বাংলা মকটেস্ট – ০৩
তাং – ০২/০১/২০২১

উত্তর পত্র

১) রামমোহন রায়ের ‘সহমরণ বিষয়ক প্রবর্ত্তক ও নিবর্ত্তক সম্বাদ’ থেকে সঠিক বিবৃতিটি চিহ্নিত করো –
A. রামমোহন রায়ের প্রবন্ধটি শুরুতে আছে ‘ওঁ তৎ সং’।
B. প্রবন্ধটি শুরু হয়েছে নিবর্ত্তকের প্রশ্ন নিয়ে।
C. প্রবন্ধে প্রবর্ত্তক তার বক্তব‍্যের প্রমাণস্বরূপ অঙ্গিরা মুনির বচন উল্লেখ করেছেন।
D. অঙ্গিরা মুনির বচন থেকে প্রথম উদ্ধৃতটি হল – “মাতৃকং পৈতৃকঞ্চৈব যত্র কন‍্যা প্রদীয়তে।”
সঠিক উত্তর – C

২) মন্তব‍্য – বায়রণ এর বর্তমান সমাজের ওপর শ্রদ্ধা নাই।
যুক্তি – তাঁর বিশ্বাস বর্তমান সমাজে অত‍্যাচার ছাড়া আর কিছু নাই।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ  যুক্তি – অশুদ্ধ
সঠিক উত্তর – A

৩)      A
a) যৌন নির্বাচন মতের প্রবর্তক
b) যৌন নির্বাচন মতের বিরোধিতা
c) অভিব‍্যক্তিবাদের পান্ডা
d) দুঃখবাদে অগ্রণী

             B
i) হার্বাট স্পেনসার
ii) হার্টম‍্যান
iii) ডার‌উইন
iv) ওয়ালাস
A. a – ii     b – iii     c – iv     d – i
B.  a – iv    b – iii     c – i       d – ii
C.  a – iii    b – i       c – iv     d – ii
D.  a – iii    b – iv.     c – i      d – ii
সঠিক উত্তর – D

৪) রামমোহন রায়ের প্রবন্ধে প্রবর্ত্তক সহমরণ বিষয়ে নিজের বক্তব‍্য রাখতে যে সকল প্রমাণের সাহায‍্য নিয়েছিলেন তার সঠিক ক্রমটি চিহ্নিত করো –
A. অঙ্গিরা – ব‍্যাস – বিষ্ণুঋষি – ব্রহ্মপুরাণ – হারীত
B. অঙ্গিরা – হারীত – ব‍্যাস – বিষ্ণুঋষি – ব্রহ্মপুরাণ
C. অঙ্গিরা – ব‍্যাস – হারীত – বিষ্ণুঋষি – ব্রহ্মপুরাণ
D. অঙ্গিরা – হারীত – বিষ্ণুঋষি – ব‍্যাস – ব্রহ্মপুরাণ
সঠিক উত্তর – C

৫) “জ্ঞানে মৌন ক্ষমা শত্রৌ, ত‍্যাগে শ্লাঘা বিপর্যয়” – শ্লোকটি কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে ?
A. সহমরণ বিষয়ক প্রবর্ত্তক ও নিবর্ত্তকের সম্বাদ
B. বঙ্গীয় যুবক ও তিন কবি
C. মনুষ‍্যফল
D. নিয়মের রাজত্ব
সঠিক উত্তর – B

৬) “ভেবেছিলাম আপনাদের রিফরমেশনের আলোকে টেনে আনব” – বক্তা কে ?
A. নবকুমার
B. কালীনাথ
C. প্রিয়নাথ
D. সীতানাথ
সঠিক উত্তর – C

৭) ‘বড়বাজার’ প্রবন্ধে হিন্দুরা সচরাচর মূল‍্য দিয়ে কী কিনে থাকেন ?
A. যশ
B. ধর্ম্ম
C. জ্ঞান
D. মোক্ষ
সঠিক উত্তর – B

৮) প্রাজাপত‍্য ব্রত অসমর্থ হলে তা সিদ্ধ করার উপায় –
A. নিয়মিত তুলসি পাতা সেবন
B. হরিনাম সংকীর্তন সন্ধ‍্যাকালে
C. একমাস ধরে ফলাহার
D. এক ধেনুমূল‍্য তিন কাহন কড়ি উৎসর্গ
■ সঠিক উত্তর D

৯) ‘জমিদার দর্পণ’ নাটকে হাওয়ান আলীর বৈঠকখানা দৃশ‍্যটি কতবার আছে ?
A.   ২           B. ৩        C. ৪          D. ৫
■ সঠিক উত্তর B

