জাপান যাত্রী – রবীন্দ্রনাথ ঠাকুর
তথ‍্যমূলক আলোচনা


● উইলিয়াম পিয়ার্সন, সি এফ এন্ড্রুজ ও মুকুলচন্দ্র দে সহ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে ১মে, ১৯১৬ তারিখে জাপান যাত্রা করেন। সেখান থেকে আমেরিকা ভ্রমণ করে জাপানের পথে ১৩ই মার্চ, ১৯১৭ কলকাতায় আসেন।

● বৈশাখ, ১৩২৩ থেকে বৈশাখ,১৩২৪ বঙ্গাব্দ পর্যন্ত সবুজ পত্রের বিভিন্ন সংখ‍্যায় রচনাগুলি ‘জাপান যাত্রীর পত্র’, ‘জাপানের পত্র’, ‘জাপানের কথা’ নামে প্রকাশিত হয়।

● ১৩৪৩ সালে শ্রাবণ মাসে জাপান পারস‍্যে গ্রন্থ প্রকাশকালে ‘জাপান যাত্রী’ উক্ত গ্রন্থের অন্তর্ভূক্ত হয়।
● ১৩২৬ সালের শ্রাবণ মাসে ‘জাপান যাত্রী’ গ্রন্থাকারে মুদ্রিত হয়।
● ‘জাপান যাত্রী’ গ্রন্থটি উৎসর্গ করেন – শ্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ‍্যায়কে।
● ‘জাপান যাত্রী’ গ্রন্থের ‘সূর্যবন্দনা’র ছবিটি শিল্পী শিমোমুরার আঁকা। ‘পশ্চিম যাত্রীর ডায়েরি’তে দ্বিতীয় পত্রে ছবিটির পুনরুল্লেখ হয়েছে।
● গ্রন্থের ১২নং প্রবন্ধের শেষে ‘মহিলা বিদ‍্যাপীঠে রবীন্দ্রনাথ’ নামে একটি ছবি আছে যার স্থান কারুইজাওয়া, জাপান, ১৯১৬।
● ‘জাপান যাত্রী’ গ্রন্থটিতে মোট ১৫টি প্রবন্ধ আছে।
● ‘জাপান যাত্রী’ গ্রন্থটির ইংরাজি তর্জমা করেন –
ইন্দিরা দেবী ১৯৩৮ খ্রি:।
শকুন্তলা রাও শাস্ত্রী – “A Visit to Japan”.(1961)
● ‘জাপানযাত্রী’ প্রবন্ধে উল্লেখিত জাহাজটির নাম – তোসামারু
● ‘জাপানযাত্রী’ প্রবন্ধে উল্লেখিত মাসের নাম – বৈশাখ, জ‍্যৈষ্ঠ, ভাদ্র।
● ‘জাপানযাত্রী’ প্রবন্ধে উল্লেখিত ঋতুর নাম –
শরৎ, বসন্ত, শীত।

          তারিখ                      ঘটনা
    ২০শে বৈশাখ         প্রথম চিঠি লেখা

    ২৪শে বৈশাখ        রেঙ্গুনে পৌঁছানো

       ২রা জ‍্যৈষ্ঠ         সিঙ্গাপুরে পৌঁছানো

     ২৯শে বৈশাখ    পিনাঙ বন্দরে পৌঁছানো

       ৩রা জ‍্যৈষ্ঠ             সিঙ্গাপুর থেকে
                                      জাহাজ ছাড়া
        ১৬ই জ‍্যৈষ্ঠ           কোবে পৌঁছান

       ২৩শে জ‍্যৈষ্ঠ          টোকিও যাত্রা

 

    ব‍্যক্তি                         পরিচয়
মুকুল দে                   যাত্রাকালে বালক সঙ্গী

টাইক্কন                      জাপানি চিত্রকর,
                      টোকিও তে যার বাড়ি ছিলেন

তানজান                    জাপানি চিত্রকর
শিমুমোরা         সূর্যবন্দনার ছবি এঁকেছিলেন

সানো                  শান্তিনিকেতনে জুজুৎসু
                                ব‍্যায়ামের শিক্ষক

মোরারাজি                গুজরাটি ব‍্যবসায়ী
                       কোবেতে যার বাড়িতে ছিলেন

কাটাসটাক                  চিত্রকর বন্ধু

  হারাসন                     ধনী ও রসজ্ঞ,
                     য়োকোয়ামায় যার আতিথ‍্য
                    গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