★ ঢোঁড়াই চরিত মানস ★
সতীনাথ ভাদুড়ি
UGC NET বাংলা উপন‍্যাস

◆ প্রশ্নোত্তর আলোচনা ◆

১) “এ যেন শহরের শহরতলি” – কীসের কথা বলা হয়েছে ?
✒️ শহর – জিরানিয়া, শহরতলি – তাৎমাটুলি

২) “তাৎমা টোলার লোকেরা বলে এই নিয়েই লোকের জীবন” – কী নিয়ে ?
✒️ রোজা, রোজগার, রামায়ণ

৩) “এখন ঐ রাস্তা কেবল ধরমপুরে আর হাভেলী পরগণার সীমারেখা মাত্র নয়, তাৎমা ও ধাঙর এই দুটি হৃদয়ের‌ও বিচ্ছেদরেখা” – কোন রাস্তার কথা বলা হয়েছে ?
✒️ কোশী – শিলিগুড়ি রোড

৪) “ও যে কলেজে ভুটানি পড়ে” – ভুটানি কী ?
✒️ বোটানি, উদ্ভিদবিদ‍্যা, স্থানীয় উচ্চারণে ভুটানি

৫) “তার‌ই হাতে নাকি মিলিট্রি বাওয়ার প্রাণ যায়” – কার হাতে ?
✒️ মিলিট্রি বাওয়ার পোষা চিতাবাঘের হাতে

৬) “এর দেড় দুমাস পরে দুখিয়া আসে ওর কোলে” – কীসের ?
✒️ পেটের ছেলের জন‍্য কজরৌটি কেনার

৭) “কিন্তু তার তো সম্বল ঐ একমাত্র ঢোঁড়াই” – কার ?
✒️ বৌকা বাওয়ার

৮) “গোঁসাই নেমে এলেও তার পথ আটকাতে পারত না তখন” – কার পথ ?
✒️ বুধনীর

৯) “মুরতটাকে নিয়ে মহাবিপদ” – কোন মুরত ?
✒️ গানহী বাওয়ার মুরতবালা কুমড়ো

১০) “সে রাত্রে রেবণগুণীর বাড়িতে ভজনের আসর বসেছিল, গ্রামের ইতিহাসে আর কখন‌ও হয়নি” – কোন রাত্রে ?
✒️ যেদিন গানহী বাওয়ার মুরতবালা কুমড়োটা রেবণ গুণীর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল

১১) “সে রেবণ গুণীর সঙ্গে সমান হয়ে গিয়েছে গানহী বাওয়ার দৌলতে” – কে ?
✒️ ঢোঁড়াই

১২) “এটা একটু গোলমেলে ব‍্যাপার বটে, কিন্তু এ কষ্টটুকু সে স্বীকার করতে রাজি আছে।” – কে ? কোন কষ্ট ?
✒️ তাৎমাটুলির মহতো, প্রত‍্যহ স্নান করা মহতো, প্রত‍্যহ স্নান করা

১৩) “দিনের বেলাতেও রাখাল ছেলেরা একলা সে গাছের তলায় বসতে ভয় পায়” – কোন গাছের তলায় ?
✒️ কুল গাছের তলায়

১৪)”ময়নার বাচ্চার চোখ ফুটেছে” – কে ময়নার বাচ্চা ?
✒️ ঢোঁড়াই

১৫) “হঠাৎ পায়ের শব্দ হয়। ছপ ছপ কাদার মধ‍্য দিয়ে কে যেন এগিয়ে আসছে” – কে ?
✒️ বাবুলাল

১৬) “প্রেতের দলের মধ‍্যে থেকে কেবলমাত্র একজন থেকে যায়” – কে ?
✒️ রতিয়া ছড়িদার

১৭) “বাওয়ার পা জড়িয়ে ধরতে পারলে হয়তো কিছুটা পাপের বোঝা কমত” – কে মনে করে ? কোন পাপ ?
✒️ রতিয়া ছড়িদার, বাওয়ার চালায় আগুন দেবার বোঝা

১৮) “থানা পর্যন্ত আসবার পর দারোগার নামে তার ভয় ভয় করে” – কার ?
✒️ বিরসা

১৯) “কপিল রাজার জামায়ের কাছ থেকে একখানা আনতে পারি” – কী আনার কথা বলা হয়েছে ?
✒️ খাটিয়া

