ফুল ফুটুক না ফুটুক – সুভাষ মুখোপাধ্যায়
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত
শান বাঁধানো ফুটপাথে
পাফরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
তারপর খুলে –
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
তারপর তুলে –
যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
যেন না ফেরে।
গায়ে-হলুদ-দেওয়া বিকেলে
একটা দুটো পয়সা পেলে
যে হরবোলা ছেলেটা
কোকিল ডাকতে ডাকতে যেত
– তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।
লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো
আকাশটাকে মাথায় নিয়ে
এ-গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে
রেলিঙে বুক চেপে ধরে
এই সব সাত-পাঁচ ভাবছিল –
ঠিক সেই সময়
চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল
আ মরণ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি!
তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ।
অন্ধকার মুখ চাপা দিয়ে
দড়িপাকানো সেই গাছ
তখনও হাসছে।।
■ প্রশ্নোত্তর আলোচনা –
১) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
✒️ ফুল ফুটুক
২) ‘ফুল ফুটুক’ কাব্যগ্রন্থটি সুভাষ মুখোপাধ্যায়ের কততম কাব্যগ্রন্থ ?
✒️ চতুর্থ কাব্যগ্রন্থ
৩) ‘ফুল ফুটুক’ কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত ?
✒️ ১৯৫৭খ্রি:
৪) ‘ফুল ফুটুক’ কাব্যগ্রন্থটি কটি কবিতা নিয়ে প্রথম প্রকাশিত হয়েছিল ?
✒️ ৩৬টি
৫) ‘ফুল ফুটুক’ কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন সময় পর্বে রচিত হয় ?
✒️ ১৯৫১-১৯৫৭ সালের মধ্যে
৬) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতাটির স্তবক সংখ্যা কত ?
✒️ ৬
৭) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতাটির চরণ সংখ্যা কত ?
✒️ ৩১
৮) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় ‘ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত’ কথাটি কতবার আছে ?
✒️ ২ বার
৯) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় পাঁজর ফাটিয়ে কে হাসছে ?
✒️ এক কাঠখোট্টা গাছ
১০) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় হরবোলা ছেলেটা কী ডাকতে ডাকতে যেত ?
✒️ কোকিলের ডাক
১১) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় কটি রঙের উল্লেখ আছে ?
✒️ ৩টি
১২) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় উল্লেখিত রঙগুলির সঠিক ক্রম চিহ্নিত করো।
✒️ কালো – হলুদ – লাল – হলুদ – কালো
১৩) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় কে সাত পাঁচ ভাবছিল ?
✒️ আইবুড়ো মেয়ে
১৪) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় প্রজাপতিকে কোন কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে ?
✒️ পোড়ারমুখ লক্ষীছাড়া প্রজাপতি
১৫) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় অন্ধকারে কে হাসছে ?
✒️ দড়িপাকানো গাছ
১৬) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় হরবোলা ছেলেটির কোন স্তবকে উল্লেখ আছে ?
✒️ চতুর্থ স্তবকে
১৭) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় কোন কোন স্তবকে “ফুল ফুটুক না ফুটুক/ আজ বসন্ত” পঙক্তিটির উল্লেখ আছে ?
✒️ প্রথম ও তৃতীয় স্তবকে
১৮) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় ক’টি দ্বিরুক্ত শব্দ আছে ?
✒️ ২টি, কচি কচি এবং ডাকতে ডাকতে
১৯) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় কীসের শব্দের কথা বলা হয়েছে ?
✒️ দরজা বন্ধ হওয়ার শব্দ
২০) ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতায় কোন পাখির উল্লেখ আছে ?
✒️ কোকিলের
২১) স্তম্ভ –
শান বাঁধানো – ফুটপাথ
কাঠখোট্টা – গাছ
গায়ে হলুদ দেওয়া – বিকেল
হরবোলা – ছেলে
কালোকুচ্ছিত আইবুড়ো – মেয়ে
পোড়ারমুখ লক্ষ্মীছাড়া – প্রজাপতি
Long type questions answer dile valo hoe