবিতাটির মোট চরণ সংখ‍্যা কত ?
✒️ ১৫

২৩) ‘মেঘদূত’ কবিতাটির স্তবক সংখ‍্যা কত ?
✒️ ২

২৪) ‘মেঘদূত’ কবিতাটির প্রথম স্তবকে কয়টি চরণ আছে ?
✒️ ৬টি

২৫) ‘মেঘদূত’ কবিতাটির দ্বিতীয় স্তবকে কয়টি চরণ আছে ?
✒️ ৯টি

২৬) ‘মেঘদূত’ কবিতায় পাশের ঘরের মেয়েটি কী গাইছে ?
✒️ ছেলেভুলানোর ছড়া

২৭) ‘মেঘদূত’ কবিতাটিতে পাশের ঘরে মেয়েটি কোন ছেলে ভুলানো ছড়া গাইছে ?
✒️ ক্লান্ত সুরে

২৮) ‘মেঘদূত’ কবিতাটিতে কোন ঋতুর উল্লেখ আছে ?
✒️ বর্ষাকালে

২৯) ‘মেঘদূত’ কবিতাটিতে পাশের ঘরের মেয়েটির ক্লান্ত সুরকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ ঝরে যাওয়া পাতার হাওয়ায় ভাসার সঙ্গে

৩০) ‘মেঘদূত’ কবিতা অনুযায়ী শূন‍্যস্থান পূরণ করো – “ভাসবে _ পশু আর _ মানুষ”
✒️ মূক, মুখর

৩১) ‘মেঘদূত’ কবিতা অনুযায়ী শূন‍্যস্থান পূরণ করো – “বৃষ্টির আগে , বৃষ্টির পরে
✒️ ঝড়, বন‍্যা

৩২) ‘মেঘদূত’ কবিতাটিতে কার কার গান গাইবার প্রসঙ্গ আছে ?
✒️ একটি মেয়ে ও দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক

৩৩) ‘মেঘদূত’ কবিতায় উল্লেখিত দ্বিরুক্ত শব্দটি কী ?
✒️ মাঝে মাঝে

৩৪) দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক কোথায় গান গাইবে ?
✒️ শহরের রাস্তায়

৩৫) ‘মেঘদূত’ কবিতা অনুযায়ী শূন‍্যস্থান পূরণ করো – “তোমার মনে তখন _ বিলাস”
✒️ মিলনের

৩৬) “ফিরে তুমি যাবে _ ” – কার কাছে ?
✒️ বিবাহিত প্রেমিকের কাছে

৩৭) “আর মাঝে মাঝে আগুন জ্বলছে” – কোথায় ?
✒️ অন্ধকার আকাশের বনে

৩৮) ‘মেঘদূত’ কবিতায় কবি মেয়েটিকে কী বলে সম্বোধন করেছেন ?
✒️ ম্লান মেয়ে

৩৯) ‘মেঘদূত’ কবিতায় প্রথম পঙক্তিটি উল্লেখ করো।
✒️ পাশের ঘরে

৪০) ‘মেঘদূত’ কবিতায় শেষ পঙক্তিটি উল্লেখ করো।
✒️ কী আনন্দ পাও সন্তানধারণে ?

৩) মুক্তি

হিংস্র পশুর মতো অন্ধকার এল-
তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল:
সে অন্ধকার মাটিতে আনল কেতকীর গন্ধ,
রাত্রের অলস স্বপ্ন
এঁকে দিল কারো চোখে,
সে অন্ধকার জ্বেলে দিল কামনার কম্পিত শিখা
কুমারীর কমনীয় দেহে।

কেতকীর গন্ধে দুরন্ত,
এই অন্ধকার আমাকে কি ক’রে ছোঁবে ?
পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি,
আমার অন্ধকারে আমি
নির্জন দ্বীপের মতো সুদূর, নিঃসঙ্গ।

প্রশ্নোত্তর আলোচনা
৪১) সমর সেনের ‘মুক্তি’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্ভূক্ত ?
✒️ কয়েকটি কবিতা