২০) “এ কিরকম ‘সন্ত আদমী’ দাড়ি নেই” – কার কথা বলা হয়েছে ?
✒️ গানহী বাওয়ার কথা

২১) “ঢোঁড়াইয়ের কাজ হাসিল হয়ে গেল এর দিন কয়েকের মধ‍্যে” – কোন কাজ ?
✒️ চামড়ার গুদামটা উঠে যাবার কাজ

২২) “অত বড় একটা লোককে এরা খাতিরদারী কী করে করবে” – কার কথা বলা হয়েছে ?
✒️ মহগুদাস

২৩) “তাৎমাটুলি যখন এই ব‍্যাপার নিয়ে বেশ চঞ্চল হয়ে উঠেছে, তখন ধনুয়া মহতোর বাড়িতে এল তার শালা মুঙ্গীলাল” – কোন ব‍্যাপারে ?
✒️ পৈতা নেওয়ার ব‍্যাপারে

২৪) “পঞ্চায়েতের ত’বিলে খড়মহরাও নেই” – খড়মহরা কথার অর্থ কী ?
✒️ কানাকড়ি

২৫) “ঢোঁড়াই এ কাজ করতে পারে না” – কোন কাজ ?
✒️ ভয় দেখিয়ে পয়সা আদায় করা

২৬) “তার‌ই উপর গোঁসাইয়ের যত আক্রোশ। কোন পাপ সে করেছিল জানে না।” – কার ওপর ?
✒️ ফুলঝরিয়া

২৭) “দশ মাস পুরুষ রাজা, তো দুমাস মেয়েরাও রাজা” – কোন দুই মাস ?
✒️ অঘ্রাণ পৌষ মাস

২৮)”একেবারে হেসে ফেটে পড়েছেন দুই সখীতে” – কোন দুই সখী ?
✒️ রামিয়া ও ফুলঝরিয়া

২৯)”নতুন একটা ঝগড়া ওঠায় এ প্রসঙ্গ তখনকার মতো চাপা পড়ে যায়” – কোন প্রসঙ্গ ?
✒️ রামিয়ার প্রসঙ্গ

৩০)”তাৎমার দল বিরক্ত হয়ে ওঠে মেয়েটার ওপর” – কোন মেয়ে ?
✒️ রামিয়া

৩১) “অন্তত এই একটা বিষয়ে তাৎমানীরা রামিয়াকে হারিয়ে দিয়েছে।” – কোন বিষয়ে ?
✒️ দুলদুল ঘোড়ার মেলা

৩২)”সেও শুনেছে মেয়েটার কথা, কিন্তু এখন‌ও দেখেনি” – কে ?
✒️ রেবণগুণী

৩৩)”ঐ একদিন তাঁর মেয়ের দল সন্ধ‍্যাবেলায় ‘বাদুড় বাদুড় পিত্তি’র কোরাস বন্ধ করে” – কোন দিন ? কোন মেয়েরা ?
✒️ বছরের শেষ সন্ধ‍্যায়, বিজনবাবুর মেয়েরা

৩৪) “বৌকা বাওয়া ভয়ে কেঁপে মরে অতটাকার কথা শুনে” – কত টাকা ?
✒️ সাড়ে তিনশ টাকা

৩৫) “ওকে যদি আমি ‘জল না খাইয়ে ছেড়েছি’ তবে আমি ডগরাহার মেয়ে না” – কাকে ? ‘ডগরাহার মেয়ে’ কে ?
✒️ রামিয়াকে, ডগরাহার মেয়ে ~ মহতো গিন্নী

৩৬) “ঢোঁড়াইটার রামিয়ার সঙ্গে বিয়ে দেওয়াতে পারলে কিছু রোজগার হতে পারে দুজনের‌ই” – কোন দুজনের ?
✒️ রতিয়া ছড়িদার ও রবিয়া

৩৭) “ধাঙড় তাৎমারা দুই টোলার ইতিহাসে, এই প্রথমবার যেন একটু কাছে আসে” – কোন উপলক্ষে ?
✒️ ঢোঁড়াইয়ের বিয়ে

৩৮) “সাধে কি আর লোকে যায় তার কাছে সলা পরামর্শ করতে” – কার কাছে ?
✒️ আকলুর মার কাছে

৩৯) “এত বড় অমঙ্গলের সূচনা ধাঙড়টুলিতে আর কখন‌ও আসেনি” – অমঙ্গল কী ?
✒️ বাঁশঝাড়ে ফুল

৪০) “মোড়লের অপ্রিয় দায়িত্বের বোঝা আর সে ব‌ইতে পারছে না” – কার কথা বলা হয়েছে ?
✒️ এতোয়ারী