১০) মন্তব‍্য – ইংরাজি সাহিত‍্যে এক বায়রণ‌ই বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে অংশী।
   যুক্তি – বায়রণ পীড়িতের বন্ধু।
সংকেত –
A. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি আংশিক শুদ্ধ।
B. মন্তব‍্য আংশিক শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
C. মন্তব‍্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ
D. মন্তব‍্য শুদ্ধ যুক্তি শুদ্ধ
সঠিক উত্তর – A

১১) ‘প্রাচ‍্য ও পাশ্চাত‍্য’ প্রবন্ধ অনুযায়ী নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক ?
i) গয়াসুরের উল্লেখ আছে অগ্নিপুরাণে।
ii) ভারতবাসীর সর্বনাশ করল যীশু।
iii) বৈশ‍্যদের বিয়ের বয়স ৩০ বছর।
iv) সভ‍্যতার আদি গুরু চিন।
v) মিশরীয়রা ‘যোন’ নামে পরিচিত ছিল।
A. i,  ii,  v
B. ii, iii, iv
C. i, iv
D. iii, v
সঠিক উত্তরC

১২) ‘সিংহাসনের ক্ষয়রোগ’ নাটকে রাণী চিত্রকরকে ভয়ঙ্কর প্রাণী আঁকার জন‍্য উপহার দেয় –
A. স্বেদবিন্দু
B. তরবারি
C. আংটি
D. বলয়
সঠিক উত্তর – D

১৩) “এক্ষণকার কবিগণ জ্ঞানী, বৈজ্ঞানিক, ইতিহাসবেত্তা, আধ‍্যাত্মিকতত্ত্ববিৎ” – বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে ?
A. বঙ্গদেশের পত্র সূচনা
B. শকুন্তলা মিরন্দা দেসদিমোনা
C. মনুষ‍্যফল
D. বিদ‍্যাপতি ও জয়দেব
সঠিক উত্তর – D

১৪) মন্তব‍্য – ইউরোপের উদ্দেশ‍্য সকলকে নাশ করে আমরা বেঁচে থাকবো।
যুক্তি – ইউরোপ সভ‍্যতার উপায় আধিপত‍্য।
A. মন্তব‍্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
B. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি আংশিক শুদ্ধ
C. মন্তব‍্য শুদ্ধ যুক্তি শুদ্ধ
D. মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি অশুদ্ধ
E.মন্তব‍্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
■ সঠিক উত্তর – A

১৫) হরপ্রসাদ শাস্ত্রী ‘নূতন কথা গড়া’ প্রবন্ধে সুন্দর ইতর ভাষার কথার যে উদাহরণ দিয়েছেন তার সঠিক ক্রমটি হল –
A. উপত‍্যকা – ভঙ্গপ্রবণ – মানমন্দির – হিমালয় প্রদেশ
B. ভঙ্গপ্রবণ – উপত‍্যকা – মানমন্দির – হিমালয় প্রদেশ
C. হিমালয় প্রদেশ – উপত‍্যকা – ভঙ্গপ্রবণ – মানমন্দির
D. মানমন্দির – উপত‍্যকা – হিমালয় প্রদেশ – ভঙ্গপ্রবণ
সঠিক উত্তর B

১৬) ‘মনুষ‍্যফল’ প্রবন্ধ থেকে –
i) নারকেলের জল
ii) নারকেলের শস‍্য
iii) নারকেলের মালা
iv) নারকেলের ছোবড়া

a) স্ত্রীলোকের জ্ঞান
b) স্ত্রীলোকের কর্মদক্ষতা
c) স্ত্রীলোকের স্নেহ
d) স্ত্রীলোকের ভক্তি
e) স্ত্রীলোকের রূপ
f) স্ত্রীলোকের প্রেম
এই দুটো ছকের থেকে  সঠিক তুলনাটি চিহ্নিত করো।
A. i) – a,    ii) – d
B. iii) – d,  iii) – e
C. iii) – f,   iv) – e
D. i) – c,.   iv) – e
সঠিক উত্তর – D

১৭) প্রবন্ধ                            প্রকাশকাল
a) বাংলা ভাষা                    i) বঙ্গদর্শন, ১২৮০
b) বিদ‍্যাপতি ও জয়দেব     ii) সাধনা, ১৩৩০
c) সুখ না দুঃখ                   iii) বঙ্গদর্শন,১২৮৮
d) সৌন্দর্যতত্ত্ব                    iv) সাধনা, ১২৯৯
সংকেত –
A. a) – ii     b) – iii.    c) – iv.    d) – i
B. a) – iv     b) – iii.    c) – ii    d) – i
C. a) – ii    b) – iv.    c) – i    d) – iii
D. a) – iii     b) – i.    c) – iv.    d) – ii
■ সঠিক উত্তরD

