✒️ বিষবৃক্ষ ✒️
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
UGC NET বাংলা উপন্যাস
★ উদ্ধৃতিমূলক প্রশ্নোত্তর আলোচনা★
১) “যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া, হরিপুর বলিয়া তাহার বর্ণন করিব” – গ্রামটির নাম কী ?
● গোবিন্দপুর
২) “তাহার নানার খালা মাঝির মেয়ে ছিল, তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন” – তিনি কে ?
● রহমত মোল্লা
৩) “তখন দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল” – দুই ভাই কে কে ?
● ঝড় ও বৃষ্টি
৪) “ইহাই অলঙ্কার” – কী কী ?
● একটা হাঁড়ি, একটা ভাঙা উনান, তিন চারখানা তৈজস ইত্যাদি।
৫) “এই দুইজন,…এই বহুলোকপূর্ণ লোকালয়ে নিঃসহায়” – কোন দুইজন ?
● কুন্দ ও তার বৃদ্ধ বাবা
৬) “নগেন্দ্র গ্রামমধ্যে গমন করিলেন” – কোন গ্রামে ?
● ঝুমঝুমপুর গ্রামে
৭) “যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থকন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়” – কায়স্থকন্যাটি কে ?
● কুন্দনন্দিনী
৮) “যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থকন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়” – কোথায় রেখে আসার কথা বলা হয়েছে ?
● কলকাতার শ্যামবাজারে
৯) “সে সম্বন্ধ অস্বীকার করল” – কে ?
● বিনোদ দাস
১০) “নগেন্দ্রর সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি” – কার কথা বলা হয়েছে ?
● শ্রীশচন্দ্রের
১১) “নগেন্দ্রর পিতা…একজন শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন” – শিক্ষাদাত্রীর নাম কী ?
● মিস টেম্পল
১২) “তাহাকে দেখিয়া বোধ হয় এই সৌন্দর্যের সময়” – কাকে দেখে নগেন্দ্রর এমন মনে হয় ?
● কুন্দন্দিনীকে দেখে
১৩) “তাহাকে দেখিয়া বোধ হয় এই সৌন্দর্যের সময়” – কোন সময়টা সৌন্দর্যের সময় ?
● ১৩ বছর বয়সে
১৪) “মেয়েটিতে আমার কাজ আছে” – কুন্দকে দিয়ে সূর্যমুখী কী কাজের কথা বলেছে ?
● তারাচরণের সঙ্গে বিয়ে দেবার কথা বলেছে
১৫) “তাঁহার পিতা একজন ভদ্র কায়স্থ; কলিকাতায় কোন হৌসে কেশিয়ারি করিতেন” – কার কথা বলা হয়েছে ?
● সূর্যমুখীর পিতার কথা
১৬) “সে সূর্যমুখীর সমবয়স্কা” – কার কথা বলা হয়েছে ?
● তারাচরণের কথা
১৭) “এ মহলে কেহ বাস করে না” – কোন মহলে ?
● পূজা বাড়ী
১৮) “সেখানে বিচিত্র দেব মন্দির, সুন্দর প্রস্তর বিশিষ্ট নাটমন্দির” – কোন মহলের কথা বলা হয়েছে ?
● ঠাকুর বাড়ী
১৯) “এত বড় বাড়ি সে কখনও দেখে নাই। তাহার বাইরে তিন মহল, ভিতরে তিন মহল” – বাইরের তিন মহলের প্রথম মহলের নাম কী ?
● কাছারি বাড়ী
২০) “কুন্দ দেখিল,…তাঁহার চক্ষু সুন্দর বটে, কিন্তু যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল, এ সে চক্ষু নহে” – এ চক্ষু কার ?
● সূর্যমুখীর
২১) “সেই বহুসুন্দরশোভিত রমণীমন্ডলেও, কুন্দনন্দিনী ব্যতীত তাহা হইতে সমধিক রূপবতী কেহই নহে” – কার থেকে ?