৪১) “দুখিয়ার মা নিত‍্যি এসে ‘কানিয়ার’ সংসার তদারক করে যায়” – কানিয়া কে ?
✒️ রামিয়া (কনে ব‌উ)

৪২) “তাই নিয়ে রামিয়া চোখের জল ফেলেছিল” – কী নিয়ে ?
✒️ বাওয়ার তাদের বাড়িতে না খাওয়ার জন‍্য

৪৩) “নিঃসঙ্গতায় সে পাগল হয়ে যাবে নাকি!” – কে ?
✒️ বৌকা বাওয়া

৪৪) “মহাৎমাজীর চেলারা বেছেছেন ঐ জায়গাটাকে নিমক তৈরীর মহলা দেবার জন‍্য” – কোন জায়গা ?
✒️ মরণাধারের পুল

৪৫) “তাকে সব ছেড়ে বেরোতে হবে, না হলে তার দশা হবে ভরত রাজার মতো” – কার কথা বলা হয়েছে ?
✒️ বৌকা বাওয়ার কথা

৪৬) “রামজীর কৃপায় তার জীবনের একটা আকাঙ্ক্ষা আজ পূর্ণ হয়েছে” – কোন আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে ঢোঁড়াইয়ের জীবনে ?
✒️ লোকের চোখে বাবুলাল চাপরাসীর চাইতে উঁচু হয়ে যাওয়া

৪৭) “বাওয়ার দেওয়া জিনিসটা দশজনের কাজে লাগুক” – কোন জিনিসটা ?
✒️ বিলাতি লন্ঠন

৪৮) “তার কথা ঢোঁড়াই ভুলতে চায়” – কার কথা ?
✒️ সামুয়রের কথা

৪৯) “কিন্তু কার‌ও শক্তি নেই সেই সাপটার কাছে যাবার পথে তাকে বাধা দেয়” – কোন সাপটা ?
✒️ রামিয়ার কথা বলা হয়েছে

৫০) “তাৎমাটুলিতে একটানা হাতুড়ি পিটে চলেছে কামার পাখি” – কামার পাখি আসলে কী ?
✒️ পেঁচা

৫১) “লোকটার হাবভাব রতিয়া ছড়িদারের সঙ্গে কোথায় যেন মিল আছে” – লোকটা কে ?
✒️ গিরিধর মন্ডল

৫২) “এছাড়া আর অন‍্য কোনো গাঁয়ের নাম মনে আসছে না” – কার ? কোন গাঁয়ের নাম মনে এসেছিল ?
✒️ ঢোঁড়াইয়ের, মলহরিয়া

৫৩) “আমাদের জাতের মোড়ল হলে কী হবে, ও পরিবারটাই হাড় বজ্জাতের ঝাড়” – কার কথা বলা হয়েছে ?
✒️ গিরিধর মন্ডল

৫৪) “ঐ গরুখোর পরিবারটাই তখন গাঁয়ের মধ‍্যে বড়লোক” – গরুখোর পরিবার বলতে কাকে বোঝানো হয়েছে ?
✒️ গিরিধর মন্ডলের পরিবার

৫৫) “সে দেহ রেখেছে অনেকদিন হল। কিন্তু কোনো চেলা রেখে যায়নি” – কার কথা বলা হয়েছে ?
✒️ কানোয়া মুসহর

৫৬) “কানোয়া মুসহর, ডাকিনী বিদ‍্যা কিছু কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে ঐ বুড়িটাকে” – কে বুড়ি ?
✒️ মোসম্মত

৫৭) “জোত আর রায়তি জমি মিলিয়ে এঁর জমি হবে প্রায় তিন হাজার বিঘা” – কার ?
✒️ বচ্চন সিংয়ের

৫৮) “বিয়ের পরে পাঁচ বছর‌ও সিঁদুর থাকল না কপালে মেয়েটার” – কার কথা বলা হয়েছে ?
✒️ সাগিয়ার

৫৯) “এখন‌ও সে গন্ধ লেগে আছে কাঠটাতে” – কোন গন্ধ ?
✒️ কোমরের ব‍্যথার ওষুধের গন্ধ

৬০) “যে লোকটা আজীবন অখাদ‍্য গরুর মাংস খেয়েছে, সেটা আজ হিঁদু হয়েছে বলে কি আর গরুর যত্ন করতে পারবে” – কার কথা বলা হয়েছে ?
✒️ সামুয়রের