১৮) ‘জনা’ নাটকে প্রবীরের মৃত‍্যু অনিবার্য, কারণ –
A. প্রবীর অর্জুনের সমকক্ষ
B. প্রবীর কৃষ্ণের অরি
C. অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে
D. জাহ্নবীর বরপ্রাপ্তা
■ সঠিক উত্তর A

১৯) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতে, জীবন দুঃখময় কারণ –
A. দুঃখময়তাতেই জীবনের উন্নতি ও আশা
B. পরের দুঃখের সমবেদনা ব‍্যক্তিজীবন রক্ষার অনুকূল
C. মানুষ সুখ খুঁজে বেড়ায়
D. সুখ-দুঃখ বিধাতার খেলা
■ সঠিক উত্তর A

২০) ‘চাঁদ বণিকের পালা’ নাটকে চাঁদের সবচ‍্যায়া বড় বন্ধু ছিল –
A. ভাস্কর
B. সূর্য
C. শঙ্কর
D. শিবদাস
সঠিক উত্তর C

২১) “পতিব্রতা সম্প্রদপ্তিং প্রবিবেশ হুতাশনং। তত্র চিত্রাঙ্গদধরং ভর্ত্তারং সান্বপদ‍্যত” – কার রচনা ?
A. অঙ্গিরা মুনি                B. হারীত
C. ব‍্যাস ঋষি।                 D. মনু
সঠিক উত্তর – C

২২) A.                                   B
i) ধুতি – চাদর                    a) ক্ষত্রিয়
ii) ইজারা                          b) বৌদ্ধরা
iii) কৌপিন                       c) প্রাচীন জাতি
iv) চোগা                           d) গ্রিক বা রোমান
সংকেত –
A. i) – b      ii) – a.      iii) – d      iv) – c
B. i) – c      ii) – a.      iii) – b.      iv) – d
C. i) – d      ii) – c      iii) – b.      iv) – a
D.  i) – a      ii) – c.      iii) – b.      iv) – d
■ সঠিক উত্তর – B

২৩)
a) রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রবন্ধগুলি ‘জিজ্ঞাসা’ গ্রন্থের অন্তর্ভূক্ত।
b) ‘জিজ্ঞাসা’ প্রবন্ধ গ্রন্থটি ১৯০২ সালে প্রকাশিত হয়।
c) ‘জিজ্ঞাসা’ প্রবন্ধগ্রন্থটি রামেন্দ্রসুন্দর উৎসর্গ করেছেন যোগীন্দ্রসুন্দর ত্রিবেদীকে।
d) ‘অতিপ্রাকৃত – প্রথম প্রস্তাব’ প্রবন্ধটি বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ।
সংকেত –
A. a – শুদ্ধ  b – শুদ্ধ  c – অশুদ্ধ  d –  অশুদ্ধ
B  a – শুদ্ধ  b – অশুদ্ধ  c – শুদ্ধ  d –  শুদ্ধ
C. a – শুদ্ধ  b – অশুদ্ধ  c – অশুদ্ধ  d –  শুদ্ধ
D. a – অশুদ্ধ  b – শুদ্ধ  c – শুদ্ধ  d –  অশুদ্ধ
সঠিক উত্তর – C

২৪) “ঔরঙ্গজেব! তবে তোমার‌ও বিবেক আছে ?” – উদ্ধৃতাংশটির বক্তা হল –
A. শায়েস্তা খাঁ
B. যশোবন্ত সিংহ
C. দিলদার
D. জহরৎ
সঠিক উত্তর – A

২৫) “রাশি রাশি অর্থহীনতার মধ‍্যে একটা অর্থ _” সীতানাথের উক্তি অনুযায়ী শূন‍্যস্থান পূরণ করো –
A. আত্মহত‍্যা
B. ইতিহাস
C. সীতানাথ
D. কণা
■ সঠিক উত্তর – D

২৬) “এ বিরাট রাজধানী মর্তের অমরাবতী, সদানন্দ নগরী” – এখানে কোন নগরীর কথা বলা হয়েছে ?
A. নিউইয়র্ক
B. লন্ডন
C. প‍্যারিস
D. বার্লিন
■ সঠিক উত্তর – C

