সাজাহান – দ্বিজেন্দ্রলাল রায়
◆ বিষয়বস্তু ◆
দ্বিজেন্দ্রলাল রায় মুঘল রাজ সাজাহানের পর পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে কলহ এবং ঔরঙ্গজেবের কূটনীতির মধ্য দিয়ে সিংহাসন লাভের কাহিনিকে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে জাতীয়তাবোধের ভাবধারায় তুলে ধরেছেন ‘সাজাহান’ নাটকে। পরাধীন ভারতবর্ষের পরাধীনতা নিহিত আছে জাতিভেদে, ভায়ে-ভায়ে বিচ্ছিন্নতার মধ্যে – সেই ভাবনাই প্রকাশ করেছেন ‘সাজাহান’ নাটকে।
‘সাজাহান’ নাটকটি একটি ঐতিহাসিক ট্রাজেডি, যেখানে সাজাহান চরিত্র রূপায়ণে শেক্সপীয়রের ‘কিং লিয়র’ নাটকের কিং লিয়রের প্রভাব লক্ষ্য করা যায়।
★ প্রকাশ ★
● ‘সাজাহান’ দ্বিজেন্দ্রলাল রায় রচিত শ্রেষ্ঠ ট্রাজেডি। ১৯০৯ সালে প্রকাশ পেয়েছে।
● নাট্যকার নাটকটি বিদ্যাসাগর মহাশয়ের পুণ্যস্মৃতিতে উৎসর্গ করেছেন।
● ‘সাজাহান’ নাটকের কাহিনির সময়কাল ১৬৫৮খ্রি, নভেম্বর থেকে ১৬৬৬খ্রি:, জানুয়ারী পর্যন্ত।
● ‘সাজাহান’ নাটকটি প্রথম মঞ্চস্থ হয় – মিনার্ভা থিয়েটারে, ১৯০৯খ্রি: ২৯শে সেপ্টেম্বর।
★ চরিত্র ★
● পুরুষ চরিত্র –
সাজাহান – ভারতবর্ষের সম্রাট
দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব – সাজাহানের চার ছেলে
সোলেমান, সিপার – দারার পুত্রদ্বয়
মহম্মদ সুলতান – ঔরঙ্গজেবের পুত্র
জয়সিংহ – জয়পুরপতি
যশোবন্ত সিংহ – যোধপুর পতি
পৃথ্বীরাজ সিংহ – শ্রীনগরের রাজপুত
দিলদার – ছদ্মবেশী জ্ঞানী
সাহানাবাজ – ঔরঙ্গজেবের শ্বশুর
জিহন খাঁ
মীরজমুলা – ঔরঙ্গজেবের উজীর
রহমৎউল্লা – পিয়ারীর বাবুর্চি
দিলীর খাঁ – সৈনাধ্যক্ষ
● স্ত্রী চরিত্র –
জাহানারা – সাজাহানের কন্যা
নাদিরা – দারার স্ত্রী
পিয়ারা – সুজার স্ত্রী
জহরৎউন্নিসা – দারার কন্যা
মহামায়া – যশোবন্ত সিংহের স্ত্রী
★ অঙ্ক – দৃশ্য ★
● ‘সাজাহান’ নাটকে অঙ্ক সংখ্যা – ৫
● ‘সাজাহান’ নাটকে পাঁচটি অঙ্কে মোট দৃশ্য সংখ্যা – ৭+৫+৬+৭+৬ — ৩১টি
● প্রথম অঙ্ক : –
◆ প্রথম দৃশ্য –
স্থান – আগ্রার দূর্গ, সাজাহানের কক্ষ
কাল – অপরাহ্ন
◆ দ্বিতীয় দৃশ্য –
স্থান – নর্ম্মদা তীরে মোরাদের শিবির
কাল – রাত্রি
◆ তৃতীয় দৃশ্য –
স্থান – কাশীতে সুজার সৈন্য শিবির
কাল – রাত্রি
◆ চতুর্থ দৃশ্য –
স্থান – যোধপুরের দূর্গ
কাল – প্রভাত
◆ পঞ্চম দৃশ্য –
স্থান – পরিত্যক্ত প্রান্তর
কাল – রাত্রি
◆ ষষ্ঠ দৃশ্য –
স্থান – এলাহবাদে সোলেমানের শিবির
কাল – প্রাহ্ন
◆ সপ্তম দৃশ্য –
স্থান – আগ্রার প্রাসাদ
কাল – প্রাহ্ন
● দ্বিতীয় অঙ্ক –
◆ প্রথম দৃশ্য –
স্থান – মথুরায় ঔরঙ্গজেবের শিবির
কাল – রাত্রি
◆ দ্বিতীয় দৃশ্য –
স্থান – আগ্রার দূর্গ প্রাসাদ
কাল – প্রভাত
◆ তৃতীয় দৃশ্য –
স্থান – রাজপুতানার মরুভূমির প্রান্তদেশ
কাল – দ্বিপ্রহর দিবা
◆ চতুর্থ দৃশ্য –
স্থান – মুঙ্গেরের দূর্গে প্রাসাদমঞ্চ
কাল – জ্যোৎস্না রাত্রি