৬১) “তাঁর নিজের কামানো পয়সা থেকে ছেলেরা চারটি খেতে দেয়, তাইতেই তিনি খুশি” – কার কথা বলা হয়েছে ?
✒️ বচ্চন সিং / বাবু সাহেবের

৬২) “তার নিজের‌ও ইচ্ছে, একবার অযোধ‍্যাজী সেরে আসে” – কার ?
✒️ মোসম্মতের

৬৩)”তোমার সেপাই ওজন করলে ‘কিয়ালি’ কেটে নিতে” – কিয়ালি কী ?
✒️ ওজন করার পারিশ্রমিক হিসাবে ফসলের অংশ কেটে নেওয়াকে কিয়ালি বলে।

৬৪) “এই নিমকহারাম স্বার্থপর মেয়েমানুষের বাড়ি তার দানাপানি নেই” – কার কথা বলা হয়েছে ?
✒️ মোসম্মতের

৬৫) “সারা জিরানিয়া জুড়েই আকাল এসেছে” – কীসের আকাল ?
✒️ ধানের আকাল

৬৬) “এ কি দুর্মতি হয়েছিল বুড়োর” – কোন বুড়োর ?
✒️ বুড়হাদাদার

৬৭) “এটা কেবল এ গাঁয়ের রেওয়াজ নয়, এ মুল্লুকের” – কোন রেওয়াজের কথা বলা হয়েছে ?
✒️ ডান পা দিয়ে হাঁটুটাকে জড়িয়ে দুহাত জোড় করে দাঁড়ানো জমিদারের সম্মুখে

৬৮) “কোয়েরীটোলার লোকদের আঙুলের ছাপ নিয়ে সাতটা টাকা দেয়” – কে দেয় ?
✒️ নৌরঙ্গীলাল গোলকদাদার

৬৯) “এ ছোকরা দারোগা আর সার্কেল ম‍্যানেজারের সম্মুখে নিজের দিকের কথাটা একেবারেই ভাবল‌ই না” – ছোকরাটা কে ?
✒️ ঢোঁড়াই

৭০) “আপনা থেকেই ঢোঁড়াইয়ের মনে আসে আর একটা আওরাতের কথা। ‘পানের পাতার মতো’ পাতলা ঠোঁট ছিল তার” – কার কথা বলা হয়েছে ?
✒️ রামিয়া

৭১) “আজকাল জাতের মোড়ল মলহরিয়ার তাৎমা” – কার কথা বলা হয়েছে ?
✒️ ঢোঁড়াইয়ের কথা বলা হয়েছে

৭২) “সে কী ধরতিমাইয়ের সাড়া” – কীসের কথা বলা হয়েছে ?
✒️ বিহারের ভূমিকম্প, ১৫ই জানুয়ারী, ১৯৩৪

৭৩) “ছেলের কথা মনে হলেই এই কথাই সব চাইতে আগে মনে হয় তার” – কোন কথা মনে হয় ঢোঁড়াইয়ের ?
✒️ তার ছেলেটার চেহারা কটা মর্কটের (সামুয়রের) মতো হল কিনা

৭৪) “কোয়েরীটোলার মধ‍্যে ওই একটা বাড়িই গিয়েছে” – কার বাড়ি ?
✒️ গিধর মন্ডলের বাড়ি

৭৫) “ঘুমের ঘোরে লেজে হাত পড়ে গেলে আঁচড়াতেও কসুর করবেন না” – কার কথা বলা হয়েছে ?
✒️ রামিয়া

৭৬) “নিমকের হল্লার সময়, এরাই মহাৎমাজীর চেলাদের নিমক তৈরি করতে শেখাত” – কারা ?
✒️ নুনিয়ারা

৭৭) “ক্ষেতে সাগিয়ার সঙ্গে বহুদিন একসঙ্গে কাজ করেছে। কিন্তু আজকের মতো এত তৃপ্তি কোনোদিন হয়নি ঢোঁড়াইয়ের কাজ করে” – কোন কাজ করে ?
✒️ সাগিয়ার সঙ্গে কুয়োর বাড়ির তোলার কাজ করে

৭৮) “দৈত‍্যকূলে এমন প্রহ্লাদ জন্মাল কী করে” – কার কথা বলা হয়েছে ?
✒️ লাডলীবাবু

৭৯) “এত বড় সন্ত তিনি যে আঙিনার কোণের সরষে গাছটা পর্যন্ত ঝাঁটা চাপা পড়লে তাঁর প্রাণ কেঁদে ওঠে” – কোন সন্তের কথা বলা হয়েছে ?
✒️ গানহী বাওয়া

৮০) “এই কথা কয়টার মধ‍্য দিয়ে সমস্ত পুরানো তাৎমাটুলিটা মনে হচ্ছে কথা বলেছে তার সঙ্গে” – কোন কথাগুলির মধ‍্য দিয়ে ?
✒️ লে হালুয়া ! খেল খতম পয়সা হজম!