২৭) ‘বঙ্গদেশের পত্র সূচনা’ প্রবন্ধ থেকে বিবৃতিগুলির সঠিক ক্রমটি চিহ্নিত করো।
1. ইংরাজি একে রাজভাষা, অর্থোপার্জ্জনের ভাষা, তাহাতে আবার বহু বিদ‍্যার আধার।
2. বাঙ্গালা ভাষার লেখক মাত্র‌ই হয় ত বিদ‍্যাবুদ্ধিহীন, লিপিকৌশলশূন‍্য, নয় ত ইংরাজি গ্রন্থের অনুবাদক।
3. ইংরেজি প্রিয় কৃতবিদ‍্যগণের প্রায় স্থির জ্ঞান আছে যে তাঁহাদের পাঠের যোগ‍্য কিছুই বাঙ্গালা ভাষায় লিখিত হ‌ইতে পারে না।
4. ইংরাজ হ‌ইতে এ দেশের লোকের যত উপকার হ‌ইয়াছে, ইংরাজি শিক্ষাই তাহার মধ‍্যে প্রধান।
5. যাহা কিছু বাঙ্গালা ভাষায় লিপিবদ্ধ হয়, তাহা হয়ত অপাঠ‍্য নয়ত কোন ইংরাজি গ্রন্থের ছায়ামাত্র।
A. 3-2-5-1-4
B. 4-1-5-2-3
C. 1-5-4-3-2
D. 5-4-1-2-3
■ সঠিক উত্তর – A

২৮) মন্তব‍্য – পরের দুঃখের সমবেদনা মূলত ব‍্যক্তিজীবন রক্ষার অনুকূল।
যুক্তি – সমাজজীবন রক্ষা না হলে ব‍্যক্তিজীবন রক্ষা হয় না।
A. মন্তব‍্য -অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য -অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
■ সঠিক উত্তর – B

২৯) ‘প্রাচ‍্য ও পাশ্চাত‍্য’ প্রবন্ধ অনুযায়ী শব্দগুলির অর্থ নির্ণয় করো।
   A.                                B
a) খশ                           i) বৃহৎ কাপড়
b) বিষলড্ডুক               ii) চাদর
c) তোগা                       iii) অসভ‍্য আর্য জাতি
d) চোগা                        iv) লুচি, কচুরি
সংকেত –
A.  a) – ii,  b) – iv,   c) – iii,  d) – i
B.  a) – iv,  b) – iii,  c) – ii,   d) – i
C.  a) – iii,  b) – iv,  c) – i,    d) – ii
D.  a) – iii,  b) – i,   c) – iv,   d) – ii
■ সঠিক উত্তর – C

৩০) ‘প্রথম পার্থ’ নাটকে কর্ণকে দিব‍্যাস্ত্র দিয়েছে –
A. কৃষ্ণ
B. পরশুরাম
C. ভীষ্ম
D. কুন্তী
■ সঠিক উত্তর – B

৩১) “ভালো ছেলে হ‌ও ত বিহিত বিধানে কাজ কর, বৈরাগী হ‌ইও না; প্রকৃতির এই উপদেশ” – কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে ?
A. বঙ্গদেশের পত্র সূচনা
B. নিয়মের রাজত্ব
C. সুখ না দুঃখ
D. নুতন কথা গড়া
■ সঠিক উত্তর C

৩২) ‘নবান্ন’ নাটকে মাতঙ্গিনীর মা যখন মারা যায় তখন মাতঙ্গিনীর বয়স কত ?
A. দেড় বছর
B. দুই বছর
C. আড়াই বছর
D. তিন বছর
■ সঠিক উত্তর D

৩৩) ‘শকুন্তলা, মিরন্দা ও দেসদিমোনা’ প্রবন্ধটি শুরু হয়েছে কোন বাক‍্যাংশ দিয়ে ?
A. উভয়েই ঋষিপালিতা
B. উভয়েই অরণ‍্যমধ‍্যে প্রতি পালিতা
C. উভয়েই স্নেহশীলা
D. উভয়েই ঋষিকন‍্যা
■ সঠিক উত্তর – D

৩৪) কোন ইংরাজি কথা নবকুমার সহ‍্য করতে পারে না ?
A. ফ্রিডম
B. ফুল
C. লায়ার
D. স্টুপিড
■ সঠিক উত্তর – C

৩৫) বাল‍্যকাল থেকে স্বামীর মরণে স্ত্রী দাহ দেখে এসে আর স্ত্রীর কাতরাতে দয়া জন্মায়না – এই প্রসঙ্গে কাদের সঙ্গে তুলনা করেছেন রামমোহন ?
A. বৈষ্ণব 
B. ব্রাহ্মণ
C. শাক্ত
D. শৈব
■ সঠিক উত্তর – C

——