◆ পঞ্চম দৃশ্য –
স্থান – দিল্লীতে দরবার কক্ষ
কাল – প্রাহ্ন
● তৃতীয় অঙ্ক : –
◆ প্রথম দৃশ্য –
স্থান – খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির
কাল – রাত্রি
◆ দ্বিতীয় দৃশ্য –
স্থান – খিজুয়ায় সুজার শিবির
কাল – সন্ধ্যা
◆ তৃতীয় দৃশ্য –
স্থান – আমেদাবাদ, দারার শিবির
কাল – রাত্রি
◆ চতুর্থ দৃশ্য –
স্থান – কাশ্মীরের মহারাজা পৃথ্বীসিংহের প্রমোদোদ্যান
কাল – সন্ধ্যা
◆ পঞ্চম দৃশ্য –
স্থান – এলাহবাদে ঔরঙজীবের শিবির
কাল – রাত্রি
◆ ষষ্ঠ দৃশ্য –
স্থান – যোধপুরের প্রাসাদ কক্ষ
কাল – মধ্যাহ্ন
● চতুর্থ অঙ্ক –
◆ প্রথম দৃশ্য –
স্থান – টাঙ্গায় সুজার প্রাসাদ কক্ষ
কাল – সন্ধ্যা
◆ দ্বিতীয় দৃশ্য –
স্থান – জিহন খাঁর গৃহের দরবার কক্ষ
কাল – রাত্রি
◆ তৃতীয় দৃশ্য –
স্থান – নাদিরার কক্ষ
কাল – রাত্রি
◆ চতুর্থ দৃশ্য –
স্থান – যোধপুরের প্রাসাদ
কাল – সায়াহ্ন
◆ পঞ্চম দৃশ্য –
স্থান – আগ্রার প্রাসাদে সাজাহানের কক্ষ
কাল – রাত্রি
◆ ষষ্ঠ দৃশ্য –
স্থান – ঔরঙজীবের বহিঃকক্ষ
কাল – সন্ধ্যা
◆ সপ্তম দৃশ্য –
স্থান – খিজিরাবাদের কুটীর
কাল – রাত্রি
● পঞ্চম অঙ্ক –
◆ প্রথম দৃশ্য –
স্থান – দিল্লীর দরবার গৃহ
কাল – প্রাহ্ন
◆ দ্বিতীয় দৃশ্য –
স্থান – আরাকান রাজপ্রাসাদ
কাল – রাত্রি
◆ তৃতীয় দৃশ্য –
স্থান – আগ্রায় সাজাহানের প্রাসাদ কক্ষ
কাল – রাত্রি
◆ চতুর্থ দৃশ্য –
স্থান – গোয়ালিয়র দূর্গ
কাল – প্রভাত
◆ পঞ্চম দৃশ্য –
স্থান – ঔরঙজীবের বহিঃকক্ষ
কাল – দ্বিপ্রহর রাত্রি
◆ ষষ্ঠ দৃশ্য –
স্থান – আগ্রার প্রাসাদ অলিন্দ
কাল – অপরাহ্ন
★ সঙ্গীত ★
১) এ জীবনে পুরিল না সাধ
গায়ক – পিয়ারা
প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য
২) যেথা গিয়েছেন তিনি সমরে (২বার)
গায়ক – চারণীগণ
প্রথম অঙ্ক, চতুর্থ দৃশ্য
৩) আজি এসেছি এসেছি বঁধু হে
গায়ক – নর্তকী
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য
৪) সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু – জ্ঞানদাস
গায়ক – পিয়ারা,
দ্বিতীয় অঙ্ক, চতুর্থ দৃশ্য
৫) আমি সারা সকালটি বসে বসে
গায়ক – পিয়ারা
তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য
৬) তুমি বাঁধিয়া কি দিয়ে রেখেছ হৃদি এ
গায়ক – পিয়ারা
তৃতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য
৭) বেলা বয়ে যায়
গায়ক – রমণীগণ
তৃতীয় অঙ্ক , চতুর্থ দৃশ্য
৮) ধনধান্য পুষ্প ভরা
গায়ক – চারণ বালক
তৃতীয় অঙ্ক, ষষ্ঠ দৃশ্য
৯) সই কেবা শুনিল শ্যাম নাম – চন্ডীদাস
গায়ক – পিয়ারা
চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য
● ‘সাজাহান নাটকে গান – ৭টি, বৈষ্ণব পদ – ২টি
● ‘সাজাহান’ নাটকে সবথেকে বেশি গান গেয়েছেন – পিয়ারা, ৫টি
● ‘সাজাহান’ নাটকে সবথেকে বেশি গান গীত হয়েছে – তৃতীয় অঙ্কে, ৪টি।
সুন্দর