৪২) সমর সেনের ‘মুক্তি’ কবিতার স্তবক সংখ‍্যা কত ?
✒️ ২

৪৩) সমর সেনের ‘মুক্তি’ কবিতার চরণ সংখ‍্যা কত ?
✒️ ১২

৪৪) সমর সেনের ‘মুক্তি’ কবিতার প্রথম স্তবকে কয়টি চরণ আছে ?
✒️ ৭ টি

৪৫) সমর সেনের ‘মুক্তি’ কবিতার প্রথম লাইটি উল্লেখ করো
✒️ হিংস্র পশুর মতো অন্ধকার এল-

৪৬) সমর সেনের ‘মুক্তি’ কবিতার অন্তিম পঙক্তিটি উল্লেখ করো।
✒️ নির্জন দ্বীপের মতো সুদূর, নিঃসঙ্গ

৪৭) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কটি ফুলের উল্লেখ আছে ?
‌✒️ ২টি

৪৮) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কী কী ফুলের উল্লেখ আছে ?
✒️ রক্তকরবী ও কেতকী

৪৯) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কেতকী ফুলের কতবার উল্লেখ আছে ?
✒️ ২ বার

৫০) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কোন কোন রঙের উল্লেখ আছে ?
✒️ লাল, ধূসর

৫১) সমর সেনের ‘মুক্তি’ কবিতা ছাড়া আর কোন কবিতায় ধূসর রঙের উল্লেখ আছে ?
✒️ মহুয়ার দেশ কবিতায়

৫২) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় ‘অন্ধকার’ শব্দটির কতবার উল্লেখ আছে ?
✒️ ৫ বার

৫৩) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় অন্ধকারের আসাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ হিংস্র পশুর মতো

৫৪) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় পশ্চিমের জ্বলন্ত আকাশকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ রক্তকরবী ফুলের সঙ্গে

৫৫) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় ‘সে অন্ধকার’ কথাটি কতবার আছে ?
✒️ ২ বার

৫৬) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কে চোখে অলস স্বপ্ন এঁকে দিল ?
✒️ অন্ধকার

৫৭) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কবি নিজেকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ নির্জন দ্বীপের সঙ্গে

৫৮) “এই অন্ধকার আমাকে কি করে ছোঁবে?” – পঙক্তিটি সমর সেনের ‘মুক্তি’ কবিতায় কততম পঙক্তিতে আছে?
✒️ ৯ সংখ‍্যক

৫৯) “পাহাড়ের _ স্তব্ধতায় শান্ত আমি” – সমর সেনের ‘মুক্তি’ কবিতা অনুযায়ী পূরণ করো
✒️ ধূসর

৬০) সমর সেনের ‘মুক্তি’ কবিতায় ‘কেতকীর গন্ধ’ কথাটা কতবার আছে ?
✒️ ২ বার

৬১) “নির্জন দ্বীপের মতো _ , নিঃসঙ্গ” – সমর সেনের ‘মুক্তি’ কবিতা অনুযায়ী পূরণ করো।
✒️ সুদূর

৪) উর্বশী

তুমি কি আসবে আমাদের মধ‍্যবিত্ত রক্তে
দিগন্তে দুরন্ত মেঘের মতো!
কিম্বা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে,
হে ক্লান্ত উর্বশী,
চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে
উর্বর মেয়েরা আসে :
কত অতৃপ্ত রাত্রির ক্ষুধিত ক্লান্তি,
কত দীর্ঘশ্বাস,
কত সবুজ সকাল তিক্ত রত্রির মতো,
আরো কত দিন!

প্রশ্নোত্তর আলোচনা
৬২) সমর সেনের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্গত ?
✒️ কয়েকটি কবিতা

৬৩) সমর সেনের ‘উর্বশী’ কবিতাটির স্তবক সংখ‍্যা কত ?
✒️ ১

৬৪) সমর সেনের ‘উর্বশী’ কবিতাটির চরণ সংখ‍্যা কত ?
✒️ ১০

৬৫) সমর সেনের ‘উর্বশী’ কবিতাটির প্রথম লাইন কী ?
✒️ তুমি কি আসবে আমাদের মধ‍্যবিত্ত রক্তে

৬৬) সমর সেনের ‘উর্বশী’ কবিতাটির অন্তিয় পঙক্তি কী ?
✒️ আরো কত দিন!