● হরিদাসী বৈষ্ণবীর থেকে
২২) “নিধুর টপ্পা গাইতে হয় তো গাও, নইলে শুনিব না” – কে এই কথা বলেছিল ?
● জনৈকা লজ্জাহীনা যুবতী
২৩) “সকলের কথা টালিয়া বৈষ্ণবী তাহার কথা রাখিল দেখিয়া কুন্দ বড় লজ্জিতা হইল” – কুন্দ কী গাইতে বলেছিল বৈষ্ণবীকে ?
● কীর্তন গান
২৪) “রঙটা বাপু বড় ফ্যাকাসে” – বৈষ্ণবী সম্পর্কে এ মন্তব্য কার ছিল ?
● বামার
২৫) “গান জানে না, একটাও দাশুরায়ের গান গায়িতে পারিল না” – একথা কে বলেছিল ?
● অনঙ্গ
২৬) “আর একজন জমিদার হরিপুর জেলায় বাস করিতেন” – কে ?
● গণেশবাবু
২৭) “দেবেন্দ্র, ইহার ভিন্ন সংসারে আর কাহারও কথার বাধ্য নহেন।” – ইহার বলতে কার কথা বলা হয়েছে ?
● সুরেন্দ্র
২৮) “প্রথম ক খ লিখাই, কিন্তু তোমার হাতের অক্ষর দেখিয়া, আমার এ হিজিবিজি তোমার কাছে পাঠাইতে লজ্জা করে।” – কে কাকে বলেছে ?
● সূর্যমুখী কমলমণিকে
২৯) “আমি আপনার চিতা আপনি সাজাইয়াছি” – আমি কে ?
● সূর্যমুখী
৩০) “এখন একজন নতুন দাসী রাখিয়াছি” – নতুন দাসীর নাম কী ?
● কুমুদ
৩১) “আমার উপর রাগ করিও না – আমি অধঃপাতে যাইতেছি” – নগেন্দ্র এ কথা কাকে বলেছে ?
● হরদেব ঘোষালকে
৩২) “তোমার দাদাবাবুর সোনার কৌটা ত সূর্যমুখী – কানা কড়িটি কি?” – কানাকড়ি বলতে কী বোঝানো হয়েছে ?
● সূর্যমুখীর বুদ্ধি
৩৩) “গোবিন্দপুরে দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটি ফুল ফুটিল” – ফুল ফুটল কীভাবে ?
● কমলমণির আগমনে
৩৪) “বয়সে সে প্রায় অন্যান্য দাসীগণ অপেক্ষা কনিষ্ঠা” – কে ?
● হীরা
৩৫) “সেই দেবকন্যা এখন বিধবা হয়ে ও গাঁয়ের দত্তবাড়ী রেঁধে খায়” – দেবকন্যাটি কে ?
● কুন্দনন্দিনী
৩৬) “বিদ্যুতের আলোকে পথিপার্শ্বে কুন্দ একটা সামান্য গৃহ দেখিল” – গৃহটি কার ?
● হীরার
৩৭) “হীরা উঠিয়া দেখিতে গেল; বাহির দুয়ার খুলিয়া দেখিলে, স্ত্রীলোক। প্রথমে চিনিতে পারিল না, পরেই চিনিল।” – স্ত্রীলোকটি কে ?
● মালতী গোয়ালিনী
৩৮) “তিনিও কুন্দর সন্ধানে লোক পাঠাইলেন” – তিনি কে ?
● সূর্যমুখী
৩৯) “হীরা প্রধানা বলিয়া ও প্রভুপত্নীর প্রসাদপুরস্কারভাগিনী বলিয়া তাহার হিংসা করিত” – কার ?
● কৌশল্যার
৪০) “ঘর ভিতর হইতে বন্ধ, তখন সে বুঝিল, ইহার ভিতর মানুষ থাকে” – কে বুঝল ?
● মালতী
৪১) “এ ঘর ও ঘর খুঁজিয়া দেখিলেন, কুন্দ নাই” – কে খুঁজে দেখল ?
