মুক্তধারা নাটক – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাসঙ্গিক তথ‍্য


● “আমি একটা ছোট নাটক লিখতে আরম্ভ করেছি। যদি শীঘ্র শেষ করতে পারি তাহলে হয়তো কলকাতায় গিয়ে তার অভিনয় দেব।”
– (রাণু অধিকারীকে, শিলাইদহ থেকে, চিঠিপত্র – ১৮, পত্রসংখ‍্যা – ৭০)
– এই ছোট নাটকটি হল মুক্তধারা।
● ‘মুক্তধারা’ নাটক লিখিত হয় ১৩২৮ বঙ্গাব্দে, পৌষ, শিলাইদহ থেকে।
● প্রভাতকুমার মুখোপাধ‍্যায় ‘রবীন্দ্রজীবনী’র তৃতীয় খন্ডে জানিয়েছেন – ‘মুক্তধারা’ নাটক লেখা শেষ করেন ১৩২৮ বঙ্গাব্দে, পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ ১৩ই জানুয়ারি শান্তিনিকেতনে।
● ‘মুক্তধারা’ নাটকটি প্রথম মুদ্রিত হয় – প্রবাসী পত্রিকায়, ১৩২৯ বঙ্গাব্দে, বৈশাখ মাসে।
● চৌরিচৌরা হিংসাত্মক দুর্ঘটনা ঘটলে গান্ধীজী অসহযোগ আন্দোলনের প্রত‍্যাহার করে নেন এবং তাঁকে ৬ মাসের জন‍্য কারাদন্ডে দন্ডিত করা হয়। এই পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পত্রে ‘বেঙ্গলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
‘মুক্তধারা’ নাটকটি রাজনৈতিক পটভূমিতে রচিত এবং ‘প্রায়শ্চিত্ত’ নাটকটি এই প্রসঙ্গে স্মরণীয়।
● ‘প্রায়শ্চিত্ত’ নাটকে যে ধনঞ্জয় বৈরাগী আছে ‘মুক্তধারা’ নাটকের ধনঞ্জয় বৈরাগীও এক‌ই ভাবাদর্শে প্রকাশিত।
● ‘মুক্তধারা’ নাটকটির পান্ডুলিপি পাওয়া যায়নি।
● মুক্তধারা নাটকের নাম বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে – পথ, পথমুক্তি, পথমোচন, মুক্তধারা।
● মুক্তধারা নাটকটির রবীন্দ্রনাথ ঠাকুর কৃত ইংরাজি অনুবাদ – “The Waterfall”.
অনুবাদটি মডার্ণ রিভিউ পত্রিকায় মে, ১৯২২ খ্রি: প্রকাশিত হয়।
● ১৩২৮ বঙ্গাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমায় শান্তিনিকেতনে ‘মুক্তধারা’ নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা ছিল কিন্তু ২৬শে ফাল্গুন (১০ মার্চ) মহাত্মা গান্ধীর গ্রেপ্তার হ‌ওয়ার সংবাদে অভিনয় সহ বসন্তোৎসবের পরিকল্পনা বাতিল হয়।
● রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় শান্তিকেতনের আর কখন‌ও নাটকটি মঞ্চস্থ হয়নি।

সঙ্গীত
● মুক্তধারা নাটকে সঙ্গীত সংখ‍্যা – ১৪।
● ‘প্রায়শ্চিত্ত’ নাটক থেকে ‘মুক্তধারা’তে ৬টি গান আছে।
● ১) সন্ন‍্যাসীদলের গান – জয় ভৈরব ! জয় শঙ্কর (৭বার)
২) নাগরিকদের গান – নমো যন্ত্র, নমো যন্ত্র…
৩) বাউলদের গান – ও তো আর ফিরবে না
৪) ধনঞ্জয় বৈরাগীর গান –
i) আমি মারের সাগর পাড়ি দেব
ii) আরো আরো প্রভু আরো আরো
iii) ভুলে যাই থেকে থেকে
iv) আমাকে যে বাঁধবে ধরে
v) আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
vi) র‌ইল বলে রাখলে কারে
vii) তোমার শিকল আমায় বিকল করবে না
viii) আগুন আমার ভাই
ix) শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরোবে
x) ফেলে রাখলেই কি পড়ে রবে
xi) বাজে রে বাজে রে ডমরু বাজে

● ‘প্রায়শ্চিত্ত’ নাটকে ধনঞ্জয় বৈরাগীর কন্ঠে শোনা যায় – ‘আর‌ও আর‌ও প্রভু আর‌ও / এমনি করেই আমায় মারো’ – গানটি ঈষৎ পরিবর্তন হয়ে ‘মুক্তধারা’ নাটকে প্রকাশিত হয়েছে।

       চরিত্র             পরিচয়

রণজিৎ                উত্তরকূটের রাজা
বিশ্বজিৎ               রণজিতের খুড়া
প্রাগজিৎ              রণজিতের প্রপিতামহ
অভিজিৎ             রাজকুমার
চন্ডপাল               রাজ‍্যশাসক
উদ্ধব                   রাজপ্রহরী
বিজয়পাল           সেনাপতি
বিষণ                  শিবতরাইয়ের নাগরিক
বিভূতি                কামারের ছেলে, যন্ত্র তৈরি
                       মুক্তধারার পথ বন্ধ করেছে।
বনোয়ারী            মালা তৈরি করে
লছমন                উত্তরকূটের ঘন্টা বাজায়
হুব্বা                    যাত্রাদলের গায়ক
নিমকু                  পথিক
হরিশ                    ঢাকি
কৈলাস পন্ডিত      বিভূতির গুরু