৮১) “ঢোঁড়াই অহরহ মোসম্মতের কানে মন্তর পড়ে পড়ে বিষ করে তুলেছে লোকটাকে” – কোন লোকটাকে ?
✒️ গিরিধর মন্ডল

৮২) “বাজে কথা নয়, তারা স্বচক্ষে দেখেছে, মাথায় কাপড়টা পর্যন্ত তুলে দেয়নি বেহায়া মেয়েটা” – কোন মেয়েটা ?
✒️ সাগিয়া

৮৩) “চেনা চেনা লাগে গাড়োয়ানের গলার স্বরটা” – গাড়োয়ান কে ?
✒️ তাৎমাটুলির গাড়োয়ান

৮৪)”ও হিজড়েরা পোঁতে” – কীসের কথা বলা হয়েছে ?
✒️ জমির সীমানায় তালগাছের পোঁতা

৮৫) “মহাবীরজী আজ তাকে তার জাতের লোকের হাতে বেইজ্জতি থেকে বাঁচিয়েছেন” – কাকে ?
✒️ মোসম্মতের

৮৬) “এই খবরের প্রতীক্ষা করেছিলেন বাবুসাহেব সন্ধ‍্যা থেকে” – কোন খবর ?
✒️ মোসম্মতের জমি অধিগ্রহণের খবর

৮৭) “নেহাত দরকার না পড়লে তারা বিরকুদের পাড়ায় আসে না” – কারা ?
✒️ সাঁওতালটুলির লোকেরা

৮৮) “এর‌ই কথা লাডলীবাবু বলে দিয়েছিল। কথার বাঁধুনি তো খুব” – কার কথা ?
✒️ ঢোঁড়াইয়ের

৮৯) “এ একটা নতুন অভিজ্ঞতা ঢোঁড়াইয়ের জীবনে” – কোন অভিজ্ঞতা ?
✒️ বলিন্টিয়াররা ঢোঁড়াইকে আপনি বলে কথা বলে

৯০) “গয়লাদের মধ‍্যে দুটো ভাগ আছে জানিস তো ?” – কী কী ?
✒️ কিনসৌৎ ও বিনসৌৎ

৯১)”ঢোঁড়াই তিনটি কথা বোঝে” – কোন তিনটে কথা ?
✒️ মহাৎমাজী চান সকলে সত‍্যি কথা বলুক , সকলে বৈষ্ণব হয়ে থাক আর দারোগার সঙ্গে লড়ায়ের সময় বলন্টিয়রজী কিছুতেই চটবে না।

৯২) “লাডলীবাবু নিজের বৈঠকখানায় দোকান মঞ্জুর করে দিয়েছিল এই তিনজনকে” – কোন তিনজন ?
✒️ আনোখীবাবু, ইনসান আলি, আর গিধর মন্ডল

৯৩) “ইনসান আলি পাক্কীর ঠিকেদার হ‌ওয়ার পর‌ও তার ইনসান আলি আড়গড়িয়া নাম ঘোচে না” – আড়গড়িয়া কথার অর্থ কী ?
✒️ খোঁয়াড়রক্ষক

৯৪) “গাঁয়ের জমি কেনবার মতো টাকা জমলে তবে ফিরবে” – কার কথা বলা হয়েছে ?
✒️ গনৌরী

৯৫) “এই বাসনাটি প্রবল হয়ে উঠেছে আজ কয়েকদিন থেকে” – কার কোন বাসনা ?
✒️ ঢোঁড়াইয়ের , লোকে বলুক সে খুব মহাৎমাজীর কাজ করেছে – এই বিষয়ে

৯৬) “থানার কাগজ জ্বালানোর দিন সে সঙ্গে সঙ্গে ধরে ফেলে দারোগাসাহেবের চালাকি” – সে কে ?
✒️ বিশুনি কেওট