৬৭) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় “তুমি কি আসবে…” – এখানে তুমি কে ?
✒️ উর্বশী

৬৮) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় উর্বশীকে কোথায় আসার প্রশ্ন করেছেন কবি ?
✒️ মধ‍্যবিত্ত রক্তে

৬৯) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় উর্বশীকে কীসের মতো আসার প্রসঙ্গ আছে ?
✒️ দুরন্ত মেঘের মতো!

৭০) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় কবি উর্বশীকে কোন বিশেষণে সম্বোধন করেছেন ?
✒️ ক্লান্ত

৭১) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় উর্বর মেয়েরা কোথায় আসে ?
✒️ চিত্তরঞ্জন সেবাসদনে

৭২) ক্ষুধিত ক্লান্তি, ম্লান জীবন , বিষণ্ণ মুখ –
সমর সেনের ‘উর্বশী’ কবিতা অনুযায়ী ক্রমানুসারে লেখ।
✒️ ম্লান জীবন, বিষণ্ণ মুখ, ক্ষুধিত ক্লান্তি

৭৩) “কত _ সকাল _ রাত্রির মতো” – সমর সেনের ‘উর্বশী’ কবিতা অনুসারে পূরণ করো।
✒️ সবুজ, তিক্ত

৭৪) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় ‘তুমি কি আসবে’ কথাটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ২ বার

৭৫) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় উর্বশী কথাটি কতবার আছে ?
✒️ ১ বার

৭৬) স্তম্ভ –
দুরন্ত – মেঘ। অতৃপ্ত – রাত্রি
ম্লান – জীবন। ক্ষুধিত – ক্লান্তি
ক্লান্ত – উর্বশী। সবুজ – সকাল
বিষণ্ণ – মুখ। তিক্ত – রাত্রি
উর্বর – মেয়ে

৭৭) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় বিস্ময়সূচক চিহ্ন কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ২ বার

৭৮) ইউ জি সি নেট বাংলা নির্বাচিত সিলেবাসের সমর সেনের কোন কবিতায় পূর্ণচ্ছেদ নেই ?
✒️ উর্বশী

৭৯) সমর সেনের ‘উর্বশী’ কবিতায় কোন রঙের উল্লেখ আছে ?
✒️ সবুজ

(৫) মহুয়ার দেশ


মাঝে মাঝে সন্ধ‍্যার জলস্রোতে
অলস সূর্য দেয় এঁকে
গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ,
আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়।
সেই উজ্জ্বল স্তব্ধতায়
ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে
শীতের দুঃস্বপ্নের মতো।
অনেক, অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ,
সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে
দেবদারুর দীর্ঘ রহস‍্য,
আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
রাত্রের নির্জন নি:সঙ্গতাকে আলোড়িত করে।
আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,
নামুক মহুয়ার-গন্ধ।


এখানে অসহ‍্য, নিবিড় অন্ধকারে
মাঝে মাঝে শুনি
মহুয়া বনের ধারে কয়লার খনির
গভীর, বিশাল শব্দ,
আর শিশির-ভেজা সবুজ সকালে
অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক,
ঘুমহীন তাদের চোখে হানা দেয়
কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।

প্রশ্নোত্তর আলোচনা
৮০) ‘মহুয়ার দেশ’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্ভূক্ত ?
✒️ কয়েকটি কবিতা

৮১) ‘মহুয়ার দেশ’ কবিতার পঙক্তি সংখ‍্যা কত ?
✒️ ২২

৮২) ‘মহুয়ার দেশ’ কবিতার স্তবক কয়টি ?
✒️ ২টি

৮৩) ‘মহুয়ার দেশ’ কবিতায় মহুয়া কথাটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
✒️ ৪ বার

৮৪) ‘মহুয়ার দেশ’ কবিতায় সন্ধ‍্যার জলস্রোতে অলস সূর্য কী এঁকে দেয় ?
✒️ উজ্জ্বল আলোর স্তম্ভ

৮৫) ‘মহুয়ার দেশ’ কবিতায় উজ্জ্বল আলোর স্তম্ভকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ গলিত সোনার সঙ্গে

৮৬) ‘মহুয়ার দেশ’ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
✒️ শীতের দুঃস্বপ্নের মতো