● দেবেন্দ্র
৪২) “হীরা কহিল, একজন ভিখারীর কাছে কিনিয়াছিলাম” – কী কেনার কথা বলা হয়েছে ?
● ভাঙা বেহালা
৪৩) “পরদিন প্রাতে তাঁহারা নৌকারোহণে গোবিন্দপুর যাত্রা করিলেন” – তাহারা বলতে কারা ?
● কমলমণি ও তার স্বামীপুত্র
৪৪) “কমলমণি বুঝিলেন যে বিবাহ হইয়া গিয়াছে” – কাদের বিয়ের কথা বলা হয়েছে ?
● কুন্দ ও নগেন্দ্রর বিয়ে
৪৫) “আমায় এ আশীর্বাদ কেহ করে নাই” – সূর্যমুখী কোন আশীর্বাদের কথা বলেছে ?
● যেদিন স্বামীপ্রেমে বঞ্চিত হবে সেদিন যেন আয়ু শেষ হয়
৪৬) “নগেন্দ্রর এ শিক্ষা কখনও হয় নাই” – কোন শিক্ষার কথা বলেছে ?
● দুঃখভোগ
৪৭) “একজন খানসামা, যে অন্তঃপুরে যাতায়াত করিত, সেই সন্ধান করিতে করিতে সেইখানে আসিয়া তাঁহাকে দেখিল” – কোথায় কাকে দেখল ?
● দত্তবাড়ি থেকে আধ ক্রোশ দূরে পুকুর ধারে আমবাগানে, সূর্যমুখীকে
৪৮) “ইহা কুন্দন্দিনী জানিতেন – কিন্তু নগেন্দ্র বলাতে কুন্দন্দিনী ব্যথিত হইলেন” – কী কথা ?
● কুন্দর জন্য সূর্যমুখী নগেন্দ্রকে ত্যাগ করল
৪৯) “কুন্দের এক যন্ত্রণার মূল হইয়া উঠিল” – কী ?
● হীরা দাসী
৫০) “অদ্য দেবেন্দ্র ছদ্মবেশী নহেন, নিজবেশেই আসিয়াছেন” – দেবেন্দ্র কীসের ছদ্মবেশে যাতায়াত করে ?
● হরিদাসী বৈষ্ণবী
৫১)”দেবেন্দ্র গৃহে গিয়া দুই বিষয়ে স্থিরকল্প হইলেন” – কোন দুই বিষয়ে ?
● প্রথমত হীরা থাকতে তিনি আর দত্তবাড়ী যাবেন না
দ্বিতীয়ত হীরাকে তার কৃতকর্মের প্রতিফল দেবেন
৫২) “অন্ধকারে যাইতে যাইতে ব্রহ্মচারী অকস্মাৎ পথিমধ্যে এই শব্দসূচক দীর্ঘনিঃশ্বাস শুনিতে পাইলেন” – শব্দটি কে ?
● মা গো!
৫৩) “ব্রহ্মচারী তাঁহার পীড়ার লক্ষণ বুঝিতে পারিয়া পরদিন প্রাতে গ্রামস্থ বৈদ্যকে ডাকাইলেন” – গ্রামস্থ বৈদ্যর নাম কী ?
● রামকৃষ্ণ রায়
৫৪) “রামকৃষ্ণ রায় বড় বিজ্ঞ।…চিকিৎসাতে গ্রামে তাঁহার বিশেষ যশ ছিল” – কোন গ্রামে ?
● মধুপুর
৫৫) “এই কথা বলিতে সূর্যমুখীর কন্ঠ রুদ্ধ হইল। চক্ষু দিয়া জল পড়িল।” – কোন কথা ?
● মরণে আনন্দ নাই
৫৬) “তাঁহাকে আমার নাম করিয়া বলিলে তিনি সঙ্গে লোক দিবেন।” – ব্রহ্মচারী কার কথা বলেছে ?
● মাধবচন্দ্র গোস্বামী
৫৭) “আমার আজ্ঞা পাইলে সেইখানে আমার নামের পত্রগুলি পাঠাইয়া দিবে” – নগেন্দ্র কাকে এ নির্দেশ করেছিল ?