৯৭) “সেদিন সকালেই ঢোঁড়াই পালিয়ে এসেছিল কুশী পার হয়ে, আজাদদস্তায়” – কোনদিন ?
✒️ যেদিন বড় দারোগাসাহেবকে সঙ্গে করে গোরারা আসে বিসকান্ধায়

৯৮) “সকলের মুখ দেখে ঢোঁড়াই বোঝে যে সে কোথায় যেন একটা দোষ করে ফেলেছে” – কী দোষ করে ফেলেছে ?
✒️ আজাদদস্তায় সদস‍্যদের আসল নামে সে ডেকে ফেলে

৯৯) “সুশীলা আর কামিনী দুই সতীন জানিস তো” – সুশীলা ও কামিনী কে ?
✒️ সোসালিস্ট ও কমুনিস্ট

১০০) “তাই তিনি কল্পনাও করতে পারেন নি যে, ঢোঁড়াই তাঁর অনুরোধ প্রত‍্যাখ‍্যান করবে” – কে কল্পনা করতে পারেনি ? কী অনুরোধ ?
✒️ জ‌ওয়াহর , তার সান্নিধ‍্যে থাকার জন‍্য অনুরোধ

১০১) “নিজের বোকামিতে রামনেওয়াজ মুন্সি হাত কামড়ায়” – কী বোকামি ?
✒️ বিনা কার্তুজের বন্দুকের ভয়ে দুশ টাকা বার করে দিয়েছে

১০২) “টানতে টানতে বিশুনি কেওটকে নিয়ে যাওয়া হয় গাঁয়ের বাইরে” – গাঁয়ের বাইরে কোথায় ?
✒️ পামারসাহেবের নীলকুঠির দীঘির ধারে

১০৩) “বিশুনির উপর লঘুদন্ডের আদেশ দেয়” – কে আদেশ দেয় ?
✒️ প‍্যাটেল

১০৪) “আজাদ এ কাজে বিশেষজ্ঞ” – কোন কাজে ?
✒️ নাকের মাংস কাটার কাজে

১০৫) “ও বুড়ির চিরকাল আপন মনে বকা অভ‍্যাস” – কে বুড়ি ?
✒️ মোসম্মত

১০৬) “গাঁয়ের সাধারণ লোক জানে যে সৎপথে থাকলে তাদের শ্রেণীর কার‌ও পক্ষে এই বিলাসিতা ও ব‍্যসনের খরচ জোটানো সম্ভব নয়” – বিলাসিতা কী ?
✒️ জুতো পরা ও চা খাওয়া

১০৭) “অনেক অভিজ্ঞতা প্রসূত এই নির্দেশ” – কোন নির্দেশ ?
✒️ যার বাড়িতে খাবে তার ওখানে শুয়ো না

১০৮) “একটু ফাগ ছুঁইয়ে প্রণাম করে তাকে ঢোঁড়াই” – কাকে ?
✒️ মোসম্মত

১০৯) “সকলের মনের কথা বলেছে ‘ইস্কুলিয়া’টা। কিন্তু কেউ তার পক্ষ নিয়ে কিছু বলতে সাহস করে না” – ইস্কুলিয়া কে ?
✒️ মনোহর ঝা

১১০) “রামজীর কৃপায় রামায়ণজী তার হারানো ধন ফিরে পেয়েছে” – হারানো ধন কী ?
✒️ ঢোঁড়াইয়ের ছেলে

১১১) “সেই রাতেই আরম্ভ হয়ে যায় এন্টনির সুলবাই” – সুলবাই কথার অর্থ কী ?
✒️ আমাশয়

১১২) “এই জিনিসটাকে নিয়ে দলের মধ‍্যে কত বদনাম হয়েছিল তার” – কোন জিনিস ?
✒️ সিক্কার মালাটা

১১৩) “দুটো বানভাসি মনের মাঝের একমাত্র সেতু” – বানভাসি মন দুটো কে ?
✒️ সাগিয়া ও ঢোঁড়াই

১১৪) “সে পাগলীটা তোর আর কিরিস্তান নয়” – কে পাগলিটা কে ?
✒️ ফুলঝরিয়া

১১৫) “এই প্রৌঢ়া স্ত্রীলোকটিই এন্টনির মা। মুখটি অস্পষ্টভাবে চেনা চেনা মনে হয়” – কে সেই স্ত্রীলোকটা ?
✒️ মর্লিসাহেবের আয়া

১১৬) “ছেলেটার মুখ চেয়েই বিয়ে করেছিলাম ঐ হতাভাগাটিকে” – হতভাগাটা কে ?
✒️ সামুয়র