সংলাপ লেখার বিশেষ কৌশল

আমরা সবাই সংলাপ রচনার কিছু সাধারণ কৌশল জানি –
● সংলাপের ভাষা খুব সহজ, সরল হতে হবে।
● কোনোরকম ‘কেমন আছিস’, ‘কোথায় যাচ্ছিস’ এই ধরণের বাক্য না বলে সরাসরি যে বিষয়টা দিয়েছে সেই বিষয় নিয়ে সংলাপ শুরু করতে হবে।
● সাধারণত দুই বন্ধুর মধ্যে সংলাপ থাকে, সেক্ষেত্রে একজন বিষয়টির পক্ষে বলবে, অপরজন বিপক্ষে।
● আর শেষে থাকবে একটা সিদ্ধান্তমূলক সংলাপ।
– এগুলো সাধারণ কৌশল, কিন্তু ভালো নম্বর তুলতে গেলে প্রয়োজন আরো কিছু কৌশলের –
১) মাধ্যমিক বাংলা পরীক্ষায় সাধারণত দুই বন্ধুর সংলাপ আসে। এক্ষেত্রে কোনো সাধারণ প্রেক্ষাপট দেওয়া উচিত নয়। যেমন সাধারণভাবে কোথাও দাঁড়িয়ে কথা বলছে – এই ধরনটা এড়িয়ে যাওয়া উচিত।
পরিবর্তে, কোনো কার্যকলাপের মধ্য দিয়ে অথবা কোনো বিতর্ক সভার প্রস্তুতির মধ্য দিয়ে সংলাপ শুরু হচ্ছে এই ধরণের প্রেক্ষাপট নির্বাচন করতে হবে। যেমন – নারী স্বাধীনতা বিষয়ে সংলাপ বা পঠন পাঠনের মাধ্যম কেমন হওয়া উচিত এই ধরনের সংলাপের জন্য দুই বন্ধু কোনো বিতর্ক সভার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপট নির্বাচন করতে হবে।
২) প্রেক্ষাপট নির্বাচনের পাশাপাশি উপযুক্ত যুক্তি দিয়েও লেখার মধ্যে চমক সৃষ্টি করতে পারো। যেমন প্লাস্টিক দূষণ নিয়ে সংলাপ আলোচনায় দেখানো হয়েছে ‘ব্যান অন সিঙ্গল ইউজ প্লাস্টিক’। এই ‘সিঙ্গল ইউজ’টাই ছাত্রছাত্রীরা ভুল করে অর্ধেক জানার ফলে। সাধারণ মানুষও এই বিষয়ে অসচেতন। আর এই ভ্রান্ত ধারণা সম্পর্কে সচেতনতাই তোমার সংলাপটির মূল বিষয় হবে। তাই সচেতনতা মূলক সংলাপগুলোর ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
৩) সাধারণত আমরা সংলাপে লিখি কী করতে হবে, কী করা উচিত এই ধরনের আলোচনা থেকে সিদ্ধান্তমূলক উপসংহার। কিন্তু কেবলমাত্র কী করতে হবে নয়, কী করেছ তুমি এই বিষয়টি নিয়ে পক্ষে আলোচনা করলে তোমার লেখাটি অন্য মাত্রা পাবে।
যেমন প্লাস্টিক দূষণ নিয়ে সংলাপ আলোচনায় প্লাস্টিক দিয়ে যে সত্যিই ঘর বানানো হয়েছে তোমার সংলাপের এই যুক্তিটিই চমক এনে দেবে তোমার লেখায়।
অথবা মোবাইল ফোনের সুফল-কুফল নিয়ে সংলাপ আলোচনায় দেখানো হয়েছে অনলাইন ক্লাস, কোর্স, ব্লগ করছে, গেম খেলছে না। অর্থাৎ ‘করা উচিত’ এর বদলে ‘করেছ’ – এই বিষয়টাও তোমার লেখাকে যুক্তিপূর্ণ করে তুলবে।
৪) সংলাপ হল আমরা যা কথা বলি, সহজ সাধারণ ভাষায়। তাই সংলাপ হতে হবে সাবলীল। এক্ষেত্রে প্রতিদিনের ব্যবহৃত বা প্রচলিত কিছু প্রবাদ প্রবচন, বাগধারাও ব্যবহার করতে পারো, যা তোমার সংলাপকে আরো অভিনব করবে।
৫) সংলাপ হল নাটকের প্রাণ। নাটকের মধ্যে নানারকম দ্বন্দ্ব, নাটকীয়তা, উত্তেজনা সৃষ্টি করে সংলাপ। সেইধরনের উত্তেজনা ছোট পরিসরে তুমিও সৃষ্টি করতে পারো তোমার সংলাপে। এক্ষেত্রে অবশ্যই যুক্তিপরম্পরায় সাজানোর বিষয়টি খেয়াল করতে হবে।
যেমন – প্লাস্টিক দূষণ নিয়ে সংলাপ আলোচনায় দেখানো হয়েছে – যে প্লাস্টিকের বোতলটি কিনছে সে প্রথমে বিপক্ষের মনে হলেও দেখা যাবে যে সেইই যুক্তিপারম্পর্যে সঠিক তথ্য সহকারে সিদ্ধান্তে এল।
এইরকম নাটকীয়তা সংক্ষিপ্তভাবে সংলাপে সৃষ্টি করা যায় যা নাটকটিকে পরীক্ষকের কাছে অধিকতর গ্রহণযোগ্য করে তুলবে।
এই কৌশলগুলি অবলম্বন করে মাধ্যমিক বাংলা পরীক্ষায় সংলাপ লিখলে লেখার গুণ যেমন বাড়িয়ে সংলাপটিকে অভিনব করে তুলবে তেমনি পরীক্ষকের কাছেও চমক সৃষ্টি করে অধিকতর গ্রহণযোগ্য করে তুলবে। ফলে তোমার মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর তোলাও সহজ হবে।