● দেওয়ানজী
৫৮) “পাল্কীর ভিতর হইতে একটা বুটওয়ালা পা বাহির হইয়াছিল” – কার বুটওয়ালা পা ?
● নগেন্দ্রর
৫৯) “গ্রামে অনেক ভদ্রলোকের বসতিও ছিল। নগেন্দ্রনাথ তখন একজন বিশিষ্টলোকের বাড়ীতে গেলেন” – বিশিষ্টলোকটি কে ?
● রামকৃষ্ণ রায় কবিরাজ
৬০) “সে ঘর আগুন লাগিয়া পুড়িয়া গিয়াছে” – কার ঘরে ?
● হরমণির ঘরে
৬১) “নগেন্দ্র ভাবিয়া দেখিলেন, সব তাঁরই দোষ।…ইহারই মধ্যে তাঁহার সব ফুরাইল” – ‘ইহারই মধ্যে’ বলতে কী বলা হয়েছে ?
● তেত্রিশ বছরের মধ্যে
৬২) “দাসীরে পরিত্যাগ করিও না” – কে কাকে এ কথা বলেছে ?
● হীরা দেবেন্দ্রকে
৬৩) “হীরা পদাহত হইয়া গৃহে গেল না” – কোথায় গেল ?
● চন্ডাল চিকিৎসকের বাড়ি
৬৪) “হীরা গৃহ হইতে টাকা আনিয়া চন্ডালকে দিল” – কত টাকা ?
● পঞ্চাশ টাকা
৬৫) “ডাক্তার চিন্তা করিয়া বলিলেন, “তোর নাতিনীর হিষ্টারিয়া হইয়াছে” – কার হিষ্টারিয়া হয়েছে ?
● হীরার
৬৬) “হীরের ইষ্টিরস হয়েছে, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে একটু কেষ্টরস দিয়েছে” – ইষ্টিরস ও কেষ্টরস কী ?
● হিস্টারিয়া ও ক্যষ্টর অয়েল
৬৭)”নগেন্দ্র কেবল একজনকে মনঃপীড়া দিলেন।” – কাকে মনঃপীড়া দিলেন ?
● কুন্দনন্দিনী
৬৮) “শেষে তিনি আমাকে গোবিন্দপুরে লইয়া আসিতে সম্মত হইলেন” – তিনি কে ?
● শিবপ্রসাদ ব্রহ্মচারী
৬৯) “এই মহা অমঙ্গলজনক শব্দ কুন্দনন্দিনীর কানে দারুণ বাজিল” – অমঙ্গলজনক শব্দটি কী ?
● আত্মহত্যা
৭০) “সে আমার কাছে কোন দোষ করে নাই বা তাহার উপর আমার রাগ নাই” – কে কার কথা বলেছে ?
● সূর্যমুখী কুন্দর কথা বলেছে
৭১) “তোমাকে দেখিলে আমার মরিতে ইচ্ছা করে না” – কে কাকে বলেছে ?
● কুন্দ নগেন্দ্রকে বলেছে
৭২) “ভাগ্যবতী! তোমার মত প্রসন্ন অদৃষ্ট আমার হউক” – প্রসন্ন অদৃষ্ট কী ?
● স্বামীর চরণে মাথা রেখে প্রাণত্যাগ করা
৭৩) “তখন সকলেই সন্দেহ করিল যে, হীরার এ কাজ” – কী কাজের কথা বলা হয়েছে ?
● কুন্দকে বিষ সংগ্রহ করে দেবার কথা
৭৪) “তাহার মৃত্যু দেখিয়া অবধি আমার রোগ বাড়িল” – কার মৃত্যু দেখে কার রোগ বাড়ল ?
● কুন্দর মৃত্যু দেখে হীরার
৭৫) “মৃত্যুর অল্প পূর্বে জ্বরকালীন প্রলাপে দেবেন্দ্র কেবল বলিয়াছিল” – কী ?
● পদপল্লবমুদারং
ব্লগ খুব ভালো লাগছে