প্রথম পার্থ – বুদ্ধদেব বসু


● বুদ্ধদেব বসু রচিত ‘প্রথম পার্থ’ একটি কাব‍্য নাট‍্য।
● ‘প্রথম পার্থ’ নাটকটির রচনাকাল – ১৯৬৯- ১৯৭০ খ্রি:।
● ‘প্রথম পার্থ’ নাটকটি ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় – দেশ পত্রিকায়, ১৯৭০খ্রি:
● ‘প্রথম পার্থ’ নাটকটি গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় – ১৯৭০খ্রি: এর নভেম্বর মাসে।
● ‘প্রথম পার্থ’ নাটকটির প্রথম প্রকাশে প্রচ্ছদ অঙ্কন করেন – পূর্ণেন্দু পত্রী

চরিত্র
● ‘প্রথম পার্থ’ নাটকের চরিত্রগুলি মহাভারত থেকে গৃহীত হয়েছে।
● পুরুষ চরিত্র – কর্ণ, কৃষ্ণ, প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ
● স্ত্রী চরিত্র – দ্রৌপদী, কুন্তী

অঙ্ক – দৃশ‍্য
● ‘প্রথম পার্থ’ নাটকটির অঙ্ক দৃশ‍্য বিভাজন নেই।
● ‘প্রথম পার্থ’ নাটকটির স্থান – গঙ্গাতীরের বনভূমি।
● ‘প্রথম পার্থ’ নাটকটির কাহিনির সময়কাল – কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবার পূর্বদিন, বিকেলবেলা – অঘ্রান মাস, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি।

সঙ্গীত
● ‘প্রথম পার্থ’ নাটকে কোনো সঙ্গীত নেই।