আমার জীবন – রাসসুন্দরী দাসী : প্রাসঙ্গিক তথ‍্য আলোচনা

● বাংলা সাহিত‍্যে প্রথম আত্মজীবনী রচয়িতা হলেন – রাসসুন্দরী দাসী। গ্রন্থটির রচয়িতা – ‘আমার জীবন’।
● ‘আমার জীবন’ গ্রন্থটি ছাপা হয় – ১৮৭৬ সালে।
● গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় – ১৩০৫ বঙ্গাব্দে, প্রকাশ করেন কিশোরীলালের পুত্র সরসীলাল সরকার।
● গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩১৩ বঙ্গাব্দে। এই সংস্করণটি রাসসুন্দরী দেবী দেখে যেতে পারেননি।
● এই তৃতীয় সংস্করণে রাসসুন্দরী দেবীর লেখা আত্মজীবনীটির সঙ্গে আত্মজীবনীটির সম্পর্কে জ‍্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও দীনেশচন্দ্র সেনের রচনাও প্রকাশিত হয়।
● ‘আমার জীবন’ গ্রন্থের দুটি ভাগ – প্রথম ভাগে জীবনকথা বর্ণিত, দ্বিতীয় ভাগে ভগবৎ বন্দনা বর্ণনা আছে।
● গ্রন্থের প্রথম ভাগে ১৬টি রচনা এবং দ্বিতীয় ভাগে আছে পনেরোটি রচনা ও মনশিক্ষা।

কাল পরিচয়

১২১৬ সন  – জন্ম

১২২০ সন (৪ বঃ) – বাবার মৃত‍্যু

১২২৮ সন (১২বঃ) – বিয়ে

১২৩০ সন (১৪বঃ) – লেখাপড়ার বাসনা

১২৩৪ সন (১৮বঃ) – প্রথম সন্তান জন্ম

১২৩৭সন (২২বঃ) – বেশর হারায়

১২৪১ সন (২৫ বঃ) – শাশুড়ির মৃত‍্যু,

                                 পড়তে শেখা

১২৫৬ সন (৪০বঃ) – শাশুড়ি হন

১২৭৫ সন (৫৯বঃ) – স্বামীর মৃত‍্যু

১২৮০ সন (৬৪বঃ) – আঙুল কেটে যাওয়া

১২৮৩ সন (৬৭বঃ) – প্রথম ব‌ই প্রকাশ

১২৯৮ সন (৮২বঃ) – বেশর ফিরে পাওয়া

১৩০৬ সন (৯০বঃ) – পা ভাঙা

১৩০৭ সন (৯১বঃ) – একজ্বরীতে মৃত‍্যু  

ব‍্যক্তি পরিচয়

বাবা – পদ্মলোচন রায়

স্বামী – সীতানাথ সরকার

পুত্র –  বিপিনবিহারী

          পুলিনবিহারী

          প‍্যারীলাল

           রাধানাথ

           দ্বারকানাথ

           চন্দ্রনাথ

           কিশোরীলাল

           প্রতাপচন্দ্র

           মুকুন্দলাল

কন‍্যা – রামসুন্দরী দেবী, শ‍্যামসুন্দরী দেবী।

রাসসুন্দরী দেবীর বয়সানুসারে সন্তান

১৮ বঃ – বিপিনবিহারী

২১ বঃ – পুলিনবিহারী

২৩ বঃ – রামসুন্দরী দেবী

২৫ বঃ – প‍্যারীলাল

২৮ বঃ – রাধানাথ

৩০ বঃ – দ্বারকানাথ

৩২ বঃ – চন্দ্রনাথ

৩৪ বঃ – কিশোরীলাল

৩৭ বঃ – প্রতাপচন্দ্র

৩৯ বঃ – শ‍্যামসুন্দরী দেবী

৪১ বঃ – মুকুন্দলাল

সন্তানের বয়স অনুযায়ী মৃত‍্যু

পুলিনবিহারী – অন্নপ্রাশনের সময়

প‍্যারীলাল – ২১বঃ

রাধানাথ – ১৩বঃ

চন্দ্রনাথ – ৩বঃ

মুকুন্দলাল – ৪বঃ

রামসুন্দরী – ১৭বঃ

● বড়ছেলে বিপিনবিহারীর দুটি পুত্রসন্তান ৩বছর ও ৪বছর বয়সে মারা যায়।


● রামসুন্দরী দেবীর পুত্রসন্তানের মৃত‍্যু হয়।

উল্লেখযোগ‍্য ঘটনা


পরিচ্ছদ                 উল্লেখযোগ‍্য ঘটনা
১ম                         ছেলেবেলা, স্কুলের কথা
২য়                         বাড়িতে আগুন ধরা
৩য়                         মামার ছেলের মৃত‍্যু, বিবাহ
৪র্থ                          শ্বশুরবাড়ি প্রসঙ্গ
৫ম                        লেখাপড়ার সাধ,
                               সন্তান বর্ণনা
৬ঠ                          চৈতন‍্য ভাগবত প্রসঙ্গ
৭ম                          জয়হরি ঘোড়া প্রসঙ্গ
৮ম                          প্রকাশ‍্যে পুঁথি পড়া,
                               সন্তানের মৃত‍্যু বর্ণনা,
                               পুত্রের বিয়ে
৯ম                          রামায়ণ পড়ার ইচ্ছে,
                               লিখতে শেখা
১০ম                       স্বামীর মৃত‍্যু
১৩শ                       পুত্রের মৃত‍্যুর স্বপ্নদর্শন
                     বড়ছেলেকে নিয়ে অলৌকিকতা
১৪শ                      ভূত দেখা
১৬শ                      নিজেকে নিয়ে স্বপ্ন দেখা