৮৭) ‘মহুয়ার দেশ’ কবিতায় পথের কে দুধারে ছায়া ফেলে ?
✒️ দেবদারুর দীর্ঘ রহস‍্য

৮৮) ‘মহুয়ার দেশ’ কবিতায় অনেক অনেক দূরে কী আছে ?
✒️ মেঘ মদির মহুয়ার দেশ

৮৯) ‘মহুয়ার দেশ’ কবিতায় কার প্রভাব আছে ?
✒️ রবীন্দ্রনাথ ঠাকুরের

৯০) ‘মহুয়ার দেশ’ কবিতায় ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে’ বলতে কী বুঝিয়েছেন ?
✒️ শহরজীবন

৯১) ‘মহুয়ার দেশ’ কবিতায় রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে ?
✒️ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস

৯২) মহুয়া ফুল, মহুয়ার গন্ধ, মহুয়া বন, মহুয়ার দেশ – ‘মহুয়ার দেশ’ কবিতা অনুযায়ী ক্রমানুসারে সাজাও।
✒️ মহুয়ার দেশ – মহুয়া ফুল – মহুয়ার গন্ধ – মহুয়ার বন

৯৩) ‘মহুয়ার দেশ’ কবিতায় মহুয়া বনের ধারে বিশাল শব্দ কীসের ?
✒️ কয়লা খনির

৯৪) নির্জন নিঃসঙ্গতা, ক্লান্ত দুঃস্বপ্ন, শীতের দুঃস্বপ্ন, উজ্জ্বল স্তব্ধতা – ‘মহুয়ার দেশ’ কবিতা অনুযায়ী ক্রমানুসারে সাজাও।
✒️ উজ্জ্বল স্তব্ধতা, শীতের দুঃস্বপ্ন, নির্জন নিঃসঙ্গতা, ক্লান্ত দুঃস্বপ্ন

৯৫) ‘মহুয়ার দেশ’ কবিতা অনুযায়ী পূরণ করো – “অবসন্ন মানুষের শরীরে দেখি _”
✒️ ধুলোর কলঙ্ক

৯৬) ‘মহুয়ার দেশ’ কবিতায় সকালকে কবি কীভাবে বিশেষিত করেছেন ?
✒️ শিশির ভেজা সবুজ সকাল

৯৭) ‘মহুয়ার দেশ’ কবিতায় কত তম পঙক্তি –
“আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল” ?
✒️ ১৩ তম

৯৮) ‘মহুয়ার দেশ’ কবিতায় দ্বিরুক্ত শব্দটি উল্লেখ করো।
‌✒️ মাঝে মাঝে

৯৯) স্তম্ভ –
অলস – সূর্য। গলিত – সোনা
উজ্জ্বল – আলোর স্তম্ভ
ধূসর – ফেনা নিবিড় – অন্ধকার
উজ্জ্বল – স্তব্ধতা গভীর, বিশাল – শব্দ
বঙ্কিম – নিঃশ্বাস ক্লান্ত – দুঃস্বপ্ন
শীতের – দুঃস্বপ্ন

১০০) ‘মহুয়ার দেশ’ কবিতায় কোন দুই চিত্রের বৈপরীত‍্য ফুটে উঠেছে ?
✒️ মহুয়ার বনকে কেন্দ্র করে স্বপ্ন আর স্বপ্নভঙ্গ এর ছবি ফুটে উঠেছে

১০১) শব্দসংখ‍্যা –
ক্লান্ত – ২
দুঃস্বপ্ন – ২

১০২) ‘মহুয়ার দেশ’ কবিতায় কোন কোন সময়ের উল্লেখ আছে ?
✒️ সকাল, সন্ধ‍্যা, রাত্রি

পাঠান্তর –
সমর সেন ‘সমর সেনের কবিতা সংকলন’ এর জন‍্য নির্বাচিত কবিতাগুলির কিছু পাঠ পরিবর্তন করেছিলেন –
মেঘদূত –
”সদলবলে আর্তনাদ করবে” –
”সদলবলে গাইবে”

উর্বশী –
“আর কত দিন” – “আরো কত দিন”

একটি বেকার প্রেমিক –
“মাঝে মাঝে বলি -” – “মাঝে মাঝে বলি:”